শাহবাগ থেকে ফিরে
শাহবাগ থেকে ফিরলাম।
শ্লোগানে শ্লোগানে কম্পিত আমি,, তোমরা।
মাথা ঝাঁকিয়েও সেই শব্দের সংকলন এড়াতে পারছি না, এখনও।
তেড়েফুড়ে বেরিয়ে আসছে............................
”বুকের ভেতর জ্বলছে আগুন
সারা বাংলায় ছড়িয়ে দাও”
বন্ধুরা,
সতর্ক হওয়ার সময় হয়েছে।সতর্ক হও।
শকুনেরা ঘৃণ্য রাজনীতির বিষে মাখামাখি নখর, রক্ত চক্ষু, ভয়ঙ্কর চিৎকারে
ঘরে -বাইরে পাখা মেলতে করেছে শুরু ।
বন্ধু
সতর্ক হও।
নষ্ট রাজনীতি সহজেই নিষ্ফলা করে দিতে পারে তোমায়,
আমার সংহতি, আমাদের শাহবাগ,
সংগ্রামী চেতনা।
বন্ধুরা সাবধান।
সতর্ক হওয়ার সময় এসেছে। একদম ঠিক কথা।
চলছে মিছিল থামবেনা................ফাঁসি ছাড়া মানবনা
মন্তব্য করুন