ইউজার লগইন

বিচ্ছিন্ন পংক্তিগুলো

বাতাসের দেওয়াল তৈরী হয় অগোছালো নদীতীরে
স্পর্শপাপ বাঁচিয়ে বেড়ে ওঠা ফুলেরা
এলোমেলো হয়।

অস্ফুট আবেগ এবং শরীরের গান মিলেমিশে একাকার

কুয়াশাঘোর মাখা চোখ জুড়ে ছেঁড়াখোঁড়া ছবি
একই নিঃশ্বাসে মিশে থাকা অনাকাংখিত উত্তাপ
আর, অতৃপ্তির ছোপছোপ দাগ।

শিরোনামহীন সম্পর্কের দায় জুড়ে থাকে বর্তমানের সবটা

দৃশ্যতঃ ঘোরাক্রান্ত হই নানাবিধ সম্পর্কে
ছুঁড়ে ফেলে দিয়ে বাস্তবতা
ঘোর ঘোর ঘণঘোর...

________________________________________
ডিস্ক্লেইমার:- এই পঞ্চাশ শব্দের যন্ত্রণাটা বড়ই পেইনফুল Sad

পোস্টটি ২ জন ব্লগার পছন্দ করেছেন

জ্যোতি's picture


কঠিন লাগলেও ভাল্লাগছে।

রায়েহাত শুভ's picture


আরে!!! রিয়েলি ভাল্লাগছে? না এমনেই বল্লেন Smile Tongue

জ্যোতি's picture


জ্বর মুখে কিছুই তো ভাল্লাগতাছে না। যেহেতু লাইক দিছি তাইলে রিয়েলী ভাল্লাগছে।

রায়েহাত শুভ's picture


খুশি হৈছি। জ্বর মুখে স্বাদ ফিরায় আনতে পারছি বইলা...

সামছা আকিদা জাহান's picture


ডিস্ক্লেইমার টা কি ? পঞ্চাশ শব্দের কম না হলে কী পোস্ট হবে না নাকি বেশী হলে হবে না।

কবিতাটা ভাল লেগেছে।

রায়েহাত শুভ's picture


পঞ্চাশ শব্দ না হইলে পোস্ট হয়নাগো আপা Sad

শওকত মাসুম's picture


শিরোনামহীন সম্পর্ক?

রায়েহাত শুভ's picture


মানে আমি যেই সম্পর্কগুলার নামকরণ করতে পারি না সেইগুলা Sad

শাপলা's picture


পাইছিরে বৃত্তরে পাইছি!!! বিয়ের ফুল ফুটলে মানুষ এরকম কবিতাই লেখে...হা হা হা হা Tongue Tongue Tongue

কোবতে ভালো হয়েছে বাছা.।

১০

রায়েহাত শুভ's picture


থেংকু থেঙকু শাপলা আপা।

কিন্তু বিয়ের ফুল নামক ছিনামাটার পোস্টার আপ্নে কৈত্থিকা দেখলেন? Shock Tongue

১১

শামান সাত্ত্বিক's picture


স্পর্শপাপ বাঁচিয়ে বেড়ে ওঠা ফুলেরা
এলোমেলো হয়।

ছুঁড়ে ফেলে দিয়ে বাস্তবতা
ঘোর ঘোর ঘণঘোর...

ভাল লাগা পংক্তিগুলো। শুভ কামনা।।

১২

রায়েহাত শুভ's picture


অনেক ধন্যবাদ শামান...

অফটপিকে একটা প্রশ্ন- শামান অর্থ তো পুরোহিত, তাই না?

১৩

শামান সাত্ত্বিক's picture


'শামান' অর্থ পুরোহিত ঠিক না। শামানের অনেকটা সঠিক অর্থ ইউকিপিডিয়াতে পাবেন, shaman লিখে খোঁজ দিলে। ধন্যবাদ আপনাকে আগ্রহের জন্য।

১৪

রায়েহাত শুভ's picture


অনেক ধন্যবাদ... ভালো থাকবেন...

১৫

ফিরোজ শাহরিয়ার's picture


কবিতা ভালো লাগছে

১৬

রায়েহাত শুভ's picture


অনেক ধন্যবাদ...

১৭

মিতুল's picture


ঘোর লেগেছে Laughing out loud

১৮

রায়েহাত শুভ's picture


ঘোর লাগাতে পেরে আনন্দিত...

১৯

প্রিয়'s picture


বহত আচ্ছা বহত আচ্ছা। Laughing out loud Laughing out loud

২০

রায়েহাত শুভ's picture


মেরা খুশনসীবি...

২১

রশীদা আফরোজ's picture


বৃত্ত তো দেখি কবিতাও ভালো লিখেন।
মারাত্মক প্রতিভা।

২২

রায়েহাত শুভ's picture


আপনি আমার কবিতা আগে পড়েন নাই? Sad (দেয়াল এবং মাথা ঠুকার ইমোখান কৈ গেলো) আপনার উপর থিকা নজর প্রত্যাহার কৈরা নিমু নাকি ভাবতেছি Thinking

২৩

রশীদা আফরোজ's picture


আগে এতো সিরিয়াসলি পড়ি নাই। যখনি জানলাম বৃত্ত বিবাহযোগ্য ছেলে মানে পাত্র, তখন থেকে মনযোগী হলাম, আমার আশপাশে কিছু পাত্রী আছে তো তাই। ঘটকালিকে পেশা হিসেবে নেয়া যায় কি না ভাবছি। Big smile

২৪

রায়েহাত শুভ's picture


ইয়ে পাত্র (দুষ্টু) হিসেবে যেহেতু আপনার নজর আমার উপ্রে পর্ছেই তাইলে নিজের এক দুইটা লেখার এক্টু মার্কেটিং করি। মানে আপনার জানতে হৈবো না যে পাত্র কেরম রুমাল্টিক Wink Tongue

২৫

রায়েহাত শুভ's picture


ধুরো Sad লিংক আসলোনা কেন Sad

http://www.amrabondhu.com/oshuvo/2872

http://www.amrabondhu.com/oshuvo/3418

২৬

মিতুল's picture


ঘটক ভাই , আমাগোর খবরও একটু রাইখেন ? Sad( Sad(

২৭

তানবীরা's picture


টিপ সই

২৮

রায়েহাত শুভ's picture


যেহারে টিপসই দিয়া যাইতেছেন, আপ্নের জমি জিরাত দখল করতে গিয়া না যুদ্ধে নামতে হয় Wink

২৯

বিষণ্ণ বাউন্ডুলে's picture


কঠিন লাগলেও ভাল্লাগছে। Tongue

৩০

রায়েহাত শুভ's picture


ধৈন্যা পত্র... Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

রায়েহাত শুভ's picture

নিজের সম্পর্কে

©
সকল লেখালেখি ও হাবিজাবির সর্বসত্ব সংরক্ষিত...