টুকটুক গল্প-২
আজ সকালটা একদম ম্যারমেরা লাগছিলো। গতকাল সকালটা ছিলো স্পাইসি। ঘুম থেকে উঠে বারান্দায় বের হয়ে দেখি পেয়ারা গাছে দুটো শালিক পাখি গাল ফুলিয়ে বসে আছে। দেখেই মনটা ফুরফুরা হয়ে গেলো। ভাবলাম আমিও একটু গাল ফুলাবো কিনা। আমার এক বোনকে এই কথা বললে সে বলত, শালিক পাখিও আরেকজনের সাথে গাল ফুলায়, আর তুই? সেই গাল ফোলানোর সুযোগ আর পেলাম না, টেবিলে গরম গরম চিতই পিঠা, আম্মা জলদি মুখ ধুয়ে খেতে তাড়া দিলেন।আম্মা বাথরুমে পড়ে হাত ভাঙলেন দু সপ্তাহ আগে । নিজে নিজে কিছুই করতে পারেন না, তাতে কি! একজনকে দিয়ে ঠিকই সকালে পিঠা বানিয়ে রেখেছেন। আমি আগে কখনও দেখিনি আমার মা নিজের কাজটাও নিজে করতে পারেন না।তবু সৃষ্টিকর্তার কাঝে কৃতজ্ঞ যে আরো বেশী কিছু হয়নি। ঢাকা-নরসিংদী, অফিস এর দৌড়াদৌড়িতে সময় কেটে যাচ্ছে খুব দ্রুতই। খুব আয়েশ করে কিছু ভাবার আলাদা সময় পাচ্ছি খুবই কম। কেয়ামত নাকি ঘনায়া আসতেছে। আল্লাহকে স্মরণ করা তো জরুরী। সেদিন একজন বললো, ইস্রাফিল সিংগায় ফুঁ দেয়ার আগে ওয়ার্ম আপ করছে তাই ভূমিকম্প হয় ঘনঘন। ২০১২ তে নাকি কেয়ামত হওয়ার সম্ভাবনা, যেমন ২০১২ মুভিতে দেখেছিলাম। শুনে টেনশানে আছি, জীবনে কত কি যে বাকি! শাতিল অবশ্য বলেছে, বুবু ভয় নাই, অনেক আলামত এখনও দেখা যায় নাই, আরো কিছুদিন লাগবে এবং এই নিয়া বিরাট একটা ওয়াজ করেছে ।এসব শুনে মন দীনের পথে নেয়ার কথা ভাবি আর আমার বান্ধবী লীনাপা বলে, প্রেমের পোষ্ট দিতে। প্রেম-ভালোবাসা শরীয়ত বিরোধী, এসবে যদি বন্ধুরা উস্কায় তাহলে দীনের পথে যাবার কথা কিভাবে ভাববো? আর আমার মন যদি এই সর্বনাশা বেশরীয়তি পথে যায় তাহলে সব দোষ আমার বন্ধুদের।
লীনা-২ আপা ষড়যন্ত্রকারীর মতো (মীরের ভাষায়) আমার আর জেবীনের জন্য কেন কেউ দুলহা খুঁজে দিচ্ছে না তাই নিয়ে চোটপাট করছে অন্যদের সাথে। আমাদের সুখে নজর লাগলো বলে। যদিও জেবীন বললো , তারে পাইলে তো খুশীই হতাম। একখান জামাই যদি পাইতাম অমনি ধরে ঘাপুস ঘুপুস------। কি নির্লজ্জ কতাবার্তা। আমাকে আবার শাসিয়েছে আমি যেন এসব কাউকে না বলি। তাই কাউকে আর বলছি না। দোযা করি সবাইকে উপড়ওয়ালা হেদায়েত করুক। রায়হান ভাই এর মনের উড়ুউড়ু ভাব দূর করুক। মেসবাহ ভাই এবং আরো যারা ব্লগ রেখে এখানে সেখানে আড্ডায় তাদেরকে ব্লগমুখী করুক।
হাহাহহাহাহাহা। চরম চরম।
আপনি তো হাসেন, আমার কি হপে?। আমারে বাঁচাইয়েন কিন্তু।
monajater sheshe ki amin koite hoibo na chumma sohokare amin koite hoibo
বৃত্ত এসপ কি বলে? ছি ছি। আপনেরেও হেদায়েত করুক। বড় হুজুরের পানি পড়া খান।
ye mane...
boro huzur ki nari gotrer manush? toile amar apotti nai
হায় হায় পোলাডা দেখি পথভ্রষ্ট হইছে। বড় হুজুররে টুটুল চিনে। খোঁজ লাগাইতাছি।
pothovroshtota jodi anondodayi hoy taile barbar pothovroshto hoite chai...
