ইউজার লগইন

কাপ্তাই থেকে বইমেলায়

আমার একটা বই বেরিয়েছে। বইমেলায় যেতে হবে। শুধু কি নিজের বইয়ের টানে ঢাকায় যাওয়া? কাপ্তাই থেকে ১২ ঘণ্টার জার্নি। না, অন্য কিছু টানও ছিল। শাহবাগের গণজাগরণে অংশ না নিয়ে কি থাকা যায়? তাই যেতে হলো প্রাণের টানে।
এবার কাকলী থেকে বেরিয়েছি আমার উপন্যাস 'অংক স্যার+একদল দুষ্টু ছেলে'। সৌজন্য কপি এখনো পাইনি বলে বইটা কিনতে হয়েছে। কিনেছি আরো কিছু বই। বেশিরভাগই বন্ধু-পরিচিতজনদের (বর্ণক্রমে সাজানো):
১. আখতার হুসেন: সমুদ্র অনেক বড়-প্রথমা
২. আনিসুল হক Anisul Hoque: উষার দুয়ারে-প্রথমা
৩. আনিসুল হক: যারা ভোর এনেছিল-প্রথমা
৪. আহমাদ মোস্তফা কামাল Ahmad Mostofa Kamal: অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না বলে- শুদ্ধস্বর
৫. আহসান হাবীব: একটি প্রায় ভয়ঙ্কর গল্প-তাম্রলিপি
৬. ইকবাল খন্দকার Iqbal Khondokar: তরুণী তখন ঘরে একা-রোদেলা
৭. ইমন চৌধুরী Emon Chowdhury: শুভ্রা আজ বাসায় একা-অনুপম
৮. এবিএম মূসা: মুজিব ভাই-প্রথমা
৯. জয়দীপ দে Joydip Dey Shaplu: হারকিউলিসের পাখা-শুদ্ধস্বর
১০. ফারজানা ঊর্মি Farzana Urmee: স্বপ্নসখা-কাকলী
১১. মুহম্মদ জাফর ইকবাল: ইস্টিশন-তাম্রলিপি
১২. মোহিত কামাল Mohit Kamal: বন্ধু আমার বন্ধু-পাঠসূত্র
১৩. রকিব হাসান: ভূতের দিঘি-তাম্রলিপি
১৪. রুমানা বৈশাখী Rumana Baishakhi: অবমানব-জাগৃতি
১৫. রোহিত হাসান কিছলু Rohit Hasan Kislu: মিস্টার ফটাশ-কাকলী
১৬. শওকত হোসেন মাসুম: কেলেঙ্কারির অর্থনীতি-শুদ্ধস্বর
১৭. শফিক হাসান: সবার উপরে ছাগল সত্য-কবি ও কবিতা
১৮. শরিফুল ইসলাম ভূঁইয়া: বিড়ালের মমি-প্রথমা
১৯. শাকুর মজিদ: যে ছিল এক মুগ্ধকর-প্রথমা
২০. শাহানা সিরাজী: ঢেউ ভাঙা তীরের হাতছানি-মুক্তদেশ
২১. সুমন্ত আসলাম: অনুভব-সময়
২২. সুমন্ত আসলাম:স্বপনচারিণী-কাকলী
২৩. সেলিনা হোসেন: ফুলকলি প্রধানমন্ত্রী হবে-প্রথমা
২৪. সেলিনা হোসেন: নদীটির ঘুম ভেঙেছে-প্রথমা
২৫. সৈয়দ ওয়ালী উল্লাহ: শিম কীভাবে রান্না করতে হয়-প্রথমা
২৬. হরিশংকর জলদাস: রামগোলাম-প্রথমা
২৭. হাবীব ইমন: একুশে ফেব্রুয়ারি আঁধারে বাঁধা অগ্নিসেতু-সাকী
২৮. হুমায়ূন আহমেদ: দাঁড়কাকের সংসার-কাকলী
২৯. হুমায়ূন আহমেদ: ছোটদের যত লেখা-অনন্যা
৩০. হুমায়ূন আহমেদ: বসন্তবিলাপ-প্রথমা

