ইউজার লগইন

টুকটুক গল্প - ৩

কাল ছিলো কাঠ ফাটা রোদ, আর কলিজা শুকিয়ে যাওয়ার মত গরম। আমার মত যাদের বাসে-রিক্সায়, হেঁটে অফিস/ স্কুল কলেজে / কাজে যেতে হয় তারা বুঝে এই রোদ আর গরম কিভাবে কলিজা শুকিয়ে ফেলে। এই গরমের মধ্যে ঋহান নাকি কান্নাকাটি শুরু করেছে সে মাধূর্যকে দেখতে যেতে চায়, কোনভাবেই নাজ কান্না থামাতে না পারলো না। অবশেষে গরমে মোটামুটি সিদ্ধ হয়ে লীনাপার লোকাল গাড়িতে আমি , জেবীন, নাজ, লীনাপা, ঋহান গেলাম মাধূর্যের সাথে ঋহানের সাক্ষাৎ ঘটাতে। ঋহানের ফুপু, মাধূর্যের খালা জেবীন ভাতিজা, ভাগ্গ্নীর ডেটিং উপলক্ষে সাজগোজ-মেকাপ করতে গিয়া আমাদের পথে বসিয়ে রাখলো আধা ঘন্টা। লীনাপা রাগে চুল টানে, জিজ্ঞেস করি--- চুলে কি? বলে ...না, এমনি, গরম। অবশেষে গিয়ে তো তাজ্জব হলাম! মাধূর্য সাজুগুজু করে একটা ফুলপরী হয়ে আসলো। তাকে দেখে ঋহান মা-ফুপুদের সামনে ভীষণ লজ্জায় কাইকুই শুরু করলো। মাধূর্য তো দারুণ স্মার্ট! সে মন ভোলানো হাসি দিয়ে সবার সাথে গল্পগুজব, খেলাধুলা শুরু করলো। সারাদিনের ক্লান্তি, গরমের কষ্ট নিমিষেই দূর হলো আমাদের।এই দেবশিশুগুলো এমনই মন ভরিয়ে রাখুক চারপাশের মানুষদের। প্রকৃতিও যেনো দেবশিশুদের হাসি-কান্নায় উদার হয়ে অঝোরে বৃষ্টি ঝরিয়ে প্রশান্তি নিয়ে এলো সবার জন্য। পোষ্ট লিখতে বসেও কাল রাতের বৃষ্টিটা টের পাচ্ছিলাম আর আবারও শুরু হলো ঝুম বৃষ্টি। কয়েকদিন আগেই শাতিলকে বলছিলাম যে, গরমে জান যায়, ভাল্লাগে না কিছুই। শাতিল বলে , বুবু আপনার পাংখা নাই। কইলাম, গরীবের একটা পাংখাও নাই। Sad
খালি আকবরের হাত পাংখার গানটা মনে পড়ে।

জীবনের নানা সমস্যা, খারাপ থাকা, সংকট সবকিছুর মাঝেও কোথাও কোথাও অনেক ভালো লাগার দেখা মিলে। আবার খারাপ লাগা, বিরক্তি, বিতৃষ্ণা ও তৈরী হয়। সেগুলো মন কে ভালো লাগার জায়গা থেকে দূরে সরিয়ে রাখতে চায়।রাগের, ঘৃণার তীব্র প্রকাশ ঘটাতে পারি না বলেই হয়তো মন গুটিয়ে ফেলতে চায় নিজেকে। কিন্তু ভেবে দেখলাম যাদের জন্য আমার মন আহত হয় সেই মানুষেরা আমাকে/ আমার চারপাশের মানুষকে / বন্ধু, স্বজনকে গুটি কয়েকের নরদমা বলে আনন্দ পেতে, আনন্দ ছড়িয়ে দিতে গিয়ে ভেতরের কদর্য ভাবটাই ছড়িয়ে দেয়। ভার্চুয়াল জগতের অনেক জটিলতা, কুটিলতা এড়িয়ে সত্যিকার বন্ধু হওয়ার, বন্ধু পাওয়ার আমার জায়গাটা পরিচ্ছন্ন থাকুক এটাই মনেপ্রাণে সবসময়ই চাওয়া।

পোস্টটি ৪ জন ব্লগার পছন্দ করেছেন

মেসবাহ য়াযাদ's picture


বুঝলাম অনেক কিছু, আবার বুঝলামনা কিছুই...

