শুধু তোমার জন্য
(জেবীন,টুটুল, মাসুম্বাই,রায়হান ভাই,বিমা,মানুষ,মাসলুল,সাইফুর,মুকুল,সাঈদ ভাই,আরিফ ভাই,মাথু, ছালু....যাদের "শুধু তুমি" বা অনেকের জন্যই চুল পেকেছে।)
তোমাকে স্পর্শ করতে গিয়েও কতবার যে আমি
গুটিয়ে নিয়েছি হাত, সে-কথা আমার ঈশ্বর জানেন।
তোমাকে আমার ভালোবাসার কথা বলতে গিয়েও
কতবার যে বলিনি, সে-কথা আমার ঈশ্বর জানেন।
তোমার হাতের মৃদু কড়া - নাড়ার শব্দ শুনবার জন্য
দরোজার সঙ্গে চুম্বকখন্ডের মতো আমার কর্ণযুগলকে
গেঁথে রেখেছিলাম।কোনো নির্জন মধ্যরাতে তুমি এসে
ডেকে বলবে:"এই যে ওঠো, আমি এসেছি, আ-মি"।
আর আমি এ-কী শুনলাম, এ-কী শুনলাম, এমৎ উল্লাসে
নিজেকে ছুঁড়ে দিচ্ছি তোমার উদ্দেশ্যে - ঠিক এরকম
একটি দৃশ্যের কথা কতবার যে আমি মনে মনে
কল্পনা করেছি, সে-কথা শুধু আমার ঈশ্বর জানেন।
আমার ঈশ্বর জানেন, আমার চুল পেকেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন, আমার জ্বর এসেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন, আমার মৃত্যু হবে তোমার জন্য।
তারপর ঐ ঈশ্বরের মতো কোনো একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধুই তোমার জন্য।
নির্মলেন্দু গুণ
আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধুই তোমার জন্য।
এই লাইনটা যদি কেউ ভালোবাইস্যা একবার কৈত!!
আহারে !!!!!কেউ বলে নাই?কেউ না?আপনি বলছেন!ভালোবেসে বা না বেসে?একটা গান আছে না!একবার যদি কেউ ভালোবাসত.......
আমার ঈশ্বর জানেন, আমার চুল পেকেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন, আমার জ্বর এসেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন, আমার মৃত্যু হবে তোমার জন্য।
তারপর ঐ ঈশ্বরের মতো কোনো একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধুই তোমার জন্য।
নাজ না বললো বাসায় গেলে তোমার পাকা চুল টেনে ছিড়বে?তো চুল টানাটানির ইতিহাসটা বলো সবাইকে।
তোমাকে স্পর্শ করতে গিয়েও কতবার যে আমি
গুটিয়ে নিয়েছি হাত, সে-কথা আমার ঈশ্বর জানেন।
তোমাকে আমার ভালোবাসার কথা বলতে গিয়েও
কতবার যে বলিনি, সে-কথা আমার ঈশ্বর জানেন।
আমার চুল শুধু পাকেনি, পাকা চুল পড়ে ও গেছে। :(
আহারে!!বেচারা।যার জন্য মাঠ খালি হচ্ছে তাকে তাড়াতাড়ি বলে ফেলেন নাইলে ত মাঠ ফাঁকা হয়ে যাবে সে এসে একটা পাকা চুল বাছতে পারবে না ।ভালোবেসে।
সাঈদ ভাই, পাকা চুল পড়ে কেন, ঘটনা কী? গল্পে আছে এক লোকের দুই বৌ। ছোট বৌ পাকা চুল বাছে আর বড় বৌ কাঁচা চুল। সেরকম কিছু নাকি?
হ
যাদেরকে উৎসর্গ করলে তাদের যে কারো চেয়ে আমার মাথায় পাকাচুল বেশী
নুশেরাপু, পোষ্ট দেন না কেন?আপনাকে মিস করিলাম সত্যি।ভালো আছেন!!!আপনার চুল কি শুধু তুমির জন্য পাকছে?ঘটনা বলেন তো দেখি!
