ইউজার লগইন

বন্ধু আমার -শেষ পর্ব

anime-crying-tears-hug-what-makes-japanese-cry_00006.jpg
বন্ধু আমার -৩
বন্ধু আমার-২
বন্ধু আমার-১

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


মধুরেণ সমাপয়েৎ Smile

শাপলা's picture


ধন্যবাদ লীনা।

নাজমুল হুদা's picture


শেষ ভাল যার, সব ভাল তার । থুশি হলাম, গল্পের শেষ এবং মেয়ের সুস্থতার খবরে । ভাল থাকুন ।

শাপলা's picture


ধন্যবাদ নাজমুল ভাই।

রাসেল আশরাফ's picture


আবারো বলবো অসাধারণ!!!!!!

অন্য কেও হলে ঠিকই বিজয়রে মেরে ফেলতো।আপনি সেটা করেন নি এই জন্য ধন্যবাদ।

আগের তিনপর্বের লিঙ্ক গুলো এখানে দিয়ে দিলে প্রিয়তে নিতে সুবিধা হতো।

কেও কি আছেন শাপলা আপুরে সাহায্য করার জন্য।

দেশ যাত্রা শুভ হোক।

শাপলা's picture


হুম আমিও একবার ভাবছিলাম, কিন্তু প্রাণ সংহার করতে ইচ্ছা করলো না।

ধন্যবাদ আরেকবার, লেখাটা ভালো লেগেছে বলে। আর হ্যঁা কিছুক্ষণ চেষ্টা করলাম কিন্তু কিছুতেই তিন পর্ব একসাথে দিতে পারলাম না।

দোওয়া করবেন যেন দেশে সুস্থভাবে ফিরতে পারি এবং যেন দেশের সবাইকে সুস্থ দেখতে পারি।

রুমিয়া's picture


শাপলা আপু দারুন হয়েছে।অসাধারণ !!!!! বিজয়ের প্রাণ সংহার না করার জন্য অনে......ক ধন্যবাদ Smile সরাসরি প্রিয়তে..Smile

শাপলা's picture


আপনাকেও অনেক ধন্যবাদ রুমিয়া।

মেসবাহ য়াযাদ's picture


রুদ্ধশ্বাস... চমৎকার... থ্যাংকু

১০

শাপলা's picture


মেযবাহ ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ। আপনার এমন মন্তব্য পেয়ে আমি বিনীত।

১১

টুটুল's picture


যাউক সব কিছু তাইলে ঠিক মতই ঘটছে... বিরহ দেখতে ভাল্লাগে না আসলে Smile
ব্যাফক চিন্তাযুক্ত ছিলাম Smile

মেলা ধইন্যা Smile

এইবার নয়া লেখার জন্য প্রস্তুত হন Smile

১২

শাপলা's picture


সেই জন্যই তো মিল ঘটিয়ে দিলাম।

১৩

শওকত মাসুম's picture


বিয়ে কবে? বিয়ে দিয়ে দেন।

১৪

শাপলা's picture


বড় ভাইরা থাকতে আমি কেমন করে, বিয়ে দেব? বিয়ে দিতে মাসুম ভাইরে লাগবে। ুকিল বাপ হতে হবে না?

১৫

তানবীরা's picture


শাপলা যাক দুঃশ্চিন্তা থেকে বাঁচলাম। এরপরেরটা আরো ডিষ্টিং ডিষ্টিং লিখবা। দেখাবা স্বাতীর হাতে খুব হয়েছে বিজয়। তারপর পুলিশকে ধোকা দিয়ে স্বাতী পগার পার Wink

১৬

শাপলা's picture


বলা যায়না লিখেও ফেলতে পারি। ধন্যবাদ বন্ধু জষ্ট করে এই অখাদ্য পড়ার জন্য।

১৭

মীর's picture


কট্ঠিন লাগলো আফা। ইরাম কৈরা কবে যে লেখতারুম।

পুস্টের ছবিটায় চেঞ্জ আনেন। এইটা কেমুন ভিউ কার্ড-ভিউ কার্ড লাগতেসে। আপ্নে চন্দ্রলোকের ছায়া-৩ এ যে কিনতাই ব্রীজের ছবিটা দিসিলেন, ঐটা অসাধারণ হইসিলো।

