ইউজার লগইন

টুকটুক গল্প-২

আজ সকালটা একদম ম্যারমেরা লাগছিলো। গতকাল সকালটা ছিলো স্পাইসি। ঘুম থেকে উঠে বারান্দায় বের হয়ে দেখি পেয়ারা গাছে দুটো শালিক পাখি গাল ফুলিয়ে বসে আছে। দেখেই মনটা ফুরফুরা হয়ে গেলো। ভাবলাম আমিও একটু গাল ফুলাবো কিনা। আমার এক বোনকে এই কথা বললে সে বলত, শালিক পাখিও আরেকজনের সাথে গাল ফুলায়, আর তুই? সেই গাল ফোলানোর সুযোগ আর পেলাম না, টেবিলে গরম গরম চিতই পিঠা, আম্মা জলদি মুখ ধুয়ে খেতে তাড়া দিলেন।আম্মা বাথরুমে পড়ে হাত ভাঙলেন দু সপ্তাহ আগে Sad । নিজে নিজে কিছুই করতে পারেন না, তাতে কি! একজনকে দিয়ে ঠিকই সকালে পিঠা বানিয়ে রেখেছেন। আমি আগে কখনও দেখিনি আমার মা নিজের কাজটাও নিজে করতে পারেন না।তবু সৃষ্টিকর্তার কাঝে কৃতজ্ঞ যে আরো বেশী কিছু হয়নি। ঢাকা-নরসিংদী, অফিস এর দৌড়াদৌড়িতে সময় কেটে যাচ্ছে খুব দ্রুতই। খুব আয়েশ করে কিছু ভাবার আলাদা সময় পাচ্ছি খুবই কম। কেয়ামত নাকি ঘনায়া আসতেছে। আল্লাহকে স্মরণ করা তো জরুরী। সেদিন একজন বললো, ইস্রাফিল সিংগায় ফুঁ দেয়ার আগে ওয়ার্ম আপ করছে তাই ভূমিকম্প হয় ঘনঘন। ২০১২ তে নাকি কেয়ামত হওয়ার সম্ভাবনা, যেমন ২০১২ মুভিতে দেখেছিলাম। শুনে টেনশানে আছি, জীবনে কত কি যে বাকি! শাতিল অবশ্য বলেছে, বুবু ভয় নাই, অনেক আলামত এখনও দেখা যায় নাই, আরো কিছুদিন লাগবে এবং এই নিয়া বিরাট একটা ওয়াজ করেছে ।এসব শুনে মন দীনের পথে নেয়ার কথা ভাবি আর আমার বান্ধবী লীনাপা বলে, প্রেমের পোষ্ট দিতে। প্রেম-ভালোবাসা শরীয়ত বিরোধী, এসবে যদি বন্ধুরা উস্কায় তাহলে দীনের পথে যাবার কথা কিভাবে ভাববো? Nail Biting Thinking আর আমার মন যদি এই সর্বনাশা বেশরীয়তি পথে যায় তাহলে সব দোষ আমার বন্ধুদের।

লীনা-২ আপা ষড়যন্ত্রকারীর মতো (মীরের ভাষায়) আমার আর জেবীনের জন্য কেন কেউ দুলহা খুঁজে দিচ্ছে না তাই নিয়ে চোটপাট করছে অন্যদের সাথে। আমাদের সুখে নজর লাগলো বলে। যদিও জেবীন বললো , তারে পাইলে তো খুশীই হতাম। একখান জামাই যদি পাইতাম অমনি ধরে ঘাপুস ঘুপুস------। কি নির্লজ্জ কতাবার্তা। আমাকে আবার শাসিয়েছে আমি যেন এসব কাউকে না বলি। তাই কাউকে আর বলছি না। দোযা করি সবাইকে উপড়ওয়ালা হেদায়েত করুক। রায়হান ভাই এর মনের উড়ুউড়ু ভাব দূর করুক। মেসবাহ ভাই এবং আরো যারা ব্লগ রেখে এখানে সেখানে আড্ডায় তাদেরকে ব্লগমুখী করুক।