জ্যোতি's picture


Fishing

জেবীন's picture


মাতিলকে, শাতিদর

শাতিলের নতুন নামের আকিকা পাইলাম নাহ তো!! Tongue

মেসবাহ য়াযাদ's picture


তোমারে কি ছোঁয়াছে রোগে ধরছে জেবীন ?
তুমি দেখি খালি মাইনসের বানাম্ভুল ধর !

জ্যোতি's picture


জেবীনের বানাম্ভুল ধরার ভয়ে আমি পোষ্ট দেয়া ছাইড়া দিছি। Sad

মেসবাহ য়াযাদ's picture


আমিও Sad

জেবীন's picture


আরে, মেসবাহভাই! আমি বানাম্ভুল ধরি নাই, এইখানে আকিকা উপলক্ষে খানা খাওয়ার সুযোগ সৃষ্টি করতেছিলাম আমি! আপ্নে আমারে, আমারে ভুল বুঝছেন? Sad( টিসু আমারে?

মেসবাহ য়াযাদ's picture


জীবনটাইতো ভুলরে বইন !
ভাবছি, আর পোস্ট দিমুনা, সময় পাইলে খালি কমেন্টস দিমু Tongue

জ্যোতি's picture


মেসবাহ ভাই এরম করে বইলেন না তো! তাইলে আমাদের মনের জোর কমে যায় তো!

১০

জ্যোতি's picture


আরে আমি লেখছি শাতিল, তুমি দেখছো পাতিল...তাইলে আকিকা তুমি দিপা। Big smile

১১

লিজা's picture


আড্ডার গল্প আরো একটু বেশি থাকলে কি হইত? Sad ঋহান আর মাধূর্য্যএর ডেটিং এর ছবি দেখতে চাই ।

১২

জ্যোতি's picture


আরো বেশী থাকলে বেশী বানাম্ভুল হইতো। Crying
ছবি ২ লীনাপার কাছে আছে। দিতে বললাম।

১৩

লিজা's picture


বানাম্ভুল করতে করতে একদিন ঠিক হয়ে যাবে । তাই বলে বানানের ভয়ে কম লেখা, মানি না মানবো না ।

১৪

লীনা দিলরুবা's picture


আপনি কেন লেখেন না ম্যাডাম?

১৫

লিজা's picture


Nail Biting

১৬

লীনা দিলরুবা's picture


মাধূর্যের সাথে ঋহানের সাক্ষাৎপর্ব নিয়া কুন ছবি-টবি আসলো না কেন! মাধূর্য পরীতো পুরা নাটক দেখালো, বৃত্তর কোল থেকে আমাদের কাছে আসলোনা মানলাম, কিন্তু ফেরার সময় লীনার কাছেও নাকী যাচ্ছিলো না!!!!! বৃত্তর জাদুটা বুঝতে পারলামনা Wink

১৭

লীনা দিলরুবা's picture


মাধূর্যের খালা জেবীন ভাতিজা, ভাগ্গ্নীর ডেটিং উপলক্ষে সাজগোজ-মেকাপ করতে গিয়া আমাদের পথে বসিয়ে রাখলো আধা ঘন্টা।

তারপর সারাপথও সাজলো! ইয়া মাবুদ কত সাজ যে উনাকে দিতে হয়!!!

১৮

মেসবাহ য়াযাদ's picture


তাও যদি গতি হয় Wink

১৯

জেবীন's picture


লীনা'পু@চুপচাপ পড়ে গেলাম! পড়তেছি

মেসবাহভাই @ আপ্নের স্টাইলের গতির থেকে আল্লাহ মাফ করুক! Stare

২০

লীনা দিলরুবা's picture


জেবীনসুন্দরী, সাজের পেছনে যে কর্মঘন্টা ব্যয় করো তার কিছুমাত্র যদি লেখালেখির পেছনে ব্যয় করতা তাহলে ঝাতি কিছু পাইতো, কিন্তু এতে ঝাতি কি পাইলো Wink

২১

রাসেল আশরাফ's picture


আচ্ছা লীনাদি ডেটিং্যে গেলো ভাতিজা,কিন্তু অবিবাহিতা খালা-ফুপুর সাজগোজের কাহিনী ঘটলো ক্যান?? Shock Shock

২২

মেসবাহ য়াযাদ's picture


Wink

২৩

জ্যোতি's picture


আমি বলতে ভুলেই গেছিলাম সারাপথে সাজগোজের কথা। Big smile

২৪

জ্যোতি's picture


রাসেলের কথা আর কি কমু! কিছুই বুঝে না। অবিবাহিত কুনু চাচা-মামা কি দু্ন্যাইত নাই?

