ইউজার লগইন

শুধু তোমার জন্য

(জেবীন,টুটুল, মাসুম্বাই,রায়হান ভাই,বিমা,মানুষ,মাসলুল,সাইফুর,মুকুল,সাঈদ ভাই,আরিফ ভাই,মাথু, ছালু....যাদের "শুধু তুমি" বা অনেকের জন্যই চুল পেকেছে।)

তোমাকে স্পর্শ করতে গিয়েও কতবার যে আমি
গুটিয়ে নিয়েছি হাত, সে-কথা আমার ঈশ্বর জানেন।
তোমাকে আমার ভালোবাসার কথা বলতে গিয়েও
কতবার যে বলিনি, সে-কথা আমার ঈশ্বর জানেন।

তোমার হাতের মৃদু কড়া - নাড়ার শব্দ শুনবার জন্য
দরোজার সঙ্গে চুম্বকখন্ডের মতো আমার কর্ণযুগলকে
গেঁথে রেখেছিলাম।কোনো নির্জন মধ্যরাতে তুমি এসে
ডেকে বলবে:"এই যে ওঠো, আমি এসেছি, আ-মি"।
আর আমি এ-কী শুনলাম, এ-কী শুনলাম, এমৎ উল্লাসে
নিজেকে ছুঁড়ে দিচ্ছি তোমার উদ্দেশ্যে - ঠিক এরকম
একটি দৃশ্যের কথা কতবার যে আমি মনে মনে
কল্পনা করেছি, সে-কথা শুধু আমার ঈশ্বর জানেন।

আমার ঈশ্বর জানেন, আমার চুল পেকেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন, আমার জ্বর এসেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন, আমার মৃত্যু হবে তোমার জন্য।
তারপর ঐ ঈশ্বরের মতো কোনো একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধুই তোমার জন্য।

নির্মলেন্দু গুণ

পোস্টটি ২৭ জন ব্লগার পছন্দ করেছেন

পদ্মলোচন's picture


আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধুই তোমার জন্য।

এই লাইনটা যদি কেউ ভালোবাইস্যা একবার কৈত!!

জ্যোতি's picture


আহারে !!!!!কেউ বলে নাই?কেউ না?আপনি বলছেন!ভালোবেসে বা না বেসে?একটা গান আছে না!একবার যদি কেউ ভালোবাসত.......

টুটুল's picture


আমার ঈশ্বর জানেন, আমার চুল পেকেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন, আমার জ্বর এসেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন, আমার মৃত্যু হবে তোমার জন্য।
তারপর ঐ ঈশ্বরের মতো কোনো একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধুই তোমার জন্য।

জ্যোতি's picture


নাজ না বললো বাসায় গেলে তোমার পাকা চুল টেনে ছিড়বে?তো চুল টানাটানির ইতিহাসটা বলো সবাইকে।

সাঈদ's picture


তোমাকে স্পর্শ করতে গিয়েও কতবার যে আমি
গুটিয়ে নিয়েছি হাত, সে-কথা আমার ঈশ্বর জানেন।
তোমাকে আমার ভালোবাসার কথা বলতে গিয়েও
কতবার যে বলিনি, সে-কথা আমার ঈশ্বর জানেন।

আমার চুল শুধু পাকেনি, পাকা চুল পড়ে ও গেছে। :(

জ্যোতি's picture


আহারে!!বেচারা।যার জন্য মাঠ খালি হচ্ছে তাকে তাড়াতাড়ি বলে ফেলেন নাইলে ত মাঠ ফাঁকা হয়ে যাবে সে এসে একটা পাকা চুল বাছতে পারবে না ।ভালোবেসে।

নুশেরা's picture


সাঈদ ভাই, পাকা চুল পড়ে কেন, ঘটনা কী? গল্পে আছে এক লোকের দুই বৌ। ছোট বৌ পাকা চুল বাছে আর বড় বৌ কাঁচা চুল। সেরকম কিছু নাকি? 

মুকুল's picture


নুশেরা's picture


যাদেরকে উৎসর্গ করলে তাদের যে কারো চেয়ে আমার মাথায় পাকাচুল বেশী 

১০

জ্যোতি's picture


নুশেরাপু, পোষ্ট দেন না কেন?আপনাকে মিস করিলাম সত্যি।ভালো আছেন!!!আপনার চুল কি শুধু তুমির জন্য পাকছে?ঘটনা বলেন তো দেখি!

