আমার শাহবাগ
শাহবাগ ঘুরে এসেছি এইমাত্র। কোন ক্লান্তি নেই। সবার জন্য হৃদয় নিংড়ানো ভালবাসা রেখে আসলাম।কাল অফিস, যেতেই হবে।তবে, ফিরবো শাহবাগ হয়েই। ওটাই এখন প্রান।
দু মাসের যে শিশুটি,
শ্লোগান ওর নাম,
যাকে তার মা দুহাতে ধরলো উঁচিয়ে
লাখো জনতার চিৎকারে হল অভিষেক
কী অসামান্য শক্তি সেই মার !
কী বজ্র বীজ গেঁথে দিল ওর সন্তানের ভিতর !
মাগো, তুমিই মা। তুমিই পেরেছিলে “৭১ এ।
ধন্য মা।
তুমিই ছাড়িয়ে গেলে সবাইকে।
ছড়িয়ে গেল আগুন, প্রজন্ম থেকে প্রজন্মে।
অনেক দিন চোখে জল আসে না। আজ এসে গেল।
চোখ ছল ছল, চোয়াল কঠিন, মুষ্ঠিবদ্ধ হাত আকাশ ফুঁড়ে উঠে গেল
কন্ঠ ছাড়িয়ে বিস্ফোরিত হল,
”খুনী রাজাকারের রক্ষা নাই
সব রাজাকারের ফাঁসি চাই।”
দাবী আদায় হবেই।
রাজপথ ছাড়বেন না।
বন্ধু তোমার ভয় নাই
রাজপথ ছাড়ি নাই।
ফাঁসি ফাঁসি ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই।।
আর কোন দাবী নাই
রাজাকারের ফাঁসি চাই
রাজাকারের চামড়া
তুলে নেবো আমরা
আর কোন দাবী নাই
রাজাকারের ফাঁসি চাই
”খুনী রাজাকারের রক্ষা নাই
সব রাজাকারের ফাঁসি চাই।”
মন্তব্য করুন