২৫

লীনা দিলরুবা's picture


রাসেল তুমি আসলেই কিছু বুঝ না, অবিবাহিত 'মামা' 'চাচা' আছে তো Wink

২৬

রাসেল আশরাফ's picture


তাইলে আমার দোস্তের ডেটিংয়ের কথা বলা হচ্ছে কেন? Shock

২৭

রাসেল আশরাফ's picture


চুপচাপ পড়ে গেলাম। Smile

২৮

শওকত মাসুম's picture


আমার অফিস টাইমে যারা কাচ্চি খায় এবং আয়োজন করে তারা বন্ধু না, শত্রু। Angry
মানুষ চিনতে আমি ভুল করছি। আসলেই মানুষ চেনা সহজ না। Stare

আর কী কী ডেন বলতে হয়?

আর কোন কুয়ার কোন ব্যাঙ কী বললো সেইটা মনে রাখার কোনো কারণ নাই।

আসো তোমার নামে একটা পাঙ্খা দোকান খুলি

২৯

জেবীন's picture


পাংখাগুলার সম্ভাব্য নাম কি হবে, জয়িতা তালের শীতলপাখা, জয়িতা প্লাস্টিক হাল্কাপাখা, জয়িতা ফ্যাশনেবল নেটের পাখা আরো কমু? Cool

৩০

জ্যোতি's picture


জেবীন ইচ্ছা কইরা আগে থেকে পঁচা কতগুলা নাম কইতাছে। জেবীনরে আমি গুল্লি করুম।

৩১

জ্যোতি's picture


১.কাচ্চি কে খায়? কেমনে খায়? খাইতে কেমুন?
২. হ। ভুল কেমনে করলেন? কন।
৩. Fishing
৪. মনে কে রাখে? তাইতো ফেলে দিলাম। মন কাদা মাখতে রাজী না। স্বচ্ছ , সুন্দর থাকতে চায়।
৫. ডরাইছি।

৩২

টুটুল's picture


মেথরের কামই হইলে নর্দমা নিয়া... সো এইগুলার কথা ভাইবো না ...

৩৩

জ্যোতি's picture


ইজ্জত দিতে শিখেন চৌধুরী সাহেব। নাইলে আপনেরেও পরিষ্কার কইরা ফেলবে

৩৪

শওকত মাসুম's picture


হ. এই জীবনে কতো *ল *ল দেখলাম

৩৫

জ্যোতি's picture


আপনেও লল বলেন? Tongue

৩৬

শওকত মাসুম's picture


দেখলে বললে দুষ্কী?

৩৭

জ্যোতি's picture


এইসব দেখেন? আপনেরে কত্ত ভালু মনে কর্ছিলাম!

৩৮

একজন মায়াবতী's picture


ভার্চুয়াল জগতের অনেক জটিলতা, কুটিলতা এড়িয়ে সত্যিকার বন্ধু হওয়ার, বন্ধু পাওয়ার আমার জায়গাটা পরিচ্ছন্ন থাকুক এটাই মনেপ্রাণে সবসময়ই চাওয়া।

৩৯

লীনা দিলরুবা's picture


photo0013.jpg

মাধূর্য্য, বৃত্ত মামার সঙ্গে সারাটিক্ষণ এমন আনন্দেই ছিল

10052011420.jpg

কালকে ঋহান বেবীটার শরীরটা ভালো ছিল না, মুখ টা তাই শুকনো আর চোখগুলো কেমন ছলছলে

৪০

মীর's picture


বাবাহ্ দুই-দুইটা টুকটুকে পিচ্চি Love
লীনা আপুকে ধইন্যা পাতা

৪১

জ্যোতি's picture


জান্টুসদের হৃদয় ফালা ফালা করা ফটুকের জন্য লীনাপাকে ধইন্যা পাতা

৪২

রাসেল আশরাফ's picture


আহারে আমার দোস্তটার কি হয়ছে??

