মা দিবস ইবুক - লেখা আহবান
মা - ছোট্ট শিশুর প্রথম ভালবাসা। নিরাপত্তা আর মমতায় গড়া সেই কোল, সেই উষ্ণতার পরশে সারাটা জীবন কাটিয়ে দিতে চায় মন। বড় হয়ে ওঠার সাথে সাথে মা'কে ঘিরে জমা হয় ভালবাসা, অভিমান আর দুষ্টুমির শত শত গল্প। সঙ্কটকালে কেবলই মনে হয় যদি সব কিছু ছেড়ে মা'র স্নেহমাখা কোলে মুখ লুকাতে পারতাম, তবে পৃথিবীর কোন কষ্টই আমাকে স্পর্ষ করতে পারতোনা। দৃশ্বত মা কারও কাছে থাকেন, কারও বা দূরে - কিন্তু মা আছেন সবার হৃদয়ে - সব সময়। মা'কে নিয়ে লিখতে গেলেই মনে পড়ে যায় সেই ছেলেটির কথা, যে প্রিয়তমাকে উপহার দেবে বলে মা'র হৃৎপিন্ডটা ছিড়ে নিয়ে যাচ্ছিলো, পথে হোঁচট খেয়ে পড়ে গেলে মা'র হৃৎপিন্ড বলে ওঠে - "বাবা, ব্যাথা পেলি?"
১০ই মে ২০১০, মা দিবস উপলক্ষে আমরাবন্ধুর ব্লগারদের লেখা নিয়ে প্রকাশিত হবে ই-বুক "মায়াবতি মা আমার"। মা'কে নিয়ে লিখুন, মা'র কথা লিখুন।
লেখা পাঠাবার ঠিকানাঃ absonkolon@gmail.com
লেখা দেবার শেষ সময়ঃ ৩০ এপ্রিল ২০১০
লেখার ফরম্যাটঃ ইউনিকোড অথবা বিজয়ে লেখা এম এস ওয়ার্ড ডকুমেন্ট
লেখার সাথে উল্লেখ করবেনঃ
১) আপনার ব্লগ নিক
২) আপনার সম্পর্কে কিছু কথা (অপশনাল)
৩) মূল লেখাটি
৪) লেখাটির পেছনের কিছু কথা (অপশনাল)
মনে রাখবেনঃ
দয়া করে অন্য কোন ব্লগে বা মিডিয়ায় পূর্বে প্রকাশিত কোন লেখা দেবেননা।
আমরা যাদের লেখা হাতে পাব, তাদের ইমেইলে কনফার্মেশন জানিয়ে দেয়া হবে। কারো লেখা পিডিএফ'এ দেবার অনুপযুক্ত মনে হলে তাকেও কারণ সহ ইমেইলে জানিয়ে দেয়া হবে।
বানান নিয়ে ভাববেননা, আমরা চেষ্টা করবো বানান ভুল সংশোধন করে নিতে। শুধু লিখে যান আপনার মনে যা আসে। লেখার সাবলীলতা নয়, এই পিডিএফ'এ মুখ্য হয়ে উঠুক মার জন্য ভালবাসা, যার মুল্য পৃথিবীর কোন কিছু দিয়েই মাপা সম্ভব নয়।
পিডিএফটি তৈরীতে আমাকে সহায়তা দেবে অদিতি ও সুপ্তি।
আপনার হাতে সময় আছে ১৫ দিন। লেখার শুরুটা আজকেই করুন না, সময় খুব দ্রুত পেড়িয়ে যায়।
সবাইকে শুভেচ্ছা .......
যদিও দিবস ভিত্তিক এই ধরণের উদ্যোগ নিয়া আমার তেমন কোন অনুভূতির চর্চা কোনকালে ছিলো না...তবুও লেখা দিমু ভাবতেছি।
ভাই, দিবসটা একটা উপলক্ষ মাত্র। লেখা অবস্যই দেবেন ... ধন্যবাদ
হাসিনার মত হাসতেছিস কেন?
চমৎকার উদ্যোগ
শুভ কামনা রইল
ধন্যবাদ অরিত্র, লেখা চাই কিন্তু ....
লেখা দিবো... প্রতিশ্রুতি দিলাম
অনেক ধন্যবাদ নজরুল ভাই
লেখা দিতে পারবো কি পারবো না তা জানি না তবে শুভ কামনা দিয়ে গেলাম।
অঃ টঃ ছেলে কেমন আছে?
আমি জানি আপনার একটা লেখা পাবো .।.।.।.।.। আগাম ধন্যবাদ .।
ছেলে ভাল আছে .।.।.।।
সব রকম সহায়তার আশ্বাস দিচ্ছি (প্রধানমন্ত্রীর মত)।
ডরাইলাম
মা'কে নিয়ে লেখার কি কিছু আছে ? অস্তিত্ব জুড়েই যার উপস্থিতি সর্বক্ষন ।
সে জন্যেই তো মা'কে নিয়ে লিখতে গেলে লেখা থামানো যায় না
পুরোনো লেখা কি দেয়া যাবে? মা নিয়ে আমার প্রিয় একটা লেখা আছে। অনুমতি থাকলে সেটাকেই একটু ঘষেমেজে দিয়ে দিতাম
কপিরাইটের ঝামেলার জন্য পুর্বে কোথাও প্রকাশ হয়নি এমন লেখাই আশা করছি আমরা। কিন্তু নিজের লেখাই ঘষেমেজে দিতে চাইলে আর যদি মনে করেন যে কপিরাইটের সমস্যা হবে না, তাহলে দিয়ে দিতে পারেন
ধন্যবাদ
কমেন্টসগুলোর উত্তর আড্ডাবাজের ব্যাস্ততায় অদিতি/সূপ্তি দিতে পারেন
টুটুলও দিতে পারে, সমস্যা নাই
আর কেউ নাই আশা ভরসা দেওনের মত?
জানিনা এই লেখায় প্রদত্ত ইমেলটি আর দেখেন কিনা। যোগাযোগ করার চেষ্টা করে চলেছি।
আপনার লেখা খুবই পছন্দ। karubasona এর জিমেলে একটু সাড়া দিন।
সুমেরু
মন্তব্য করুন