পুরাই কুলহারা কলংকী হইতে চায়। কলিকাল, ঘোর করিকাল।
dhuro kulhara kolonki hoite chamu ken??? taile to gaite hoibo “amare keu chuiyo na go sojoni”kintu ami to seita gamu na
এরে হেমায়েতপুর পাঠাইতে হবে জলদি।
অমনি ধরে ঘাপুস ঘুপুস খেলাম...
ধন্যবাদ ~
হুমমম। আপনার প্রেফাইল পিকটা দৃষ্টিকটু লাগছে।
আপনে কইছেন, বদলাই দিমু না : ) ধইন্না ~
একখান জামাই যদি পাইতাম অমনি ধরে ঘাপুস ঘুপুস------। কি নির্লজ্জ কতাবার্তা। :মজা:
লেখা উপাদেয় হইসে। স্পাইসি সকাল। কথাটা ভালো লাগল
ধইন্যাপাতা নেন।
তবে যে লাইনটা বোল্ড করলেন তার জন্য আমার কপালের দুর্গতি কেউ ঠেকাইতে পারবে না। লা ইলাহা ইল্লা আনতা....
আল্লাহুম আমিন!
আমিন!
ম্যারমেরা , কতাবার্তা ... বানানের প্রতি যত্ন নিন...
আর জোট বেধেঁ লোকজনকে ব্যাক্তিআক্রমন করার অভ্যেস পরিত্যাগ করুন। আপনি শাতিলকে অপবাদ দিচ্ছেন যে সে কিনা ওয়াজ নসিহত করছে, কিন্তু সে যে মন দিয়ে সবাইকে খূচাঁখুচি করে চলছে, আর কি কি সব ভিডিও দেখে চলছে তা আপনি উপেক্ষা করলেনই কি করে?
আর মীরের কথায় পিছলা খাইলেন তার নিজেরই নাই হদিস, আপনি নিজেই জানেন ২ লীনা যে কি কি সব কু-কর্ম করে বেড়াচ্ছেন, সো তাদের এইসব ওয়ান-টুর কাজের সময় নাই এটা না বুঝার মতো সেই জ্ঞানও কি খুইয়েছেন!
আর আমি যে এতো অল্প বানীতে কথা শেষ করি না, তা তো আপনার চেয়ে বেশি কেউ জানে না, তো আধাসত্য বলে মিথ্যাচারের পর্যায়ের কাজই করেছেন আপনি, এটা উপলব্ধি করুন!
তৃতীয়বারের ন্যায় আর, বড়ভাইদের কোথায় মন ঊড়ুঊড়ু তাইতে মিলাদের আয়োজন করেছেন বাতাসার জোগাড় করেছেন তো?
আরো বলতে পারতাম, আপ্নি জানেন আমি পারতাম, কিন্তু কমেন্টের এই ছোট্ট পরিসরে তা আর করলাম না...
গুল্লি কি আমার কানের পাশ দিয়া গেলো?যাক বাঁচলাম। আপনার সব কথাই সেই খুশীতে মেনে নিলাম। তবে শাতিল কি কি ভিডিও দেখে তা জানার জন্য তদন্ত কমিটি করা হোক।
মিলাদ তো নাজ আয়োজন করবে শুনলাম। অপেক্ষায়।
আপনি মন্তব্য বেশী বড় করেন নাই। বাঁচলাম এই যাত্রায়।
মিলাদের আয়োজনের কথা ভাবছি, কিন্তু ঘোষনা দেয়ার টাইম পাইতেছিনা।
coment-er chutu porisore na leikha tumi ekta counter post diya dao
ওই বৃত্ত! কাউন্টার পোষ্ট দিতে উস্কান কেন? কন্ডাকটার পোষ্ট দিতে কন।
areh!! conducter post to ami nijei dite pari shudhu deina deikha
হ! বান্দরে বান্দরে ইটাইটি (থুক্কু এইখানে বান্ধবী বান্ধবীতে চুলাচুলি হইবে) করুক, আর পাব্লিকে মজা দেখুক, তাই না বৃত্ত? কিডনী কি খালি তোমার মাতাত আছে নি...
দুই বান্ধবী মিলে বৃত্তর মাথার চুল বাতাসে উড়ায় দিতাম কিন্তু বেটা আগেই চালাকি করে টাক্কু হয়ে গেছে।
মুহাহাহাহাহাহাহাহাহাহা...
