“আমরা বন্ধু আর শখের ফটোগ্রাফী”
আজকে “আমরাবন্ধু”র জন্মদিন।
আমরাবন্ধু - একটা শব্দ, একটা একাত্মতা! যারাই এর সাথে কিবা পাশেই আছেন/থাকেন মর্মে মর্মে উপলব্ধি করেন এই আত্মীকতা। এর সাথে জড়িয়ে দূরে-কাছে, নিরবে কিবা সরবে থাকা সবাই যে যা তাই আছেন। আদিখ্যেতা, ‘আমি কি হনু রে’ একে অন্যের সাথে দুই’মুখতা, পিঠচাপড়ানো – এইগুলো এখন অব্দি নেই বলেই মানুষগুলোকে জানাচেনার গন্ডিতে নিয়ে আসা যায় সহজেই।
আমরাবন্ধু গ্রুপ হিসেবে আন্তর্জালে অনেক আগে থেকে রইলেও ব্লগের জগতে “আমরাবন্ধু” সেই প্রথমদিককার ব্লগ নয়। কিন্তু এতে জড়িয়ে থাকা মানুষগুলো ব্লগজগতের শুরুর দিকের নিকের আড়ালে রইলেও ‘এবি’তে এসে আর তা থাকেন নি, হয়ে উঠেছেন একে অপরের আদতেই বন্ধু। তাই নির্দ্বিধায় আলাপ-আলোচনা, রাগ-ভরসা করা চলে এই বন্ধুদের ওপরই।
এবি’তে এসে নিজের নৈমত্তিক হাসি-আনন্দ, সিনেমা দেখার/বই পড়ার/ নানান অনুভূতির ভাগ বাটোয়ারা করে যাই বন্ধুদের সাথে আটপৌরে আড্ডার ঢঙ্গে। খুব আড়ম্বরের কিছু না, নিজেরা নিজেরাই ব্লগ সংকলন বার করে বইমেলায় তা নিয়ে হুল্লোড় করে ফেলি সেই আমরা আমরাই, আবার বারংবার ঘোষনা দিয়েও বর্ষার ই-বুক বার করতে পারি না এই আমরাই। ব্লগে চেনা বন্ধুর বিয়েতে/বইয়ের পুরস্কার অনুষ্ঠানে/ কেউ হাসপাতালে রইলে যেমন ঝাকঁ বেধেঁ হাজির হই, যেন আমরাই সব। এমনি আদরের-মমতার, অনুযোগের, পিছলামির, নখরামি দেখানোর জায়গা আমাদের “আমরাবন্ধু”। কখনোই খুব জমজমাট ব্লগ নয় এটি, কিন্তু এতে নোংরামি-ছাগলামি-আতলামি কোনটারই জায়গা নেই। পরস্পর মিথষ্ক্রিয়তার, স্বস্তির এই স্থানটা এম্নিওই থাকুক, কেবল চাই আমাদের উপস্থিতি বাড়ুক। কারন মাঝেসাঝেই আমরা দল বেধেঁ সব ডুব দেই, দিনের পর দিন খাঁ খাঁ করে ব্লগটা। অফ্লাইনে আসি-পড়ি, কিন্তু কমেন্ট কিবা পোষ্ট দেবার পাহাড়সম কষ্টটুকু তুলতে অপারগ হয়ে পড়ি।
শুভ জন্মদিন ‘আমরাবন্ধু’।
--------------------------------------------------------------------------------------
কোন এলাকার লোকজন নাকি গ্রাম থেকে সদরে এলেই করার মতোন কোন কাজ না থাকলে দেয় অন্যের নামে মামলা ঠুকে! নাই কাজ তো কিছু তো একটা করো – ভাবসাব! তো তেমনিভাবে দিলামই যখন একটা পোষ্ট আরো কিছু খবর জানান দিয়ে যাই।
শখের ফটোগ্রাফী (Amateur Photography) একটি ফেসবুক ভিত্তিক ফটোগ্রাফী গ্রুপ। অনেকদিন যাবতই মূলত একে অপরের সাথে নিজেদের লব্ধ জ্ঞান/ছবি সংক্রান্ত নানান লিঙ্ক আদানপ্রদানের ভিত্তিতেই গ্রুপের গড়ে উঠা। এই প্রথম গ্রুপ থেকে একটা ফটো এক্সিবিশনের উদ্যোগ নেয়া হয়। আশানুরুপ সাড়া পাবার পর তা থেকে বাছাইকৃত ফটো নিয়ে ফটো এক্সিবিশনের আয়োজন করা হয়েছে।
আগামী ৩১শে অক্টোবর বৃহস্পতিবার দৃক গ্যালারীতে শুরু হতে যাচ্ছে ৩দিন ব্যাপি “COLORS of BANGLADESH ” শিরোনামে শখের ফটোগ্রাফি গ্রুপের ফটো এক্সিবিশন, যা ২রা নভেম্বর ২০১৩ পর্যন্ত চলবে। প্রদর্শনী বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারনের জন্যে উন্মুক্ত থাকবে।
এমনি তো নানান প্রদর্শনীই হয়ে যাচ্ছে ইদানিং অহরহই, এতে আর নতুন কি। নতুনত্ব এই যে, এ প্রদর্শনীতে স্থান পেয়েছে “এবি”র বেশকিছু বন্ধুর তোলা ছবি। তাই আমাদের বন্ধুবান্ধব/পরিজনসহ সকলেরই উপস্থিতি এই নতুন ফটোগ্রাফারদের তথা আমাদের উৎসাহ যোগাবে নিঃসন্দেহে।