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

লীনা দিলরুবা's picture


হাহাহহাহাহাহা। চরম চরম।

জ্যোতি's picture


আপনি তো হাসেন, আমার কি হপে?। আমারে বাঁচাইয়েন কিন্তু।

রায়েহাত শুভ's picture


monajater sheshe ki amin koite hoibo na chumma sohokare amin koite hoibo Laughing out loud Tongue

জ্যোতি's picture


বৃত্ত এসপ কি বলে? ছি ছি। আপনেরেও হেদায়েত করুক। বড় হুজুরের পানি পড়া খান।

রায়েহাত শুভ's picture


ye mane...
boro huzur ki nari gotrer manush? toile amar apotti nai Wink Cool

জ্যোতি's picture


হায় হায় পোলাডা দেখি পথভ্রষ্ট হইছে। বড় হুজুররে টুটুল চিনে। খোঁজ লাগাইতাছি।

রায়েহাত শুভ's picture


pothovroshtota jodi anondodayi hoy taile barbar pothovroshto hoite chai... Sad

জ্যোতি's picture


পুরাই কুলহারা কলংকী হইতে চায়। কলিকাল, ঘোর করিকাল।

রায়েহাত শুভ's picture


dhuro kulhara kolonki hoite chamu ken??? taile to gaite hoibo “amare keu chuiyo na go sojoni”kintu ami to seita gamu na Wink Tongue

১০

জ্যোতি's picture


এরে হেমায়েতপুর পাঠাইতে হবে জলদি।

১১

অরণ্য শর্মা's picture


অমনি ধরে ঘাপুস ঘুপুস খেলাম...
ধন্যবাদ ~

১২

জ্যোতি's picture


হুমমম। আপনার প্রেফাইল পিকটা দৃষ্টিকটু লাগছে।

১৩

অরণ্য শর্মা's picture


আপনে কইছেন, বদলাই দিমু না : ) ধইন্না ~

১৪

আরিশ ময়ূখ রিশাদ's picture


একখান জামাই যদি পাইতাম অমনি ধরে ঘাপুস ঘুপুস------। কি নির্লজ্জ কতাবার্তা। :মজা:

লেখা উপাদেয় হইসে। স্পাইসি সকাল। কথাটা ভালো লাগল

১৫

জ্যোতি's picture


ধইন্যাপাতা নেন। ধইন্যা পাতা
তবে যে লাইনটা বোল্ড করলেন তার জন্য আমার কপালের দুর্গতি কেউ ঠেকাইতে পারবে না। লা ইলাহা ইল্লা আনতা....

১৬

শর্মি's picture


আল্লাহুম আমিন!

১৭

জ্যোতি's picture


আমিন! Big smile

১৮

জেবীন's picture


ম্যারমেরা , কতাবার্তা  ...   বানানের প্রতি যত্ন নিন...

আর জোট বেধেঁ লোকজনকে ব্যাক্তিআক্রমন করার অভ্যেস পরিত্যাগ করুন।  আপনি শাতিলকে অপবাদ দিচ্ছেন যে সে কিনা ওয়াজ নসিহত করছে, কিন্তু সে যে মন দিয়ে সবাইকে খূচাঁখুচি করে চলছে, আর কি কি সব ভিডিও দেখে চলছে তা আপনি উপেক্ষা করলেনই কি করে?
আর  মীরের কথায় পিছলা খাইলেন তার নিজেরই নাই হদিস,  আপনি নিজেই জানেন ২ লীনা যে কি কি সব কু-কর্ম করে বেড়াচ্ছেন, সো  তাদের এইসব ওয়ান-টুর কাজের সময় নাই এটা না বুঝার মতো সেই জ্ঞানও কি খুইয়েছেন!
আর আমি যে এতো অল্প বানীতে কথা শেষ করি না, তা তো আপনার চেয়ে বেশি কেউ জানে না, তো আধাসত্য বলে মিথ্যাচারের পর্যায়ের কাজই করেছেন আপনি, এটা উপলব্ধি করুন!
তৃতীয়বারের ন্যায় আর, বড়ভাইদের কোথায় মন ঊড়ুঊড়ু তাইতে মিলাদের আয়োজন করেছেন বাতাসার জোগাড় করেছেন তো?

