হযবরল
কত কি যে লিখতে ইচ্ছে করে!!গুছাতে পারি না।ব্লগে পোষ্ট পড়ে ভাবি এত সুন্দর লিখে কিভাবে মানুষ? আমি ত পারি না! আমার ধৈর্য নেই কিছু যে ভাবব, লিখব। হুট করে গ্রামে গেলাম সেদিন, মনে পড়লো নুশেরাপু বলেছিলো ফিরে এসে লিখতে, ছবি দিতে। কিন্তু অনুভব করলাম যে শৈশব নিয়ে লিখব... সে সময়টা হারিয়ে গেছে। সেই আমি নেই, সেই সময়টাও নেই। জোছনা রাতে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গেলাম। মনে পড়লো এক সময় জোছনা হলেই এমন হাঁটতে বের হতাম। যে নদীর পাড়ে দাঁড়ালাম সেই নদীটা ঘিরে কত স্মৃতি!!! মধুর স্মৃতি। শৈশবটা গ্রামে কেটেছে বলেই হয়ত সত্যিকারের ধুলোবালি মাখা শৈশব ছিলো আমার। সব হারিয়ে গেলো --- এখন শুধু গল্প, স্মৃতি। তবে নুশেরাপু (অপনার জন্য বাচ্চাসহ একটা বিলাইয়ের ফটু তুলে এনেছি।)
সকালে হাঁটতে বের হয়ে খেলার মাঠ, দোয়েল চত্বর পার হয়ে বইমেলার সামনে এসে দাঁড়ালাম। মনটা কেমন বিষন্ন হলো। ভাঙ্গলো মিলন মেলা, সারি সারি নতুন বই এর সমারোহ। বইমেলার শেষ দিনে সবাই জড়ো হলাম বইমেলায়। কালকে টুটুল বলছিলো , আজকেই ত শেষ ...বইমেলায় আসার নাম করে এভাবে আর আড্ডা হবে না। সত্যি তো! আবার একবছর অপেক্ষা। তারপর আবারো কিছু হারিয়ে যায় কিনা কে জানে! সাত পাঁচ ভেবে বাসায় ফিরে বারান্দায় বসলাম পত্রিকা নিয়ে। উদ্দেশ্য চোখ বুলানো। চোখে পড়লো মাসুম ভাই এর লেখা ”দেড় বছরের মধ্যে দেশে সর্বোচ্চ মূল্যস্ফীতির চাপ”। ভাবলাম দেখি চাল - ডাল, তেলের দামের কথা কিছু লিখছে কিনা। দেখলাম নাহ্..পাঠক, ভক্ত কে হতাশ করেন নি। উনি এত ভালো লিখেন আর উনার লেখার ভক্ত বলে যা লিখেন মনে হয় সবই সত্যি। রসালোর পাতা উল্টাতে গিয়ে দেখি আবারো মাসুম ভাই এর লেখা ”একটা ভদ্রলোকের গল্প বলি”। ভাবলাম বাহ্.. দেখি ত ভদ্রলোকের গল্প উনি কেমনে বললেন!!! পড়তে গিয়ে বুঝলাম যে আমার মত অন্যদেরও ধারণা যে সত্যি উনি ভদ্রলোকের গল্প বলতে পারবেন তো! যাই হোক। গল্পটা পড়ে আর কার্টুনটা দেখে মনে হলো এটা কি উনি বিমার(বিষাক্ত মানুষ) কথা মনে করে লিখলেন কি? তবে রসিয়ে রসিয়ে গল্পটা খুব ভালো বলেছেন ভদ্রভাবে।
সকাল থেকে ভাবছি আজকে আমাদের রোদ্দুরের বাবা আবার বাবা হবেন ইনশাল্লাহ। রোদ্দুরের বাবা খুব টেনশনে আছেন কাল থেকে। আমরা দোয়া করছি খুব তাড়াতাড়ি একটা খুব খুশির খবর পাব। কল্পনায় দেখতেই পাচ্ছি খুব খুশিতে রোদ্দুরের বাবার চোখে পানি জমেছে। রোদ্দুর আনন্দে তার ছোট্র ভাইয়াকে মুগ্ধ হয়ে দেখছে। বাবা-ছেলের মুগ্ধতা আর আনন্দে রোদ্দুরের মা’র মন ভরে উঠলো বিধাতার প্রতি কৃতজ্ঞতায়।
নজরুল ভাইকে অভিনন্দন আবারো। বারবার এমন প্রাপ্তি আসুক।
প্রথমবার কি হইছিলো?? আইসা দেখি বলে, "Page not found"!!
