মানবসন্তান বিষয়ক অনুসিদ্ধান্ত সমুহ :D
ক্লাস নাইনে পড়ি তখন। ম্যাথ নিয়ে ঝামেলায় ছিলাম, তাই প্রাইভেট পড়তে এসেছি হাসান স্যারের বাসায়। স্যারের বাসায় আমাদের ব্যাচের সেদিনই ছিল প্রথম ক্লাস। নিতান্ত রসকষ বিহীন ও রগচটা মানুষ বলে হাসান স্যারের সুনামের (!) অন্ত নেই। তাই ভয়ে ভয়ে অঙ্ক দেখছি। এমন সময় এক ভদ্রলোক মিষ্টির বড়সর একটা প্যাকেট নিয়ে স্যারের বাসায় এলেন। সৌজন্য বিনিময়ের সময় বুঝলাম ইনি স্যারের প্রাক্তন ছাত্র। এমন সময় স্যার চোখের ইশারায় মিষ্টির প্যাকেটের দিকে ইঙ্গিত করে জানতে চাইলেন মিষ্টি কিসের। ভদ্রলোক বললেন - "গতকাল আমার একটা বাচ্চা হইছে স্যার, ছেলে"। মুহুর্তে স্যারের ভুরু কুঁচকে গেলো, কুঞ্চিত নয়নে ভদ্রলোকের দিকে তাকিয়ে গম্ভীর গলায় স্যার বললেন - "তুমি কুকুর, না বিলাই?" হতচকিত ভদ্রলোকের সাথে সাথে আমরাও হতভম্ভ হয়ে গেছি :| স্যার আবার কথা বললেন - "আরে, বাচ্চা হয় কুকুর, বিড়াল, গরু ছাগলের। মানুষের হয় সন্তান। এমন ভুল আর করবা না।" বলে প্যাকেট থেকে একটা মিষ্টি তুলে মুখে দিলেন, আর প্যাকেটটা এগিয়ে দিলেন আমাদের দিকে।
হাসান স্যারের শেখানো অনেক কিছুই ভুলিনি আমি, যেমন ভুলিনি এই কথাটিও। ছোট্ট একটা কথায় এভাবে মানবজাতির শ্রেষ্ঠত্য বর্ননা করতে আমি শুনিনি কখনও।
মানবসন্তানের প্রতি আমার আকর্ষন ছোটবেলা থেকেই কেন যেন খুব বেশী। তাদের আদর করে ভর্তা বানানো আমার খুবই পছন্দের কাজ। আর ৯৯% ক্ষেত্রে বাচ্চারা এতে খুশীই হয়, হাসে আর আবারও ভর্তা বানাতে বলে :P আদিত্য থেকে শুরু করে পরিবারের কোন বাচ্চাই আমার হাতে আদরের ঠেলায় ভর্তা হওয়া থেকে বাঁচতে পারেনি (দেশ ছাড়ার পর জন্ম নেয়া নতুন দুটো পিচ্চি ছাড়া)। তারপরেও তারা আমাকে অনেক ভালো পায় :D যে কোন বাসায় ফোন দিলে বাবুদের সাথে কথা না বলে ফোন রেখে দিলে আমার খবর আছে :|
যা হোক, লিখতে চাচ্ছিলাম মানবসন্তান বিষয়ক অনুসিদ্ধান্ত সমুহ, মানে বাবুদের নিয়ে আমার কিছু ধারনা ও পর্যবেক্ষনের কথা B-) মাঝে মাঝে বাচ্চা দেখলেই এই কথাগুলো মনে হয়, আর নিজে নিজেই হাসি :)
১) বাচ্চারা খুবই ছোট :|
২) উহাদের মাথায় গিজগিজা বুদ্ধি :|
৩) বাবুদের মুখে প্রথমেই দাঁত থাকেনা কারন দাঁত থাকলে তারা নিজেদের জিভ নিজেরাই চিবিয়ে খেয়ে ফেলতো :D
৪) ছোট্ট বাবুরাও সব কথাই বুঝতে পারে, কিন্তু কিছু বলতে পারেনা :(
৫) বাচ্চারা আর কিছু বুঝুক আর না বুঝুক, আদরটা ঠিকই টের পায় :)
৬) বড় মানুষকে বিব্রত করে উহারা ব্যাফক আনন্দ লাভ করে :D