আরো বলতে পারতাম, আপ্নি জানেন আমি পারতাম, কিন্তু কমেন্টের এই ছোট্ট পরিসরে তা আর করলাম না...

১৯

জ্যোতি's picture


গুল্লি কি আমার কানের পাশ দিয়া গেলো?যাক বাঁচলাম। আপনার সব কথাই সেই খুশীতে মেনে নিলাম। তবে শাতিল কি কি ভিডিও দেখে তা জানার জন্য তদন্ত কমিটি করা হোক।
মিলাদ তো নাজ আয়োজন করবে শুনলাম। অপেক্ষায়।
আপনি মন্তব্য বেশী বড় করেন নাই। বাঁচলাম এই যাত্রায়।

২০

নাজ's picture


মিলাদ তো নাজ আয়োজন করবে শুনলাম। অপেক্ষায়।

মিলাদের আয়োজনের কথা ভাবছি, কিন্তু ঘোষনা দেয়ার টাইম পাইতেছিনা। Yawn

২১

রায়েহাত শুভ's picture


coment-er chutu porisore na leikha tumi ekta counter post diya dao Wink

২২

জ্যোতি's picture


ওই বৃত্ত! কাউন্টার পোষ্ট দিতে উস্কান কেন? কন্ডাকটার পোষ্ট দিতে কন।

২৩

রায়েহাত শুভ's picture


areh!! conducter post to ami nijei dite pari Confused shudhu deina deikha Tongue

২৪

জেবীন's picture


হ! বান্দরে বান্দরে ইটাইটি (থুক্কু এইখানে বান্ধবী বান্ধবীতে চুলাচুলি হইবে) করুক, আর পাব্লিকে মজা দেখুক,  তাই না বৃত্ত?  কিডনী কি খালি তোমার মাতাত আছে নি...

২৫

জ্যোতি's picture


দুই বান্ধবী মিলে বৃত্তর মাথার চুল বাতাসে উড়ায় দিতাম কিন্তু বেটা আগেই চালাকি করে টাক্কু হয়ে গেছে।

২৬

রায়েহাত শুভ's picture


মুহাহাহাহাহাহাহাহাহাহা... গুল্লি

২৭

লীনা দিলরুবা's picture


জয়ি, তুমি বাড়িতে গিয়া পোলাও রোস্ট খায়া আইসা বি চ্রম পোস্ট দিলা পিসি থেকে উঠতে পারি না, আমার আজকে জরুরী কাজ Sad

জেবীনের কমেন্ট পইড়া আবার উষ্ঠা খাইলাম। আজকা কি হৈল! জেবীন আমারে একটা ফুঁ দিয়া দে, বাইরে যামু, হোঁচট না খেয়ে মরি।

শাতিল, কি ভিডিও দেখে এইটা ঝাতি জান্তে চায়, বড়ভাইদের কি হৈছে সেইটাও বলা হউক। তয় উষ্ঠা দিয়ো না সখি। রাইতে কথা হবে। ভাই ভাই।

২৮

জ্যোতি's picture


রাইতে কেন কথা হপে? কি সপ কন যে!পর্দানশীল মেয়েরা রাইতে কথা বলে না। দুপুরে বাইরেও যায় না। গেলেই উষ্ঠা খায়।

২৯

শাতিল's picture


কিসের ভিড্যু Raised Eyebrow
সব ষড়যন্ত্র Steve

৩০

জ্যোতি's picture


কেমনে কই?জেবীন কি আর এমনি এমনি কইছে? কাহিনী কিতা?

