আমি যাকে ভালোবাসি-- কবীর সুমন
এই গানটা আমার অসম্ভব প্রিয়। বিশেষ করে যে রাত গুলোতে এমন ঝড় ঝড় ভাব হয়, কারেন্ট আসে যায়, ঘুম আসছে না। তখন আমি টানা শুনেই চলি এই গান। বিশেষ করে জামালপুরে, সেখানে আগে আগে শুয়ে পড়তে হয়, বই পড়তে পড়তে টায়ার্ড লাগে তখন এই গান শুনি, শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। অবশ্য সব সুমন ভক্ত আমার মতো না। যেমন আমার বন্ধু জেমসের ঘুমানোর গান হলো কবীর সুমনের আরেকটা গান 'কাঙ্গালপনা; কিংবা 'ঘুমাও বাউন্ডুলে ঘুমাও এবার'। অঞ্জন দত্তের আবার আরেকটা। উনি সুমনের 'তিনি বৃদ্ধ হলেন' শোনা ছাড়া ঘুমোতে পারেন না বলে এক ইন্টারভিউতে পড়েছিলাম। তুলনাহীন এক প্রতিভা সুমন চাট্টুজ্যের। চলচ্চিত্র পরিচালক সৃজিত বলেছিলো, সকাল সকাল ব্রাশ করতে করতে সুমন দাদা যা লিখেন, তা ময়লার ঝুড়িতে ফেলে দেন। সেই ফেলে দেয়া ঝুড়িতে যা আছে ওরকম লেখা অনেক মানুষ সারাজীবনে লিখতে পারে না। উনার অনেক গানই তো দারুন, এই গান তবুও নিশুতি রাতে শুনতে আমার ভালো লাগে।
আমি যাকে ভালোবাসি
শিল্পীঃ কবীর সুমন
এ্যালবামঃ নিষিদ্ধ ইশতেহার
সালঃ ১৯৯৮
আমি যাকে ভালোবাসি,
তার গল্প শোনাব,
তার কাহিনী শোনাব,
যেমন সন্ধ্যে গল্প শোনায়,
ক্লান্ত আকাশকে শোনায় রাত্রির গল্প।
আমি যাকে ভালোবাসি
তার কাহিনী রাতের মত।
তার নয়ন ছড়ায় শান্তির গান
যেন পরম আদরে ঘুম আসছে
যেন আকাশ আপন মনে ভাসছে
চির মমতার সাগর হয়ে।
আমি যাকে ভালোবাসি,
সে ভালোবাসে শান্তির দিন।
সে জানে বেঁচে থাকে সম্ভব
একে অন্যের বন্ধু হয়ে।
কত লোকে কত বলছে, সভা সমিতিতে মঞ্চে,
তুমুল তর্ক বিতর্ক যেন কথা দিয়ে রুখে দেওয়া যায়।
ঘাতকের ষড়যন্ত্র, সভ্য আণবিক অস্ত্র,
অর্থহীন যত যুদ্ধ, এই অর্থহীন অপচয়।
আমি যাকে ভালোবাসি, সে কাঁদে দুনিয়ার জন্য,
সে বড় একলা, অনন্য,
বেশি বয়সের প্রেমের মত।
পৃথিবী যে নিয়মে চলছে,
সে ঠিক সে নিয়মে চলে না,
তাকে সহজে বোঝা যায় না
তার ভাবনা অন্যরকম।
তুমি জানো কোন লাভ নেই অকারণ কথা বাড়িয়ে
বরং বুঝে নেওয়া সম্ভব কথাহীনতায় হারিয়ে।
বাতাসে তোমার স্পর্শ ছেলেবেলার মত ডাকছে,
যখন দিনগুলো সহজে, কত সহজেই রঙ্গিন হতো।
আমি যাকে ভালোবাসি, তার গল্প শোনাব,
তার কাহিনী শোনাব,
ঘুম ঘুম রূপকথার মত।
ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=BSk37A1ZR2Q
অডিও লিঙ্কঃ https://soundcloud.com/nagorik-kobiyal-web-2/ami-jake-bhalobasi-kabir-suman
