ইউজার লগইন
শুভ জন্মদিন নুশেরাপু!
ব্লগার রশীদা আফরোজ এর ফেবু থেকে জানাতে পারলাম আজ নাকি আমাদের সবার প্রিয় নুশেরাপুর জন্মদিন! যদি তাই হয় তবে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত আর কেক খাই আর নাইবা খাই আজ নুশেরাপুর জন্মদিন (নাকি জন্মরাত!) যাই হোক জন্মদিনে নুশেরাপুকে বাসন্তীয় শুভেচ্ছা। তার সুসাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি।
বন্ধুর কথা
নিজের সম্পর্কে
মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার,
সবাই বলে `মিথ্যে বাজে বকিস নে আর খবরদার!'
অমনধারা ধমক দিলে কেমন করে শিখব সব?
বলবে সবাই, `মুখ্যু ছেলে', বলবে আমায় `গো-গর্দভ'।
কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর?
বর্ষা হলেই ব্যাঙের গলায় কোত্থেকে হয় এমন জোর?
গাধার কেন শিং থাকে না? হাতির কেন পালক নেই?
গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তা ধেই-ধেই?
সোডার বোতল খুল্লে কেন ফসফসিয়ে রাগ করে?
কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাক পড়ে?
ভূত যদি না থাকবে তবে কোত্থেকে হয় ভূতের ভয়?
মাথায় যাদের গোল বেধেছে তাদের কেন `পাগোল' কয়?
কতই ভাবি এ-সব কথা, জবাব দেবার মানুষ কই?
বয়স হলে কেতাব খুলে জানতে পাব সমস্তই।
বিষম চিন্তা
সুকুমার রায়
সাম্প্রতিক মন্তব্য
- শুভ জন্মদিন নুশেরাপু! - নুশেরা
- সুগারলেস এন্ড সুগারকোটেড লাইফ - বাফড়া
- তাকে ভালবাসতে আমারও কোন দিবস লাগে না (উৎসর্গ মানুষ/মান... - বকলম
- বাঙালি মুসলমানের সাংস্কৃতিক টানাপোড়ন - সাহাদাত উদরাজী
- কেমন আছেন ? - বকলম
- শিশির - বকলম
- Temple Grandin: The world needs all kinds of minds (... - তানবীরা
- প্রিয় বাংলা তোমাকে দেখব বলে - নীড় _হারা_পাখি
- সময়ের নদীতে জীবনের ডিঙ্গি নৌকায় আমি... - তানবীরা
শুভ জন্মদিন নুশেরা'পু।
আমি পোস্ট দিতে লগিন করসিলাম ব্যাফার না, হেপি বাডডে বড় আফা!
প্লীজ আপনেও একটা পোস্ট দেন। আবার উনারে উইশ করি।
মীর ভাইয়ের রিকুয়েষ্ট আমারও। সত্যিই খুশি হব যদি আরেকবার উইশের সুযোগ পাই।
পারলে না শিরোনামহীন!
তোমারে
আগামী পরশুদিনের ( ) খাতিরে মাফ করলাম আপাতত
জলপাই রঙা পোশাকধারী দেখি তোমাকে ভালোই 'এরোম এরোম' করা শিখিয়েছে, আজো তুমি 'এরোম এরোম' করা ভুলোনি। গুড, গুড, ভেরি গুড!
শুভ জন্মদিন নুশেরাপু
নুশেরাপুকে জন্মদিনে ফুলেল শুভেচ্ছা -
(অশোক ফুল, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় থেকে তোলা )
শুভ জন্মদিন নুশেরা...
শুভ জন্মদিন
শুভ শুভ শুভ জন্মদিন, নুশেরাবু !
তবে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত আর কেক খাই আর নাইবা খাই আজ নুশেরার জন্মদিন জন্মদিনে নুশেরাকে বাসন্তীয় শুভেচ্ছা।
শুভ জন্মদিন নুশেরা আপা...
