নির্বাক আমার স্বর ফোটে না....
26.07.13
আমার আস্তিনের নীচে লুকোনো নখ
বিড়ালের মুখে ইঁদুর
অপার জলে ওড়াওড়ি সীগাল
মাঝে মাঝে ডাক দেয়, সু-দূর
আমার মুখে হাসি
বিষণ্নতার কবর
রমণের ইতিহাস নিংড়ে
জন্মের ক্ষণ খোঁজা, মনের চোখ থাকে বোঁজা
আমার মুক্তির স্বেদবিন্দু
বন্ধুর পথে বন্ধু
অপেক্ষার দুর্বিনীত প্রহর
ডানে বামে এলায়িত
দিকচক্রবাল
ডাকছে সমুদ্দূর...
--------------
প্রজাপতি ওড়া পাঁজরে
নবাগত অনুভব
দিচ্ছে চাপা বিগত দিনের
দুঃখ-হতাশা-ক্ষোভ;
ইথার জানে, জানে দোর ছাওয়া
কৃষ্ণচূড়া, ইসাবেলা-
দিন শেষে ওল্ড ইজ গোল্ড।
হাজারের সাথে আরো একশ পঁচানব্বই দিন
পুড়ে গেল ঠোঁট, সাথে ফুসফুসের জমিন,
বলতে পারিনি ইসাবেলা-
“তোমাকে ভালোবাসি না”।
সারস ডানায় বন্দী স্বাধীন পদ্য
প্রথম চুম্বনস্বাদ এখনো স্মৃতিতে অনবদ্য!
কতজন কত স্মৃতিতে বাচেঁ
আমি এখনো পড়ে আছি তোমারই গড়া ছাঁচে;
ক্লান্ত মন জপে যায় একই সুর
কাছে আসো পাশে বসো
আমার আদরের ‘দূর-বহুদূর’
এককথায় –সুদূরিকা...
এবার তো দাও দেখা!
০৫০৮১৩
কত সহজ উচ্চারণে বলে ফেলো
“ভালোবাসি না”
প্রতিদিনের শেকল ভাঙা গান
কে গায় তোমাদের জন্যে
কে ঘোরে হয়ে হন্যে
করতে তোমাদের সমস্যা সমাধান!
বিশ্ব সংসার একপাশে রেখে
জীবিকার ঝাঁকা কাঁধে কে চলে হেঁকে?
স্বীকার করো বা না করো
সে তো “আমি”
জানে হঠাৎ বৃষ্টি অথবা প্রখর রোদ
তোমাদের হাসি আনন্দ শোক
“আমি” ই শালপ্রাংশু বাহুতে
বয়ে বেড়াই প্রতিনিয়ত অযুতে-নিযুতে।
মাঝে মাঝে এ ক্লান্ত আত্মার
প্রয়োজন প্রশংসা ভালোবাসার
“আমি” শুরু “আমি” ই রাখি চলমান
তোমাদের কড়ির পসার-
আমাকে ভুলে যেও না
আমার বিষণ্ন প্রেমিকার দল!
চমৎকার!
প্রথম টা আর শেষ টা বেশি ভালো লাগছে পড়তে!
মন্তব্য করুন