বউরঙ্গ (পোলাপাইনের জন্য না)
সকালে ঘুম ভাঙ্গার পর পাশে হাত দিয়া দেখি বউ নাই। আবার দরজাও বন্ধ। বউ কৈ গেলো। চোখ মেলে দেখি পায়ের কাছে শোয়া। আমি তারে বললাম, ‘ও, তুমি সকাল সকাল বেহেস্তে গেছো।’ সে বললো ‘মানে কি?’ আমি বললাম, ‘স্বামীর পায়ের কাছেই তো স্ত্রীর বেহেস্ত।’
সবার ভাগ্য তো আমার বউয়ের মতো হয় না। আরেকজনের একটা কাহিনী বলি। ঈদের দিন সবাই তারে সালাম করে আর সালামী নেয়। তার বউ আইসা আহলাদ কইরা কয়, আমার সেলামি কৈ?
সে তখন তার বউরে কইলো, ‘উল্টা তুমি আমারে সালামি দিবা।’
তার বউ টাসকি খাইয়া কয়, ‘কেন আমি তোমারে দেবো কেন?’
জামাই কখন কইলো, ‘আমি যে প্রায় রাতেই তোমার দুই পা কান্ধে রাখি, সেইটার সেলামি কৈ?’
তবে সবাই যে বউয়ের পাশে পাশে ঘুর ঘুর করে তা কিন্তু না। আমার এক বড় ভাই আবিস্কার করছে যে, ঢাকা শহরের সবচেয়ে ভাল জিনিষ হচ্ছে জ্যাম। ট্রাফিক জ্যাম। অফিস শেষে বাসায় যাওয়ার পথে জ্যামে সে দুই ঘন্টার বেশি আটকা থাকে। এই দুই ঘন্টাই নাকি তার জীবনের সেরা সময়। দ্রুত বাসায় চলে গেলে তো সেই বউয়ের পাল্লায় পড়তে হইতো। বউয়ের হাত থেকে বাঁচতে সে নাকি জ্যামে থাকতেই বেশি পছন্দ করে। গাড়ির মধ্যে এসি ছাইড়া শান্তিমত সময় কাটায়।
আমার বাবা গত আওয়ামী লীগের সময় সুস্থ ছিলেন। শেখ হাসিনা তখন বেশি বেশি কথা বলার জন্য বেশি বিখ্যাত ছিলেন। সে সময় বাবা প্রায়ই একটা কথা বলতেন। বলতেন, ঘরে আর বাইরে, যেখানেই যাই হাসিনার জ্বালায় আর বাঁচি না।
আমার মায়ের নামও হাসিনা।
বউ কি কাজে লাগে তাইলে? এটা নিয়া আমার পুত্রের একটা থিওরি আছে। রাইয়ানের বয়স এখন চার। আরও ৬ মাস আগের কথা। সে তখন বিয়ে করতে রাজী ছিল। একদিন তারে জিজ্ঞাসা করলাম, ‘বাবা, বিয়ে করবা’।
সে বললো, ‘ করবো, বাবা।’
-বউ দিয়া কি করবা?
রাইয়ান তখন তার সেই ঐতিহাসিক উত্তরটা দিয়েছিল, ‘বউ আমাকে ছুছু করাইয়া দেবে।’
বউ খুজতাছেন দেখলাম। বউরে আগেই জানাইয়া রাইখেন চাহিদাগুলা
আমি তো মনে করছি এই গুলো এমনিতেই করে দিবো.।.।।
বাপের কাছ থিকা শিখছে ভাইস্তায়। কোলন পি ।
আরে কি কন? আমি তো উল্টা বউরে কইলাম ছেলে এইটা কয়. সুতরাঙ এখন থেইক্যা..........
যাই কন মানতে পারতাছিনা। পায়ের নিচে শোয়ান ধার্মিক হিসাবে না হয় মাইনা নেয়া গেল। কিন্তু তাই বলে .. এইটা কিন্তু বেশি হইয়া গেছে!
‘বউ আমাকে ছুছু করাইয়া দেবে।’
মাসুম ভাই, আপ্নের গোপন কথাটা এভাবে ফাঁস কইরা দিলেন?
আর কইয়েন না। আমার দাবি তো বউ এখনো মানলো না। আফসুস। জীবনটা তাইলে আরো আরামের হইতো।
রাইয়ান এই শিখলো?
বাচ্চা ছেলে তার আর কি দোষ। বড়দের যা করতে দেখে তা থেকেই শিখে।
আমি কিছু কইতাম না। কইলে তো আমার দোষ দিবেন আপনি। তবে এইটাই কই, মাসুম ভাই ছেলেরে এই শিখাইলো?ছি ছি!
জয়িতা-সামনেই তো তোমার বিবাহ? কি করতে হয় বুঝলা তো?
উল্টা তো আমি আমার ছেলের কাছ থেকে শিখলাম। কিন্তু বউ তো মানে না। আফসুস
আপনি বউরে দিয়া এই কাজ করান দেইখা কি সব বউ এসব করবে?জীবনে তো প্রথম শুনলাম।আপনার বিরুদ্ধে মামলা করা উচিত।
বউরে দিয়া করানো যাবে না এইটা কোন আইনে আছে? আর আইনে থাকলে কও, বউরে দেখাই। তাইলে যদি রাজি হয়। আর তুমিও প্রস্তুত হও।
জিগান সবাইরে। কেউ শুনে নাই। আপনি জানেন তাই ছেলে শিখলো। আর এখন পুলাপাইনরে কুবুদ্ধি শিখাইতাছেন।
এই পোস্ট তুমি প্রিয়তে রাইখা দেও। বিয়া ঠিক হইলে জামাইরে পড়তে দিও। ভুইলো না কিন্তু। আর এই জাতীয় কোন কোর্স থাকলে ভর্তি হইতে পারো।
আপনার এই পো্ষ্টেই আর আসব না। আমার জামাই লক্ষী হবে বলেই আশা করি। নাইলে বাদ।
এই চাহিদা জানার পর বাদ?
