ব্যালেন্স- মাইনাস
ইচ্ছে করে নিজেকে নিয়ে একটা আনন্দের ব্লগ লিখি, নিজের আনন্দের কথা সবাইকে বলি। শিশুদের মত চোখ ভিজিয়ে, ঠোঁট উল্টিয়ে প্রায়ই নিজেকে নিজে বলি, একদিন ঠিক পারব, একদিন ঈশ্বর অনেক আনন্দে জীবন ভরিয়ে দিবে। সেই একদিন আর আসে না। জীবন থেকে সময়গুলো চলেই যাচ্ছে। তবে অবস্থা কিছুটা বদলেছে। যেটুকুও নিজস্বতা ছিলো, কোথাও একটুকুও ভালোলাগা ছিলো বছর ঘুরে এসে দেখলাম সেটুকুও আর নেই। ব্যর্থ জীবনের কাসুন্দি গাইতে গিয়ে দেখেছি কাছের মানুষগুলোও দূরের হয়ে গেছে অথবা কাছের ভেবে যে অনুভূতিটা টের পেতাম সেটা হারিয়ে ফেলেছি। ব্যস্ত জীবনে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। ব্যর্থ মানুষদের কাসুন্দি শুনে সময় নষ্ট করার মত সময় কারো নেই। তবে জীবনের এই এক বছরে শিখেছি অনেক কিছু। আবেগ সর্বস্ব একজনের জন্য কঠিন বাস্তবতা বোঝার প্রয়োজন ছিলো ত অবশ্যই। কঠিন বিপদে মানুষ নাকি খড় কুটো আঁকড়ে ধরতে চায় কিন্তু সেই খড়কুটোটাও যখন পায় না তখন এটাই হয়ত সত্যি যে, ঈশ্বরের কাছে তার কোন সঞ্চয় নেই যা ঈশ্বর তার জন্য পাঠাতে পারে। তবুও যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ থাকুক। কে জানে আরেক বছর ঘুরে আসতে হয়ত মেঘের ঘনঘটা একটু হলেও কমবে!
ইন শা আল্লাহ।
তদ্দিন পর্যন্ত আবিদার গান শুনেন,
'ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক..'
এই যে, এখানে..
কি হৈলো?
বিটিডাব্লু
আপ্নের্নাকি হেফি জল্মদিন? জানাইলাম
হুম, মানুষজন অনেক খারাপ। তুমি তোমার মতোই থাকো
manushjon onek valo.
Bod doa dilen masum vai!
বদদোয়া কেন বলো? সত্যিই তুমি তোমার মতোনই থাকো। নানান ব্যাপারে মনখারাপ থাকলেও অন্যেরে কষ্ট দেবার অনুশোচনাতো নিশ্চই থাকবে না তাতে।
এটা সত্যি লাগে তাই দেখো না, এখন কথা বলা কমিয়ে দিছি যেন কারুর কাছে "ফান" হয়ে না উঠি!
আপনের জন্মদিপস নাকি? সেইটা আগে বলেন।
কখন? এখন নাকি ১০-১২ মিনিট পর?
আম্মারে জিজ্ঞেস করতে হপে। কালকে জিজ্ঞেস করে জানাবোনে।
দুঃসময়গুলো বোধহয় একা একাই পার করতে হয়! এই হয়তো মানুষের নিয়তি।
সংকটগুলো কেটে যাক, আনন্দময় সময় আসুক। সত্যিই যেন একটা আনন্দময় ব্লগ লিখে উঠতে পারেন নিজেকে নিয়ে - শুভকামনা রইলো।
শুভ জন্মদিন জয়িতা।
অনেক ধন্যবাদ কামাল ভাই।
খুব সুন্দর লেখা । জন্মদিনে শুভকামনা রইলো জয়িতা ।
আশা করি, আপনার আকাশে মেঘের ঘনঘটা একবারেই থাকবে না,
রৌদ্রউজ্জ্বল হবে আগামীর দিন...।।
জন্মবার্ষিকীর শুভেচ্ছা.........
ব্লগে কী দিন আসলো, যার জন্মদিন সেই পোস্ট দিয়ে শুভেচ্ছা নেয়
==============
আপনি আপনার মতো ভালো থাকুন। দুঃখ কষ্ট খুব তাড়াতাড়ি শেষ হোক।
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
মেঘ দেখে তোর করিসে নে ভয়, আরালে তার সূর্য হাসে ।
অসাম সুন্দর মনের ভাবাবেগ আপনার ।দারুন ।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।ভাল থাকবেন এই দোয়াই করি ।
যতোই আমি ছাড়াতে চাই
ততোই জড়াই ভালোবাসার ঋণে
হাস্যময়ী বেলী আপু শুভেচ্ছা তোর জন্মদিনে
জন্মদিনের শুপেচ্ছা
---------------------------
উপরে মুরুপ্পিরা সপ উবদেশ দিয়ে দিছে।
আমি কি দিতাম!!!!!
