পাট বিষয়ক ব্যানারটি জটিল লাগলো... কিছুদিন থাকুক
পাটের জীবন রহস্য উন্মোচিত করে যারা
আমাদের জীবনে আনন্দ এনে দিলে
অ ভি ন ন্দ ন তোমাদের !
অভিনন্দন আমরা বন্ধুকে । অভিনন্দন মাথার উপরের ব্যানারটি যিনি তৈরী করেছেন তাঁকে ! সিম্পলী গ্রেট !ব্যানারটি কিছুদিন মাথার উপরে ঝুলিয়ে রাখবার অনুরোধ রাখলাম ।
ছোট্ট এবং গরীবদেশের এই মানুষ আমাদের অর্জনগুলোর স্বীকৃতি সবসময় আমরা আদায় করে নিতে পারিনা । যদিও আমাদের অর্জনের ইতিহাস সাফল্যমন্ডিত । আমরা অর্জন করেছি,- আমাদের ভাষা, দেশ এবং পতাকা । এইবেলা বিজ্ঞানীদল তাঁদের সঠিক স্বীকৃতি আদায় করে নিতে পারবেন, এই আশা থাকলো ।
আরো একবার অ ভি ন ন্দ ন বিজ্ঞানী দলের সবাইকে ।
থাকুক থাকুক
আপনারটাও সুন্দর !
ব্যানারটা সুন্দর হইছে। দাবীর প্রতি সহমত। ব্যানার আর স্টিকি পোস্ট, দুইটাই ঝুলুক কিছুদিন। একের পর এক শোকের ব্যানার দেখছি, এবার গর্বের ব্যানার দেখি কিছুদিন
হ
"একের পর এক শোকের ব্যানার দেখছি, এবার গর্বের ব্যানার দেখি কিছুদিন"
যিনি করেছেন ব্যানারটা তাকে অনেক ধন্যবাদ ।
মেঘের ব্যানরটা দারুন!!
অ ভি ন ন্দ ন
মন্তব্য করুন