ইউজার লগইন
কেমন আছেন ?
ব্লগে লগ ইন কইরা বা অফলাইনে দেখি ব্লগার'রা একরকম ঝিমান। আর তাই দেইখা এই আজাইরা পোস্ট দেওনের খায়েস হইলো।
বন্ধুরা, কেমন আছেন? কি করছেন?
বন্ধুর কথা
নিজের সম্পর্কে
মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার,
সবাই বলে `মিথ্যে বাজে বকিস নে আর খবরদার!'
অমনধারা ধমক দিলে কেমন করে শিখব সব?
বলবে সবাই, `মুখ্যু ছেলে', বলবে আমায় `গো-গর্দভ'।
কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর?
বর্ষা হলেই ব্যাঙের গলায় কোত্থেকে হয় এমন জোর?
গাধার কেন শিং থাকে না? হাতির কেন পালক নেই?
গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তা ধেই-ধেই?
সোডার বোতল খুল্লে কেন ফসফসিয়ে রাগ করে?
কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাক পড়ে?
ভূত যদি না থাকবে তবে কোত্থেকে হয় ভূতের ভয়?
মাথায় যাদের গোল বেধেছে তাদের কেন `পাগোল' কয়?
কতই ভাবি এ-সব কথা, জবাব দেবার মানুষ কই?
বয়স হলে কেতাব খুলে জানতে পাব সমস্তই।
বিষম চিন্তা
সুকুমার রায়
সাম্প্রতিক মন্তব্য
- শুভ জন্মদিন নুশেরাপু! - নুশেরা
- সুগারলেস এন্ড সুগারকোটেড লাইফ - বাফড়া
- তাকে ভালবাসতে আমারও কোন দিবস লাগে না (উৎসর্গ মানুষ/মান... - বকলম
- বাঙালি মুসলমানের সাংস্কৃতিক টানাপোড়ন - সাহাদাত উদরাজী
- কেমন আছেন ? - বকলম
- শিশির - বকলম
- Temple Grandin: The world needs all kinds of minds (... - তানবীরা
- প্রিয় বাংলা তোমাকে দেখব বলে - নীড় _হারা_পাখি
- সময়ের নদীতে জীবনের ডিঙ্গি নৌকায় আমি... - তানবীরা
আমি ভালা নাই। প্রবাসে ভাল্লাগেনা। যামুগা, থাকুম্না....
বলগারদের রাণীকষ্েত রোগ হৈসে
শব্দটা মনে হয় 'রানীক্ষেত' লিখতে চাইছিলেন। 'রানীক্ষেত' সম্পর্কে জানতে গিয়া যা জানলাম
সূত্র: দৈনিক সমকাল
হ রাণীক্ষতে।
টাইপিং নিয়া বড় ঝামেলায় আছি।
দুইটা প্রশ্ন করেছেন, কেমন আছি, এবং কী করছি।
তীব্র গরম। বিদ্যুৎ নেই প্রায় এক ঘন্টা। অফিসে কোন ফ্যান নেই, দরদর করে ঘামছি, অক্সিজেনের অভাবে চোখ জ্বালা করছে। তাহলে কেমন আছি? ভাল নেই।
এবার আসা যাক কী করছি?
ব্লগিং করছি, অফিসের কাজ ফাঁকি দিচ্ছি। তাহলে কী দাঁড়ালো?
ভাল আছি।
তারমানে আমি ভাল নেই, ভাল আছি
বন্ধুদের মাঝে বাঁচি, বেঁচে তো আছি!
হুমম, দুইটা প্রশ্ন করেছি, কেমন আছেন এবং কী করছেন?।
এসিটা চলছে । আরাম দায়ক নিজস্ব অফিস কক্ষে বসে আছি। অফিস বয় এই মাত্র গরম এক মগ কফি দিয়ে গেল। কাজেরও তেমন চাপ নেই। বসে বসে ব্লগিং করছি। কেমন আছি? ভাল??
এবার আসা যাক কী করছি?
আমার ছোট্ট শিশু কন্যাটিকে দেখিনা আজ অনেক দিন। বউটা'র মুখটাও মনের মধ্যে ঝাপসা মনে হয়। মা বাবা, তাদের কে কি দেখতে ইচ্ছে করে না? বন্ধু বান্ধব? ইচ্ছে কি করে না ব্লগার বন্ধুর দাওয়াত পেয়ে ধানমন্ডি গিয়ে ফুচকা খেয়ে আসি?
তারমানে আমি ভাল আছি, ভাল নেই
বন্ধুদের মাঝে বাঁচি, বেঁচে তো আছি! কিন্তু এটাকে কি বাঁচা বলে??!
সবচেয়ে সুন্দর মিথ্যা হলো, ভালো আছি।
সবচেয়ে সত্য কথাও, ভালো আছি। নইলে ব্লগে আসলাম কি করে?
