ইউজার লগইন

খোয়াবনামা

দুটো স্বপ্ন আমি প্রায়ই দেখি।
একই স্বপ্ন বারবার ঘুরেফিরে দেখার মানে কী- আমি জানি না। কিন্তু আমি দেখি। যেহেতু স্বপ্নদেখা বিষয়ে আমার কোনো হাত নাই।
স্বপ্ন ১: সিঁড়ি বেয়ে নির্মাণাধীন বহুতল ভবনের ওপর তলায় উঠছি। আমার আগে আগে উঠছে আরও কয়েকজন। এক পর্যায়ে দেখি আর সিঁড়ি নাই। কিন্তু উঠতে হবে। আমি হতাশ হয়ে দেখি, অন্যরা দেয়াল বেয়ে, লাফিয়ে লুফিয়ে কীভাবে যেন উঠে যাচ্ছে। কিন্তু আমি পারছি না। তবে অনেক চেষ্টার পর অনেক দেরীতে আমি পারি। আমি তখন হাঁপিয়ে উঠি এবং জেগে যাই।
স্বপ্ন ২: সাঁতার কাটার মতো বুকে হেঁটে আমি এগিয়ে যাচ্ছি। দুহাতে ভর দিয়ে নিজের শরীরকে এভাবে টেনে নিয়ে যাওয়া- উফ, কী সাংঘাতিক কষ্টকর! তবু আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমাকে অনেক দূর যেতে হবে। আমি কি পারব? আমি হাঁপিয়ে উঠি এবং জেগে যাই।
পাদটীকা: আমার জীবনের সফলতা নিয়ে আমার কিছু হতাশা আছে। যদিও বেশিরভাগ সময় আমি এই হতাশাকে ভুলে থাকার চেষ্টা করি। আমি আশেপাশে তাকাই। আমার চেয়েও বিফল মানুষ কত আছে এই সমাজে ! যারা আমার সঙ্গে প্রাইমারি স্কুলে পড়েছে, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়েছে আমার সঙ্গে; ভালো ছাত্র ছিল, অথচ আজ কত কষ্টে আছে। আমার অবস্থা তো তাদের তুলনায় অনেক ভালো !
কিন্তু আমি দুটো স্বপ্ন ঘুরেফিরে দেখি। স্বপ্ন দেখে আমার মনে পড়ে যায়, যারা আমার সঙ্গে প্রাইমারি স্কুলে পড়েছে, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়েছে আমার সঙ্গে; খারাপ ছাত্র ছিল, অথচ আজ কত ভালো আছে। আমার অবস্থা তো তাদের তুলনায় অনেক খারাপ !

পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন

Rayhan Sarker's picture


sir apnar lekha pore khub emotional hoye porlam Sad monta kemon jeno kore uthlo. ashole amra manush ra kokhonoi poripurno hote parina. A prithibite sobar-e kichu na kichu khob dukkho tar moner ak kone chupti kore bose thake. Manush chaay tar kazer moddhe dube theke ta vule jeta. Kintu ta kokhono na kokhono nijeke prokash korbei. Atai mone hoy prakritik.

=---------------=খোনোৈপোরিপুরনোহোটেপারিনা।আপরিটঠিবিটেসোবারেকিচচুনাকিচচুকখোবডুককখোটারমোনেরাককোনেচচুপটিকোরেবোসেটঠাকে।মানুসশচচাায়টারকাযেরমোডডঢেডুবেটঠেকেটাভুলেজেটা।খিনটুটাকোকখোনোনাকোকখোনোনিজেকেপরোকাসশকোরবেি।আটািমোনেহোয়পরাকরিটিক।াহরেফহটৎপরায়২কের।বলোগসপোট।চোমরেলডোফোললো্বা

মাইনুল এইচ সিরাজী's picture


ধন্যবাদ রায়হান সরকার

তানবীরা's picture


আমিও এ ধরনের স্বপ্ন দেখি যখন খুব স্ট্রেসে থাকি। আপনি কি কিছু নিয়ে চিন্তায় আছেন?

মাইনুল এইচ সিরাজী's picture


না রে ভাই, বিশেষ কিছু নিয়ে চিন্তায় নেই। আবার সবকিছু নিয়ে চিন্তা...
জীবন বোধহয় এমনই

মিরা's picture


কোন কিছু নিয়ে খুব টেনশনে থাকেন ?

টুটুল's picture


টেনশন কইরেন না Sad ... এইটা খুবি ক্ষতিকর একটা জিনিষ Sad

নিয়মিত দেখি না ক্যান?

মাইনুল এইচ সিরাজী's picture


ব্যস্ততা ভাই।
নিয়মিত হবার চেষ্টা করব।

সামছা আকিদা জাহান's picture


প্রচুর পানি খান-- আপনার পানি খাওয়া কম হচ্ছে। বিছানায় শোবার পরও মিনিমাম একলিটার পানি খান।,

মাইনুল এইচ সিরাজী's picture


বিছানায় শোবার পরও মিনিমাম এক লিটার?
বলেন কী!

১০

লীনা দিলরুবা's picture


জীবনের সফলতা আর ব্যর্থতার হিসেব-নিকেষ করে না এমন মানুষ বিরল। এগুলোকে সাময়িক আর বিচ্ছিন্ন চিন্তা ভেবে নিলে ক্ষতি নেই, কিন্তু ভেতরে গেড়ে বসলেই সমস্যা। সমাধান যোগ্য সমস্যা নিয়ে ভাবি, ক্ষতি নেই, কিন্তু যা মীমাংসিত- আর কোন রেজাল্টের আশা নেই, তা নিয়ে ভেবে কী লাভ?!

কোয়ান্টাম করে দেখতে পারেন। যদিও আমি নিজে এটি করি নি, আমার দু'তিনজন পরিচিত করেছেন এবং তাদের ভাষ্যমতে - তারা খুব ভালো আছেন।

১১

মাইনুল এইচ সিরাজী's picture


সমাধান যোগ্য সমস্যা নিয়ে ভাবি, ক্ষতি নেই, কিন্তু যা মীমাংসিত- আর কোন রেজাল্টের আশা নেই, তা নিয়ে ভেবে কী লাভ?!

সত্যিই ভাবনার বিষয়!

১২

শওকত মাসুম's picture


৫শ টাকা মানি অর্ডার করেন। একটা খোয়াবনামা কিন্যা পাঠাইয়া দেই। Smile

১৩

মাইনুল এইচ সিরাজী's picture


৫শ টাকা! থাক আমার খোয়াব দেখার দরকার নাই!

১৪

সাগরিকা দাস's picture


আমরা মানুষ একধারে যেমন অবুঝ আর অন্যধারে তেমনি অবুঝ। সে শুধু আপনি নন, আমরা সকলেই। হা হা হা

১৫

মাইনুল এইচ সিরাজী's picture


সত্যি বলেছেন

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

মাইনুল এইচ সিরাজী's picture

নিজের সম্পর্কে

আমি এক স্বপ্নবাজ তরুণ। স্বপ্ন দেখতে দেখতে, ভালোবাসতে বাসতে হাঁটছি বার্ধক্যের দিকে...