৩১

জেবীন's picture


শাতিল, ইটালিয়ান ইটা কি মারুম নাকি?...   :p

৩২

শাতিল's picture


ইটালিয়ান ইটা কি জিনিষ Fishing

৩৩

নাজ's picture


ইটালিয়ান ইটা কি মারুম নাকি?

ও আফু, ঐ ইটা'টা তো ঐদিন আপনার ফেইচবুকেও দেকচিলাম মনেহয় Big smile

৩৪

রাসেল আশরাফ's picture


আমিও এইডা কইতে চায়ছিলাম জেবীনের ডরে কই নাই। Tongue Tongue Tongue

৩৫

নাজ's picture


কেন? ডরাইবেন কেন? আপ্নেও কি ঐ ইটা খাইছিলেন নি? Crazy

৩৬

রাসেল আশরাফ's picture


না। আমি খাওয়ার আগেই দেখি বড় ভাই ছোট ভাই সবটিতে খাইয়া বইসা রইছে?এক ছোটভাইরে জিগাইলাম কিরে ইটা খাস আবার তা দেয়ালেও ঝুলাস লাজ-শরমের মাথা খাইছোস নাকি? সে উত্তর দিলো আমি তো খালি টিপি দিছি তাতেই দেয়ালে ঝুইলা গেছে।বুঝলাম কেস খারাপ তাই আর ঐদিকে যাই নাই।

আর জেবীনের ধমকের ডরে হেরে কইতে পারি নাই।

৩৭

নাজ's picture


এক ছোটভাইরে জিগাইলাম কিরে ইটা খাস আবার তা দেয়ালেও ঝুলাস লাজ-শরমের মাথা খাইছোস নাকি?

এহেম! আমি আর কিছু কইলাম না। কইলে মানষে কইবো আমি ঘরের কথা পরে'রে জানায়া দেই Devil

৩৮

নাজ's picture


এক ছোটভাইরে জিগাইলাম কিরে ইটা খাস আবার তা দেয়এক ছোটভাইরে জিগাইলাম কিরে ইটা খাস আবার তা দেয়ালেও ঝুলাস লাজ-শরমের মাথা খাইছোস নাকি?

এহেম!আমি আর কিছু কইলাম না। কইলে মানষে কইবো আমি ঘরের কথা পরে'রে জানায়া দেই Devil

৩৯

জ্যোতি's picture


এরা কি বলে? আমি তো কিছু দেখি নাই। কাহিনী কিতা?

৪০

নাজ's picture


পনি মনেহয় তখন বাড়িত গেছিলেন, আন্টি'রে দেখতে। Sad
আর হ্যাঁ, এইসব শরীয়ত বিরোধী জিনিস না দেখাই ভালো। তবে কে কে যে দেখছে সেই কথা ঐদিন ফেইচবুকে ফাঁস হইয়া গেছিলো Devil

৪১

জ্যোতি's picture


ধরা খাইলো কে কে? শাতিল আর জেবীন শুধু?

৪২

শাতিল's picture


ঐটা ফেসবুকে স্প্যাম হইছিলো। আমি কি করমু Stare

৪৩

জেবীন's picture


  Cool    আমরা কেমনে বুঝুম!!   তাও বিশ্বাস গেলাম... 

৪৪

শাতিল's picture


Big smile ধইন্যা পাতা

৪৫

অরিত্র's picture


আমিন, সুম্মা আমিন

৪৬

জ্যোতি's picture


অরিত্রদা, নতুন পোষ্ট দেন।ব্লগমুখী হোন।

৪৭

লীনা ফেরদৌস's picture


লীনাপা-২ আপা ষড়যন্ত্রকারীর মতো আমার আর জেবীনের জন্য কেন কেউ দুলহা খুঁজে দিচ্ছে না তাই নিয়ে চোটপাট করছে অন্যদের সাথে। আমাদের সুখে নজর লাগলো-----------------

তুমি আমার বাচ্চা নিয়া যাও তারে আরাম দাও আর জেবিন আমার জামাইর সাথে আড়ে আড়ে টাংকি মারে, ম্যাচিং কাপড় পড়ে এইসব দেইখ্যা বিয়ার কথা ভাবন ছাড়া উপায় কি Sad( । এগুলি ইচ্ছা করেই কর যেন আমরা ভয়ে বিয়ার ব্যাবস্হা করি Wink

৪৮

জ্যোতি's picture


এইসপ এখানে বললে কেমনে হপে? আমরা ইশারায় বুঝাইলাম আর আপনি........................

