ইউজার লগইন

মা (আমার সবচেয়ে প্রিয় বন্ধুর জন্য যে তার মা এর কাছ থেকে দূরে আছে বলে কষ্ট পাচ্ছে)

একটা ছোট ভ্রুণ তেরী হয়, একটু একটু করে বেড়ে উঠে একটা মানুষের অস্তিত্বে। কি অদ্ভুত ব্যাপার!যতদিন এই ভ্রুণকে লালন করে এক মেয়ে, স্বপ্নে বিভোর থাকে অনাগত এই অতিথির পৃথিবীতে আগমনের জন্য। সেই দেবশিশুটি যখন তার মায়ের কাছে আসে, মা তাকে প্রথম দেখে সেই স্বর্গীয় দৃশ্যটা, সেই মুহূর্তটা কেউ কি কখনও কিছু দিয়ে প্রকাশ করতে পারবে? নাকি পারবে এমন একটা স্বর্গীয় অনুভূতি কোন কিছুর বিনিময়ে কাউকে দিতে? আমি প্রায়ই আমার মা কে দেখে ভাবি আমাকে যখন আমার মা প্রথম দেখলো, প্রথম কোলে নিলো কেমন লাগছিলো মা কে দেখতে? কেমন করে হেসেছিলো? একটু কি চোখের কোলে জল টলমল করছিলো? জানা হবে না কখনও।

মা। মা। মা। পৃথিবীর সবচেয়ে মিষ্টি একটা শব্দ।সবকিছু জুড়ে থাকে মা। প্রতিটা নিশ্বাসের সাথে মায়ের অস্তিত্ব। এই আমি তো শুধু আমার মায়ের। মা আমাকে নিশ্বাস নিতে দিয়েছে। আমার অস্তিত্বকে অনুভব করতে দিয়েছে। মা জীবন জুড়ে থাকে। বুক জুড়ে। মা হয়ে , মেয়ে হয়ে। মায়ের কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয় হলো তার সন্তান। সবকিছুর বিনিময়ে মা তার সন্তানকে ভালো দেখতে চায়।

আমার মা এর বয়স আমার প্রায় দ্বিগুণ। প্রায়ই একটু অসুস্থ হয়। তখন পৃথিবীটা দুলতে থাকে চোখের সামনে। অকারণেই চোখ টলমল করে। ডাক্তারের দিকে করুন চোখে তাকিয়ে থাকি আর আল্লাহকে ডাকি। বারবার বলি 'আল্লাহ তুমি বাবা-মাকে ভালো রাখো।কষ্ট দিও না।' কোন পাপের শাস্তিই যেনো বাবা-মা শূণ্য পৃথিবী না হয়। সেই ছোটবেলায় যেমন ছিলাম মা র কাছে এখনও যেনো সেই ছোট মেয়েটিই আছি। একা থাকি বলে বারবার ফোন করে জানতে চায় কোথায় আছি কি করছি, খেয়েছি বললে, বলে- কি খেয়েছি। মাঝে মাঝে একটু কেমন লাগে আবার সেই কেমন লাগার জন্য অপরাধবোধ বোধ হয়। ভাবি, এমন করে আর কেউ তো সারাক্ষণ ভাববে না। এত মায়া নিয়ে কেউ অপেক্ষায় থাকবে না। জড়িয়ে ধরে রাজ্যের আদর নিয়ে চুমু দিবে না। ঘুমের মধ্যে এত মমতা দিয়ে মাথায়, গায়ে হাত বুলাবে না। কি মায়া! কি মায়া! এসব ভাবলেই চোখ ভরে যায়। মায়ের কাছে সন্তানের জন্য কত মমতা! মায়ের স্পর্শে যে উষ্ণতা তা কি আর কোথাও আছে? যত দূরেই থাকুক না কেন মা ছুঁয়ে থাকে সারাক্ষণ। মার মন থাকে, স্পর্শ থাকে, গায়ের গন্ধ থাকে প্রিয় সন্তানের কাছে। সন্তান বুড়া হলেও মা র কাছে সে তার ছোট্র বাবুটা থেকে যায়।সেই মাকে ভালোবাসতে কোন দিবস লাগে না। মা তো অস্তিত্ব। তবু আমি মা এর জন্য এই দিনটাতে মা কে কিছু দেই। একটা খুব সাধারণ তাঁদের শাড়ী দিয়েছি, তাতেই কি খুশী আমার মা! আমার সোনা মা। আমার কলিজা। আর কিছু লিখতে পারব না।