আরেকটা গান খুব শুনছি। সৃজিতের নতুন সিনেমার গান। নীল দত্তের সুরে, অর্ক র গাওয়া। খুব শুনছি। এত ভালো গান এই বছরে শুনি নাই আর।
যদি আকাশের গায়ে
চলচ্চিত্রের নামঃ নির্বাক
পরিচালকঃ সৃজিত মুখার্জি
শিল্পীঃ অর্ক মুখার্জী
কথাঃ বোধাদিত্য ব্যানার্জি
সুর ও সংগীত পরিচালনাঃ নীল দত্ত
যদি আকাশের গায়ে কান না পাতি
তোমার কথা শুনতে পাবো না
যদি বাতাসকে আমি ছুযে না দেখি
তোমার শরীর-স্পর্শ পাবো না
তোমার কথা শুনতে পাবো না|
যদি আকাশের গায়ে কান না পাতি
তোমার কথা শুনতে পাবো না|
আমার শিরায় শিরায় রক্তের ধ্বনি
শরীর-আঁধারে মা জননী
তোমায় জন্ম দেওয়ার ব্যাথা না পাইলে
তোমার জন্ম-শব্দ পাবো না
তোমার কথা শুনতে পাবো না|
যদি আকাশের গায়ে কান না পাতি
তোমার কথা শুনতে পাবো না|
আমার শীত করে আর জ্বর আসে গায়ে
শীতের কালে পাতারা শুকায়
আমি শীত-যোনিতে না ডুবিলে
তোমার মৃত্যু শুনতে পাবো না
তোমার কথা শুনতে পাবো না|
যদি আকাশের গায়ে কান না পাতি
তোমার কথা শুনতে পাবো না|
https://www.youtube.com/watch?v=gFgUlqZvNfY
এই পোষ্ট উৎসর্গ করলাম বিষাক্ত মানুষ ভাইকে। উনি আমাকে বলতো সব সময়, সব ধরনের গান শুনবা। একদিকে থাকলে শুধু একদিকের গানই শোনা হবে। উনি যে অজস্র গান পোষ্ট দিয়েছে সামহ্যোয়ারে, বাংলা ব্লগের যদি ইতিহাস লিখে সামনে কেউ তবে উনার গানের পোষ্টের জন্য অবশ্যই কয়েকটা পাতা থাকা উচিত। একটা টেমপ্লেট ফিক্সড করে গেছেন যে কিভাবে গানের পোষ্ট দিতে হয়। কত গান শোনা হয়েছে অচেনা, শুধু উনি পোষ্ট দিয়েছে বলে। আউলাপু খুব বলতো তখন, বিমা আমাদের ভালো গান শুনানোতে কত উপকার করে, ব্যাটা তা নিজেই জানে না।
তোমার মৃত্যু শুনতে পাবো না
তোমার কথা শুনতে পাবো না|
যদি আকাশের গায়ে কান না পাতি
তোমার কথা শুনতে পাবো না|
শুনেই চলছি সমানে গানটা। তবে অতিথির নাম জানতে পারলে ভালো লাগতো!
বিমা ভাই রে মিস্করি..
আমিও ব্যাপক মিস করি। তবে আশা করি উনি রাজকন্যাকে নিয়ে আনন্দেই কাটাচ্ছে দিন!
শুনতে হলো (মেঘের ভাষায়)
মেঘ যা বলবে তাই অসাম!
বিমার জন্য কত অচেনা ননাফসুসিত গান যে শোনা হইছে !! তুমিও বিমার মত গানের পোষ্ট দেওয়া শুরু কর। কিছু ভালো গান শোনা হবে
দেখি দেয়া যায় কিনা!
তুমি এসে ব্লগ পড়ে যাও, ভালো লাগে, একটা পোষ্ট দিও পারলে!
আমারে পোষ্ট দিতে কন? আন্নে হাগল নি কুন?
আপনি অবশ্য এখানে পোষ্ট দিয়া যুত পাবেন না, কারন এইখানে লোকজনই নাই। তাও দিয়েন সময় সুযোগ- ব্যাটে বলে- টেনিস বল র্যাকেটে মিললে!
ঠিক আছে, টেনিস খেলতে গেলে পোষ্টামুনে
সে আশায় বসিয়া থাকিলাম
তুমি ভূত নি কোন?
মন্তব্য করুন