এখনি বের হচ্ছি। শাহবাগে যাবো।
গতকাল সকাল ১১ টায়
শাহবাগে গিয়েছিলাম,
ফিরলাম রাতে, অনেক রাতে, শাহবাগ জেগে থাকা রাতে
সারাদিন একটা ঘোর, একাত্তর, শহীদ,পদ্মা, মেঘনা, যমুনা, বীর বাঙালী, স্বাধীনতা, পতাকা শ্লোগান.............
খাওয়া নেই, নাওয়া নেই, তাতে কীইবা এসে গেল,
কন্ঠে আগুন ঠিকই ছড়ালো।
বেঁচে আছি, শরীর একটুকুও বিরক্ত করেনি।
গত কয়েকদিনের অসুস্থতাও মনে হল ভাল হয়ে গেছে।
শ্লোগান, মিছিল, হাত তালি, বিশিষ্টজনের এক কাতারে দাড়ানো.............. এই অভিজ্ঞতা ভুলবার নয়। ভুলবার নয় জাফর ইকবাল স্যারের সংক্ষিপ্ত অথচ প্রচন্ড তাৎপর্য়ময় ভাষন।শাবাশ বন্ধুরা, আমার বন্ধু,আমার ভাই, আমার বোন । এগিয়ে যাও।
মৃত্যুর পর যদি কোন এক শহীদের সাথে দেখা হয়,
হয় কথা।
নিশ্চিত জেনো..............................................
এদিনের গল্প শোনাবো ওদের।
ওদের রক্ত বৃথা যায়নি, যাবে না।যাবে না। যাবে না।
প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পরেছে মুক্তির বারতা।
এখনি বের হচ্ছি। শাহবাগে যাবো।
চলে আসেন। দেরি না করে এখুনি চলে আসেন।
ঘুরে এসেছি। এ রোষ থামবার নয়।এ পোড়াবেই অশুভকে।
আপনার চোখে শাহবাগ...
শুরু থেকে ঘটনার টুকিটাকি... বর্ণনা লিখেন সময় করে
গদ্য লিখতে জানি না। লোকজন হাসে। হাসুক।
প্রতিদিনের আপনার অংশগ্রহণের সময়টুকু লিখেন।
যদি প্রতিদিন পারতাম
পারতার প্রতিক্ষণ ওদের পাশে থাকতে।
এমন টুকটাক লেখা আরও আসুক।
ওদের রক্ত বৃথা যায়নি, যাবে না।যাবে না। যাবে না।
প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পরেছে মুক্তির বারতা।
মন্তব্য করুন