ধারাবাহিক রম্য নাটিকা --'অর্কাযকর গণতন্ত্রঃ পশুদের বিচার'
(পরের দিন)
স্টপ্, স্টপ্, স্টপ্
সবাই কর চুপ
আমি হচ্ছি হাতি
সবার দেহের চাইতে বড়
তাইতো বিচার পতি।
সবার বিচার করব আমি
হোক না কেহ আমার নাতি।
বটবৃক্ষ হার মেনে বলে
সে নাকি আমার ছাতি
তাহলে নির্বোধ পশুগণ
নিশ্চয় বুঝতে পেরেছ
আমি কত বড় হাতি।
প্রথমে আমি সেনাপতিকে বলছি,
সেনাপতি, তোমার কি আরজি?
সেনাপতি বলে, পর্বতসম জাঁহাপনা
আপনি জানেন, ছোট বড় সবাই
আমার কাছে একেবারে সমান
তাই এমন কাজ করি আমি
যাতে বিচার পায় সবাই সমপরিমাণ
তাই, আপনার অনুমতি পেলে
শুরু করছি বিচার-
হাতি বলে, হ্যাঁ পেশ কর
তোমার মনের আচার-অনাচার ।
সেনাপতি বলে, ইঁদুর ভাই
তোমার কথা পেশ কর ভাই।
ইঁদুর বলে মহাগুরু
আপনি জানেন, আমি অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র
মনুষ্য জীবের উচ্ছিষ্ট খাবার
গ্রহণ করা বড়ই দুরুহ
তাই মনুষ্য জীবের খাবার
মাঝে মাঝে করি চুরি
তবে তেমন কিছু নয়
শুধু খই, চিড়া আর মুড়ী।
কিন্ত এই বিড়াল গোয়ার
বড় হিংসুটে পাজী,
আমাকে সে দেখলে
হয়ে যায় কাজী।
টেঁনে ছিঁড়ে নাড়ি-ভূড়ি
করে সে বাড়াবাড়ি
আমাদের ছানারা
কেঁদে মরে কান্নায়,
বিড়াল গোয়ার ওদেরও মারে
আমরা যে বড় অসহায়!
হাতি বলে, কি!
এত বড় অন্যায়!
বাঘের মত চেহারা তোমার
তুমি মার কিনা ইঁদুর।
তোমার কপালে শুকনো সুপারী রেখে
খরম দিয়ে দিয়ে পিটাতে হয়
এত বড় অন্যায়।
সেনাপতি বলে,
আদেশ করুন হুজুর,
করব না কাজের ফাঁকি-ফুজির
ওর লেজের মধ্যে আগুন লাগিয়ে
ইতিহাসে রাখিব নজির।
বিড়াল বলে, ওগো জ্ঞানদাতা
তার আগে একটা কথা
শুনতে হয় যথাতথা
ঐ কুত্তা মিয়া দেখলে আমায়
কুরকুর করে করমড়ায়
মোর ছাওগুলিকে দাঁত ঢুকিয়ে
নিচ্ছে যে কবর খোলায়।
শিয়াল বলে, হুজুর, হুজুর
কুকুর মিয়ার বিচার
করুন না কাঠ গড়ায়
তাহলে সবাই শান্তি পায়।
ইঁদুর বলে, জেঁ না হুজুর
কুকুর মামা বড় ভাল
শিয়াল ভাল নয়।
সেনাপতি বলে,
শূকর মিয়া আইছে হুজুর
হঠাৎ করে এই কি ভুজুর
গন্ধ যে গুজুর গুজুর
শূকর তুমি হও দূর।
শূকর বলে,
না, আমি হব না দূর
কেউ তাড়াতে আসলে
গন্ধ ছাড়িব ভূর ভূর
দেখাব বিচার আজ
হয় কি সুমধুর!
হাতি, ঘোড়া, ময়ূর বলে
একটু দূরে যাও
সেনাপতি বানর বলে
তুমি ‘গু’ কেন খাও?
শূকর বলে, শ্রদ্ধেয় পশুপতি
আমি পশুদের সবচেয়ে বেশী ভালবাসি
তাই আমি খাই আপনাদের মলমূত্রবাসী।
এই দেখুন আপনাদের ভালবেসে
মলমূত্র গায়ে মেখেছি
মনের ক্ষুধার দুঃখ--সব ভুলেছি।
আপনাদের খাদ্য পেট থেকে বের হলে
গন্ধ কেন হয় বের,
না জানি, আপনাদের পেটের মাঝে
হাজার নরকের ফের,
তাই বলি, সবার আগে করুন বিচার
আপনাদের পেট আর এই গন্ধের।
সেনাপতি বলে, এত বড় সাহস
এতদিন দেখনি তোমার কবর
সিপাহী, হত্যা কর শূকর!
সিপাহী বলে, হুজুর গন্ধ যে ভূরভূর
সেনাপতি বলে,
লেজ দিয়ে নাক ঢাক বিমূঢ়।
ঘোড়া বলে, সেনাপতির বিচার
কি হল হুজুর?
সেনাপতি বলে, চুপ কর
আরে কর একটু সবুর।
আজকে দেখলে না হুজুরকে
কেমনে অপমান করল শূকর
হুজুর, আজকের মত বিচার
হোক না হয় উদর?
(হৈ চৈ বিচার চাই...)
স্টপ্, স্টপ্, স্টপ্
সবাই কর চুপ্!
(প্রস্থান)
(চলবে)
বুঝি নাই যদিও
ট্যাগ ঠিক হয় নাই।
মন্তব্য করুন