ইউজার লগইন

শুভ জন্মদিন নুশেরাপু!

ব্লগার রশীদা আফরোজ এর ফেবু থেকে জানাতে পারলাম আজ নাকি আমাদের সবার প্রিয় নুশেরাপুর জন্মদিন! যদি তাই হয় তবে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত আর কেক খাই আর নাইবা খাই আজ নুশেরাপুর জন্মদিন (নাকি জন্মরাত!) যাই হোক জন্মদিনে নুশেরাপুকে বাসন্তীয় শুভেচ্ছা। তার সুসাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি।

পোস্টটি ১৯ জন ব্লগার পছন্দ করেছেন

মীর's picture


শুভ জন্মদিন নুশেরা'পু। Smile

শিরোনামহীন's picture


আমি পোস্ট দিতে লগিন করসিলাম Sad ব্যাফার না, হেপি বাডডে বড় আফা!

মীর's picture


প্লীজ আপনেও একটা পোস্ট দেন। আবার উনারে উইশ করি। Smile

বকলম's picture


মীর ভাইয়ের রিকুয়েষ্ট আমারও। সত্যিই খুশি হব যদি আরেকবার উইশের সুযোগ পাই।

রশীদা আফরোজ's picture


পারলে না শিরোনামহীন!

নুশেরা's picture


তোমারে মাইর

আগামী পরশুদিনের (Wink ) খাতিরে মাফ করলাম আপাতত

রশীদা আফরোজ's picture


জলপাই রঙা পোশাকধারী দেখি তোমাকে ভালোই 'এরোম এরোম' করা শিখিয়েছে, আজো তুমি 'এরোম এরোম' করা ভুলোনি। গুড, গুড, ভেরি গুড!

কাঁকন's picture


শুভ জন্মদিন নুশেরাপু Smile

উলটচন্ডাল's picture


নুশেরাপুকে জন্মদিনে ফুলেল শুভেচ্ছা -

(অশোক ফুল, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় থেকে তোলা )

Saraca Indica (অশোক)

১০

ভাস্কর's picture


শুভ জন্মদিন নুশেরা...

১১

মাহবুব সুমন's picture


শুভ জন্মদিন পার্টি

১২

আবদুর রাজ্জাক শিপন's picture


শুভ শুভ শুভ জন্মদিন, নুশেরাবু !

১৩

তানবীরা's picture


তবে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত আর কেক খাই আর নাইবা খাই আজ নুশেরার জন্মদিন জন্মদিনে নুশেরাকে বাসন্তীয় শুভেচ্ছা।

১৪

নজরুল ইসলাম's picture


শুভ জন্মদিন নুশেরা আপা...

১৫

অদিতি's picture


নুশেরা আপা, শুভ জন্মদিন।

১৬

নুশেরা's picture


রশীদাকে একটা মাইর দেয়া দরকার, তবু মাফ করলাম এক সুবাদে বকলমভাই পোস্টানোর ধারায় ফিরে আসলেন বলে।

মীর, পুতলা, কাক্না, উলটচণ্ডাল, ভাস্করদা, সুমনভাই, শিপন, দুস্তাইন, নজুভাই, অদিতি--

THNX

সবাইকে শুভেচ্ছা। ভালো থাকা হোক সবার।

১৭

সাঈদ's picture


পার্টি পার্টি হ্যাপ্পি বাড্ডে নুশেরাপু।

কেক্কুক খাই বা না খাই আজ আপনার জন্মদিন।

অনেক শুভেচ্ছা রইলো ।

১৮

বাতিঘর's picture


তাই তো কই চারিদিকে এতো খাওয়া-দাওয়ার ঘটা কেনো!

" বিবর্ণ আকাশে আজ রূপবতী মেঘ,
ধূসর দেয়ালে আজ রূপালী রোদ
নিষ্প্রাণ শহরে আজ জিপসী সকাল,
শূণ্য রাজপথে আজ রূপসী মিছিল।" ( কবি'র নাম জানা নাই)

--------------কারণ আজ তোমার জন্মদিন!!! পার্টি পার্টি পার্টি

১৯

নীড় সন্ধানী's picture


শুভ জন্মদিন আমাদের সবার প্রিয় ব্লগার নুশেরা তাজরীনকে। যদি এখনো ঢাকায় থাকেন তাইলে কেক্কুক বাকী দূরবর্তী শুভেচ্ছা, যদি চাঁটগা থাকেন তাহলে নগদ কেক্কুকীয় শুভেচ্ছা। Party Party

বকলম ভাইকে অসংখ্য ধন্যবাদ এই জন্মদিনটা আবিষ্কার করার জন্য। Cool

২০

নুরুজ্জামান মানিক's picture


শুভ জন্মদিন নুশেরা

২১

হাসান রায়হান's picture


শুভ জন্মদিন নুশেরা ....

২২

মেহরাব শাহরিয়ার's picture


শুভ জন্মদিন নুশেরাপু

২৩

আসিফ's picture


শুভ জন্মদিন আপু।

২৪

অরিত্র's picture


শুভ জন্মদিন Smile

২৫

আজম's picture


শুভ জন্মদিন

২৬

অদ্রোহ's picture


শুভ জন্মদিন নুশেরাপু!