গুটিকয় ছিলেন। তাদের সাথেই ঘুরাফিরা, কথাবার্তা।
বাহ, অনেকগুলা সুসংবাদ দিলেন। কাল বইমেলায় গেছলাম, অনেক দেরিতে। সবাই চলে গেছে।
মাসুম ভাই'র ভদ্রলোকের কৌতুক পইড়া মজা পাইছি।

তার মানে কিন্তু এইটা না, ভদ্রলোকের জুকস মানেই কাষ্ঠ-কাষ্ঠ না!! এইখানে তীব্র প্রতিবাদ।
দেরিতে গেছ বলে মাইনাস। নেক্সট টাইম তোমার জরিমানা হবে কইলাম।প্ররতিবাদ কেন করলা?আমি ত গুন গানই গাইলাম নাকি?বেশি পাম দিলে আবার ভাব বাড়ব বুঝ না পুলাপাইন!
এহ!! ৬.০০ টা থেইকা ৮.০০ পর্যন্ত পরীক্ষা দিয়া এরপরেও যে গেছি, এইটা দেখলো না কেউ, খালি ঝাড়ি!!
ফুটেন!!
নেক্সট টাইম দেখা হইলে বরং আইসক্রিম খাওয়াইয়েন।
আমি আইসক্রিম খাওয়াইলে টুটুল মাইন্ড করব। এই টেন্ডার টুটুল নিছে। বাদাম খাওয়ামুনে। ঝাড়ি দুলাম কই?বাফড়ারে কাইলকা কত
আদর কইরা ছড়া কইছি জিগাইয়া দেখ।
বাদাম খামু না। ছিলতে কষ্ট।

তারচাইতে চিপস খামু।
অনলাইন হোক.. এরপরে ধর্মুনে।
বাদাম ছিলে দিমুনে।
ডর দেখাইলে অনলাইন হইব না কিন্তু!!!
বইমেলা শেষ হইছে - ভালো হইছে . টাকা পয়সা শেষ ১৫ তারিখেই - হা কইরা মেলায় ঘোরার কি যন্ত্রণা আমার মত বেকাররে জিজ্ঞেস করেন আপু
সুখবর টা শোনার অপেক্ষা করতেছি - ভাইয়া ভাবির জন্য বেস্ট ঊইশেস --
দুৎখের কথা কি কমু রে বইন। একজন টাকা ধার নিছে ৩ দিনের কথা কইয়া। হইলো ১৮ দিন। একটু আগে ফোর কইরা কইলো আজকে টাকা দিবো। মনে মনে কইলাম হারামজাদা কারকে ত দিতে পারতি। তাইলে ত কিছু বই কিনতে পারতাম।
সুখবর শোনার অপেক্ষা করছি। হয়ত পাব তাড়াতাড়ি ইনশাল্লাহ।
রোদ্দোরের বাবা কে?
লিখতে পারনা কইলা, কিন্তু ভাল লিখে ফেলছ। এখন মিথ্যা বলার জন্য কানে ধর ১০.৫ বার।
নারুরে দেখে কি যে ভালো লাগছে!!!! চা খাইবা?
আমি নিজের কান ধরতে ভারু পাই না। তুমার কানটা ধইরা দুইডা ডলা দিতে কইলে রাজি।
রোদ্দুরের বাপ হইলো মেজবাহ ভাই।চিন নাই কেন?কান ধরো।
লেখাটা কিন্ত বেশ লাগলো। খাপ ছাড়া জোড়া জোড়া অনুভূতি। কালকে আর মেলায় যাওয়া হলো না। অফিস ফাকি দিতে পারলাম না। মেলা শেষ হয়ে যাওয়াতে আফসোস আর আনন্দ দুইটাই হচ্ছে। এবার অনেক বেশি বই কেনা হইছে। সুখবরের অপেক্ষায় রইলাম।
অফিসকে মাইনাস।
অনেক বই কিনলেন? গিফট দিবেন নিশ্চয়ই?কবে দিবেন?