জয়ি, তুমি বাড়িতে গিয়া পোলাও রোস্ট খায়া আইসা বি চ্রম পোস্ট দিলা পিসি থেকে উঠতে পারি না, আমার আজকে জরুরী কাজ
জেবীনের কমেন্ট পইড়া আবার উষ্ঠা খাইলাম। আজকা কি হৈল! জেবীন আমারে একটা ফুঁ দিয়া দে, বাইরে যামু, হোঁচট না খেয়ে মরি।
শাতিল, কি ভিডিও দেখে এইটা ঝাতি জান্তে চায়, বড়ভাইদের কি হৈছে সেইটাও বলা হউক। তয় উষ্ঠা দিয়ো না সখি। রাইতে কথা হবে। ভাই ভাই।
রাইতে কেন কথা হপে? কি সপ কন যে!পর্দানশীল মেয়েরা রাইতে কথা বলে না। দুপুরে বাইরেও যায় না। গেলেই উষ্ঠা খায়।
কিসের ভিড্যু
সব ষড়যন্ত্র
কেমনে কই?জেবীন কি আর এমনি এমনি কইছে? কাহিনী কিতা?
শাতিল, ইটালিয়ান ইটা কি মারুম নাকি?... :p
ইটালিয়ান ইটা কি জিনিষ
ও আফু, ঐ ইটা'টা তো ঐদিন আপনার ফেইচবুকেও দেকচিলাম মনেহয়
আমিও এইডা কইতে চায়ছিলাম জেবীনের ডরে কই নাই।
কেন? ডরাইবেন কেন? আপ্নেও কি ঐ ইটা খাইছিলেন নি?
না। আমি খাওয়ার আগেই দেখি বড় ভাই ছোট ভাই সবটিতে খাইয়া বইসা রইছে?এক ছোটভাইরে জিগাইলাম কিরে ইটা খাস আবার তা দেয়ালেও ঝুলাস লাজ-শরমের মাথা খাইছোস নাকি? সে উত্তর দিলো আমি তো খালি টিপি দিছি তাতেই দেয়ালে ঝুইলা গেছে।বুঝলাম কেস খারাপ তাই আর ঐদিকে যাই নাই।
আর জেবীনের ধমকের ডরে হেরে কইতে পারি নাই।
এক ছোটভাইরে জিগাইলাম কিরে ইটা খাস আবার তা দেয়ালেও ঝুলাস লাজ-শরমের মাথা খাইছোস নাকি?
এহেম! আমি আর কিছু কইলাম না। কইলে মানষে কইবো আমি ঘরের কথা পরে'রে জানায়া দেই
এহেম!আমি আর কিছু কইলাম না। কইলে মানষে কইবো আমি ঘরের কথা পরে'রে জানায়া দেই
এরা কি বলে? আমি তো কিছু দেখি নাই। কাহিনী কিতা?
পনি মনেহয় তখন বাড়িত গেছিলেন, আন্টি'রে দেখতে।
আর হ্যাঁ, এইসব শরীয়ত বিরোধী জিনিস না দেখাই ভালো। তবে কে কে যে দেখছে সেই কথা ঐদিন ফেইচবুকে ফাঁস হইয়া গেছিলো
ধরা খাইলো কে কে? শাতিল আর জেবীন শুধু?
ঐটা ফেসবুকে স্প্যাম হইছিলো। আমি কি করমু
আমরা কেমনে বুঝুম!! তাও বিশ্বাস গেলাম...
আমিন, সুম্মা আমিন
অরিত্রদা, নতুন পোষ্ট দেন।ব্লগমুখী হোন।
লীনাপা-২ আপা ষড়যন্ত্রকারীর মতো আমার আর জেবীনের জন্য কেন কেউ দুলহা খুঁজে দিচ্ছে না তাই নিয়ে চোটপাট করছে অন্যদের সাথে। আমাদের সুখে নজর লাগলো-----------------
তুমি আমার বাচ্চা নিয়া যাও তারে আরাম দাও আর জেবিন আমার জামাইর সাথে আড়ে আড়ে টাংকি মারে, ম্যাচিং কাপড় পড়ে এইসব দেইখ্যা বিয়ার কথা ভাবন ছাড়া উপায় কি ( । এগুলি ইচ্ছা করেই কর যেন আমরা ভয়ে বিয়ার ব্যাবস্হা করি
এইসপ এখানে বললে কেমনে হপে? আমরা ইশারায় বুঝাইলাম আর আপনি........................
ঠিক বলছেন, একজন মেয়েরে আদর দেখায়ে তেল দেয় আর অন্যজন জামাই নিয়ে তাল দিয়ে আপ্নারে যন্ত্রনা দেয়!! ... দু'টাই কুচক্রী... মিঠা-তিতা সব উপায়ই করতাছে তারা!... ;)
বাইদাওয়ে, ভাইটুর ফতুয়াটা দারুন ছিলো কইলাম!!... :p
িচন্তার বিষয় ওই মিয়া তোমাদের বাপ ভাই নাই!! সেদিন থেকে আমার জামাইরো ভাব গতিক ভালা না:((
আবিয়াইত্তা স্পাইসি শালী দেখলে ভাল মানুষেরও ভিম্রতী হয়
কিপ ইট আপ বাহেনা
দুলাভাইয়ের স্পাইসি ছোট বোন টোন নাই মানে আমাগো বেয়াইন টেয়াইন আর কি??
