ইউজার লগইন

মেজাজ খারাপের কচড়া !!

ভোররাত ৩টায় ঘুমিয়ে যখন আপনি ৬টায় উঠে পরবেন,মানে আপনাকে ক্লাশের জন্যে উঠতে হবে তখন আপনার মেজাজ খারাপ হবে।
যখন ৭টার বিভীষিকাময় গাইনী ক্লাশে যাওয়ার জন্যে রাতের ঘুমের জামা-পাজামার উপর এপ্রন গলিয়ে,লেকচার খাতাটা নাকে মুখে গুজঁতে হবে তখন আপনার মেজাজ খারাপ হবে।
ক্লাশে মাননীয় টিচার ঢোকার পর ঢুকতে গেলে মুখের উপর দরজা লাগিয়ে দেয়া হবে এই ভয়ে যখন হুরোহুরি করে সিঁড়ি দিয়ে নামতে হয় তখন মেজাজ খারাপ হবে।
যখন বসার জন্যে যথারীতি ফ্যানের নিচের আরামদায়ক সিটটি দখল হয়ে যাবে তখন মেজাজ খারাপ হবে।
যখন ক্লাশে ঢোকার সব দৌড়-ঝাপ শেষ করে বান্ধবীর পাশে বসে কুটুর কুটুর করে গল্প করবেন ও সেই মুহুর্তে আপনাকে জানানো হবে আজ আর কোনো ক্লাশ হচ্ছেনা তখন মেজাজ খারাপ হবে।
ক্যান্টিনে খেতে বসে আবিষ্কার করলেন খাওয়া নেই তখন মেজাজ খারাপ হবে।
খাইদাই শেষ করে যখন হোষ্টেলের রুমে ফিরে আয়েশ করে সাধের ল্যাপ্টপটি নিয়ে বসবেন ,ব্লগের পাতাটি খুলে চোখ বুলাতে থাকবেন,ভালোলাগা-খারাপ লাগা-হাসিঠাট্টা গুলো দেখে অনুরূপ অনুভুতির পরশ নিতে থাকবেন,আর আপনার রুমমেটটি এসে জানান দেবে এখন ক্লাশ হওয়ার সমূহ সম্ভবনা আছে তখন চূড়ান্ত মেজাজ খারাপ হবে।
আর সেই মেজাজ খারাপের ঢালি নিয়ে যখন এই রকমের ব্লগর ব্লগর লিখতে শুরু করবেন আর যথারীতি ব্রডব্যান্ডের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার জানান দেবে তখন মেজাজ খারাপ এর গিয়ার পরিবর্তন করে <উর্ধ্মুখী অথবা নিম্নমুখী> স্ট্রেট ফেস নিয়ে ল্যাপ্টপ বন্ধ করে ,যাবতীয় ঘটনার গুষ্ঠি উদ্ধার করতে গিয়ে পুনরায় মেজাজ খারাপের সূচনা হবে।

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

টুটুল's picture


রাইত ৩টা পর্যন্ত যাইগা থাকনের দর্কারটাই বা কি? Wink

নাঈম's picture


মন খ্রাপের খ্যাতা, বালিশ, লোটা, কম্বল বেবাক পুইড়া ধুমাইয়া ব্লগাইতে থাকেন Big smile Big smile Big smile

রাসেল আশরাফ's picture


রাইত ৩টা পর্যন্ত যাইগা থাকনের দর্কারটাই বা কি? Wink

গৌতম's picture


মেজাজ খারাপ করারই বা দরকার কী?

নুরেন's picture


টুটুল ভাই ও রাসেল ভাই- হোষ্টেলে মোটামুটি সকলেই এতো রাত পর্যন্ত জেগে থাকে। Smile এর কারণটা হলো ,যাবতীয় দৈনন্দিন কর্মকান্ড সারার পর পড়ার সময়টুকুই থাকে ওই টা। Smile পড়া টাকে আমরা কজন ফাঁকিবাজ আমাদের দৈনন্দিন হিসেবে আনতে পারছি না। Laughing out loud
গৌতম ভাই-আপনি চলে এসে কয়েকদিন আমার প্রক্সিটা দেন।খুশি হয়ে যাব। Smile
নাঈম ভাই-ধুমাইয়া ব্লগাইতে পারলে জোশ হইতো।সমস্যা হচ্ছে প্রয়োজনীয় রসদের অভাব আমার মধ্যে।চেষ্টা করছি উত্তরণের ! Laughing out loud

রাসেল আশরাফ's picture


ভবিষ্যত ডাক্তাররা ফোনে কথা কয় না রাতে? Shock
আমাদের সময় তো সারারাত এই ডিউটিতে ব্যস্ত থাকতো Big smile Wink Tongue

নুরেন's picture


যুগে যুগে কত কি আসছে কিছুই তো দেখলেন না।টেলিফোন অপারেটরগুলো কত কি অফার আনলো।এখন সারাদিন এ ২০ পয়সা,২৯ পয়সা কত অফার চলে,তাই আগের যুগের রাতের কথাগুলো এখন সারাদিন ই বলে ! Big smile

তানবীরা's picture


তবুও আমি বলবো
১। রাইত ৩টা পর্যন্ত যাইগা থাকনের দর্কারটাই বা কি?
২। মেজাজ খারাপ করারই বা দরকার কী?

Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

নুরেন's picture

নিজের সম্পর্কে

আমি মানুষ।তাই মানুষের মতো বাচঁতে চাই।এজন্যে যদি কিছু কষ্ট মনের গহীনে থেকে যায় তবুও মানুষ হওয়ার উল্লাসেই আমি হাসবো।
হাসতে ভালোবাসি,হাসাতে ভালোবাসি,আর ভালোবাসি বন্ধুদের।
আড্ডা দেয়া আমার খুব পছন্দের কাজ।
রঙ ভালোবাসি।
বই পড়তে ভালোবাসি।
আর ভালোবাসি দিকভ্রান্ত্ পথিকের মতো উদ্দেশ্যহীনভাবে হেঁটে বেড়ানো...। Smile