তুমিটুমি না রে আপু, ঈশ্বর ব্যাটা নিজের হাতে চুলের মুঠি ধইরা সিলভার ডাই কইরা দিছে... আচ্ছা নাও তোমার জন্য কবিতা; তুমি-বিষয়ক
তুমি অভিমান করো ( মহাদেব সাহা )
তুমি অভিমান করো আমি দুচোখ ভাসাই
নেমে আসে ধীরে বর্ষারাত ,
অভিমান শব্দটার কোনো অনুবাদ আমি পাইনে কোথাও
তবু জানি তোমারই চোখে মুখে অভিমান আছে ;
তুমি অভিমান করো আমি বুকে পাথর চাপাই
কোথায় কি হয়, শহরের ভেঙে যায় ঘুম ,
তোমার মতই অভিমান করে
দূর শালবন
তুমি অভিমান কর আমি যা কিছু সমস্ত জলে ফেলি ।
তুমি অভিমান কর আমি পথে নেমে আসি
এতোদিন যা কিছু লিখেছি
সব ফেলে দেই ,
তুমি অভিমান করো আমি স্তব্ধ হয়ে থাকি ;
তুমি অভিমান করো আমি কেঁদে বক্ষ ভাসাই
অনুবাদ থাক বা না থাক, তবু
এই শব্দ নিয়ে
আমি আকাশ ও নদীর কাছে যাই ,
পাথরও তোমার এই দুচোখের জল ভাল বোঝে
তুমি অভিমান করো আমি জলে ডুবে যাই ।
নুশেরাপু আসেন একটু গালে গাল লাগাই।
এত্ত সুন্দর একটা কবিতা দিলেন তাই!ইদানীং মাথায় কবিতা ঘুরে।মাথায় একটা বাড়ি দেন দেখি!
আমার চুল আর পাক্তার্লো না :(
চুল পাকার আগেই টাক পড়ে গেলো! দুরু! এই কোবতে আমার লাইগ্যা লয়।
টাক পড়লে চিন্তা কি!কি সব ট্রিটমেন্ট আছে...টাক মাথায় চুল গজায়....সেই চুল পাকবে....কেউ একজন ভালোবেসে পাকা চুল বেছে দিবে......সেইটা নিয়ে কবিতা লিখবেন
ঐসব ট্রিটমেন্টী চুল পাকেনা। :(
তাইলে ত ট্রিটমেন্টি চুলই ভালো।একজন শুধু তুমির জন্য ত আমার চুল পেকেছে...
গুন দাদু একটা জিনিষ।


শ্যায়ারের লাগি ধনিয়াপত্র
চুল নিয়া বিরাট ফেসিলিটির ভিত্রে আছি, কপালের দুই কুনায় মরক লাগতাছে
মড়ক লাগলে তাড়াতাড়ি মড়ক প্রতিরোধ করেন ।নাইলে এই কবিতা বলতে হবে।
হায় হায় লিষ্টে বিরাট ভুল করছো জয়িতা, আমাদের নজু ভাইয়ের নাম নাই ঃ)
আমার নামও নাই। অবশ্য আমারতো চুল পাকে নাই ......
আফা দুৎখিত।সেদিন ফেসবুকে যারা একসাথে স্ট্যাটাস দিলো এই কবিতার তাদের নাম লিখলাম।এখন এটা সবার জন্য ।আপনি নজরুল ভাই, আড্ডাবাজ এবং অন্যরা সবাই।
তারপর ঐ ঈশ্বরের মতো কোনো একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধুই তোমার জন্য।
আমার নামও নাই
নাম দিলাম।এইবার হাসেন তো দেখি
জয়ীতার উচিত ছিল কবিতাটার সাথে একটা ভূমিকা যোগ করা। তাহলে বিষয়টা বোঝা যেত। পোস্টানোর আগের দিন জয়ীতা তার ফেসবুক স্ট্যাটাসে
আমার ঈশ্বর জানেন, আমার চুল পেকেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন, আমার জ্বর এসেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন, আমার মৃত্যু হবে তোমার জন্য।
তারপর ঐ ঈশ্বরের মতো কোনো একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধুই তোমার জন্য।
এইটুকু যোগ করে... এর পর আমিও এইটা স্ট্যাটাসে দেই... কিছুক্ষণের মাঝে লিস্টে যাদের নাম আছে তারা সব্বাই তাদের স্ট্যাটাস পরিবর্তন করে :) .. ফেসবুক জুড়েই দেখি এই কবিতা :) ... লাইক ব্লগ আন্দোলন ;)
থ্যাংকু টুটুল।এই না হলে কি দুস্ত!!
হ
বেশ ভাল লাগলো
এই পোস্টে আমার মন্তব্য নাই কেন?
হায়!!...
আমার চুল সব পাকেনি, কিছু কিছু এখনও কালো ।
apnader sobar comment pore kobe haslam..........
ইস! কই রুমান্তিক!
পেম করতে মন চায়!
মন্তব্য করুন