বাড়ী থেকে ফিরে
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।পোস্ট লিখবো লিখবো করছিলাম কিন্তু লেখা হয়ে উঠলো না কিবোর্ড নষ্ট থাকার কারনে।গরীবের সংসারে আর কি একসময় পিসি নস্ট আবার হার্ড ডিস্ক নস্ট সব ঠিক যখন তখন আবার কিবোর্ড নস্ট।এইভাবেই চলতেছে মেস জীবন।কি আর করার তাই আবারো সাইবার ক্যাফেতে বসেই পোস্টটা লিখছি।গত দুই মাসে যা সাইবার ক্যাফেতে টাকা দিছি তা দিয়ে মনে হয় একটা মডেম কেনা যেতো/#)
যাই হোক গত পোস্টে লিখেছিলাম বাড়ী যাবার কথা।১৪ ঘন্টা বাসে করে যেয়ে বিরক্তিকর এক ভ্রমন হলো।তবুও বাড়ীতে সুস্থ মতো গেছি তাই বা কম কিসে।জামালপুরের বাড়ী আমার খুব একটা ভালো লাগে না।আমি শহরের মানুষ।আজন্ম শহরেই থাকা।কখনো ঢাকা কখনো খুলনা কখনো বা সবচেয়ে প্রিয় শহর চট্টগ্রাম।এই ভাবেই আমার বেড়ে উঠা।জামালপুরে যাওয়ায় হয়েছে কম এর ভিতরে।৩-৪ বছর পরপর ১৫-২০ দিন বা আরো কম দিনের জন্য যাওয়া।তাই জামালপুরে মোটেও টানে না।তবে ২০১০ সাল সবকিছু বদলে দিলো।আব্বু আম্মু ঢাকা ছেড়ে জামালপুরের বাড়ীতে স্থায়ী ভাবে থাকা শুরু করার পর।এর ভিতরে আমাকে বাধ্য হয়ে চার বারের মতো জামালপুরের বাড়ীতে থাকতে হলো।প্রতিবারই লম্বা সময়ের জন্য।যা এই জীবনে কখনও হয় নি।জামালপুরে আমার কোন বন্ধু নাই।আমি একা একা থাকি।কারো সাথে যেচে কথা বলি না।বাবা মার সাথে নিজের মতই থাকা।চা য়েরে নেশা আছে বলে বাইরে যাই আর পত্রিকা কিনতে স্টেশনে যাই।এভাবেই আমার জামালপুরে থাকা।এবারো ভিন্ন কিছু হয় নি।
তবে নিজের বাড়ীতে অদ্ভুত ভালো লাগা কাজ করে।মনে হয় এই ভিটাটা আমাদের।এই বাড়ী পুকুরপার গাছগাছালী সব কিছুই আমার।এতদিন তো ভাড়া বাসায় বা সরকারি ফ্ল্যাটে অনেক থাকলাম।কিছুই আমাদের ছিলো না।বাড়ীর পুরুটুকুই আমাদের।এইটাই।
যথারীতি দেরী করেই ঢাকায় ফিরলাম।আবারো শুরু হলো ব্যাংকে দৌড়াদৌড়ির ইন্টার্নশিপ।ভীষন ব্যস্ততা মানুষের ফাই ফরমায়েস খাটা।একেবারে কামলার জীবন।এখন মনে হয় কোন পাপে যে বিবিএ পড়ছিলাম বাপের টাকার শ্রাদ্ধ করে।এরচেয়ে কোন অনার্সে পড়তাম।মাস্টার্সে ভর্তি হতাম।বিসিএসের জন্য পড়তাম।নিজের মতো অনেক সময় পাওয়া যেতো।এখন নিজের জন্য কোন সময় নাই।নিজেকে নিয়ে ভাবার অবসর নাই।এইভাবেই যাচ্ছে দিন একটার পর আরেকটা।৩ ডিসেম্বর ছিলো বামবার দারুন একটা কনসার্ট খুবই উপভোগ করলাম দিনটা।
কলকাতা মুভি অটোগ্রাফের আরেকটা গান।প্রিয়ম মুখার্জীর গাওয়া
http://www.youtube.com/watch?v=Fnaq46tA20o&feature=related
এইটার ফিমেল ভার্ষন শ্রেয়া ঘোষালের
http://www.youtube.com/watch?v=nyqUg_Voesk&feature=related
কলকাতার আরেকটা সিনেমা একটি তারার খোজের গান।
http://www.youtube.com/watch?v=6SJFqq6ZuZU&feature=related
নটবর নটআউটের গান
http://www.youtube.com/watch?v=RgIxsr1hZ3c
দাদাদের গান অনেক দিলাম।এবার ভাইদের গান
বাপ্পা ও আনার গান
http://www.youtube.com/watch?v=P4F9UwXpjO8
রবি ইউস করি।তাই রবির থিম সং।গানটা ভালো লাগছে
http://www.youtube.com/watch?v=qBv0a8GmF2k
এই পোস্টটা উৎসর্গ করলাম বন্ধু মুক্ত বয়ানকে।সে আমার সমান বয়সের,একই শহরে বেড়ে উঠা তার বন্ধুরা আমার বন্ধু তবু ফেসবুকের আর ব্লগের কারনেই তার সাথে বন্ধুত্ব। সে আমার খুব আপন মানুষ।
পুস্ট ভালৈসে। বিজয় দিবসের শুভেচ্ছা লন।
শুভেচ্ছা আপনারেও ভাই!
