ইউজার লগইন

কেন একা থাকতে চাই???

আমার ১২ বছরের সংসার জীবনে সবসময় আমার একা থাকতে ইচ্ছা করেছে৤ আমি বিশ্ববিদ্যালয় জীবন সমাপ্ত করে চাকুরীতে যোগদান করার ১১ দিনের মাথায় বিয়ে করি৤ বিয়েটা আমার পছন্দের মেয়েকেই করেছি৤ কিন্তু বিয়ের পরদিন থেকেই সংসারে সুখ আসেনি৤ ছোট খাটো বিষয় নিয়ে আমাদের মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকতো৤ তারপরও সমাজের দিকে তাকিয়ে আমরা ছাড়াছাড়ি করতে পারি নাই৤ ইদানিং আমাদের দাম্পত্য কলহ জটিল আকার ধারণ করেছে৤ দু'জন দু'জনকে একটুও সহ্য করতে পারছি না৤ গত শুক্রবার আমাদের মধ্যে রফা হয় দুজন আলাদা থাকবো৤ সেই থেকে আমরা আলাদা আছি৤ আমার স্ত্রী এলিফ্যান্ট রোডে তার বড় ভাইয়ের বাসায় আর আমি আমার ভাড়া করা বাসায় আছি৤

আমার একা থাকতে ভালোই লাগছে৤ এই ক'দিনে একবারের জন্যও আমার স্ত্রীর জন্য খারাপ লাগেনি৤ আমি আমার মনের মাঝে আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না৤ তার জন্য বরং অনেক ঘৃণা জন্ম নিচ্ছে৤ কারণ গত ১২ (বার) বছরে চেষ্টা করেছি সবকিছু ম্যানেজ করে সংসার করার জন্য৤ কিন্তু বার বার ফেল করেছি৤

গতবার জাপানে আসার পূ‍র্বে আমার স্ত্রী তার ভুলের জন্য আমার কাছে ক্ষমা চেয়েছে যে, আর কখনো ফাউল কথা বলবে না৤ মূলত: তার সাথে ঝগড়ার সূত্রপাত হয় ফাউল কথা নিয়েই৤ আমি পারত:পক্ষে চেষ্টা করি তার ফাউল কথা এড়িয়ে চলার জন্য৤ কিন্তু কথাটা যখন আমাকে আঘাত করে তখনই প্রতিবাদ করি আর তখনই কথা কাটাকাটি থেকে তুমুল ঝগড়া লেগে যায়৤ ঝগড়ার কারণও আমরা চিহ্নিত করতে পেরেছি৤ আমাদের দু'জনেরই ভীষণ ইগো৤ কেউ কাউকে ছাড় দিতে পারি না৤ আবার দু'জনেই ভীষণ রাগী৤

আমাদের সংসারে একজন ১০০% প্রতিবন্ধী কন্যা রয়েছে৤ অনেকেই মনে করেন, এই প্রতিবন্ধী সন্তানের কারণেই হয়তো দু'জনেই মানসিক চাপে থাকি৤ যার ফলে বাইরের চাপ নিতে পারি না৤ বিষয়টি অনেকটা সত্য হতে পারে৤ সম্পন‍র্ সত্য না৤ কারণ আমার মেয়ের বয়স মাত্র সাড়ে ৪৤ কিন্তু তার পূ‍র্বেও ভীষণ ঝগড়া হয়েছে৤ আসলে আমরা দু'জনেই ঝগড়াটে স্বামী-স্ত্রী৤

আমাদের সংসারের দাম্পত্য কলহের বিষয় হাতে গোনা মাত্র ক'জন জানে৤ তাদের কাছেই পরামশ‍র্ নিতে যাই৤ তাদের সবার একই কথা হয় ছাড়াছাড়ি কর নয়তো ভালোভাবে সংসার করো৤ আমি ভালোভাবে সংসার করতেই চাই৤ আর এই জন্য তিন তিন বার আমার স্ত্রী আমার কাছে ক্ষমা চেয়ে আমার কাছে ফিরে এসেছে৤ বিশেষ করে গত কয়েকবার আমার স্ত্রী বলতে পারবে না যে, কখনও আমি আগ বাড়িয়ে ঝগড়া করেছি৤ আমি কখনোই আমার পক্ষে সাফাই গাইছি না৤ কথায় বলে এক হাতে কখনো তালি বাজে না৤ কথাটা ১০০% সত্য৤ কিন্তু দেখার বিষয় হলো তালি বাজানোর জন্য কোন হাতটা আগে আঘাত করে৤ আমিও তো মানুষ ৤ ফেরেস্তা নয়৤ যাহোক যেহেতু দু'জনের মধ্যে বনিবনা হচ্ছেনা, সেহেতু আমাদের আলাদা থাকাই ভালো৤

এখন প্রশ্ন হচ্ছে, ছাড়াছাড়ির মাধ্যমে আলাদা থাকা নাকি সম্পক‍র্ রেখেই আলাদা থাকা ? আমি ছাড়াছাড়ির পক্ষে নই৤ কারণ (১) আল্লাহতায়ালার সবচেয়ে ঘৃণিত অথচ বৈধ কাজ হচ্ছে স্বামী-স্ত্রীর বিচ্ছেদ, যদিও পবিত্র কোরআনে বলা হয়েছে যে, বিশেষ অবস্থার পে্রক্ষিতে স্বামী-স্ত্রী ছাড়াছাড়ি করতে পারে৤ (২) আমার পরিবারে ছাড়াছাড়ির কোন ট্র্যাডিশন নেই৤ (৩) আমার প্রতিবন্ধী নিষ্পাপ মেয়েটাকে সুস্থ রাখার জন্য আমাদের ছাড়াছাড়ি করা যাবে না৤ তিন তিনটা জীবনের নিশ্চয়তার জন্য ছাড়াছাড়ি করা যাবে না৤ আবার আমরা সুখে শান্তিতে একসাথে বসবাস করতেও পারছি না৤ সুতরাং সম্পক‍র্ ঠিক রেখে দু'জন আলাদা থাকাই উত্তম৤ তাতে কেহই ক্ষতিগ্রস্ত হবে না৤

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

আরাফাত শান্ত's picture


Sad

সামছা আকিদা জাহান's picture


এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। Sad

স্বপ্নের ফেরীওয়ালা's picture


সময় সব কিছু ঠিক করে দেয়...

~

নিভৃত স্বপ্নচারী's picture


Puzzled

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শুভ্র সরকার's picture

নিজের সম্পর্কে

আমি রাজনীতি সচেতন মুক্ত চিন্তার মানুষ।