প্রতিবাদে উত্তাল শাহবাগ ০৫/০২/২০১৩
সকালে অফিসে যাইনাই, ভাবছিলাম মিরপুরের কসাই রাজাকার কাদের মোল্লার ফাঁসির রায়টা টিভিতে শুনেই একবারে বের হবো। কিন্তু কি থেকে কি হয়ে গেলো... কিচ্ছু বুঝতে পারলাম না... সকাল সাড়ে এগারোটার দিকে আম্মুর সাথে খানিক্ষণ তর্কও করলাম, ফাঁসি ছাড়া অন্য কোনো রায় কেন হবে না সেইটা নিয়া... কিন্তু যখন রায় শুনলাম, তখন হতাশা-ক্ষোভ-রাগ সবগুলা একবারে ঝাঁপায়া পড়ল...
ক্ষোভের বহিঃপ্রকাশ দেখতেছিলাম ফেসবুকে, এর ভিতরেই হঠাত দেখলাম আজকেই এই হঠকারী রায়ের প্রতিবাদে শাহবাগে সমাবেশ। কিছু না ভাইবাই রওনা দিলাম।
জমায়েত দেখে শুধু একটা শব্দই মুখে আসছে
অভূতপূর্ব
সবাই যতটা স্বতস্ফুর্ত ভাবে যোগ দিছে এই সমাবেশে...
আর বেশী কিছু না বইলা কিছু ছবি শেয়ার করি...
অফিসের কাজের জন্য যেতে পারি নাই। ছবি দেখে না যাওয়ার দু:খ আরো বাড়লো
আপনি সশররীরে যেতে পারেন নাই হয়তো, কিন্তু অফিসে বসেও আপনার অনেক কিছু করার আছে মাসুম ভাই... এইটা আপনিও জানেন, আমার বলার আগে থেকেই...
অসাধারন মানুষদের অসাধারন দৃশ্য! সব কিছুই তো জোর করেই আদায় করে নিতে হচ্ছে আমাদের কে, এই বিচারের রায় গুলোও হয়তো এইভাবেই আদায় করে নিতে হবে!
সত্যিই অভূতপূর্ব !
যুদ্ধপরাধীদের একমাত্র শাস্তি " ফাঁসি" ।এর কোন বিকল্প মানিনা।
যারা আজকে শাহবাগে আছেন তাদের মাধ্যমেই যেনো জন্ম হয় আর একটি ৫২ – ৭১ – ৯০
হোক প্রতিবাদ – হোক যুদ্ধ – হোক অশুভর পতন, ফিরে আসুক ন্যায় – বিজয় – অধিকার
তুমি DSLR নিয়া গেছিলা? করছো কি?
"এক হুজুরে বানী দিছে তোমাগো DSLR আছে... কিন্তু বিচি নাই..." বিচি ওয়ালারা নাকি বিচি বাচাইতে বৈদেশে চইলা গেছে।
হ। যাগো বিচি আছে তারা বৈদেশ বইসা বইসা তাগো প্রেসাস বিচি সেইভ করুক...
ফেসবুকে এইসব বালছাল পড়তে বেশ আমোদ লাগতেছে। সেই সাথে আমোদ লাগতেছে আরো কিছু মাইনষের আচরণ দেইখা
ছিলাম আপনাদের সঙ্গেই। আছি আজও।
জনগন জেগে উঠেছে।
স্যালুট জানাই।
জনতার জোয়ার এসেছে, একমাত্র চাওয়া “ফাঁসি”।
ইচ্ছা থাকলেও এই মুহুর্তে সিলেট থেকে আসতে পারছিনা, কিন্তু মন পড়ে আছে শাহবাগে।
মন্তব্য করুন