ধারাবাহিক রম্য নাটিকা--'অকার্যকর গণতন্ত্রঃ পশুদের বিচার'
যখন কমরেটদের হাতে লেখা পোষ্টার, আঁঠা আর হারিকেন নিয়ে অন্ধকারে আলোর খুঁজে বের হতাম, বিশ্ব বেহায়া এরশাদের ভূয়া গণতন্ত্রের পাছায় লাথ্থি মারতাম আর শ্লোগান করতাম, তখন আমার বিদ্যার জোর ৬ষ্ঠ কি ৭ম শ্রেণী হবে। কিন্তু গান, কবিতা, নাটক আর বই নিয়ে শ্রেণী সংগ্রামের আন্দোলনে ছিলাম বয়সের তুলনায় খানিকটা এগিয়ে। সেই সময়ের রাজনীতিবিদদের নিয়ে রচনা করেছিলাম হাসির নাটক ‘পশুদের বিচার’। নাটকের আবেদন মনে হয়, বর্তমানে আরো বাড়ছে। এখনো অপরাধ ধরা পড়ে না, পড়লেও বিচার হয় না।
পড়ুন, ভাবুন--এ দেশের বিচার ব্যবস্থা ছোটদের ধারাবাহিক রম্য নাটিকা 'অকার্যকর গণতন্ত্রঃ পশুদের বিচার' এর মত কিনা।
পূর্ব প্রকাশিতের পর--(শেষ পর্ব)
(পরের দিন-দরবারে হৈচৈ,
হাতির প্রবেশ)
স্টপ্, স্টপ্, স্টপ্
সবাই কর চুপ্
সেনাপতি আজ কোথায়
ময়ূর বলে, আজ ছোট হুজুরের
প্রথম বধূর বিদায়।
জাঁহাপনা, মনুষ্যকূল বড়ই পাজী
ওরা আপনার বিরুদ্ধে
করেছে নির্মম আর্জি।
কলাগাছ কর্তনে
আপনি ঘুরেন বনে বনে
ওদের কথা হল
ওরা হবে আপনার কাজী ।
দেখুন জাঁহাপনা
ওরা কত বড় পাজী।
হাতি বলে, বলে কি?
সেনাপতি নেই, ওরা বিচার করে?
না,না, না...বলে দেন
বিচার হবে আরো পরে।
(প্রস্থান)
(পরের দিন, সেনাপতি বানর
হাতির সিংহাসনে বসে, হাতির মত
অভিনয় করছে)
স্টপ্, স্টপ্, স্টপ্
সবাই কর চুপ্
আমি হচ্ছি বানর
নামটা বড় সুন্দর।
আকারে আমি ছোট হলেও
বুদ্ধিতে আমার বড় কদর।
তাইতো সেনাপতির আসন
করেছি আমি জয়
আমি মনুষ্য জাতির সাথে যুদ্ধ করে
পশুজাতির আনিব বিজয়।
উপস্থিত পশুগণ,
কথা বলেন কম--বড় সুসময়
আজকের এ লগণ
জানেন পশুগণ?
আজ হুজুরের মেয়ের বিয়ে
তাই তিনি হাঁটে গিয়ে
আনবেন কিনে কলা আর মূলো
লক্ষ টাকা দিয়ে
তাই আজকের মত বিচার
হোক না ইয়ে।
(আদরের সুরে)
কি বলেন, ঘোড়া ও ময়ূর ভাইয়ে
ঘোড়া ও ময়ূর বলে, হ্যাঁ ইয়ে ইয়ে...?
(বনে ভিতরে)
হাতি বলে, কলা আর মূলো
যদি হয়ে যায় শেষ
মনুষ্যজাত আর খরগোশ-ছাগলের
থাকবে না বিশেষ।
তার চেয়ে সিংহ তুমি
কয়েকটা মস্ত বড় ষাড় নিয়ে
বন থেকে আজ দুর্বল গরু মেরে
ষাড়ের ঘাড়ে দেবে চড়িয়ে
অতঃপর তুমি সামনে যাবে এগিয়ে
ষাড়েরা সব মরা নিয়ে
যাবে বন পেরিয়ে ।
গোস্তসব তৈরী হলে
ষাড়ের পিঠে বেঁধে সারি সারি
তুমি চলে যাবে
আমার মেয়ের শ্বশুরবাড়ী।
সিংহ বলে, আজ্ঞে হুজুর
তাইতো মাংসের সাথে
আজ আমার আড়ি ।
আমি মাংস নিয়ে চলে যাব
আপনার শ্বশুর বাড়ী।
ক্ষমা করুন হুজুর,
আপনার মেয়ের শ্বশুর বাড়ী।
ষাড় বলে,
আমাদের জ্ঞাতি ভাইদের মাংস
আমরা বহন করব ।
হুজুর, ওদের বাচ্চাগুলো কাঁদবে
হাতি বলে, চুপ একেবারে চুপ!
আমি তোমাদের সবাইকে মারব
নয়তো আমার বনে
আরামে থাকার মজাটা বুঝাব
তোমাদের বেতন কেটে রাখব।
মনুষ্য জাত করেছে নিষেধ
আমার ছোট মেয়ের বিয়ে
বরপক্ষ গরুর মাংস করব ইয়ে
সিংহ, সবাইকে যাও নিয়ে।
ষাড়েরা বলে, সবার বিচার আছে হুজুর
আপনাদের বিচার নাই
চলেন সিংহ ভাই
আপনাদের কথা না শুনলে তো
আমাদেরও বাঁচার উপায় নাই।





কথাটা বোধহয় কমরেড
কথাটা বোধহয় কমরেড
--ধন্যবাদ
মন্তব্য করুন