হাবিজাবি (ছায়ারো ছায়াতে সে অন্যজন - লিরিক্স)
১)
আমার যখন কোন গান ভালো লাগে আমি সেই গান একনাগারে শুনতে থাকি যাকে বলে একদম পচায় ফেলা; আমি সেই গানের পেছনের গল্পটা ভাবতে চেষ্টা করি; আমার কেবলি মনে হয় একটা গানের পেছনে যে নানটা লিখেছে তার একটা গল্প আছে, যে সুরকরেছে তার অন্য আরেকটা গল্প আছে। বাস্তবে হয়তো এসব কিছুই থাকে না; তবু গান গুলোকে অবয়ব দিতে আমার ভালো লাগে;
আসুন একটা গান শুনি:
http://ishare.rediff.com/music/others/take-joto-tarai-duure/928231
তাকে যত তাড়াই দূরে দূরে
তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে
তাকে আমি হারাই দূরে দূরে
যদি সে গেয়ে ওঠে অন্য কোন সুরে
তাকে যত তাড়াই দূরে দূরে
তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে
তাকে আমি হারাই দূরে দূরে
যদি সে গেয়ে ওঠে অন্য কোন সুরে...........
আজ কাল পরশু
যদি সে এসে দাঁড়ায়
ছায়ার মতন আমার ছায়ায়...
আজ কাল পরশু
যদি সে এসে দাঁড়ায়
ছায়ার মতন আমার ছায়ায়....
ছায়ারো ছায়াতে সে অন্যজন
ভর দুপুরে একলা রাতে অন্যমন
ছায়ারো ছায়াতে সে অন্যজন
ভর দুপুরে একলা রাতে অন্যমন
সে অবুঝ খেয়ালি
সে ভীষণ একাকী
আবেগ সবি তার তো ফাকি
সে অবুঝ খেয়ালি
সে ভীষণ একাকী
আবেগ সবি তার তো ফাকি
এখনো ভাবে সে ফুটবে পলাশ
ডাকবে কোকিল বিছানায় সে ফিরবে পাশ
আমিও খুব গান শুনি এবং তোমার মতই যেটি ভাল লাগে সেটি বারবার বারবার শুনতে থাকি। সংগীতেই মুক্তি আর কিছুতে নয়।
জ্বী আপু, বই পড়া/ সিনেমাদেখার চেয়ে গান শোনা কম কষ্টের আর কম সময় ব্যায় হয়;
গানটা কার? শুনতেছি ...
মহিনের ঘোরাগুলি এর গান
মহীনের ঘোড়াগুলি..
তাকে যত তাড়াই দূরে দূরে
র/ড় অল্টার করলে তো অর্থই পাল্টে যায়
মহীনের ঘোড়াগুলি রে কেন জানি আমি ভাল পাই না, এইটাও মোটামুটি লাগল আরকি ...
হা হা @ নুশেরাপু
আমার ভালো লাগে মহীনের ঘোড়াগুলি; এদের লিরিক্স আর সুর বেশ অন্যরকম; কোলকাতার গানকে এরা এক ধাক্কায় অনেক আগায় দিসে; তবে এই গানটা গায়ক একটু চ্যাগায় চ্যাগায় গাইছে;
এই গানটা গায়ক একটু চ্যাগায় চ্যাগায় গাইছে
মহীনের ঘোড়াগুলি ষাটের দশক থেকে আছে, একটা সময় তারা সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা ব্যান্ড ছিলো। তবে গত এক দশকে তাদের মান পড়তির দিকে। ধাঁধার চেয়ে জটিল তুমি, পৃথিবীটা নাকি, তোমায় দিলাম এগুলো বেশ লাগে।
এমুন গরাগরি (কোন জায়গায় যে কোন র/ড়) দিয়া হাসেন ক্যান? অত খুটিনাটি তো বুঝিনা (কিন্নর কণ্ঠ, সুললিত কণ্ঠ, কণ্ঠ টা ঠি খেলেনি/খোলেনি), শুইনা মনে হইল চ্যাগায় চ্যাগায় গাইতেসে তাই বললাম;
হুমম এই গান গুলো আসলেই সুন্দর; বিশেষ করে "তোমায় দিলাম" গান টা আমার খুব ভালো লাগে
তোমায় দিলাম আর পৃথিবীটা গান দুইটা ব্যাপক। অনেক ভালো লাগে।
ওদের আরেকটা গান আছে না "চেনা সহজ নয় চিনতে লাগে ভয়" -- এই গানটাও আমার খুব পছন্দের
আমার এন্টি তাহসান সিন্ড্রোম হইছে তাহসান যেমন র চিনেনা আমিও ড় চিনি না ।
মহীনের ঘোড়াগুলি
হো হো হা হা ...
