কবিতা: শুধু তোমার নামটুকু পার হতে পারি নি আজো
বয়সের সঙ্গে সবকিছুতে স্থিরতা চলে আসে। পৃথিবীর বয়সও বেড়ে চলেছে প্রতিদিন। সঙ্গে সঙ্গে সবকিছু এগিয়ে যাচ্ছে স্থিতাবস্থার দিকে। আজ-কাল মানুষের মধ্যে একটা প্রাইম পার্ফেকশনের ব্যপার কাজ করে। চেহারায়, আকারে, ভঙ্গিতে, সবকিছুতেই। আমার মনে হয় অনন্য সাধারণ একটি প্রজাতি বিবর্তনের প্রায় শেষ ধাপে এসে পৌঁছেছে।
তবে বিবর্তন মানুষের জন্য সমূহ বিপদ ডেকে আনতে পারে। কারণ মানুষ নিজস্ব অবস্থানের সুযোগে অন্য প্রাণীদের ওপর ছড়ি ঘুরাতে সক্ষম। কিন্তু নিজেরা প্রকৃতির অসীম ক্ষমতার কাছে ভীষণ অসহায়। যেকোন সময় ভোজবাজির মতো মিলিয়ে যেতে পারে সবাই, সবকিছুসহ। এই অন্তর্জাল, কম্পিউটার, পারমাণবিক শক্তি বা টেকসই পরিকল্পনা, কোনোকিছুই কাজে আসবে না তখন।
আমি বলি কি, ভরপুর সম্ভাবনা আর ভয়ংকর আশঙ্কার সম্মিলনই জীবন। এর মাঝেই একটু ফাঁক বের করে নিতে হয় বেঁচে থাকার জন্য। নিজেকে ও অন্যকে ভালবাসার জন্য।
---
একটা হলুদ গাঁদা ফুলের মালা হতে পারতাম,
কিন্তু হই নি, ফুলগুলো শুকিয়ে যাবে বলে।
শুধু তোমার সংসারে ঝরে পড়া পাপড়ি হয়েছি।
হীরে কিংবা জহরত নয়
প্রিয় তোমার সঙ্গম চাই।
তুমি ভালবেসে ছুঁয়ে দিলে
আমি আরামে মরে যাই।
এই কোমল-পেলব-মধুর নিমীলনে হায়
কেউ উঠিয়ে দেয় নি লাল ঘোমটাটাও।
হয়তো দেবেও না, কেননা এভাবেও
তোমার দিকে এক বছর তাকিয়ে থাকা যায়।
উতল মনে ঢেউএর নেচে চলা
শশীদীপ্ত টুকরো টুকরো
আলোর ছলকে ওঠা,
তোমার নাকে মুক্তো হয়ে একটি ঘামের ফোঁটা
ঠিকরে পড়ে রাতের কালোর মাঝে।
আলতো করে আঙুলে তুলে নিই।
খুশিতে নেচে ওঠা এই দিন কিংবা
মুখর রাতগুলোয়
বার বার হারিয়ে যাই,
তোমার স্পর্শে মহাপুরুষ আমি
আরাধনায় বেলা কাটাই।
শুধু তোমার নামটুকু কেন পার হতে পারি না?
কেন আজো সেখানেই আটকে আছে সবকিছু?
---
মন্তব্য করুন