নুশেরা আপা, শুভ জন্মদিন।
রশীদাকে একটা মাইর দেয়া দরকার, তবু মাফ করলাম এক সুবাদে বকলমভাই পোস্টানোর ধারায় ফিরে আসলেন বলে।
মীর, পুতলা, কাক্না, উলটচণ্ডাল, ভাস্করদা, সুমনভাই, শিপন, দুস্তাইন, নজুভাই, অদিতি--
সবাইকে শুভেচ্ছা। ভালো থাকা হোক সবার।
হ্যাপ্পি বাড্ডে নুশেরাপু।
কেক্কুক খাই বা না খাই আজ আপনার জন্মদিন।
অনেক শুভেচ্ছা রইলো ।
তাই তো কই চারিদিকে এতো খাওয়া-দাওয়ার ঘটা কেনো!
" বিবর্ণ আকাশে আজ রূপবতী মেঘ,
ধূসর দেয়ালে আজ রূপালী রোদ
নিষ্প্রাণ শহরে আজ জিপসী সকাল,
শূণ্য রাজপথে আজ রূপসী মিছিল।" ( কবি'র নাম জানা নাই)
--------------কারণ আজ তোমার জন্মদিন!!!
শুভ জন্মদিন আমাদের সবার প্রিয় ব্লগার নুশেরা তাজরীনকে। যদি এখনো ঢাকায় থাকেন তাইলে কেক্কুক বাকী দূরবর্তী শুভেচ্ছা, যদি চাঁটগা থাকেন তাহলে নগদ কেক্কুকীয় শুভেচ্ছা।
বকলম ভাইকে অসংখ্য ধন্যবাদ এই জন্মদিনটা আবিষ্কার করার জন্য।
শুভ জন্মদিন নুশেরা
শুভ জন্মদিন নুশেরা ....
শুভ জন্মদিন নুশেরাপু
শুভ জন্মদিন আপু।
শুভ জন্মদিন
শুভ জন্মদিন
শুভ জন্মদিন নুশেরাপু!
শুভ জন্মদিন আপু
সাঈদভাই, বাতিঘর, নীড়দা, মানিকভাই, অচিন্দা, মেহরাব, আসিফ, অরিত্র, আজম, অদ্রোহ, নাজ--
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শ্রেণীমতো সালাম, স্নেহ, ভালোবাসা বু্ইঝা লন
আজকা বাড্ডেতে কি খাইমু?
আমার মন্ডায় খাসির মাংশ ভুনা আর পরোটায় টানতাছেগো......
ও নুশেরাপু, বাড্ডের দাবাত খাইমু!
চৈলা আসো, মা কাচ্চি বসাইছে
এইবেলা তো মাইরা ফেললেন আপা!!!!!
রাইখেন, বাসি হৈলেও খামু নে।
আমার তো আফসুস লাগতাছে যাদের বাড়ি চিটগং কিন্তু কাজের জন্য ঢাকায় থাইকা খাওয়া মিস করতাছে, যেমন মুক্ত। মু হা হা হা
খুঁচা দিলেন??
শুভ জন্মদিন নুশেরা আপা- যার লেখা নিয়মিত চুপিসারে পড়ে যাই...
উদরাজী চুপচাপ পড়ে যান, কিন্তু সেটাও বলে যান
কমেন্ট ও পোস্ট-- দু'রকমেই সাড়াশব্দ করলে ভালো লাগে ভাইডি
শুভ জন্মদিন।
শুভ জন্মদিন দেশী
আপনার কলমে ঋদ্ধ হোক বাংলা ব্লগমন্ডল
বাই দ্য ওয়ে, কেক-টেকের ছবি আসবেনা?
পাড়ায় কাভার্ড ভ্যান খাম্বা ভাঙছে, কারেন্ট নাই, কেক অইতো ন'
শাওন, সুহান, জয়িতা, জিন্টুজি--
ম্যালা ম্যালা
শুভ জন্মদিন নুশেরাপু .....
কেকু খাইতে চাই
শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা---------------------------------------------
জন্মদিনের অনেক শুভেচ্ছা।
যদিও দেরি করে ফেললাম, পার্টি দিলে খবর দিয়েন কিন্তু ...