হাসেন কেন?
কাহিনী সত্যরে....একগান এইকারনে চিরসবুজ টাইপ হৈতে পারেনা আমার কাছে, ভাল্লাগলে শুনতে শুনতে পচানো হয়, তারপর বাদ দেয়া হয়.....
আর গানের পিছনে কাহিনী ভাবাটা আরেক মজাদার জিনিষ....অনেক সময় কোনো গানের পিছনের ফ্যান্টাসীটা পছন্দ হৈয়া গেলে গানডাও অনেক পছন্দ হৈয়া যায়....উল্টা আরকি..
হ; কথা সত্য; আছ কেমন ? দেখাযায় না।
ইদানীং সাইমন আর গারফাঙ্কেল এর গান শুন্তাছি। bookends শুনে দেখতে পারেন, তিন-চার লাইনের একটা গান...কি গভীর অর্থ!
সুন্দর গানটা কিন্তু এত ছোট শুরু হবার আগেই শেষ হয়ে যায়
গান্ডা হুনি নাই
এখন হুনেন
গান শুইনা শুইনা পচাইয়া ফেলার সময় পাইতাছি না। আপসুস।
হ; আপসুস
আমি ও তো যখন যেটা ভালো লাগে শুনতেই থাকি। শুনে ফানা ফানা করে ফেলি।
সুবহানআল্লা সুবহানআল্লা ..........
কাকন্দি এইটা শোনা । জটিল একটা গান -
http://www.youtube.com/watch?v=dgJHvA8rGBk
শুনলাম এবং দেখলাম; ভালো
প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটা পুরনো গান "আঁধার আমার ভালো লাগে"- শুনছো? এতো প্রিয় অথচ শোনার মতো পরিবেশটাই পাই না এখানে। বাসার সামনেই একটা তিনমাথা ইন্টারসেকশান, অসংখ্য স্ট্রিটলাইট, গলে গলে পড়ে এমন নীল নিয়ন। অসহ্য লাগে, বারান্দায় বসলে চোখ ধাঁধায়, মাথা ধরে যায় আলোতে। মনে হয় ইশ যদি এখানে লোডশেডিং হতো
জ্বী আপু, গানটা শুনতাম এক সময়; আপনার কমেন্ট দেখে মনে পড়লো হুমায়ূন আহমেদ একটা বইএ লিখেছিলো পূর্ণিমার সময় মাঝরাতে ঢাকা শহরে লোডশেডিং হওয়া উচিৎ আইন করে সবাই জোছনা দেখবে
সুনামগঞ্জের দীর্ঘকালের পৌরসভা চেয়ারম্যান (বছর দুতিনেক আগে গাড়ী দুর্ঘটনায় নিহত) মমিনুল মউজদীন (নামের বানানটা শিওর না; হাসন রাজার মেয়ের ঘরের বংশধর) এই কাজটা নিয়মিতই করতেন। জোছনার সময় সুনামগঞ্জ শহরে সড়কবাতি নিভিয়ে দেওয়া হতো।
জটিল তো; বেশ কল্পনাপ্রবণ চেয়ারম্যান; আমার নানা বাড়িতে বৈদ্যুতিক সংযোগ গেল এই সেদিন সো আমি এটা সেখানেই অনেক উপভোগ করেছি, আর লোডশেডিং তো ছিলোই। তবে শহরের চেয়ে গ্রামের আকাশ বেশি পরিষ্কার থাকে মনে হয়; জোছনার তীব্রতাও প্রবল হয়; ফসল তোলার পরপরি চকগুলো ফাকা থাকে সেই ফাকা জায়গায় চাঁদের আলো অন্যরকম সমুদ্র তৈরী করে
