গান কবিতা ছন্দের দেশে ভিখারী বেশে-অনেকদিন পর
বহুদিন কিছু লিখা হয় না, সময়ের সাথে আমি ছুটছি, এদিকে বান্ধবী জেরীন সুদূর আমেরিকা থেকে জানতে চাচ্ছে কেন আমার কোন লিখা সে দেখছে না- একজন পাঠক আমাকে মিস করছে এই ই বা কম কী!
পাখির বুলি
পাখির বুলি কত যে শুনি
হায় মহাসময় হয়ে যায় ক্ষয়
শূন্য ঝুলি, ফাঁকা হৃদয়
এ জীবন বুঝি কয়েদীর ও নয়!
নিয়ম শাসন জীবিকা
দুচোখ পায় না কোনকালে
সূর্যের দেখা-
নদীর স্রোত দিন-রাত
মাখামাখি চলে যায়
হায় মহাসময় হায় আয়ু
সমারোহবিহীন দিকশূন্যপুরে ধায়।
(২১.০১.২০১৪, ৬:৪৫ সন্ধ্যা-অফিস মিটিং এ বসে লেখা)
পারমিতা
এভাবে ভালোবাসা হয় না পারমিতা
হয় না দেখা হয় না কথা
বোঝে না কেউ বুকের ও ব্যথা
এভাবে ভালোবাসা হয় না পারমিতা
কত শত উৎসবে মুখর শহর
একা একা কাটে আমার অষ্টপ্রহর
খোজেঁ না কেউ মেঘ বারতা
এভাবে ভালোবাসা হয় না পারমিতা
বিচ্ছেদ এবার হবে ই হবে জানি
গহীনে থাকুক বিষাদের ও কানাকানি
চাই না চাই না মিথ্যে সমঝোতা
এভাবে ভালোবাসা হয় না পারমিতা।
https://soundcloud.com/afsana-kishwar/paromita
ঢাকা আমার ঢাকা
এই শহরটা ভীষণ পঁচা ধোঁয়ায় ধূলোয় ঢাকা
বলছে সবাই এই শহরে যাচ্ছে না আর থাকা
এই শহরটা জ্যামে জ্যামে হচ্ছে জেরবার
এই শহরটাকে বাসের অযোগ্য
সময় এসেছে বলবার
যে যা বলো ভাই
এই শহরে ই আমি মরে যেতে চাই
এই শহরের পথে পথে ছড়ানো আমার
শত প্রথম স্মৃতি, এই শহরেই বাঁচি মরি
এই শহরেই স্থায়ী বসতি
এই শহরের রিকশায় বসে প্রথম চুমু খাওয়া
এই শহরেই বসে আমি প্রথম উড়িয়েছি ধোঁয়া
এই শহরেই হয়েছি আমি শিশু থেকে ঘরণী
এই শহরটাই যেখানে যাই হৃদয়ে বহন করি
এই শহরে স্কুল পালানো প্রথম সিনেমা আড্ডা অভিমান
এই শহরেই দুঃখ আনন্দ হৈ হল্লা গান
এই শহরটা যত দূরে যাই ঢাকা আমার ঢাকা
প্রেম অপ্রেম ঘৃণা ভালোবাসায়
বুকের ভেতর ছিল আছে থাকবে রাখা
ও আমার ঢাকা ও আমার ঢাকা
তোমাকে ছাড়া আমি কিস্সু না
তুমি বুকের মাঝেই রাখা।
https://soundcloud.com/afsana-kishwar/ai-shahor
চিনবে কি আমাকে?
হিসেবের ছক কাটা ছন্দে যদি কাটাতাম জীবন
তোমাকে ভালোবাসা হতো না তো
তোমার নিস্তব্ধতার ভেতর যদি
ছুঁড়ে না দিতাম ধ্বনিময়তা
তোমাকে ভালোবাসি বলা হতো না তো
খরতাপে জল ঢেলে সন্ন্যাস না নিলে
তোমাকে বোধে জাগ্রত রেখে
মেটাতে পারতাম না জীবনের দাবী।
কাঁচপোকা হয়ে কৃষ্ণচূড়ার শিশির মাখা
সে ই তো আমার আনন্দ আজ
নির্বাসনে রেখে ষড়ঋতু আমার
গেরুয়া সাজ, বায়ুযানে চড়ে
তোমার অবতরণের অপেক্ষায়
আমাকে দেখবে তুমি নির্জন পূর্ণিমায়-
অনেক নারীর ভীড়ে চিনবে কি আমাকে
সব অনুভব একপাশে রেখে?
হিংস্র শ্বাপদ
সময়ের সংঘাতের ভেতর নিরুৎসক
চেতনা নিয়ে আমরা বসে থাকি
গণতন্ত্রের গরিমায় জ্বলেপুড়ে ছারখার
শত প্রাণ সহস্র সম্পদ
রাজনীতি বলে যারা রচে যায় মায়ার
কুহকজাল, মানুষ নয় তো তারা
হিংস্র শ্বাপদ।
পারমিতা এবং এই শহর আমার অসহ্য কণ্ঠে গেয়েছি, আমি এমনই পারি গাইতে কেউ চাইলে লিংক এ শুনতে পারেন।
সুন্দর লেখা, আরও সুন্দর সব কবিতা।
মাঝে মাঝেই লিখবেন এমন, পড়তে ভালো লাগে।
ভালো থাকুন।
বাহ বেশ সুন্দর কবিতা তো!
সব কবিদের স্বরচিত আবৃত্তি যদি এতটা ভালো হতো!
বেশ ভাল লেগেছে
শুধু শহরটা নয় পুরো দেশটাই পঁচে গেছে । ওরা শুধু শ্বাপদ নয়, ওরা একই সাথে নরকের কীটও । আর ভালবাসা এভাবেতো হয়ইনা জানি তবু ভালবাসতে মানুষ পাগল ।
কবিতা গুলো বেজায় ভালো । নিয়মিত লিখুন ।
সুন্দর
ভাল লাগলো।
বাহ অনেকগুলো ভালোলাগা মন্তব্য পেলাম তো!
মন্তব্য করুন