মাধূর্য্য মামণিটারে পরীর মতো লাগছে।

৪৩

নাজ's picture


আপনার দোস্তের চোখ উঠছে Sad

৪৪

নাজ's picture


আমার বেবি'টাকে এত্ত শুকনা লাগছে Sad
আর মাধুর্য্য তো খালি পোজ এর উপরে ছিলো Wink

ছবি'র জন্য লীনা আপুকে ধইন্যা Big smile

৪৫

মীর's picture


কে এটা বলসে? আমি বেশ কিছুক্ষণ খুঁজেও কিছু পাইলাম না।
আপনের পাংখা আছে না নাই, এটা সময়ে জানতে পারবেন Devil

৪৬

জ্যোতি's picture


সবকিছু না দেখাই তো ভালো। বেহুদা মেজাক খ্রাপ করার দরকার কি?
গরীবের পাংখাও থাকে না।
আছেন কেমন, বললেন না তো! যেমনই থাকেন, ভালো থাইকেন।

৪৭

মীর's picture


আপ্নের কি মনে হয় না, যারা এবি'কে নিজের ঘর-বাড়ির মতোই ভাবে; তাদের এ জিনিসটা জানা থাকা দরকার? এর আগে একজনকে দেখেছিলাম এবি নিয়ে খুবই তুচ্ছতাচ্ছিল্য করে কিছু কথা লিখতে (ববস্ বিষয়ে একটা বিশ্লেষণে)। একসময় সেই লোকের কিছু নেটজাত কর্মকাণ্ডে আমার প্রত্যক্ষ সমর্থন ছিলো। এখন সজ্ঞানে avoid করি।
গালিগালাজকারীকে চেনা থাকা দর্কার। অজ্ঞানে কেউ স্ববিরোধীতায় জড়িয়ে পড়ুক, চাই না। মনে রাখতে হবে, যার মন নীচ নয়; কাঁদা ছুঁড়ে তাকে স্পর্শ করা কঠিন। অবশ্য উন্মুক্ত মঞ্চের বাইরে, ব্যক্তি পরিসরে কেউ কোনো মতামত দিয়ে থাকলে, সেটা তার ব্যপার। সেখানে ব্যয় করার মতো বাড়তি সময় হাতে নাই।
ভালো আছি। সুখে-শান্তিতে-পেরেশানিতে জড়িয়ে আছি। ইন দ্য মীন টাইম, আপনার প্রতি মুগ্ধতা উত্তরোত্তর বাড়ছে।

৪৮

জ্যোতি's picture


যারা এসব করে, যারা কাদা ছুড়তে চায় তাদের স্বভাবই হলো এমন। সম্মান করার গুণ বিধাতা তাদের দেয়নি বলে াসম্মান করার আপ্রাণ চেষ্টা। এই অসম্মান করার প্রচেষ্টাকেই মানতে পারি না। Sad যে বলছে সে বহু আগেই বিতাড়িত।
ভালো আছেন জেনে ভালো লাগে। পেরেশানি হয়েই তো সুখ শান্তি আসপে। প্রিয়জনেরা কেমন থাকে এইটা জানার অপেক্ষা থাকে।
কি কারণে মুগ্ধতা বাড়ে স্যার?

৪৯

মীর's picture


বাক্সবহির্ভূত পুতুলএ লিখেছিলাম, দুরত্ব কমলে মুগ্ধতাও কমে যায়।
ফুপা আপ্নের উদ্দেশ্যে এই ইমোটা দিতে বলসে Stare । তার কবিতা শুনতে চান না কেন?

৫০

জ্যোতি's picture


দুরত্ব কমলে মুগ্ধতাও কমে যায়।.... সত্যিই বোধ হয়।
ফুপার কবিতা শুনতে ইচ্ছা করছে।

৫১

তানবীরা's picture


বুঝলাম অনেক কিছু, আবার বুঝলামনা কিছুই...

