মাছরাঙাটাকে কিছুটা পথ সঙ্গ দিয়েছি আমি
নিষিদ্ধ অনিষিক্ত একটা জীবন আছে আমার। বন্ধুহীন, একাকীত্বময়। একাকীত্ব্টা আবার এমন যে এটা নিয়ে বড়াই করতেও ইচ্ছে হয় না। শুধু রিক্ত ও রক্তাক্ত নিজেকে দেখে মাঝে মাঝে ভাবি, এটা কাকে দেখতে পাচ্ছি?
অনেকদিন আবার এমনভাবে নিজেকে খুঁজি, যেন জানিই না আমি কোথায় আছি। কখনো হয়তো প্রত্যেকটা বন্ধুর ব্যপারেই করার মতো অভিযোগ থাকে আমার কাছে। তখন নিজেকে সবচেয়ে গরীব মনে হয় এবং তারপর গরীবদের মতো করেই রাস্তা ছেড়ে দিই সময়কে।
আশার কথা এই যে, পথশেষে এখানে কোনো আশার প্রদীপ নেই। প্রদীপ থাকলে হয়তো যে আলোটা বের হতো, সেটাকে একটা নাম দিতে হতো। কিন্তু কোনো নাম দেয়ার প্রয়োজন হয় না।
মানুষ যারা খুন-জখমের সঙ্গে জড়িত তারা যতটা নিষ্ঠুর, যারা মানসিক পীড়নের সঙ্গে জড়িত তারাও ঠিক ততটাই নিষ্ঠুর। এখানে জড়িত বলতে কাজগুলো করে এমন মানুষদেরকে বোঝানো হয়েছে। আমার মনে হয়, পৃথিবীর সবগুলো প্রাণীই সমান বুদ্ধিমত্তাসম্পন্ন। কিন্তু মানুষ শুধু মাত্র তার নিজের যত্ন নিতে জানে বলে, অন্য সবার চেয়ে আরামদায়ক জীবন যাপন করে। কেননা কয়েকদিন যত্ন না নিলে, আমরা কিন্তু মিল খুঁজে পাই পশুদের সঙ্গে নিজেদের। শরীরে মিল পাই, পাই মনেও।
জন্তু হয়ে যাওয়ার পর অনুভূতিগুলো অসার ও ভোঁতা হয়ে উঠতে থাকে আস্তে আস্তে। এটা হয়তো অনেকের ভালো লাগতে পারে। কিন্তু একটা সাবধানবাণী আছে, এ সময় যদি কোনো গভীর ক্ষত গিয়ে কোনোমতে মনকে ছুঁয়ে ফেলতে পারে একবার; তখন আপনার আর কিছুই করার থাকবে না।
আমি মানুষের অপরিসীম ক্ষমতা দেখে বিস্মিত। ভরা ধরাধামের সবার মধ্য থেকে একেকজন জন্তু হয়ে ওঠে; কিন্তু কেউ টেরই পায় না! এই টের না পাওয়াটাই হচ্ছে জন্তু হয়ে ওঠার প্রথম ধাপ। যেটা বাই ডিফল্ট আমরা সবাই পার করে বসে আছি। কে যে কখন জন্তু হয়ে উঠি বলা যায় না। শুধু পশুমন আহত হয়ে পড়লে কখনো, কোনোভাবে- আগে নিজের দিকে তাকিয়েই চমকাই। বারংবার শিউরেও বিশ্বাস করতে ইচ্ছে হয় না, সামনে পড়ে থাকা জন্তুটা আমি নিজেই।
---
আপনার আবার কি হলো?
কে যে কখন হয়ে যাই জন্তু। পশু মনটা মাথা চাড়া দিয়ে উঠতে চায় মাঝে মাঝেই। ভাল থাকুন।
পশু হওয়া লাগবে না, এটা খুব সহজেই হওয়া যায়।
শুধু পশুমন আহত হয়ে পড়লে কখনো, কোনোভাবে- আগে নিজের দিকে তাকিয়েই চমকাই। বারংবার শিউরেও বিশ্বাস করতে ইচ্ছে হয় না, সামনে পড়ে থাকা জন্তুটা আমি নিজেই।
মানুষ তার যত্ন নিতে পারে এই ভাবনাটা চমৎকার।
ভাই মীর এরকম জীবন মনে হয় সবারই আছে ...... েকউ েবােঝ েকউ েবােঝ না...
মন্তব্য করুন