২৭

নাজ's picture


পার্টি শুভ জন্মদিন আপু পার্টি

২৮

নুশেরা's picture


সাঈদভাই, বাতিঘর, নীড়দা, মানিকভাই, অচিন্দা, মেহরাব, আসিফ, অরিত্র, আজম, অদ্রোহ, নাজ--

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শ্রেণীমতো সালাম, স্নেহ, ভালোবাসা বু্ইঝা লন Smile

২৯

শাওন৩৫০৪'s picture


আজকা বাড্ডেতে কি খাইমু?
আমার মন্ডায় খাসির মাংশ ভুনা আর পরোটায় টানতাছেগো......
ও নুশেরাপু, বাড্ডের দাবাত খাইমু!

৩০

নুশেরা's picture


চৈলা আসো, মা কাচ্চি বসাইছে Smile

৩১

শাওন৩৫০৪'s picture


এইবেলা তো মাইরা ফেললেন আপা!!!!!
রাইখেন, বাসি হৈলেও খামু নে।
আমার তো আফসুস লাগতাছে যাদের বাড়ি চিটগং কিন্তু কাজের জন্য ঢাকায় থাইকা খাওয়া মিস করতাছে, যেমন মুক্ত। মু হা হা হা

৩২

মুক্ত বয়ান's picture


খুঁচা দিলেন?? Crazy

৩৩

সুহান রিজওয়ান's picture


শুভ জন্মদিন নুশেরা আপা- যার লেখা নিয়মিত চুপিসারে পড়ে যাই...

৩৪

নুশেরা's picture


উদরাজী চুপচাপ পড়ে যান, কিন্তু সেটাও বলে যান Big smile

কমেন্ট ও পোস্ট-- দু'রকমেই সাড়াশব্দ করলে ভালো লাগে ভাইডি

৩৫

জ্যোতি's picture


শুভ জন্মদিন।

৩৬

জ্বিনের বাদশা's picture


শুভ জন্মদিন দেশী
আপনার কলমে ঋদ্ধ হোক বাংলা ব্লগমন্ডল

বাই দ্য ওয়ে, কেক-টেকের ছবি আসবেনা? Wink

৩৭

নুশেরা's picture


পাড়ায় কাভার্ড ভ্যান খাম্বা ভাঙছে, কারেন্ট নাই, কেক অইতো ন' Sad

৩৮

নুশেরা's picture


শাওন, সুহান, জয়িতা, জিন্টুজি--

ম্যালা ম্যালা
THNX

৩৯

রুবেল শাহ's picture


শুভ জন্মদিন নুশেরাপু .....
কেকু খাইতে চাই

৪০

মেঘ's picture


শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা---------------------------------------------
Smile Smile Smile
thumb_happy birthday image greeting card orkut scrap cookies.jpg

৪১

নাহীদ Hossain's picture


জন্মদিনের অনেক শুভেচ্ছা।
যদিও দেরি করে ফেললাম, পার্টি দিলে খবর দিয়েন কিন্তু  ...  

৪২

বাফড়া's picture


বাড্ডে গার্ল রে জন্মদিনের শুভেচ্ছা Smile ... আইজকাইল ভালো মানুষদের সংখ্যা কমতাছে আর মাগার বয়স বাড়তাছে... আফসুস Sad

নুশেরা আপার সাথে নেক্স টাইম দেখা হইলে জন্মদিন বিষয়ক বাকি রীতিনীতি পালন করা হবে Wink এই আশাবাড ব্যাক্ত করে কমেন্ট শেষ করলাম Smile

৪৩

শওকত মাসুম's picture


আইজকাল মাইনষে কেককুক ছাড়াই বাড্ডে করে, আফসুস।

৪৪

নুশেরা's picture


রুবেল, মেঘ, নাহীদ, বাফড়া, মাসুমভাই--

সবাইকে অন্তর থেকে শুভেচ্ছা।

==============================

পিএস- প্রথমবার দেখা হৈলে লুকজন মাতে না, দ্বিতীয়বারে চিনতেই পারবে কিনা সন্দেহ হ্যাজ, তারপরও রীতিনীতি পালনে অঙ্গীকারাবদ্ধ হৈলাম Smile

৪৫

বাফড়া's picture


নুশেরা আপা- ঐদিন ইট্টু লাজুক লাজুক ভাব লইতে চাইছিলাম আরকি.. ভাবলাম ঘটকিনী যখন দেখতাছে Wink Smile তাইলে লাজুক ভাব লওয়াই বেটার Smile , পাত্রী-পক্ষের কাছে তখন আমার সুনাম গাইতে সুবিধা অইব আপনের- ''পাত্র সুপাত্র, অতীব ভদ্র''.। এতে মিথ্যা কথাও কওয়া লাগলো না Wink Smile

৪৬

মাইনুল এইচ সিরাজী's picture


মামার তরফ থেকে শুভ জন্মদিন

৪৭

নাজমুল হুদা's picture


জন্মদিনের শুভেচ্ছা !