মা তুমি থাকো সারাজীবন ধরে। সবার মা থাকুক তার প্রিয় সন্তানকে ছুঁয়ে। মাকে ভালোবাসি বেঁচে থাকার সাথে। সবচেয়ে প্রিয় সেই মুখটার হাসি অমলিন রাখুক সৃষ্টিকর্তা। সবার মা এর জন্য বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা। প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতিটা নিশ্বাসের সাথে।

পোস্টটি ১৫ জন ব্লগার পছন্দ করেছেন

তানবীরা's picture


জয়িতা, লেখাটা খুব ভালো লাগলো। মায়ের কাছ থেকে দূরে থাকি বলেই হয়তো মাকে এমন ভাবে অনুভব করি। সারাক্ষন ভাবি সারা পৃথিবীর বিনিময়ে মা - বাবা চিরদিন বেঁচে থাকুন, সবার মা - বাবাই থাকুন।

যেদিন নিজে মা হবে সেদিন আবার নতুন করে মা'কে অনুভব করবে। আমার একথাটা সেদিন মনে পড়বে। কতোবার যে এখন মাকে মন থেকে সমস্ত কিছুর জন্য "সরি" বলি সেটা আমি ছাড়া অন্যকেউ জানে না।

জ্যোতি's picture


সবসময় চাই, সৃষ্টিকর্তাকে বলি সব কিছুর বিনিময়ে বাবা-মা ভালো থাকুক। সবসময়। সারাজীবন ধরে।

টুটুল's picture


মা তুমি থাকো সারাজীবন ধরে। সবার মা থাকুক তার প্রিয় সন্তানকে ছুঁয়ে। মাকে ভালোবাসি বেঁচে থাকার সাথে। সবচেয়ে প্রিয় সেই মুখটার হাসি অমলিন রাখুক সৃষ্টিকর্তা। সবার মা এর জন্য বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা। প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতিটা নিশ্বাসের সাথে।

এটাই ... মায়ের জন্য কোন দিবস লাগে না

বাতিঘর's picture


মুখ ফুটে কখনোই বলতে পারিনা যাঁকে একটা ছোট্ট শব্দ 'ভালোবাসি', আশ্চর্য তাঁকেই পৃথিবী সমান ভালোবাসি আমরা .....আমাদের সেই মায়ের জন্য , পৃথিবীর সব মায়েদের জন্য ভালোবাসা নিরন্তর ! ভালো থাকুন আমাদের মায়েরা, ভালো থাকুন আমার জয়ি বোনটাও!

জ্যোতি's picture


আপনিও ভালো থাকেন। সবাই ভোলা থাকুক।
ভাইয়া, মা কে ভালোবাসি বলতে হয় না। মা জানে তাঁর ছেলেমেয়েরা তাঁকে ভালোবাসায় জড়িয়ে রাখে।

শাওন৩৫০৪'s picture


মায়ের জন্য অনেক ভালোবাসা।

সাঈদ's picture


আমার কিছু বলার নেই ।

হাসান রায়হান's picture


সব মা ভালো থাকুক।

রাসেল আশরাফ's picture


সব মা ভালো থাকবেই...।তা সে যেখানেই থাকুক ঘরে অথবা না ফেরার দেশে...।

১০

নীড় সন্ধানী's picture


মা হলো ছায়ার মতো।

১১

জ্যোতি's picture


কি বলছেন নীড়দা। মা হলো পৃথিবীর উপড় এক আকাশ।

১২

নুশেরা's picture


মেয়েরা মাকে বুঝতে পারে নিজে মা হবার পর, ছেলেরা মা হারানোর পর। এর আগেই যারা বোঝে, তাদের শ্রদ্ধা।

১৩

জ্যোতি's picture


নুশেরাপু আপনার কথা হয়ত ঠিক।তবে মা কে যতটা বুঝি এর চেয়ে বেশি আর কখনো বুঝব কিনা জানি না।

কেমন আছেন আপনি?অপনা কেমন?

১৪

শওকত মাসুম's picture


নুশেরা অসাধারণ একটা কথা বললেন।

১৫

নাজ's picture


সাধারন ভাষায় মায়ের প্রতি অনুভূতি গুলো'র অসাধারন প্রকাশ।

অনেক ভালো লাগলো আপু। অনেক ভালো.....

১৬

জ্যোতি's picture


ধইন্যা তোমারে। কেমন আছো গো সু্ইটু কিউটু আপু? প্রথম প্যারাটা তোমার জন্য বলেই তো মনে হয়।

১৭

বোহেমিয়ান's picture


ভালো লাগল আপু ।

১৮

লীনা দিলরুবা's picture


সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

১৯

এরশাদ বাদশা's picture


ভালো লাগায় আপ্লুত।

২০

রুমন's picture


পৃথিবীর সকল মা ভালো থাকুক

২১

একলব্যের পুনর্জন্ম's picture


কেমন আছেন আপু ?