এই ভদ্রলোক আসলেই ইন্টারেস্টিং মানুষ ছিলেন। উনি নিজেও কবি, বই আছে।
আমি যে বাসায় বড় হয়েছি সেটা তো টিলার ওপর, চারদিকে অনেক গাছপালা, বিস্তীর্ণ ফাঁকা জায়গা। কতো রাত লনে মাদুর পেতে শুয়ে থাকতাম আমি আর মা (গরমটাই মূল কারণ ছিলো)। শুয়ে শুয়ে উল্কাপাত দেখতাম, অক্টোবরে বেশী হতো। শেষ রাতের দিকে মনে হতো কংক্রিটের ড্রাইভওয়েটাতে ধবধবে সাদা পাউডার ছিটিয়ে দিয়েছে কেউ। চা বাগানের জোছনাও খুব সুন্দর।
চা বাগানের জোছনা অবশ্য দেখা হয়নি:
আপু একলব্যের একটা গান আছে:
"মাথায় অঝোর বৃষ্টি নিয়ে বেধেছিলাম চালা; জোছনা এসে গভীর রাতে জুড়িয়ে দিলো জ্বালা" - শুনেছেন?
না, আমি চারপাঁচটা মাত্র শুনছি ওদের। লিংক থাকলে দাও।
http://www.mediafire.com/?tcntlzrjjiz
"আমার যখন কোন গান ভালো লাগে আমি সেই গান একনাগারে শুনতে থাকি যাকে বলে একদম পচায় ফেলি"
আমার ক্ষেত্রেও সত্যি। শুধু গান না, কোন ডিরেক্টেরর কোন মুভি ভাল লাগলে তার সবগুলো মুভিই দেখে ফেলি, কোন এক্টর/একট্রেসকে ভাল লাগলে তার সবগুলো দেখা চাই, কোন বই ভাল লাগলে একই লেখকের সবগুলাই পড়া চাই। এমনকি কোন খাবার ভাল লাগলে সেটা খেতে খেতে একসময় বিতৃষ্ঞা জন্মে যায়। ছোটকালের অনেক প্রিয় খাবার আমি এখন দুচক্ষে দেখতে পারিনা।
ছোট বেলার প্রিয় অনেক খাবার ই এখন আমারো ভালো লাগেনা তবে আমার ক্ষেত্রে খেয়ে খেয়ে পচানো না বরং রুচির চেন্জটাই প্রধান কারন; ছোটবেলার প্রিয় খাবারগুলো ছিলো মিষ্টি কেন্দ্রিক-বিভিন্ন রকম পিঠা, মিষ্টি, চকোলেট,কেক এখন মিষ্টি মুখে দিতেই ইচ্ছে করে না।
আবার দেশে কোক/সেভেনআপ মোটামোটি সব সফট ড্রিংকস ই খুব প্রিয় ছিলো অকেশনালী খাওয়া হত , এখন আর ভালো লাগে না
আচ্ছা কাঁকন আর নুশেরাপু না থাকলে তো মনে হচ্ছে এবি ব্লগ পুরাই মাইর খাইব! আপনারা দুজনই দেখি কমেন্ট করেন শুধু! ভয় হচ্ছে ব্লগ প্রতিষ্ঠা হয়ে গেলে আপনাদেরকে তাড়িয়ে দেবে না তো??
সামুতে প্রতিষ্ঠাকালীন সময়ের সারাদিন পড়ে থাকা ব্লগারদের কিন্তু ওখান থেকে কর্তৃপক্ষ তাড়িয়ে দিয়েছে! 