৪৯

জেবীন's picture


ঠিক বলছেন, একজন মেয়েরে আদর দেখায়ে তেল দেয় আর অন্যজন জামাই নিয়ে তাল দিয়ে আপ্নারে যন্ত্রনা দেয়!! ...  দু'টাই কুচক্রী... মিঠা-তিতা সব উপায়ই করতাছে তারা!... ;)

বাইদাওয়ে,  ভাইটুর ফতুয়াটা দারুন ছিলো কইলাম!!...  :p

৫০

লীনা ফেরদৌস's picture


Steve Shock Stare Puzzled িচন্তার বিষয় Sad ওই মিয়া তোমাদের বাপ ভাই নাই!! Shock সেদিন থেকে আমার জামাইরো ভাব গতিক ভালা না:((

আবিয়াইত্তা স্পাইসি শালী দেখলে ভাল মানুষেরও ভিম্রতী হয় Wink

কিপ ইট আপ বাহেনা Laughing out loud

৫১

রাসেল আশরাফ's picture


দুলাভাইয়ের স্পাইসি ছোট বোন টোন নাই মানে আমাগো বেয়াইন টেয়াইন আর কি??

৫২

মীর's picture


ভাই না একবার মোমবাতি জ্বালায় দিলেন দেখলাম।

৫৩

শাওন৩৫০৪'s picture


ওস্তাদে কৈছে শালার ভাই
আনন্দের আর সীমা নাই?!
কেউ একজন দুলহা খুঁজার কথা কৈছে, সেডাতেই সকাল সন্ধ্যা খুশিতে শালিক পাখি দেখা দেখি?

৫৪

জ্যোতি's picture


তোমারে গুল্লি
নিজেও তো কুথায় কুথায় ঘুরে বেড়াও আর আমার নির্দোষ কথায় পেজকি লাগাইতেছো! মাইর

৫৫

শওকত মাসুম's picture


জেবীনের জন্য এক প্লেট কাচ্চি ফ্রি। Smile
জয়িতার জন্যও ফ্রি। দারুণ এক লেখার জন্য আর...........কমুনা

৫৬

জ্যোতি's picture


আমি কাচ্চি খাইনা। আইসক্রিম খাই। জেবীনের জন্য কাচ্চি ফ্রি কেন বুঝলাম না। আপনি কেন খুশী? সন্দজনক।
আর কি কইতে চাইলেন?কন। কাউরে কমু না।

৫৭

আহমাদ মোস্তফা কামাল's picture


'প্রেম-ভালোবাসা শরীয়ত বিরোধী, এসবে যদি বন্ধুরা উস্কায় তাহলে দীনের পথে যাবার কথা কিভাবে ভাববো?...আর আমার মন যদি এই সর্বনাশা বেশরীয়তি পথে যায় তাহলে সব দোষ আমার বন্ধুদের।' - এইসব কি কন আপ্নে? আদম-হাওয়ার মধ্যে প্রেম-ভালোবাসা না থাকলে মানবজাতি আসতো কোত্থেইকা??? আপ্নেই তো বেশরীয়তি কথাবার্তা কইতেছেন! তীব্র নিন্দা জানাইলাম। Wink

তাড়াতাড়ি প্রেম-ভালুবাসা শুরু করেন, নইলে কিন্তু খপর আছে! x ( Angry

৫৮

জ্যোতি's picture


কামাল ভাই দেখি আমারে উস্কাইতেছে , আবার হুমকিও দিতেছে। Nail Biting এসপ প্রেম -ভালুবাসা করলে আম্মা মারবে তো। কান বন্ধ করলাম। এসপ শুনবই না।

৫৯

নাজ's picture


কেয়ামত হইয়া গেলেই ভালো হইতো। একবারেই সব শেষ Smile

৬০

জ্যোতি's picture


আরে কি কও! এখনও তো শাশুড়ী হইলা না!

