এবি’ র প্রথম পাতায় যা সংযোজন করা যেতে পারে
এবির প্রথম পাতায় অন্যান্য অনেক কিছুর সাথে ডানদিকে দুটো গুরুত্ত্বপূর্ন হেড আছে ,
১। সাম্প্রতিক মন্তব্য
২।সপ্তাহের সেরা পাঁচ (আলোচিত, পঠিত, পছন্দকৃত)
আরেকটি যোগ করা যেতে পারে
৩। সপ্তাহের সকল লেখা ( লেখকের নামসহ)
এতে পাঠককূল পছন্দের লেখকের লেখা প্রথম পাতা না উল্টিয়ে সরাসরি লেখায় যেতে পারবে।
সুবিধা হল, আলসেমীর জন্য পাতা না উল্টিয়ে, প্রথম পাতা দেখেই অনেকের এবি থেকে সরে আসেন ( অন্তত আমি)। এতে ভালো লেখাগুলো (লেখার/ পোষ্টের ভীড়ে দ্বিতীয় বা তৃতীয় পাতায় চলে যাওয়া) পড়া থেকে আড়ালে চলে যায়।এ সমস্যার সরাসরি সমাধান হবে।
অন্যটি হল, লেখকের লেখার শিরোনাম ও লেখকের নাম পুরো সপ্তাহ জুড়েই প্রথম পাতায় থাকবে। এটাও লেখকের জন্য কম প্রাপ্তি নয়।
মডুর তো কোন অওয়াজ নাই !!!!!!!!!!!!!!!!!!!!

পাতা না উল্টিয়ে পড়াশোনার ব্যবসথা মনদ না

অমার লোভ, প্রথম পাতায় আমার লেখার শিরোনাম ও লিংক থাকুক সপ্তাহ জুড়েই। যেহেতু স্টিকি হওয়ার মত লেখা লিখতে পারি না।
একমত
কিন্তু মডু মনে লয় একমত নয়।
মন্তব্য করুন