৭) বড়দের নাক, চোখ আর চশমার প্রতি উহাদের ব্যাপক আগ্রহ B-)
৮) বাচ্চারা ইচ্ছে করে কিছু ভাঙ্গেনা, কিছু জিনিস খেলতে খেলতে ভেঙ্গে যায় :(
৯) মাঝে মাঝে তারা দেশ ও ঝাতি নিয়ে প্রচুর চিন্তাভাবনা করে :|
১০) নিজের চুল টানলে যে ব্যাথা লাগে এই তথ্য বাচ্চারা অল্প কিছুদিনের মধ্যেই বুঝে যায়, এরপর অন্যের চুল টানতে শুরু করে, নিজেরটা আর টানে না :|
১১) বাচ্চারা খুবই সাবধানী টাইপের হয়, সব সময় কিছু না কিছু ধরে রাখে :|
১২) উহারা দুষ্টুমি করে বুঝতে পারে যে সে একটা দুষ্টুমি করেছে :D
১৩) ছোট্ট একটা বাবু দিনে ৫০টার উপর কাঁথা ভেজাতে সক্ষম :|
১৪) বাবুরা গভীর রাতে খেলাধুলা করতে পছন্দ করে :)
১৫) একেবারে ছোট্ট বাবুদের গলা থাকেনা, আস্তে আস্তে গলা গজায় :| (এ ব্যাপারে আমার ছোট বোনের সাথে আমার দ্বিমত আছে। তার ধারনা গলা থাকে, কিন্তু ছোট থাকে)
১৬) পায়ের বুড়ো আঙ্গুল খেতে যে খুবই মজা, সেটা কেবল মাত্র বাবুরাই বোঝে, বড়রা কখনও খায়না বলে বোঝে না ;)
১৭) বড়দের মত বাবুদের সাথেও জটিল বিষয়ে (সমাজ, সংসার, রাজনিতী) আলোচনা করা যায় :|
১৮) বাচ্চারা তাদের অধিকার আদায়ের ব্যাপারে খুবই সক্রিয় ও সচেতন :P
১৯) বাচ্চাদের ৩০/৩৫ রকমের কান্না আছে :|
২০) পৃথিবীর সব চাইতে সুন্দর আর পবিত্র দৃশ্য হচ্ছে বাচ্চার হাসি আর কান্নার দৃশ্য।
২১) মানব সন্তানের যখন দাঁত গজায় তখন তাহারা আশেপাশের সব কিছু কামড়াইয়া থাকে (সৌজন্য - কঁাকন)
২২) যা করলে বাবা মায়ের কলিজা ভাজা ভাজা হবে তা করতে বাচ্চারা অসম্ভব পছন্দ করে (সৌজন্য - তানবীরা)
অনুসিদ্ধান্ত আরো কিছু আছে, এখন মনে নাই। মনে পরলে আবার পরে লিখবো। এখন আসি, আমার তরকারি চুলায় :|
বাচ্চা হয় কুকুর, বিড়াল, গরু ছাগলের। মানুষের হয় সন্তান ............................... .............. চমৎকার লাগলো। বাবুদের বিষয়ে আর একটা পয়েন্ট যোগ করতে পারেন......# বাবুরা বড়দের কোলে হিসু করতে খুবই পছন্দ করে।
হি হি ... কাছাকাছি একটা আছে, বড়দের বিব্রত করে মজা পায় :p
pak+na eka eka ki koro?
kisuna, jhimaitechilam :p tumi kemon acho?
২২. যা করলে বাবা মায়ের কলিজা ভাজা ভাজা হবে তা করতে বাচ্চারা অসম্ভব পছন্দ করে।
যোগ করে দিছি :D:D থ্যাঙ্কু :)
সত্য
হা হা হা ... ভাই এত ছোট ছোট কমেন্ট দেন কেন? :p
হায় হায়, আমি তো বাচ্চাও বলি না, বলি ছাও... ছাও শব্দটা আমার বলতে এবং শুনতে খুব ভালো লাগে।
সিদ্ধান্তগুলা ভালো হইছে...