৬১

মীর's picture


ঠিকই আছে। প্রেম ভালবাসা পুরাই শরীয়ত বিরোধী।

৬২

জ্যোতি's picture


এটা বুঝলেন কবে? প্রেমের আগে নাকি পরে? Smile

৬৩

মীর's picture


শরীয়ত বিরোধী প্রেমের পরে Big smile

৬৪

জ্যোতি's picture


Big smile সেই প্রেমের একটা জমজমাট গল্প লিখেন!

৬৫

মীর's picture


ইতোমধ্যে লিখেছি। কিন্তু কোনটা বলবো না। Tongue out

৬৬

নজরুল ইসলাম's picture


শরীয়ত কী?

৬৭

শওকত মাসুম's picture


প্রেম-ভালবাসা কী?

৬৮

জ্যোতি's picture


এইখানে কি প্রশ্ন করা হচ্ছে?
আমি প্রেম ভালোবাসা কেমনে বুঝবো? এসব গুণাহ।

৬৯

নাজ's picture


শরীয়ত কী?

আল্লাহ! আপনি শরীয়ত(পুর) চিনেন না? Wink

৭০

মেসবাহ য়াযাদ's picture


একখান জামাই যদি পাইতাম অমনি ধরে ঘাপুস ঘুপুস------

আবিয়াইত্যা পোলা মাইয়াগো হৈলো কী আইজ কাইল !!
সব বেশরমের দল...

৭১

হাসান রায়হান's picture


এক্মত দাদাভাই।

৭২

জ্যোতি's picture


বড় ভাইদের এমন কথা বলতে শরম পাওয়ার কথা। দায়িত্বহীন বড় ভাইদের দল।

৭৩

নাজ's picture


আমারও বেশরম হইতে মন চায় Big smile

৭৪

জ্যোতি's picture


Tongue

৭৫

নাজ's picture


আমি বেশরম হইতে চাইলাম আর আপনি আমারে জিব্বা দেখান? Sad

৭৬

আহমাদ মোস্তফা কামাল's picture


প্রেম-ভালুবাসার খপর কি? শুরু করছেন??? Wink

৭৭

জ্যোতি's picture


আম্মা মারপে। Sad
ইয়ে মানে একজনরে কইছিলাম একজন ভালু পুলিশ খুঁজে দিতে :\ । সে খালি ভুজুং ভাজুং করে।

৭৮

আহমাদ মোস্তফা কামাল's picture


আম্মা মারপে ক্যান? Stare বড় হইছেন না! আর যদি মারতেই চায়, কইবেন - কামাল ভাইয়ের হুমকিতে... Tongue

ভুজুং ভাজুং দেয়া লুকজনরে গুল্লি মাইর

পুলিশই লাগবো? অন্যকিছু অইলে চলে না? Wink

৭৯

তানবীরা's picture


আমিইইইইইইইইইইইইইইইইন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন্নন

৮০

কৌশিক আহমেদ's picture


জয়িতা - নামটাই যার এত ভয়াবহ সুন্দর তার জন্মদিন উৎসবমুখর তো হবেই!
শুভ জন্মদিন জয়িতা - অনেক ভালো থাকবেন।

৮১

শাওন৩৫০৪'s picture


হ্যাপী, ভাত দে।

৮২

বিষণ্ণ বাউন্ডুলে's picture


ঝাক্কাস!! Big smile

৮৩

আরাফাত শান্ত's picture


পোষ্ট সাথে কমেন্ট দুটো পড়েই মজা পেলাম!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

জ্যোতি's picture

নিজের সম্পর্কে

.