দুয়েকটি অভিজ্ঞতার কথা বলি।
মাসুম ভাইয়ের 'কেলেঙ্কারির অর্থনীতি' বইটি কিনেছি ৫ কপি। হলমার্ক অধ্যায়ে সোনালী ব্যাংকের জিএম সিরাজীর প্রসঙ্গটি আছে। আত্মীয়-স্বজনদের উপহার দেওয়ার জন্য বেশি করে কিনতে হলো। শুদ্ধস্বরের বিক্রয়কর্মী জিজ্ঞেস করলেন, লেখক আপনার আত্মীয় নাকি?
একই ঘটনা ঘটেছে আমার বইটির ক্ষেত্রেও। ভাগনে ৪ কপি কিনতে গেলে ওখানেও তাকে প্রশ্ন করা হলো--লেখক আপনার কী হন?
প্রথমা থেকে বই কেনার পর তারা একটা রশিদ দেবে। আমার নাম জানতে চাইল। বললাম। বিক্রয়কর্মী মেয়েটি পাল্টা প্রশ্ন করল, জিএম সিরাজী আপনার আত্মীয়-স্বজন নাকি? বললাম, উনি আমার বড় ভাই। মেয়েটি হা করে তাকিয়ে রইল আমার দিকে।
কাকলী থেকে প্রকাশিত হয়েছে দুটো উপন্যাস নিয়ে একটি বই। একটি সুমন্ত আসলামের। অন্যটি ফারজানা ঊর্মির। দুজনের জন্য দুটো প্রচ্ছদ। সামনে আর পেছনে। একজন জনপ্রিয় লেখকের সঙ্গে মলাটবন্দি করে প্রতিশ্রুতিশীল নতুনদের তুলে আনার এই ব্যাপারটি আমি অনেকদিন ধরেই ভাবছিলাম। আমার ধারণার সঙ্গে সুমন্তের ধারণা মিলে গেছে। ভালোই লাগছে।

পোস্টটি ৯ জন ব্লগার পছন্দ করেছেন

শওকত মাসুম's picture


বইটি নিয়ে আপনাদের পর্যবেক্ষন কি?

মাইনুল এইচ সিরাজী's picture


পর্যবেক্ষণ হয়তো না, প্রতিক্রিয়া বলতে পারেন। জিএম সিরাজীকে ফাঁসিয়ে দেওয়ার পর তাঁর সম্পর্কে পজিটিভ লেখাগুলোই আমাদের ভরসা। তাতে আমরা সান্ত্বনা পাই। সাহস পাই। আর সে রকম কিছু যদি বই আকারে আসে, সেটাকে আমরা দলিল মানি--সিরাজীর পরিণতি যা-ই হোক না কেন।
এ বইটি লেখার জন্য আপনাকে ধন্যবাদ মাসুম ভাই।

আরাফাত শান্ত's picture


দারুন। দূর থেকে এসে অনেক বই কিনলেন!

মাইনুল এইচ সিরাজী's picture


সত্যি। কাছে থাকলে কত ভালো হতো!

জ্যোতি's picture


আপনার বইটির জন্য শুভকামনা। Smile
কত বই কিনলেন! দারুণ Smile

মাইনুল এইচ সিরাজী's picture


শুভকামনা জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।

Shafique Hasan's picture


ধন্যবাদ, সিরাজী ভাই!

লীনা দিলরুবা's picture


নতুন বই-এর জন্য অভিনন্দন নিন।

অনেক কিনলেন। আমার কেনা তালিকার সাথে একটি-দুটি মিল পেলাম। পড়ে জানিয়েন বইগুলো কেমন লাগলো।

বিষণ্ণ বাউন্ডুলে's picture


শুভকামনা।

নতুন কেনা বইগুলো পরে টা নিয়ে পোস্ট দিয়েন।

১০

তানবীরা's picture


আপনার বইটির জন্য শুভকামনা।
কত বই কিনলেন! দারুণ Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মাইনুল এইচ সিরাজী's picture

নিজের সম্পর্কে

আমি এক স্বপ্নবাজ তরুণ। স্বপ্ন দেখতে দেখতে, ভালোবাসতে বাসতে হাঁটছি বার্ধক্যের দিকে...