বাড্ডে গার্ল রে জন্মদিনের শুভেচ্ছা ... আইজকাইল ভালো মানুষদের সংখ্যা কমতাছে আর মাগার বয়স বাড়তাছে... আফসুস
নুশেরা আপার সাথে নেক্স টাইম দেখা হইলে জন্মদিন বিষয়ক বাকি রীতিনীতি পালন করা হবে এই আশাবাড ব্যাক্ত করে কমেন্ট শেষ করলাম
আইজকাল মাইনষে কেককুক ছাড়াই বাড্ডে করে, আফসুস।
রুবেল, মেঘ, নাহীদ, বাফড়া, মাসুমভাই--
সবাইকে অন্তর থেকে শুভেচ্ছা।
==============================
পিএস- প্রথমবার দেখা হৈলে লুকজন মাতে না, দ্বিতীয়বারে চিনতেই পারবে কিনা সন্দেহ হ্যাজ, তারপরও রীতিনীতি পালনে অঙ্গীকারাবদ্ধ হৈলাম
নুশেরা আপা- ঐদিন ইট্টু লাজুক লাজুক ভাব লইতে চাইছিলাম আরকি.. ভাবলাম ঘটকিনী যখন দেখতাছে তাইলে লাজুক ভাব লওয়াই বেটার , পাত্রী-পক্ষের কাছে তখন আমার সুনাম গাইতে সুবিধা অইব আপনের- ''পাত্র সুপাত্র, অতীব ভদ্র''.। এতে মিথ্যা কথাও কওয়া লাগলো না
মামার তরফ থেকে শুভ জন্মদিন
জন্মদিনের শুভেচ্ছা !
নুশেরা আপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা
শুভ জন্মদিন নুশেরা আপা!
শুভ জন্মদিন নুশেরাপু.।।।
শুভ জন্মদিন আপু।
আর কিছু কওয়ার নাই।
শুভ জন্মদিন দিদিভাই
শূভেচ্ছা আপু
আমিও আইসিলাম ঝুঞ্ঝুনি হাতে হ্যাপি বাড্ডে জানাইতে, কিন্তু নুশিপু তো এতক্ষণে ঘুমাইয়া পড়সে মনে লয়!
সিরাজী, হুদাভাই, আপন আধার, নড়বড়ে, মুক্ত বয়ান, মামুনভাই, পথিকদা, জুলিভাই--
সবাই ভালো থাকুন, আন্তরিক শুভেচ্ছা আপনাদের সবার জন্য।
=========================================
বকলম ভাই!!
আপনারে এবির খোঁজ দিছিলাম বইলা আফসুস করতেছি মনে করছেন? জ্বি না! আপনি এই পোস্ট দিলেন বলে 'কতো ডেড পার্সন জাইগা উঠছে' (কপিরাইট- বৃত্তবন্দী), দেখছেন? আপনি যে মানুষ পোস্টানো তো বটেই, ফেবুর বাইরে কমেন্টানোও ভুলে গেছিলেন, তাকেও দেখা গেলো। ভালো থাকেন ভাইডি, লেখা দেন পড়ি, ছবি দেন দেখি।
নুশেরাপু,
একটু যে ডড়াইছিলাম সেটা মিথ্যা না HG djfalkdjfl। আশঙ্কায় ছিলাম কখন না জানি রশিদা আপার মত আমার মাথায়ও মুগুরের বাড়ি পরে। শেষে আপনার অভয় বানীতে আশ্বস্ত হলাম।
এই পোষ্টের ডেড পার্সনগো জাইগা উঠতে দেইখা কলা বেচা আর রথ দেখা (উইশ করা আর পোষ্টে হিট পাওয়া) দুটোই সার্থক হইল বলিয়া মনে হইতেছে। এই সুযোগে এবি বাসীর নিকট আমার বকলম নামখানির প্রচার হইলো ইহাও বা কম কিসে ।
মোর বকলম নাম এবি বাসীর কাছে এই বলিয়া খ্যাত হোক, আমি তোমাদেরই লোক - এই হোক পরিচয়।
শুভ জন্মদিন নুশেরাপু।
শুভ জন্মদিন নুশেরা'পু
শুভ জন্মদিন সিষ্টার নুশেরা।
রাফি-অফ্লাইন, নারুবদ্দা, অন্তু, ব্রাদার উদরাজী
সবার জন্য শুভকামনা। মঙ্গলে থাকুন সর্বক্ষণ।
দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি।
শুভ জন্মদিন...
শুভ জন্মদিন নুশেরাপু।
দুইদিন দেরী হইলো একদেশ থেকে আরেক দেশে আসার কারনে।
ভাঙ্গন, রাসেল--
শুভেচ্ছা সবসময়।
মন্তব্য করুন