আমি যদি রাজা হতাম (!)
আমি যদি রাজা হতাম (!)
কিংবা রাজার উজির-নাজির
ঘাড় ঝাঁকিয়ে, হাত উঁচিয়ে,
কখনো বা গাল খামচিয়ে মিথ্যে কথা, তওবা তওবা,
কখনই নয়। কখনই নয়।
আমি তো আর রাজা নই, মানুষ একটা (মানুষই তো!)।
শব্দ শুনেই ভ্রান্তি বাড়ে,
দৌড়ে পালাই, এদিক সেদিক।
গন্ধ শুকেই দিক হারাই,
শূন্যে উড়ি,
উড়ি - উড়ি, পাখা ছাড়াই।
রং দেখেই দৃষ্টিভ্রম,
ঝাঁপ দিই আগুন জেনেই, আগুন ছুঁতে।
কথার ছলে মাথা নোয়াই,
মরবো জেনেই হাটতে থাকি।
আমি তো আর রাজা নই, মানুষ একটা (মানুষই তো!)
পড়ি, মরি, পঁচে গলে গন্ধ ছড়াই।
এহাত-ওহাত, বেহাত হয়ে্ই
ঢলে পড়ি রাজার পায়েই।
আমি যদি রাজা হতাম (!)
কিংবা রাজার উজির-নাজির
ঘাড় ঝাঁকিয়ে, হাত উঁচিয়ে,
কখনো বা গাল খামচিয়ে মিথ্যে কথা, তওবা তওবা,
কখনই নয়। কখনই নয়।
মন্তব্য করুন