নীড়ুদা, বড় প্যাচাইলা উত্তর দিলেন রে ভাই। তয় উত্তরটা কারেক্ট হইছে মনে হয়।
কারেন্ট আছিলনা, ল্যপটপের ব্যাটারী আর মডেম দিয়া চালাইছি কতক্ষণ। এখন কারেন্ট আসছে। ঘামাইছি অনেক।
১।কোলিয়া সিনিৎসিনের ডাইরীর অনুবাদে ব্যাস্ত আছিলাম।
২। কালকে একটা চাকরীর লিখিত পরীক্ষা, সেটা নিয়া পড়তেছিলাম।
৩। মাঝে মাঝে ব্লগ পড়তেছিলাম।
৪। মিলান কুন্দেরার একটা জুৎসই গল্প খুঁজতেছিলাম পরের অনুবাদের লাইগা।
৫। একজনের লগে অনলাইনে বাত করতেছিলাম।
ভাবতাছি দ্যাশে যামুগা। তয় দ্যাশে গিয়া কি করুম সেটা অনিশ্চিত। তারপরও যামুগা। আপনার চাকরীর খবরটা জানাইয়েন। যদি পারেন তো এই অধমের জন্য একটা চাকুরীর খোঁজ দিয়েন। অধম বউ-বাচ্চা ওলা মানুষ। বউ বাচ্চারে সাথে নিয়া দুইডা ডাইল ভাত খায়া বাঁচতাম চাই। ঘামাইতে রাজি আছি। প্রবাসের এসি বিষের মত লাগে।
কেমন আছি- মাঘাকুপা
কি করছি - বলগিং, ঘুমামু কিনা ভাবছি।
মাঘাকুপা = মাঘ মাসে কুত্তা পাগল?!!! মাঘ মাসে কুত্তা কি কারনে পাগল হয় সেটাতো নিশ্চই জানেন।
ভাইজান বিবাহ না করিলে সত্তর করিয়া ফেলেন। "ফেলেন" কথাটা কিন্তু খারাপ ভাবে নিয়েন না। 
মাঘা-মাথার ঘায়ে .।
বিবাহ করসি, বাচচাও আছে। ২য় বিবাহ করতে বলাটা কি ঠিক হৈলো? মাথার ঘাটা মূলত ব্যক্তিগত/পারিবারিক নানা ঝামেলা/বিপর্যয়কে মিন করে বলা।
রোবোদা, সরি। এই প্রবচণটা অনেক আগে শুনছিতো তাই আউলাইয়া গেছে।
" মাথার ঘাটা মূলত ব্যক্তিগত/পারিবারিক নানা ঝামেলা/বিপর্যয়কে মিন করে বলা।"- আমারও একই অবস্থা। প্রবাসের চাকুরী ছাইড়া দ্যাশে চলে যাওয়ার প্রিপারেশন নিতেছি। সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। চোখে অন্ধকার দেখতেছি। আত্মার আত্মীয় বিহীন এই নির্জন দ্বীপে আর নয়, তাই মহাসাগরে ঝাপ দিলাম।
ক্যামন আছি?
... এসিরুমে এসি ছাড়া কিরম লাগে? গরমে সেদ্ধ হইয়া আছি... এখন একটু মশলা দিলেই 
জুইতের না
আজকে বেতন হালাল করতেছি... মানে কামলা দিচ্ছি পুরোটাই প্রায়
... মাঝে মাঝে উকি দিয়ে যাই
দ্যাশে আইবেন কবে?
৩/৪ মাসের মধ্যেই।
আমি ঘুমাচ্ছি। ফিজিক্স পড়তেসি ঘুমের মধ্যে। আর ইঁদুর খুঁজতেসি।

টম হইয়া গেলা নাকি!
আর কয়েন না। সেইদিন রাত্রে কিচেনে গেসি চা বানাইতে। দুইটা বাদামী রঙের ইঁদুর জানালা দিয়া ঝুলতে দেইখা আত্মা উইড়া গেছে! সেই দুইটার সন্ধানে আছি!
কিরাম আছি? ভালা নাই। কামলা দেই। জুইত মতন ব্লগিং করতে পারতাছি না।আপনি কিরাম?
আমি সেইরাম। বিস্তারিত কইতে গেলে চোক্ষে পানি আয়া পড়ব। তখন আবার আপনারে টিস্যু দেওন লাগব। থাউক।
নেন টিস্যু বক্স দিলাম। কান্দেন আর বলেন কিরাম আছেন। চোক্ষে পানি আসলে টিস্যু দিয়া মুছবেন।
আপ্নে বৈদেশে থাইকা এই কথা কন?
...
আমার এক স্যার ছিলেন... সে খুব ভোরে উঠে টিউশনিতে বের হতেন... এরপর স্কুলে.. এর পর আবার টিউশনি.. ফিরতে গভীর রাতে... তার বাচ্চারা তাকে চিনতো না...