আয়োজকরা জানিয়েছেন এই এক্সিবিশন উপলক্ষে যে ফটোবুকটি প্রকাশিত হবে তার সম্ভাব্য কভার এমন (সামান্য একটু পরিবর্তন হবে)
যাদের ছবি এবারের এক্সিবিশনে যাচ্ছে তারা এই ফটোবুক বিনামূল্যে পাবেন। ফটোবুক লেটার সাইজের ১২০ জিএসএম কাগজে ৪ কালারে মূদ্রিত,কভার ৩০০ জিএসএম কাগজে। মোট পৃষ্ঠা সংখ্যা ৩২। মূল্য ৩০০ টাকা মাত্র। তবে প্রদর্শনী চলাকালীন সময়ে ১৫% ছাড় পাবেন,মানে ২৫০ টাকায় কিনতে পারবেন। কপি সীমিত (সর্বাধিক ৫০ কপি) যারা কিনতে চান,তারা নাম আর ফোন নাম্বার দিয়ে রাখেন কমেন্টে।
তাই শখের ফটোগ্রাফির এই পথচলায় আপনাদের সরব উপস্থিতি, ভালোবাসা ও সহযোগিতা তারুন্যের জয়গানকে আরো দৃপ্ত করুক। আর সবাই জানে, যেখানেই এবি’র লোকজন সেখানেই সুনিশ্চিত জম্পেশ আড্ডা। এমনি আড্ডাগুলোতেই পুরানো বন্ধুত্ব ঝালাই করে নেয়া, নতুনদের সাথে সখ্যতা গড়ে ওঠা সব মিশেমিশে এক হয়ে যায়।
তো চলে আসুন দারুন ফটোএক্সিবিশনে সাথে এবি’র বন্ধুদের সাথে ধুন্ধুমার আড্ডায় –
ভ্যেনুঃ দৃক গ্যালারী, ধানমন্ডি, ঢাকা
তারিখঃ ৩১শে অক্টোবর, ১ ও ২ নভেম্বর ২০১৩
রোজঃ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার
সময়ঃ প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
বিচারক প্যানেলও কিন্তু এবি এবং এমেচার জয়েন্টলী ছিল
শুভ জন্মদিন 'আমরাবন্ধু'
প্রদর্শনীর সাফল্য কামনা করি।
রাতে আমিও একটা লেখা ছাড়বো
রাতের লেখাও সাফল্য মন্ডিত থুক্কু কমেন্টে সুবেশিত হোক
আমরাতো বুড়া হইয়া গেছি
... নতুনরা কিছু করুক... তাগোওতো কিছু দায়িত্ব আছে... তাইনা?
বুড়া কারে বলেন!! .।।। বালাইষাট
আমার সব্বাইরেই দরকার, নতুনদের সাথে সাথে পুরনোরাই। কোন পুরনো প্রেম ঢাকা পড়ে যাবার নয় নব প্রেম জালে!!
এবির কে কে আছে? নাম কও
আপ্নের প্রিয় লুকজন, দেখি ২/১টা নাম কন, মিলে কিনা
জেবীন, জেবীন এবং জেবীন
আহা, আমি তো বাইডিফল্ট আছি প্রিয়জনের লিস্টে
কিছু কথা থাক না গুপন - এর মতোন এইটাও গুপন থাক্তো,
কমেন্টে অন্যদের নামও ২/১টা বলতেন আর কি
আমার নাম কেউ বলে না, আমি গরীপ তো তাই । গরীপের ক্যামেরা নাই বলে কেউ মনে করে না
কিন্তু আমার ফটুক নাই বলে বই কেনা লাগবে!!! গরীপের টেকা নাই কিন্তু আড্ডা দিতে যামু ।
পোষ্টের তিন নম্বর প্যারাটা একদম মনের কথা ।
শুভ জন্মদিন এবি
প্রদর্শনীর সাফল্য কামনা করি।
অভিনন্দন!
শুভ জন্মদিন ‘আমরাবন্ধু’। <3
শুভ জন্মদিন এবি।
http://www.bd-pratidin.com/2013/10/29/24068
জেবীন, উপরের লিঙ্কটা আপনার জন্য।
https://www.facebook.com/rashida.afrose/posts/584048428327116?notif_t=like
এইটাও জেবীনের জন্য।
আপনাকে অনেক অনেক শুভেচ্ছা
শুভ জন্মদিন 'আমরাবন্ধু'
এমনতর একটি প্রদর্শনী অবশ্যই প্রশংসনীয়। নিয়মিত আয়োজন কাঙ্খিত। আজ ৩০ অক্টোবর, কাল থেকে প্রদর্শনী। মিডিয়াগুলোতে প্রেস রিলিজ পাঠানোর প্রস্তুতি আশা করি আপনাদের আছে। বড় সাফল্য, দীর্ঘ পদযাত্রার জন্য এক্সপোজারটা আসলেই খুব দরকার।
তোমার লেখার জন্য জানাই আন্তরিক অভিনন্দন।
দারুণ খবর!!! চৌধুরী সাপ ছাড়া কার কার ছবি যাচ্ছে প্রদর্শনীতে?
শুভ জন্মদিন ‘আমরাবন্ধু.। লেট লতিফ হইলেও আছি।
মন্তব্য করুন