২২

জ্যোতি's picture


আমি তো ভালো। তোমার খবর কি কবিপা? অনেকদিন দেখা নাই। এমনই হয় বোধ হয়। হঠাৎ কেউ কোথায় চলে যায় জানতেও পারি না।আছ কেমন? দিনকাল কেমন যায়? মিস করি তোমার কবিতা, তোমাকে।

২৩

শওকত মাসুম's picture


সব মা ভালো থাকুক। সবাই তোমার মতো সন্তান পাক।

২৪

জ্যোতি's picture


মাসুম ভাই, সব ছেলে-মেয়েই মা কে ভালোবাসে।মা এর জন্য পৃথিবী সমান ভালোবাসা।

২৫

একলব্যের পুনর্জন্ম's picture


বেঁচে আছি Smile

হুমম অনেকদিন পর ঢুকলাম ব্লগে ।

২৬

সাঈদ's picture


কোন পাপের শাস্তিই যেনো বাবা-মা শূণ্য পৃথিবী না হয়।

আসলেই , বাবা মা শূণ্য পৃথিবী হইল জন্মটাই আজন্ম পাপের মত।

২৭

জ্যোতি's picture


সাঈদ ভাই, এভাবে বইলেন না প্লিজ। আপনার কষ্টটা বুঝি। বাবা-মা যেখানেই থাকুক ভালো থাকুক। এটাই চাই। আপনিও ভালো থাকেন। আপনার জন্য শুভকামনা।

২৮

নজরুল ইসলাম's picture


পৃথিবীর সকল মা ভালো থাকুক

২৯

মুক্ত বয়ান's picture


মা দিবস ছাড়াই সকল মা'কে শুভেচ্ছা।

৩০

সাঁঝবাতির রুপকথা's picture


আপু, কেমন আছেন?

৩১

জ্যোতি's picture


আমি তো ভালোই। তুমি বেঁচে আছ? বহুদিন পরে বান্দরের চুইট চেহারাটা দেখলাম। বান্দর দেখা থেকে আমাদের বন্চিত করা কি ঠিক?তুমার জরিমানা হপে।

৩২

সাঁঝবাতির রুপকথা's picture


আহা! আহা!
কমেন্টের রিপ্লাই দেইখা চউক্ষে পানি চইলা আইচে । জরিমানা বাবদ একটা বিয়া করায়া দেন :প:প

৩৩

জ্যোতি's picture


বেটা মানুষের চোক্ষে পানি আসলে বিয়া পিছায়া যায় বুঝছ?
তুমি তো থাকো না ব্লগে। কই কই ঘুইরা বেড়াও। চোখের সামনে খাকলে তো তুমারে নিয়া এক্টা বিবাহের কমিটি বানাইতে সুপারিশ করতাম মুরুব্বিদের।

৩৪

সাঁঝবাতির রুপকথা's picture


আইচ্ছা, আইজ থেইকা ব্লগে থাকুম, কমিটি গঠন করা হউক , আমি কি প্রিপারেশন নেয়া শুরু করিব? আইজকা কি আড্ডা আছে নাকি?

৩৫

জ্যোতি's picture


আড্ডায় কি আসপা সাঝু? তাইলে কথা দিলাম কমিটি অতি শীঘ্রই বানানো হপে।

৩৬

রসুল আশফার's picture


জয়িতা,
অনন্য অসাধারণ একটা লেখা। আমি কয়েকবার পড়েছি

৩৭

জ্যোতি's picture


অনেক ধন্যবাদ আপনাকে । অসাধারণ মন্তব্য।

৩৮

আতিয়া বিলকিস মিতু's picture


জয়িতা,
অদ্ভুত সুন্দর হয়েছে লেখাটা,নিজের অজান্তেই কাঁদলাম ।মা হবার সুখটুকু আবাররও ছুঁ গেল মন।আর খুব মনে পরে গেল সেই ছোট বেলায় হারিয়ে ফেলা আমার লক্ষী মা' টাকে.!পোষ্ট টা প্রিয় তে নিলাম।

৩৯

আশিক's picture


আমার একজন খুবই প্রিয় ব্যাক্তি বলেছে আজ অন্যর মা কখন ও তার মা হতে পারে না, কেননা তার মার স্থানে কি করে আর একজন বসে।

এই কথার সাথে একমত হতে পারলাম না, আমার ধারনা আপনার মা মানে ভাই আমার মা, আমার মা মানে আপনার মা।

কথা ২টির ব্যাখ্যা কি পেতে পারি আপনাদের কাছ হতে??

ধন্যবাদ আমার কমেন্টটি পাড়ার জন্য।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

জ্যোতি's picture

নিজের সম্পর্কে

.