১১

নুশেরা's picture


তুমিটুমি না রে আপু, ঈশ্বর ব্যাটা নিজের হাতে চুলের মুঠি ধইরা সিলভার ডাই কইরা দিছে... আচ্ছা নাও তোমার জন্য কবিতা; তুমি-বিষয়ক    তুমি অভিমান করো ( মহাদেব সাহা )

তুমি অভিমান করো আমি দুচোখ ভাসাই
নেমে আসে ধীরে বর্ষারাত ,
অভিমান শব্দটার কোনো অনুবাদ আমি পাইনে কোথাও
তবু জানি তোমারই চোখে মুখে অভিমান আছে ;

তুমি অভিমান করো আমি বুকে পাথর চাপাই
কোথায় কি হয়, শহরের ভেঙে যায় ঘুম ,
তোমার মতই অভিমান করে
দূর শালবন
তুমি অভিমান কর আমি যা কিছু সমস্ত জলে ফেলি ।

তুমি অভিমান কর আমি পথে নেমে আসি
এতোদিন যা কিছু লিখেছি
সব ফেলে দেই ,
তুমি অভিমান করো আমি স্তব্ধ হয়ে থাকি ;

তুমি অভিমান করো আমি কেঁদে বক্ষ ভাসাই
অনুবাদ থাক বা না থাক, তবু
এই শব্দ নিয়ে
আমি আকাশ ও নদীর কাছে যাই ,
পাথরও তোমার এই দুচোখের জল ভাল বোঝে
তুমি অভিমান করো আমি জলে ডুবে যাই ।

১২

জ্যোতি's picture


নুশেরাপু আসেন একটু গালে গাল লাগাই।
এত্ত সুন্দর একটা কবিতা দিলেন তাই!ইদানীং মাথায় কবিতা ঘুরে।মাথায় একটা বাড়ি দেন দেখি!

১৩

টুটুল's picture


আমার চুল আর পাক্তার্লো না :(

১৪

বাউল's picture


চুল পাকার আগেই টাক পড়ে গেলো! দুরু! এই কোবতে আমার লাইগ্যা লয়।

১৫

জ্যোতি's picture


টাক পড়লে চিন্তা কি!কি সব ট্রিটমেন্ট আছে...টাক মাথায় চুল গজায়....সেই চুল পাকবে....কেউ একজন ভালোবেসে পাকা চুল বেছে দিবে......সেইটা নিয়ে কবিতা লিখবেন

১৬

বাউল's picture


ঐসব ট্রিটমেন্টী চুল পাকেনা। :(

১৭

জ্যোতি's picture


তাইলে ত ট্রিটমেন্টি চুলই ভালো।একজন শুধু তুমির জন্য ত আমার চুল পেকেছে...

১৮

সোহেল কাজী's picture


গুন দাদু একটা জিনিষ।

শ্যায়ারের লাগি ধনিয়াপত্র
 
চুল নিয়া বিরাট ফেসিলিটির ভিত্রে আছি, কপালের দুই কুনায় মরক লাগতাছে

১৯

জ্যোতি's picture


মড়ক লাগলে তাড়াতাড়ি মড়ক প্রতিরোধ করেন ।নাইলে এই কবিতা বলতে হবে।

২০

তানবীরা's picture


হায় হায় লিষ্টে বিরাট ভুল করছো জয়িতা, আমাদের নজু ভাইয়ের নাম নাই ঃ)

আমার নামও নাই। অবশ্য আমারতো চুল পাকে নাই ......

২১

জ্যোতি's picture


আফা দুৎখিত।সেদিন ফেসবুকে যারা একসাথে স্ট্যাটাস দিলো এই কবিতার তাদের নাম লিখলাম।এখন এটা সবার জন্য ।আপনি নজরুল ভাই, আড্ডাবাজ এবং অন্যরা সবাই।

২২

~স্বপ্নজয়~'s picture


তারপর ঐ ঈশ্বরের মতো কোনো একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধুই তোমার জন্য।

২৩

~স্বপ্নজয়~'s picture


আমার নামও নাই

২৪

জ্যোতি's picture


নাম দিলাম।এইবার হাসেন তো দেখি

২৫

টুটুল's picture


জয়ীতার উচিত ছিল কবিতাটার সাথে একটা ভূমিকা যোগ করা। তাহলে বিষয়টা বোঝা যেত। পোস্টানোর আগের দিন জয়ীতা তার ফেসবুক স্ট্যাটাসে

আমার ঈশ্বর জানেন, আমার চুল পেকেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন, আমার জ্বর এসেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন, আমার মৃত্যু হবে তোমার জন্য।
তারপর ঐ ঈশ্বরের মতো কোনো একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য, শুধুই তোমার জন্য।

এইটুকু যোগ করে... এর পর আমিও এইটা স্ট্যাটাসে দেই... কিছুক্ষণের মাঝে লিস্টে যাদের নাম আছে তারা সব্বাই তাদের স্ট্যাটাস পরিবর্তন করে :) .. ফেসবুক জুড়েই দেখি এই কবিতা :) ... লাইক ব্লগ আন্দোলন ;)

২৬

জ্যোতি's picture


থ্যাংকু টুটুল।এই না হলে কি দুস্ত!!

২৭

মাহবুব সুমন's picture


২৮

অভিষেক's picture


 

বেশ ভাল লাগলো

 

২৯

শওকত মাসুম's picture


এই পোস্টে আমার মন্তব্য নাই কেন?

৩০

জেবীন's picture


হায়!!...  Sad

৩১

নাজমুল হুদা's picture


আমার চুল সব পাকেনি, কিছু কিছু এখনও কালো ।

৩২

lamiya's picture


apnader sobar comment pore kobe haslam..........

৩৩

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ইস! কই রুমান্তিক!

পেম করতে মন চায়! Tongue

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

জ্যোতি's picture

নিজের সম্পর্কে

.