জীবিকা বরই কঠিন জিনিষ
একেক মানুষ একেক রকম লাইফ চায়। কেউ সারা জীবন অনর্থের (অর্থ) পেছনে ছুটে সুখ খুঁজে বেড়ায়। আমি বলি "জীবনের জন্য অর্থ, অর্থের জন্য জীবন নয়"। এ দুইয়ের ভারসাম্যটা জরুরী।
এত দূরে থাকনের কাম কি ভাইয়া? দেশে চলে আসেন। এখানে টুনটুনির মা, টুনটুনি, টুনটুনির দাদী আছে। দেশে এসে টুনটুনির মা রে থুক্কু কি কইতে কি কই, টুনটুনিরে কোলে নিয়ে বসে থাকেন।ঘুরে বেড়ান।
আইতাছি আফামনি। শীঘ্রই আইতাছি।
এইতো ভালৈ আছি
সমস্যা এক্টাই
সারাদিন ঘুমঘুম ভাব শুইলে ঘুম নাই।
এই সমস্যা ঘুমের না ঝিমানোর। একটু ভাল কইরা ঝিমায়া লন। দেখবেন ফ্রেস হইয়া গেছেন।
ভাল নাই । বিশাল সমস্যা মাথার উপর ।
এখন ব্লগাচ্ছি ।
মাথারে একটা ঝাকি দেন। তাতে যদি সমস্যাটা মাথা থাইকা পড়ে। সমস্যারে কন "দূরে গিয়া মর"।
কাইল পরীক্ষা ,
এখন নেট এ ঢূকছি কারণ লোডশেডিং
হুমম.
আমি নিজে মহা ঝিমুন্জী। এখন থেকে ঝিমানো বাতিল। ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ আপনাকে লোকেন দা গা ঝাড়া দেয়ার জন্য।
আমি ভালা নাই। প্রবাসে ভাল্লাগেনা। যামুগা, থাকুম্না
এখনো মরিনাই ; বাইচা আছি;
ব্লগাইতেসি?
ব্লগ এইড়কম ঝিমায় ক্যান?
এই বাইচা থাকনডারে সেলিব্রেট করা উচিৎ।
"ব্লগাইতেসি?" = শব্দের শেসে এই প্রশ্নবোধকটাই বইলা দেয় আসলেই ব্লগাইতেছেন কিনা।
ব্লগ এইরকম ঝিমায় ক্যান? = কারন আমরা তেমন ব্লগাই না বা এই পোষ্টের মত ফাঁকিবাজি পোষ্ট দিই।
কোশ্চেন মার্কটা ক্যান দিসিলাম মনে করতে পারতেসি না
ওরে, সেই কুখ্যাত পোষ্ট আমাদের ছাড়েনা,
সেদিন রাকিবরা চরম আড্ডাইলো..ঐ এলাকায়, অনেক পরে টের পাইলাম....
কবিতা পড়ি:
গরম যখন চরমে
কি হবে শরমে
বুঝিতেছি তা মরমে
ভাল আছি মনে হয়। ১৯ তলা থেকে মাঝে মাঝে লিফ্ট ছাড়া উঠা নামা করতে হয়। তাছাড়া অফিস শেষে ধুলাবালিতে গোসল হয়ে ঘরে ফিরে দেখি হাতমুখ ধোয়ার পানি নাই। আইপিএস ও এখন সার্ভিস দিতে চায় না। এ আর তেমন কি সমস্যা। ভালই আছি।
পজিটিভলি নেয়া ছাড়া কুনো উপায় নাই। যেমন:
গ্যাসের চুলায় রান্না থেকে পাটখরির রান্না সুস্বাদু।
ঢাকার বন্যা সাঁতার শেখার বিরাট সুযোগ তৈরি করে।
বিদ্যৎ হীন রাত শহুরে মানুষকে আবার জোছনা দেখতে শেখায়।
১৯ তলা থেকে লিফট ছাড়া উঠা নামা স্বাস্থ্যের জন্য উপকারী।
তায়াম্যুম কি জিনিষ আমরা প্রায় ভুইলা গেছিলাম, পানির অভাব আমাদের মাঝে হারিয়ে যাওয়া ধর্মীয় মূল্যবোধ ফিরিয়ে আনে।
এই গরমে মানুষ আবার শীতল পাটির ব্যাবহার শিখবে। একটা পুরনো ঐতিহ্য আবার স্বগৌরবে ফিরে আসবে।
মানুষ পানির অভাবে সরাসরি নদীর কাছে চলে যাবে। গিয়ে দেখবে এতদিনে নদীর কি হাল করেছি আমরা। তারপর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নদী ড্রেজিং করে এর নাব্যতা এর বিশুদ্ধতা ফিরিয়ে আনার মনোযোগী হব আমরা।
যেগুলো আছে তা আর এমন কি সমস্যা। ভালই আছি।
সেই তো... সব সমস্যার পরও ভালই আছি।
বকলমদা, ১৭ তারিখ বিকালবেলা চট্টগ্রাম শহরে সশরীরে উপস্থিতির কোনরকম সম্ভাবনা থাকলে আওয়াজ দিতে ভু্ইলেন না। রাজকন্যা কেমন আছে?
নুশেরা'পা, আমি বন্দী কারাগারে...(প্রবাসে)। রাজকন্যা ভাল আছে। ওর ফাইফরমাশ খাটতে খাটতে ওর মা'র অবস্থা খারাপ, এই যা। নুশেরা'পা, পারলে একদিন বেড়িয়ে আসুন না আমার বাড়ি থেকে।
arifgold@gmail.com
মন্তব্য করুন