ছাও শব্দটা আমারও অনেক প্রিয় :D:D
ধন্যবাদ ভাই :)
কি খবর জনাবা? কেমন আছেন? আপনার কেক নিয়ে কথা বলতেছিলাম অনেক্ষন থেকে :D
টমেরও তার বোনপো'র মতো কেকে অ্যালার্জি নাকি?
একা একা কথা বলা ভালু না
টমের কেক ম্যানিয়া আছে ...
নুশেরা, "ইগনোর" শব্দটা অনেক কষ্টে শিখেছি, শেখার পর এখন মনে হয় এপ্লাইও করতে পারি, সে জন্য একা একা কথা বলি, মিস করি, ঘুরিফিরি ... এই তো ...
আপনার পর্যবেক্ষণ খুবই ভাল। আপনাকে ব্লগিয় "শিশু বিশেষজ্ঞ" ঘোষনার দাবী জানাই।
ভাল বলছেন :) আমি নিজেও আমাকে ব্লগিয় "শিশু বিশেষজ্ঞ" ঘোষনার দাবী জানাই :D
পেন্সিল জোড়া দিবেন কবে?
ভাঙ্গাটাই ভালু, জোড়া দিয়া ভুয়া লেখলে পাব্লিক মাইর দিবার পারে
মাইর দিলে দিবে, সমেস্যা কি? খেক খেক
বাচ্চারা গাড়িতে উঠে বাইরের মানুষদের টাটা দিয়া উড়ন্ত পাপ্পি দিতে পছন্দ করে :)
(আমারেও দিছে গতকাল )
হা হা হা ... আমাকে দেখে মাঝে মাঝে গাড়ী থেকে চিল্লায় বাবুরা, আমি পেছনে বা পাশে থাকলে ওদের সাথে দুষ্টু করি যে :p :p
বাচ্চাদের আদর করে ভর্তা বানানো আমার খুবই পছন্দের কাজ। আর ৯৯% ক্ষেত্রে বাচ্চারা এতে খুশীই হয়, হাসে আর আবারও ভর্তা বানাতে বলে
হা হা হা ... বাবুরা ভর্তা হইতে পছন্দ করে ;)
বাচ্চা তো বাচ্চাই, কিছুর সাথে তুলনা নাই।
আপ্নের ব্যাফক পর্যবেক্ষন দেখে ভালো লাগলো।
হু ... বাবুরা এক একটা জীবন্ত পুতুল :) :)
ধন্যবাদ ভাই :)
আরেকটি অনুসিদ্ধান্তঃ
ছোট বাবুদের পেটে আদর করলে ওরা খুশী হয় এবং হাসে। এই সময়ে সে আপনার চুল টেনে ধরবে।
এইটাও যোগ দিয়া দিব ;)
প্রস্তুতি লৈতাছি :)
খিক খিক ;)
গতকাল আপনাগো এক দুস্ত কামরুলের লগে দেখা হৈল :)
ফটুক এক্সিবিশনে... মেলা কামেল লুক ... জট্টিল ফটুক তুলে :)
গ্রামীন ফোনের কামরুল? জটিল ছবি তোলে আসলেও।
অদিতির ভাইএর ছবিও ছিল কিন্তু, যে ছবিটা দিয়ে এক্সিবিশনের পোষ্টার হইছে, অইটা ওর ভাইয়ের তোলা :)
তাইনি?
সব দিকি কামেল্লুকের সমাহার
আরেকটা যুগ কর্তারেন
বাচ্চাদের আদর করার নামে চামে বাচ্চার আন্টিদের সাথে টাংকি মারলে বাচ্চারা বুঝতে পারে।
ধরা খাইছিলেন না কি? খেক খেক খেক ;)
মুখ বরাবর খামচি দিতে মহা উস্তাদ আর চুল উৎপাটনে তাহাদের হাতের কাজ ঈর্ষনীয়!! ঃ(
হা হা হা ... তা অবস্য ঠিক ;)
ভালো হইছে।
এইটা পইড়া তো বেবি প্রোডাকশনে নামতে মঞ্চাইতেছে!!!
মন্তব্য করুন