তারাই দিলে দিলো; প্রতি নিয়তই নতুন ব্লগ হইতেছে নতুন ব্লগ খুজে নেব; সামুতে ইদানিং ঢু দিছেন?
একটু আগে দেখলাম, এরশাদ বাদশা এখনো আরভির কোপ খায় নাই তার ভাগ্য। ভালো কথা, ঐখানে আমি বোধহয় লগইন ব্যান, ঢুকতে পারি না। একবার বলে পাসওয়ার্ড ভুল (আমার কম্পিউটারে সেইভ করা পাসওয়ার্ড), আরেকবার ভেরিফিকেশন কোড দেয় যেটা কাজ করে না। তিনটা ব্রাউজারেই এক অবস্থা
আপনারে তো ব্যান করার কোন কারন নাই; কেউ আপনার পাসওয়ার্ড চেন্জ করার চেষ্টা করলেও ভ্যারিফিকেশন মেইল আপনি যে আইডি থেকে রেজি করছেন সেইখানে যাবে এবং আপনি লগিন ব্যান জানাইয়াও একটা মেইল যাওয়ার কথা; আর সত্যই ব্যান হইলে কইতে হয় সত্যি সেলোকাস!!!!
মেইল আসে নাই, তিনটা কম্পিউটারে ট্রাই করলাম, একই অবস্থা। অবশ্য আমার আর খায়েশ নাই। ব্যান করলে করুক।
এইটা মনে হয় আনঅফিসিয়াল ব্যান
হুঁ তাই হবে। নারুদার হাইপোথেটিকাল প্রশ্ন বিষয়ে- এখান থেকে তাড়ায় দিলে আমার সাইটটাকে কমিউনিটি ব্লগ বানিয়ে ফেলবো
অপশন তো কম নাই 
খিক খিক খিক; হ ; এমনেও আপনে আর আমিই ব্লগাই বেশির ভাগ সময়; মাঝে সাঝে এপু/আশরাফ এর মতন দুই এক্টা হতভাগা জুটে যায়; ঐখানেও আম্রা আম্রা দিল্খুলে ব্লগামু;
কাকনের গলা তো অনেক সুন্দর
থ্যাংকু
কিছু বলবো বলে এসেছিলেম, রৈলে চেয়ে, না বলে কিছু.....গানডার পিছনের কাহিনীটা নিজে এতই চমৎকার সাজাইছিলাম যে, নিজের চমৎকারিত্বে মুগ্ধ হৈয়া, গানডার লিরিক্সটাই মুখাস্ত কৈরালছিলাম.....অনেকদিন পরে এই গানডা আবার শুনতে গিয়া দেখি, আমি যেডা মুখাস্ত করছিলাম, সেখানে পুরাডা ছিলোই না, ক্যাসেটের শেষের গানডা কাইটা দিছিলো....হি হি হি...
"কিছু বলবো বলে এসেছিলেম, রৈলে চেয়ে, না বলে কিছু.." -- এই গান তো শুনছি বইলা মনে পড়ে না; গানের লিরিক্স তোমার আবিষ্কৃত পেছনের কাহিনী শুদ্ধা পোস্টাও
এডাবার কি কৈয়াল্লা? অখন গানডার লিংক তো পাইতাছিনা....এতকাল পরে লিরিক্স সঠিক মনে আছে কিনা কৈতারিনা...(আমরা খ্রাপ ছাত্র)...
আর পিছনের কাহিনী? ওরে, ঐডা ছুডু বেলার রুমান্টিক ফ্যান্টাসী, কওয়া যায় নাকি? হেহ হে...
হুমম
আমার যখন কোন গান ভালো লাগে আমি সেই গান একনাগারে শুনতে থাকি যাকে বলে একদম পচায় ফেলা;
আমিও তাই
সবাই দেখি কম-বেশি এই দোষে দুষ্ট
ইস! কি সুন্দর লিখত এই আপু'টা!
মন্তব্য করুন