বলছি না আর কিছু বলব না। এই পোষ্টেও আসব না।এই চাহিদা কেম্নে জানবে?কে জানবে?
হাহাহাহাহাহাহাহ
হোহোহোহোহোহোহো
ভাবীরে এই পোস্টটা পড়াইয়েন
সে এইসব পইড়া কি করবো? তার ম্যালা কাজ
আমি রাইয়ান কে পরথমে ঐ নামের কাছাকাছি নামে পড়ছিলাম
হুমমমম
হাহাহাহা।
দায়িত্বের কথা ভুইলেন না।
খ্যাক খ্যাক খ্যাক
বউ আমাকে ছুছু করাইয়া দেবে।
হা হা চে উ প গে.....
যোগ্য পিতার যোগ্য উত্তরসুরী......
আমি তো উল্টা পুত্রের অনুসারী হইতে চাই। বউ তো মানে না
৬ মাস আগের কথা। সে তখন বিয়ে করতে রাজী ছিল।
ভাইস্তা কি এখন আর বিয়ে করতে রাজি না।
বিয়া করলে কি সমস্যা , তা কি বুঝে গেছে
হু, তাকে শিখানো হইছে যে বিয়ের কথা বললে বলতে হবে যে ছোটরা বিয়ে করে না।
খিকজ!
‘বউ আমাকে ছুছু করাইয়া দেবে।’
জটিল কৈছে পোলায়। এমুন বাপের পোলা এই ছাড়া
আর কী কৈবো ? সাবাস, বাপকা বেটা...
আমার পোলা অনেকেরই খবর করাইয়া দিবো। ভয়ে আছি। মানুষরে পটাইতে তার লাগে এক সেকেন্ড।
পোলার উক্তি পছন্দ হইছে?
শিখলা কিছু?
অনেক সুখে আছেন বলে মনে হলো! মেসবাহদের হসপিটালের নাম্বারটা হাতের কাছে রাখবেন, কাজে লাগবে কোন দিন!!
হাসপাতালে যাওয়ার পরিকল্পনা বাদ আপাতত। এখন খালি আমি আর বউ, মানে ইউ অ্যান্ড মি ওনলি।
খেক খেক ....
আমার খোমা কই?
বউয়ের এরম দায়িত্বের কথা আগে জীবনে ভাবতেও পারিনা, রায়হান বাপ অনেক বড়ো হোক, এলেমদার হোক---
জানার আর শেখার কোনো শেষ নাই।
বাপকা বেটা !
উল্টা। আমি আমার ছেলের ভক্ত।
হা হা হা! দুর্দান্ত মজা পাইলাম। আসলেই বাপকা বেটা!!
আপনার মেয়েদের আমার ছেলের সামনে আইনেন না কিন্তু। আমার পোলা বান্দর আছে।
হা হা হা দারুন বলেছে ছেলে? বুদ্ধিমান ছেলে।
মজার হয়েছে। আনন্দ পেলাম!
ইয়ে মানে ছবিটা সুন্দর হইছে
ভাতিজা বাবাকে ক্রস করবে ঃ()
হাহাহাহা, হাসতে হাসতে শ্যাষ.....।
ছোটদের সামনে সব কিছু করতে নাই, এরা কখন যে কি শিখ্যা ফেলে.. সাবধান থাইকেন।
Az mon khub kharap.Lokjon kebol boka banay,sheta onno kahini,aashol kotha boli,APNAR LEKHA PORE MON VALO HOE GELO.
এ্যই তুই কইথেইকা উদয় হৈছস? মন খারাপ ক্যান, আর তোরে বোকাইবা কে বানায়! নামটা বলিস, তারে বোকা বানায় দিবো
এখনো অতিথি আছস? মডুরে ফুনাইস।
আরে এইটা কী সেই রশিদা আফরোজ, যাকে আমি চিনি ??
ভাবীর জন্য দুঃখপ্রকাশ করা ছাড়া গতি নাই
) আহারে বাপ টা যদি পোলাটার মত হইতো )
~
হা হা গ খা প গে ) ) ) ) ) ) )
দারুন শিক্ষণীয় পুষ্ট
ভাতিজা ব্যাফক জ্ঞ্যানী কথা কইছে বউদের প্রধান দায়িত্ব উহাই হওয়া উচিৎ
=))
পুলার কাছে ট্রেনিং নিতাম চাই। ভবিষ্যতে কাজে লাগবো!!!
শওকত মাসুম লেখালেখি ছাড়া এই জীবনে আর কিছুই শেখে নাই । তবে লেখালেখিটা ভালই শিখেছেন । চিরন্তনী রচনা, দেরিতে পড়লাম - রস পুরোপুরি বজায় আছে এবং থাকবেও । তাইতো, ছেলেরা বাপকে শেখাবার দিন এসে গেছে ।
গুনীজনেরা বলে ... শিক্ষার কি আর শেষ আছে !!
দূর্দান্ত যেমন মাসুম বাপ, তেমনি মাসুম শিশু
মন্তব্য করুন