শুভ জন্মদিন ।
ভালো থাকুন ।
সে দিনের প্রতীক্ষায়........
শুভ হোক আপনার জন্মদিন, মঙ্গলময় হোক জীবন......
** জন্মদিনের কেক খাইতে মঞ্চায়....
হেপ্পি বাড্ডে জ্যোতি...
বাড্ডের দিন যত খারাপই লাগুক, মঙ্খারাপ কর্তে হয় না। সাইরা গেলে সব ঠিক হইয়া যাপে
কিছু কমু না
শুভ শুভ শুভ দিন, বেলী আপার জন্মদিন।
শুভকামনাও সঙ্গে নিন, বাজুক সানাই তা ধিন ধিন।
কে জানে আরেক বছর ঘুরে আসতে হয়ত মেঘের ঘনঘটা একটু হলেও কমবে!
কমবেই!!
শুভ জন্মদিন আপু
জতা তুমারে শুভ জন্মদিন
নিজের দুঃখ নিজের কাছে রাখার থেকে আর ভালো কোন পথ নায়। অন্যের কাছে বলতে গেলে সবাই সেটর মজা নেয়, এই জীবনে আর কিছু না হক এইটুকু বুঝতে পারছি। ভালো থেকো সব সময়
কেক কুক কি পাবো না?
শুভ জন্মদিন জ্যোতিপু!
আপনার প্রত্যাশার চেয়ে প্রাপ্তির ব্যাপ্তি ব্যাপকতর হোক!!!
জন্মদিনের শুভ কামনা
হ্যাপ্পি বাড্ডে প্রিয় দুস্তি।
বেশি টেনশন নিও না। দিন বদলাবেই
সব্বাইকে এক বস্তা ধইন্যাপতা। সবার শুভকামনায় জীবনের সব মেঘ কেটে যাবে নিশ্চয়ই।
গ্রিফিন লু্কটা কে? সে তো আমার এফবি লিস্টে নাই! সে কেম্নে জানলো বাড্ডের কথা! চিন্তার বিষয়।
সবাইকে এক কমেন্টে উত্তর দেয়াটা হলো সেলিব্রিটি ব্লগারের অন্যতম স্বার্থক নিদর্শমূলক চিহ্ন!
খাইছে! উপহাস! ইলেকট্রিসিটি যাওয়ার ভয়ে ইদানীং শর্টকাট খুঁজি। দোষ তো আপনের বুবুর, উনারে কন।
শুভেচ্ছা শুভকামনা একদিন সমাজ সংসার ব্লগ সব জায়গায় আলোতে জ্যোতিময় করে তুলেন আপু!
এই যে মাইনাস ব্যলেন্সওয়ালি, কি করতেসেন?
আর কি!
জন্মদিনের কেক খাইতাসে একা একা!
কি আর করমু! কেক তো লুকজন পাঠাইলো না।
কিরাম আছেন? নয়া পুস্ট কই?
ভালো আছি। আপনের নতুন লেখা কই?
ও, আপনে তো একটা মাইর পাওনা হইসেন। দিয়া দেই, কি বলেন? সুন্দরীদের কাছে ঋণগ্রস্থ থাকতে ভাল্লাগে না।
কি জন্য মাইর? ভুল জায়গায় কমেন্ট করেন নাই তো! সুন্দরী কেডা?
নতুন লেখা মনের ভেতর কলকল করে কথা কয়।
সুন্দরী হইলেন গিয়া আপনি।
ঠিক জায়গাতেই কমেন্ট করসি।
আর কি জানি বলতে চাইলাম?
ও
গুড মর্নিং জয়িতা'পু। কি করেন? কেমন আছেন?
গুড মর্সি প্রিয় মীর। আছি ভালোই। হরতালে অফিস যাইনি। তবে নেটবাজি পোষাচ্ছে না। নেট বাজেরকম স্লো। আপনি কেমন আছেন? খবরাখবর কি?
আমি সুন্দরী! মাইনষে হাসতাছে মুখ টিপে।
অবশ্যই কমবে বি হ্যাপি
আপনার এই পোষ্ট এবং টুকটুক গল্প-৯ দু'টো পোস্টই পড়লাম। লিখে চলুন। শুভ কামনা।
মন্তব্য করুন