৪৮

আপন_আধার's picture


নুশেরা আপুকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা

৪৯

নড়বড়ে's picture


শুভ জন্মদিন নুশেরা আপা! কোক পার্টি

৫০

রাফি-অফ্লাইন's picture


শুভ জন্মদিন নুশেরাপু.।।। কোক পার্টি

৫১

মুক্ত বয়ান's picture


শুভ জন্মদিন আপু। Smile
আর কিছু কওয়ার নাই। Laughing out loud

৫২

মামুন হক's picture


শুভ জন্মদিন দিদিভাই Smile

৫৩

মামুন ম. আজিজ's picture


শূভেচ্ছা আপু

৫৪

জুলিয়ান সিদ্দিকী's picture


আমিও আইসিলাম ঝুঞ্ঝুনি হাতে হ্যাপি বাড্ডে জানাইতে, কিন্তু নুশিপু তো এতক্ষণে ঘুমাইয়া পড়সে মনে লয়!

৫৫

নুশেরা's picture


সিরাজী, হুদাভাই, আপন আধার, নড়বড়ে, মুক্ত বয়ান, মামুনভাই, পথিকদা, জুলিভাই--

সবাই ভালো থাকুন, আন্তরিক শুভেচ্ছা আপনাদের সবার জন্য।

=========================================

বকলম ভাই!!

আপনারে এবির খোঁজ দিছিলাম বইলা আফসুস করতেছি মনে করছেন? জ্বি না! আপনি এই পোস্ট দিলেন বলে 'কতো ডেড পার্সন জাইগা উঠছে' (কপিরাইট- বৃত্তবন্দী), দেখছেন? আপনি যে মানুষ পোস্টানো তো বটেই, ফেবুর বাইরে কমেন্টানোও ভুলে গেছিলেন, তাকেও দেখা গেলো। ভালো থাকেন ভাইডি, লেখা দেন পড়ি, ছবি দেন দেখি।

THNX

৫৬

বকলম's picture


নুশেরাপু,

একটু যে ডড়াইছিলাম সেটা মিথ্যা না Tongue HG djfalkdjfl। আশঙ্কায় ছিলাম কখন না জানি রশিদা আপার মত আমার মাথায়ও মুগুরের বাড়ি পরে। শেষে আপনার অভয় বানীতে আশ্বস্ত হলাম।

এই পোষ্টের ডেড পার্সনগো জাইগা উঠতে দেইখা কলা বেচা আর রথ দেখা (উইশ করা আর পোষ্টে হিট পাওয়া) দুটোই সার্থক হইল বলিয়া মনে হইতেছে। এই সুযোগে এবি বাসীর নিকট আমার বকলম নামখানির প্রচার হইলো ইহাও বা কম কিসে Tongue

মোর বকলম নাম এবি বাসীর কাছে এই বলিয়া খ্যাত হোক, আমি তোমাদেরই লোক - এই হোক পরিচয়। Smile

৫৭

নরাধম's picture


শুভ জন্মদিন নুশেরাপু।

৫৮

অনন্ত দিগন্ত's picture


শুভ জন্মদিন নুশেরা'পু

৫৯

সাহাদাত উদরাজী's picture


শুভ জন্মদিন সিষ্টার নুশেরা। Party

৬০

নুশেরা's picture


রাফি-অফ্লাইন, নারুবদ্দা, অন্তু, ব্রাদার উদরাজী

সবার জন্য শুভকামনা। মঙ্গলে থাকুন সর্বক্ষণ।

THNX

৬১

ভাঙ্গন's picture


দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি।
শুভ জন্মদিন...

৬২

রাসেল আশরাফ's picture


শুভ জন্মদিন নুশেরাপু।

দুইদিন দেরী হইলো একদেশ থেকে আরেক দেশে আসার কারনে।

৬৩

নুশেরা's picture


ভাঙ্গন, রাসেল--

শুভেচ্ছা সবসময়।
THNX

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

বকলম's picture

নিজের সম্পর্কে

মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার,
সবাই বলে `মিথ্যে বাজে বকিস নে আর খবরদার!'
অমনধারা ধমক দিলে কেমন করে শিখব সব?
বলবে সবাই, `মুখ্যু ছেলে', বলবে আমায় `গো-গর্দভ'।
কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর?
বর্ষা হলেই ব্যাঙের গলায় কোত্থেকে হয় এমন জোর?
গাধার কেন শিং থাকে না? হাতির কেন পালক নেই?
গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তা ধেই-ধেই?
সোডার বোতল খুল্লে কেন ফসফসিয়ে রাগ করে?
কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাক পড়ে?
ভূত যদি না থাকবে তবে কোত্থেকে হয় ভূতের ভয়?
মাথায় যাদের গোল বেধেছে তাদের কেন `পাগোল' কয়?
কতই ভাবি এ-সব কথা, জবাব দেবার মানুষ কই?
বয়স হলে কেতাব খুলে জানতে পাব সমস্তই।

বিষম চিন্তা
সুকুমার রায়