লেখা ভালো লাগছে বলে ধইন্যাপাতা।
কি সুন্দর লেখেন আপনি, তারপর আক্ষেপ?
সুন্দর যদি লেখতে পারতাম!!!!!!!পারি না কেন? আপনেরা একটু ফু দিয়া দিয়েন ত!!
ফী আমানিল্লাহ ঃ)
লেখা ভালো হয়েছে
যাক কিছু খুশির খবর শোনালেন ,মাসটা ভালই যাবে মনে হচ্ছে
।
সুখবর দিছি মিষ্টি খাইতে দেন।
বই মেলা থেকে বই কিনে দিবেন কইছিলেন , দেন নাই।
তাই আপনার সুন্দর সুন্দর লেখায় কোন কমেন্ট করুম না।
বই কিনছি কালকে।গেলেন না তো!দিব কেমনে?
কমেন্ট না করলে জরিমানা হবে।
...বিলাইয়ের ফডু? বিলাই নিয়া টানাটানি কেন আবার?
মানুষ জন কি সুন্দর কৈরা লেইখা তার চেয়েও সুন্দর কৈরা সুন্দর লিখতে না পারার আফসুস করে...দেখলেই বিনয় কাকী'র কথা মনে পড়ে...
বিনয় কাকী কেডা?চিনি তারে?
বিলাই এর ফডু আপনের লাইগা পুষ্টামু নে।
..যারা যারা সবসময় বিনয়ে বিগলিত থাকে, তারা বিনয় কাকা এবং বিনয় কাকী...
মাইনাস। আমি এখনও কাকী না।এভাবে বলে না ভাইয়া!!!
...না আপু, বিনয় কর্লেই কাকী হতে হবে...
মাসুম ভাইয়ের ভদ্রলোকের গল্প যদি এরাম হয়, তাইলে তো দুনিয়াতে কেউই ভদ্রলোক নয়
শুরুতে বললেন ছবি তুলে আনছেন, কিছু তো দেখলাম না
হ বয়স ভাটির দিকে যাইতেছে। আইরিনের ভাষায় "শেষ বিকেলের মেয়ে" হইতেছ। কোলনপি
তোমারে মাইনাস।সামনে পাইলে দুইটা ঘুষি দিতাম।
তবে সত্যি সময় চলে যায় কোথায়!!!
ভাল লিখতে না পারার এই নমুনা? তোমারে মাইনাস মিথ্যা বলার জন্য।
তোমারে প্লাস আমার প্রশংসা করার জন্য।
মেসবাহ ভাইয়ের খবরের অপেক্ষায় আছি।
কাল খুব ইচ্ছা ছিল বই মেলায় যাবো। সময় বের করতে পারলাম না। শেষ বেলায় বইও কেনা হলো না। আফসুস।
একমত জানাইলাম
এইটা কে?আমার পোষ্টে আপনার কমেন্ট দেখে ত ধন্য হয়ে গেলাম। ভালো লেখকেরা এইসব লেখা পড়ে নাকি!যাক তাইরে মনে হয় নিজের নাম দেখে ঢু মারলেন তাই না?
প্রশংসা করলাম কই?সত্যি বললাম।ভালো লিখেন সবসময়।শুভকামনা থাকবে।
এইটা যে তোমার দুলাভাইরে বলছ মেনশন না কইরা দেও
থুক্কু।আমার কমেন্ট আসতে আসতে আপনি দুলাভাই এর লগে একমত হইছেন। তাই ভুল হইলো।মাফ দেন।দুলাভাইরে ত পোষ্টে হঠাঃ দেখলাম তাই কইলাম।আপনেরে কি কইতে পারি?আপনি ত আমরা আমরাই।
এইরম ব্লগ পড়তে আমার এতোটাই হিংসা লাগে যে ভাবছিলাম কোন কমেন্ট করুম না...
