প্রিয় বাংলা তোমাকে দেখব বলে
মনেপড়ে সেই দিনগুলি...
বুক পকেটে সুখগুলিকে নিয়ে ঘুড়ে বেড়াতাম
বাটালী পাহাড়, কর্ণফুলীর তীরে
বাংলা মাটির সোঁদা সুবাস আর ঘাস ফুলের গন্ধ নিতাম।
দুপুর বেলার ঠাঠা রোদে
সাগর পাড়ে একলা বসে
অংক করায় ফাঁকি দিতাম।
সন্ধ্যে হলে পুকুর ঘাটে
এক হাঁটু ধূল ধুয়ে মুছে
নাস্তা খেয়ে পড়তে বসা,
বিদ্যুৎ হীন জোছনা রাতে
উঠোন জুড়ে চাঁদের হাটে
বউচি খেলার ছকটি কষা।
বুড়ী দাদীর তুলতুলে গাল
মনে কি পড়ে?!
ফোকলা দাঁতের সেই হাসিটা
দাদুর লাঠি? সেই কাশিটা??
মনে কি পড়ে?!!
সেসব দিনের ভাবনা যত
কবে অনেক বড় হব!
অনেক বড়, অনেক...
যেদিন বাবা বকবে না আর
মা বলবে না আর 'অংক কষ'
যেদিন হবে চাকরি আমার
দিদি বলবে না আর পড়তে বস
ইশ! কবে অনেক বড় হব?
আজ, সেসব ভেবে হাসি ভীষণ
পরক্ষনেই কাঁদি আবার
কবে আসবে সেই দিনটি?!
সুযোগ পাবো দেশে যাবার!
প্রবাসের এই পিঞ্জরেতে
স্ব-ইচ্ছার এই কারা ভোগে
দু মুঠো সুখ দেশের তরে
শান্তি খুঁজি এটাই ত্যাগে।
বাংলা তুমিই স্বর্গ আমার
তোমায় সদা স্বপ্নে খুঁজি
তোমার মাটি শীতল পাটি
তোমাতেই যেন এ চোখ বুজি।
প্রবাসের এই পিঞ্জরেতে
স্বইচ্ছার এই কারা ভোগে
দু মুঠো সুখ দেশের তরে
শান্তি খুঁজি এটাই ত্যাগে।
আর কিছু বলার নেই ।
মন খারাপ করা ।
হু, মন খারাপ কইরাই লিখছিলাম বকিতাটা।
(এইটা কবিতার কোনো ফরম্যাটেই পড়ে বলে আমার মনে হয় না)
বকলম ভাই এইটা কি লিকহা ফেল্লেন? অতিশয় চমৎকার হৈছে....
এইকহানে প্রিয়তে থাকার অপশন থাকলে অবশ্যই প্রিয়তে নিতাম.....
থ্যাংকু ভাই। দিলখুশ কইরা দিলেন।
ভাল্লাগ্লো...
থ্যাংকু জনাব।
দেশপ্রেম
ভালো লাগলো
ভালো লাগলো
প্রবাসীমনের সহজ সরল সাবলীল প্রকাশ
খুব ভালো লাগলো
==============================
এখন কোথায় আপনি? কন্যা আর তার মা কেমন আছে?
আমার এইসব ছাইপাশ আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো।
================================
আমি এখন দেশে। এ মাসের ১৬ তারিখ ফ্লাই করব। কন্যা আর তার মা ভাল আছে। তাদের টানেই প্রায় পাঁচটি মাস দেশে থেকে এখন ফিরে যাবার সময় দরজায় কড়া নাড়ছে। মনের বেহাল অবস্থা বলে বোঝানো যাবে না। ইচ্ছে হয় আমার রাজকন্যাকে বুকের মধ্যে লুকিয়ে সাথে নিয়ে যাই।
আহারে, আপনার কষ্টটা সামান্য হলেও বুঝতে পারছি। যোগাযোগ রাইখেন ভাই, দেশে গেলে অবশ্যই ভাবী আর তুলতুলে রাজকন্যাকে দেখতে যাবো।
সুন্দর।
সুন্দর, কিন্তু বানানের দিকে খেয়াল রাখার অনুরোধ রইলো।
চমৎকার
বাটালী পাহাড়ে উঠিনি কত বছর!!!
ভাল্লাগসে
ভাল লাগলো...।
মন্তব্য করুন