১৮

শাপলা's picture


থাক তোরে আর পঁচাইতে হবে না। বুঝছি-লেখা কেমন হইছে। ভাগ্যিস বলিসনি যে লেখাটা প্যাকেজ প্যাকেজ নাটক মার্কা হইসে।
কালকে কয়েকবার পড়া পর আমার এই ধারণাটাই প্রবল হয়েছে। লেখাটার মান নিয়ে আমি খুবই চিন্তিত।

ছবিটা পাল্টে দিলাম।

১৯

সকাল's picture


সাবলীল লেখা। চমৎকার সমাপ্ত।
শুভেচ্ছা জানবেন।

২০

শাপলা's picture


আপনাকেও অনেক শুভেচ্ছা রইল সকাল।

২১

জুলিয়ান সিদ্দিকী's picture


তাইলে এইবার বুঝেন দোওয়ার কত মর্তবা!

২২

শাপলা's picture


ধন্যবাদ।

২৩

মমিনুল ইসলাম লিটন's picture


প্রানে দোলা দিয়ে শেষ করলেন শাপলা। আরেকটির অপেক্ষায়।

২৪

শাপলা's picture


ধন্যবাদ লিটন ভাই। শুভেচ্ছা রইল।

২৫

জ্বিনের বাদশা's picture


গল্পটা চমৎকার লাগলো ... একটানে পড়ে ফেললাম

২৬

শাপলা's picture


বস, ধন্যবাদ এইসব েলেবেলে গল্প পড়ার জন্য।

২৭

শাওন৩৫০৪'s picture


বিজয়-স্বাতীর কোটেড রিলেশন টা আজকালকার দিনে বেশ পপুলার!
মানে, বন্ধু আর প্রেম থিন লাইন দিয়া না আটকাইয়য়া, বন্ধুত্বটা প্রেমের উপ্রে সুপার ইমপোজ করার স্টাইল একটা, কেন জানি ভালো লাগেনা এমন রিলেশন। এই গল্পে অবশ্য সেডা বিবেচ্য বিষয় না! কিন্তু পড়ার সময় এদিক সেদিক নানা রকম ভাবতে পারলাম, এইটাই গল্পের সফলতা।
ডায়লগ আর বর্ননার মিক্সচারটাও দারুন.........এইসবের মানে হৈলো, সেরাম লাগলো লেখাটা।

২৮

শাপলা's picture


আমি কিন্তু গল্পটা শুরু করেছিলাম, শুধু বন্ধুত্ব দিয়ে, এবং এখানে চেষ্টা করেছি কিছু মনস্তাত্তিক বিষয় তুলে আনার জন্য।
যেমনঃ একাকীত্ব বা জীবনের নানান বাঁক পেরুনো মানুষেরা সহজেই কারো উপর নির্ভর করতে চাইবে, এটাই তো স্বাভাবিক।
আমি গল্পটায় ইতি টানটে পারতাম, একটা বিয়োগান্তক ঘটনা দিয়ে... কিন্তু আমি যে দিকটা দেখাতে চেয়েছি, সেটা হল....। মানুষের বিপদে একজন তো আরেকজনের পাশে দাঁড়াবেই।

আমি কিন্তু একবারও বলিনি যে, ওদের প্রেম হয়ে গেছে....

মনে হচ্ছে আমি বোধ হয় মনস্তাত্তিক বিষয়গুলো ওভাবে তুলে ধরতে পারিনি।

২৯

রশীদা আফরোজ's picture


শাপলা, শেষ পর্যন্ত যা ঘটলো তা-ই চেয়েছি।
ধন্যবাদ।

৩০

নুশেরা's picture


মেয়ে কেমন আছে এখন? তুমি?
অনেকদিন দেখিনা। ভালো থেকো, চুটিয়ে লেখো।

৩১

শাপলা's picture


বস, আপনার সাথেও জমিয়ে আড্ডা দেয়া হয়না বহুদিন।

আমার জন্য একটু দোয়া করবেন বস।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

শাপলা's picture

নিজের সম্পর্কে

আমি ভালোবাসি, মা, মাটি, আমার আত্মজা এবং আমার বন্ধুদের যারা আমাকে প্রকৃতই বুঝতে পারেন।