৫২

নাজ's picture


কোনভাবেই নাজ কান্না থামাতে না পারলো না।

হ, পোলায় এখনই যা করে না Sad

যাদের জন্য আমার মন আহত হয় সেই মানুষেরা আমাকে/ আমার চারপাশের মানুষকে / বন্ধু, স্বজনকে গুটি কয়েকের নরদমা বলে আনন্দ পেতে, আনন্দ ছড়িয়ে দিতে গিয়ে ভেতরের কদর্য ভাবটাই ছড়িয়ে দেয়।

আরে আপু, কথায় আছে না "রতনে রতন চিনে", এখানে সেটাই হয়েছে আর কি। যে নিজে নর্দমায় থাকে সে তো আশে-পাশের সবার সম্পর্কে এমন কথাই বলবে। আর এমন জিনিস যেকোন সুন্দর জায়গা অথবা নদী/সমুদ্র যেখানেই যায়, সেটাকে নর্দমাই বানিয়ে ফেলে।

৫৩

কামরুল হাসান রাজন's picture


বুঝলাম অনেক কিছু, আবার বুঝলামনা কিছুই...

৫৪

লীনা ফেরদৌস's picture


লেখাটা অনেক অনেক ভাল লাগল জয়িতা। তোমাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আমার মেয়ের জন্য সেদিন যে কষ্টটা তোমরা করেছো। তোমরা সবাই আমার মেয়েকে আদর কর এটা ওর জন্য অনেক পাওয়া। নাজ বেচারী অসুস্হ বাচ্চা নিয়ে অনেক কষ্ট করেছে। আমার মেয়েতো বৃত্তের মহা ভক্ত!! মেয়ে কি আমার মামার প্রেমে পড়ল!!

সবাইকে অনেক ধন্যবাদ আমার মেয়েকে দোয়া করার জন্য।

৫৫

লীনা ফেরদৌস's picture


madhurjo May 2010 207 (Small).jpg
madhurjo May 2010 209 (Small).jpg
madhurjo May 2010 215 (Small).jpg
madhurjo May 2010 207 (Small).jpg

৫৬

লীনা দিলরুবা's picture


ছবি দেখে তো মইরা গেলামরে......... Smile

৫৭

একজন মায়াবতী's picture


একদম হিরো-হিরোইন। জান দুইটারে চুম্মা

৫৮

লীনা ফেরদৌস's picture


ফটো ক্যাপসন

১। বৃত্ত মামার প্রেমে মত্ত আমার মেয়ে
২। টাংকি মারছে ঋহানের সাথে আমার মেয়ে
৩। আমার মেয়ের দুই ব্লগ গুরু জ়য়িতা খালা আর আরিফ মামা Smile

৫৯

নাজ's picture


টাঙ্কিবাজী চলুক!
ছবি সৌন্দর্য হইছে Smile

৬০

কামরুল হাসান রাজন's picture


দুই নাম্বারটা জটিল হইছে Laughing out loud

৬১

জ্যোতি's picture


মাধূর্যের ভুবন ভুলানো হাসি। মন ভরে যায় হাসি দেখলে। মাশাল্লাহ। মেয়ে মামা-খালাদের মত ব্লগবাজি, পোজবাজি, টাংকিবাজিতে উস্তাদ। লীনাপুকে ধন্যবাদ ছবির জন্য। বিশেষ করে হিরো-হিরোইনের টাংকিবাজির ছবিটার জন্য।

৬২

আহমাদ মোস্তফা কামাল's picture


টুকটুকিদের ছবি দেখে এতটাই মন ভরে গেল যে লেখা পড়ে কী কী বলতে চেয়েছিলাম ভুলে গেছি! Smile

৬৩

বিষণ্ণ বাউন্ডুলে's picture


টুকটুকিদের ছবি দেখে এতটাই মন ভরে গেল যে লেখা পড়ে কী কী বলতে চেয়েছিলাম ভুলে গেছি! Smile

৬৪

আরাফাত শান্ত's picture


জীবনের নানা সমস্যা, খারাপ থাকা, সংকট সবকিছুর মাঝেও কোথাও কোথাও অনেক ভালো লাগার দেখা মিলে। আবার খারাপ লাগা, বিরক্তি, বিতৃষ্ণা ও তৈরী হয়। সেগুলো মন কে ভালো লাগার জায়গা থেকে দূরে সরিয়ে রাখতে চায়।রাগের, ঘৃণার তীব্র প্রকাশ ঘটাতে পারি না বলেই হয়তো মন গুটিয়ে ফেলতে চায় নিজেকে!

লাইনগুলো আসলেই দারুন লাগলো!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

জ্যোতি's picture

নিজের সম্পর্কে

.