কি করে তার কাছে যাই?
বুকের গহীনে ঝরণা তলায়
কে যেন গায় কাঁচ ভাঙ্গা গান
তার কাঁখের কলসের ঠম ঠম ঠুমরিতে
উড়ে উড়ে যায় অন্ধকারের চাঁদে ভেজা
ঘুম ঘুম মেঘ।
আমি ইট তোলা দেওয়ালের ভাঙ্গাচোড়া
নকশায় সে গানের সুর খুলে খুলে
দুঃখ ফুলে পথ সাজাই-
সে যদি আসে।
উদাসী শাড়ির ভাঁজে ভাঁজে
গাঢ় উষ্ণতা জমিয়ে রাখি
সে যদি জল নিয়ে ফেরে,
আমি তার গাঢ় অপেক্ষায় থাকি।
আমি ফিনিক্স পাখির মত বেঁচে থাকি
নিয়তি কি বদলানো যায়?
শূন্যে তড়িৎ পাখা মৃদু কান্নায় বেদনা ছড়ায়।
আমি অন্ধকারের ফোঁকড় গলে টেনে নেই ম্লান জোৎস্নার অলস ঘ্রাণ
মাঝ রাতে আমার চোখের ভেতর
ডানা ঝাপটায় থোকা থোকা শূন্যতা ।
সে কি ভুলে গেছে?
আমার দিন যায় রাত্রি যায়
আমি অরুন্ধুতি তারার বুকের ওমে
অপেক্ষা করি
এই পথে সে গিয়েছে কি?
তার অস্তিত্ব থেকে
খুঁজে নেই বেঁচে থাকার একবিন্দু নাকছাবি।
গান তার বড় প্রিয়।
হাতে আমার বিরহী বাঁশি
সে বাঁশির নৈশব্দকে
হরণ করে
সুর তোলার চেষ্টা করি-
বাঁশের বাঁশিই জানে
তার হৃদয়ের পোড়া ক্ষত
সে জানে কি?
বাঁশির ক্ষতে আঙুল ছোঁয়াই
গা পুড়ে যায় কাঙ্গাল জ্বরে
সে এলো কি?
আমি গান ভুলেছি
আমি পথ ভুলেছি
পথের ধারে অপেক্ষার মোম জ্বেলেছি
এসেছে কি?
আমি গান ভুলে গেছি
আমি পথ ভুলে গেছি।
তবু দিন রাত্রি চলে যায়----।
বিষাদ ক্যান?
ধন্যবাদ হে জয়িতা
ধন্যবাদ টুটুল।
স্বাগতম। আপনাকে এখানে দেখে ভাল লাগছে।
বস আপনার জন্যই মূলত: এই ব্লগে আসা। আপনাকে ধন্যবাদ।
আপনার জন্যই মূলত: আমার এই ব্লগে আসা। আপনাকে অনেক ধন্যবাদ।
স্বাগতম
ধন্যবাদ পুতুল।
স্বাগতম । দিন রাত্রির আগে এইসব লাগায়ে দিলে তো নাটকের নাম হয়ে যেত /
ধন্যবাদ সাঈদ।
হুম, আসলে লেখাটা লিখতে গিয়ে শেষ করতে পারছিলাম না। দেখতে বসেছিলাম, ছবি "দ্যা রিং" ছবিটার কুয়োটা দেখে হঠাত ভাবনা এলো। কিন্তু ভাবনাটাকে শেষ করতে পারছিলাম না।
তাই আমার শৈশবে দেখা কুয়োর সাথে এই দিন রাত্রি মেলাবার একটা অপচেষ্টা করেছি।
আমিতো আসলে ঠিক লিখিয়ে নই।
আমি স্বপ্নের ফোঁকড় গলে টেনে নেই জৈষ্ঠের
অলস ঘ্রাণ
আমার চোখের ভেতর
ডানা ঝাপটায় কাক ও কোকিলেরা ।
---- -----কেমন অদ্ভুত শূন্যতা চারিদিকে
হুম কেবলই শূন্যতা। ভালো থাকুন জাহান।
স্বাগতম
ধন্যবাদ রুমন।
দারুণ লেখা দিয়ে শুরু করলেন! স্বাগতম!
আপনার ভালো লাগছে জেনে, খুব ভালও লাগছে বন্ধু। সামহোয়ার এও সব সময় আপনাকে কাছে পেয়েছি।
ভালো লাগলো
স্বাগতম
ধন্যবাদ।
বাহ
আমি গান ভুলে গেছি
আমি পথ ভুলে গেছি।
তবু দিন রাত্রি চলে যায়----।
শাপলা'পু পোস্ট পুরান হয়ে গেলে কমেন্টের জবাব দেন না ক্যান? লেখা খুবই ভালো পাচ্ছি।
দুর্দান্ত।
শাপলা'পু আপনে একদিন সময় করে এসে বসেন তো, অনেক আলাপ আছে।
অবশ্যই তোর সাথে আলাপ করবার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।
মন্তব্য করুন