বই মেলায় আসুন--আমার বই কিনুন...
বই মেলায় আসুন--আমার বই কিনুন
১৯৯৪ সালের বই মেলায় আমার প্রথম প্রকাশিত উপন্যাস ‘হৃদয়ের এপিঠ-ওপিঠ’ ২০১১ সালে ২য় বার মুদ্রণ হয়েছিল রোদেলা প্রকাশনী থেকে(স্টল নং১৫৩-১৫৪-১৫৫)। ২০১৩ সালে জিনিয়ান পাবলিকেশন্স থেকে আমার গল্পগুচ্ছ ‘ভাদ্র ভাসান’ প্রকাশিত হয়েছিল( স্টল নং১০১-১০২)। এ বছর অণুপ্রাণন প্রকাশন থেকে আামার উপন্যাস ‘গন্তব্যহীন দূঃখবিলাস’ প্রকাশিত হয়েছে(স্টল নং ২৬৮)। সবগুলো স্টলই সোহরাওয়াদ্দী উদ্যানে। বাংলা একাডেমির লিটল ম্যাগ চত্বরে আছে অণুপ্রাণন এর ম্যাগাজিন স্টল, অণুপ্রাণন এর ত্রৈমাসিক ম্যাগাজিনে আমার লেখা বেশ কিছু গল্প আছে।
সকল বন্ধুদের প্রতি অনুরোধ রইলঃ বই মেলায় আসুন--আমার বই কিনুন...
আপনার বইগুলো অবশ্যই চমৎকার হওয়ার কথা। সকল প্রকার শুভকামনা বইগুলোর জন্য। লেখালেখি চলুক পুরোদমে
http://www.bd-pratidin.com/bookfair/2016/02/07/125768
অাফরোজ অাপা, অাপনাকে অসংখ্য ধন্যবাদ।
অভিনন্দন এবং শুভকামনা আপনার জন্য। আশা করি মেলায় দেখা হবে। আমি কাল আসবো। আপনার ফোন নম্বর পেলে যোগাযোগ করা যেত। আপনার ফেবু আইডিতে রিকোয়েস্ট পাঠিয়েছি, ওখানে যোগাযোগ হতে পারে।
মন্তব্য করুন