ভাই না একবার মোমবাতি জ্বালায় দিলেন দেখলাম।
ওস্তাদে কৈছে শালার ভাই
আনন্দের আর সীমা নাই?!
কেউ একজন দুলহা খুঁজার কথা কৈছে, সেডাতেই সকাল সন্ধ্যা খুশিতে শালিক পাখি দেখা দেখি?
তোমারে
নিজেও তো কুথায় কুথায় ঘুরে বেড়াও আর আমার নির্দোষ কথায় পেজকি লাগাইতেছো!
জেবীনের জন্য এক প্লেট কাচ্চি ফ্রি।
জয়িতার জন্যও ফ্রি। দারুণ এক লেখার জন্য আর...........কমুনা
আমি কাচ্চি খাইনা। আইসক্রিম খাই। জেবীনের জন্য কাচ্চি ফ্রি কেন বুঝলাম না। আপনি কেন খুশী? সন্দজনক।
আর কি কইতে চাইলেন?কন। কাউরে কমু না।
'প্রেম-ভালোবাসা শরীয়ত বিরোধী, এসবে যদি বন্ধুরা উস্কায় তাহলে দীনের পথে যাবার কথা কিভাবে ভাববো?...আর আমার মন যদি এই সর্বনাশা বেশরীয়তি পথে যায় তাহলে সব দোষ আমার বন্ধুদের।' - এইসব কি কন আপ্নে? আদম-হাওয়ার মধ্যে প্রেম-ভালোবাসা না থাকলে মানবজাতি আসতো কোত্থেইকা??? আপ্নেই তো বেশরীয়তি কথাবার্তা কইতেছেন! তীব্র নিন্দা জানাইলাম।
তাড়াতাড়ি প্রেম-ভালুবাসা শুরু করেন, নইলে কিন্তু খপর আছে! x (
কামাল ভাই দেখি আমারে উস্কাইতেছে , আবার হুমকিও দিতেছে। এসপ প্রেম -ভালুবাসা করলে আম্মা মারবে তো। কান বন্ধ করলাম। এসপ শুনবই না।
কেয়ামত হইয়া গেলেই ভালো হইতো। একবারেই সব শেষ
আরে কি কও! এখনও তো শাশুড়ী হইলা না!
ঠিকই আছে। প্রেম ভালবাসা পুরাই শরীয়ত বিরোধী।
এটা বুঝলেন কবে? প্রেমের আগে নাকি পরে?
শরীয়ত বিরোধী প্রেমের পরে
সেই প্রেমের একটা জমজমাট গল্প লিখেন!
ইতোমধ্যে লিখেছি। কিন্তু কোনটা বলবো না।
শরীয়ত কী?
প্রেম-ভালবাসা কী?
এইখানে কি প্রশ্ন করা হচ্ছে?
আমি প্রেম ভালোবাসা কেমনে বুঝবো? এসব গুণাহ।
আল্লাহ! আপনি শরীয়ত(পুর) চিনেন না?
আবিয়াইত্যা পোলা মাইয়াগো হৈলো কী আইজ কাইল !!
সব বেশরমের দল...
এক্মত দাদাভাই।
বড় ভাইদের এমন কথা বলতে শরম পাওয়ার কথা। দায়িত্বহীন বড় ভাইদের দল।
আমারও বেশরম হইতে মন চায়
আমি বেশরম হইতে চাইলাম আর আপনি আমারে জিব্বা দেখান?
প্রেম-ভালুবাসার খপর কি? শুরু করছেন???
আম্মা মারপে।
ইয়ে মানে একজনরে কইছিলাম একজন ভালু পুলিশ খুঁজে দিতে :\ । সে খালি ভুজুং ভাজুং করে।
আম্মা মারপে ক্যান? বড় হইছেন না! আর যদি মারতেই চায়, কইবেন - কামাল ভাইয়ের হুমকিতে...
ভুজুং ভাজুং দেয়া লুকজনরে
পুলিশই লাগবো? অন্যকিছু অইলে চলে না?
আমিইইইইইইইইইইইইইইইইন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন
জয়িতা - নামটাই যার এত ভয়াবহ সুন্দর তার জন্মদিন উৎসবমুখর তো হবেই!
শুভ জন্মদিন জয়িতা - অনেক ভালো থাকবেন।
হ্যাপী, ভাত দে।
ঝাক্কাস!!
পোষ্ট সাথে কমেন্ট দুটো পড়েই মজা পেলাম!
মন্তব্য করুন