ভাল থাকেন
সুখে থাকেন!
পড়তে ভালো লাগছে, নিজস্ব ভাবনগুলো নিজের মতোন তুলে এনেছো সুন্দর করে...
থ্যান্কস আপু।
আপনার মতো লেখকরা ভাল বললে মনে ফুর্তি লাগে
শুভেচ্ছা!
আমার ধারণা ছিলো, গ্রামে গিয়া তুমি ভালোই মানুষের সঙ্গে মিশতে পারবা । তুমিতো মিশুক ছেলে
ব্যাংকে ফায়-ফরমাশ খাটার কষ্টটা গিয়ে একদিন সুখ আসবে
শুভ কামনা ।
মিশুক পোলা কথা সত্য।কিন্তু গ্রামে যায়া পারি না।এইটা আমার ব্যার্থতা.
দোয়া কইরেন বস
ভালো থাকবেন
অনুভূতির সুন্দর প্রকাশ ঘটেছে এ পো্ষ্টে । নিজ দেশে পরবাস কাটিয়ে এসে শান্ত এবার শান্ত মনে কাজে ডুববে । সব জীবনই কামলার জীবন । কাজের মধ্যেই আনন্দ পেতে হবে, আর সেটাই শ্রেষ্ঠ বিনোদন ।
ধন্যবাদ ভাইয়া
শুভেচ্ছা!
বর্ননা শুনে তো ঐখানে যাইতে মঞ্চায়
দাওয়াত দিলাম।নিজ দায়িত্বে কবুল কইরেন..
শুভেচ্ছা ভাই
আপনি জামালপুরে যেরকম, আমি সারাদেশে সেরকম
তাই নাকি?
বিপদ তো তাইলে:(
যাই হোক যেভাবেই থাকেন আনন্দে থাকেন!
ভাইরে শহরে থাকতে থাকতে পইচা গেলাম...গ্রাম বড় টানে...। কিন্তু....যাওয়ার জো নাই, গেলেও থাকার জো নাই...।
আহারে আপনার কথা শুইনা মন খারাপ হইলো!
মুক্ত আমাদেরও খুব আপন মানুষ। চিমটি।
আমার ধারনা মোডেম থাকলে লেখাটা আরো গুছানো আর প্রাঞ্জল হতো। আমরা আরো বেশি আপনাকে দেখতে পেতাম আমাদের মাঝে।
ভেবে দেখবেন গরীবের কথাটা।
আমরা বন্ধুর বেশির ভাগ মানুষই আমার চেনা।যারা অচেনা তাদের ভেতর আপনার লেখা পড়া ফেসবুকের কল্যানে।আমি আসলে পড়তে ভালোবাসি।সামনে অনেক লেখার স্বপ্ন।তখন আশা করি ঠিক হয়ে যাবে সব!
রেগুলার লেখা চাই!
তুমারে ফেসবুকেই অনেক আপন আপন লাগে!
ব্লগে কেমন জানি দুরের
জামালপুরে বন্ধু জোগার করা জরুরী। এই কাজ খুব একটা কঠিন না।
বিবিএ পড়ে ভাল হয়েছে। আমার কিছু ব্যাংক লোন দরকার
অবশ্য কয়েকবছর পরে। ততদিনে নিশ্চই তুই ভাল একটা ব্যাংকের ভাল একটায় জায়গায় থাকবি। কানাডায় চলে গেলে অন্য কথা 
এনিওয়ে, জামালপুরে একবার যাবার আগাম দাওয়াত নিয়ে রাখলাম
ভাইজান তুমারে এই পাড়ায় দেখলে মন ভালো হয়।
সময় সুযোগ পাইলে পোস্ট মোস্ট লেইখো!
তুমার আমার কত কিছু করার ছিলো একসাথে।কিন্তু দেশে আসলেই তুমি ভীষন বিজি।কি আর করার
শুভকামনা
ভালো থাকো ভাইয়া!
চট্টগ্রামে এলে আওয়াজ দিয়েন
আমি ভাই সময় পাইলেই চট্টগ্রামের বাসে উঠি
ওকে ভাই জানান দিবো
ভালো থাকবেন
আপনারে ঢাকার দাওয়াত দিলাম
আপনার লেখা পড়ে আমার খুব বাড়ী থেকে ফিরতে ইচ্ছে করছে- খুব বাড়ী ফিরতে ইচ্ছে করছে। বাড়ীকে আড়ি দিয়ে এই ঠেলা-ধাক্কার ইট-কাঠের জীবন আর ভালো লাগেনা
আহারে!
দোয়া করি শিগরি যেনো যেতে পারেন বাড়ীতে!
ভালো থাকেন আপু
অনেক শুভকামনা~!
ব্যাপার না...
একদিন সব ঠিক হইয়া যাইবো... কিন্তু তখন সময় থাকবো না
দোয়া কইরেন ভাই!
সুখে থাকেন!
রেগুলার হও। পোস্ট লাইক করলাম।
থ্যান্কস আপু!
কমেন্ট লাইক করলাম!
জীবন মানে যুদ্ব! চালিয়ে যান...। পিছনে হাটার আর পথ নেই।
যু্দ্ধে নামতে চাই না।নরমাল ভাবেই থাকতে চাই!
শুভেচ্ছা!
মন্তব্য করুন