কি যে বলেন! আপনার লেখার ধারে কাছে ও না। তবু এমন কমেন্ট পেয়ে ধন্য হলাম।
জয়ীর লেখায় কিরম একটা সরলতা আছে ... এইটা আমার অনেক ভালো লাগে ... জয়ী মানুষটাও এমন

থ্যাংকু দুস্ত
বন্ধুরা এমনই হয়।বন্ধুর কাছে সব কিছুই ভালো লাগে, ভালো লাগেই বলেই ত তারা বন্ধু।টুটুল এত্ত ভালো যে ও উঃসাহ দেয় সবকিছুতেই। প্রশয় ই হবে হয়ত।
আসল কথা হইলো আমি ত কঠিন কইরা লেখতারি নারে!!!
টুটুলভাইয়ের কথার সাথে একমত...
কত্তো হযবরল মাথায় আসে লিখতাম পারি না...
টুটুরের লগে একমত হইলা কেমনে?টুটুল যে কইলো তোমার লগে দেখা হয় নাই।কেম্নে কি!ঘটনা জানতে চাই।
আমি জানতাম আপ্নে এটা ধরবেন... তাই "কথার সাথে" শব্দটা লাগাইছি... দেখোনাই?...
আর কিছু ঘটনা থাকনা অজানা
ছবিসহ পোষ্ট মনে করে ঢুকলাম, ছবি নাই কেন?

পরে দিয়া দিয়েন, তাই আপাততঃ মাইনাস দিলাম না
বিলাইয়ের ছবি?দিমুনে। আপনের কন্যারে দেখাইয়েন।কন্যা ভালো তো!
কন্যা ভালো আছে, কন্যার ছবি আমার একুশে ফেব্রুয়ারীর পোষ্টে আছে।
তোমার মত লিখতে পারলে আমি প্রতিদিন ৪/৫ টা পোস্ট দিয়া ভাসায়া ফেলতাম ব্লগ।
মুক্লা তুমি যে কবতে লেখ আমি চেষ্টা করলেও পারব না। ধইন্যাপাতা প্রশংসা করলা দেইখা।
ভাল হয়েছে তো লেখা।
বইমেলায় কি কি বই কিনলেন?
হুমায়ুন আহমেদ, গুণ, তসলিমা নাসরিন আর বাচ্চাদের জন্য কিছু বই।গিফট পাইছি অবশ্য কিছু।
ভালো লিখছো
ধইন্যাপাতা।চাটনী বানাই দিতে কইয় বউরে। দেখ পারে কিনা।
আমার চাটনী বানায়া দিবার কেউ নাই ...
আহা, দু|খে চোক্ষে পানি আইসা পড়লো। কুন বান্দর রানীর খুঁজ পাইলা না!!!ধনে পাতার লগে তুমারেও চাটনি বানাইত।
কবে থেইকা চাটনী হইবার লাইগা বইসা আছি ...কিন্তুক আমার কি আর সেই কপাল আছে ...?
কপালে কি হৈচে?উলু ধরলো নাকি?
বয়স তো আর কম হইল না, চাটনী রান্ধুনী পারলাম না একটা যোগাড় করতে ...কপালের দুষ দিমু না তো কার দুষ দিমু?
মাইয়াগুলা কেন যে নিজেদের ভাগ্য পায়ে ঠেলতেসে বুঝতেসি না ...
আহারে !! বদ মাইয়াডারে পাইলে মাইর দিতে হইব। সাঝুরে একলা রাখনের শাস্তি।
আমি বলসি মাইয়াগুলা ...

মাইয়াগুলা?কেম্নে কি? একজনের খবর নাই হেতে কয়জন খুঁজে??
হুমম
কাকনায় কইচে হুমম ...
আমার জেপন আজিকে ধইন্য হইল ...
গ্রামে বেড়ানোর বর্ণনা দিয়ে লেখা-ছবি আসবে এমন আশায় ছিলাম। কিছুই নাই
মনটা খারাপ। পোস্টটা পড়ে কেমন যেন ভালো লাগল।
এখোনো ছবি আপলোড হইলো না আপু
এখনও না...
মন্তব্য করুন