ইউজার লগইন

'চন্দ্রাবতীর চোখে কাজল রং' আমার প্রথম উপন্যাস

chandraboti.jpg
প্রচ্ছদ : নির্ঝর নৈঃশব্দ্য
জাগৃতি প্রকাশনী

উপন্যাসটি প্রথম যখন সামুতে শুরু হয়, সেসময়ের অনকেই বর্তমানে 'আমরা বন্ধুতে' নিয়মিত , যাঁরা নানাভাবে উৎসাহ আর সহযোগিতা যুগিয়েছিলেন । টুটুল ভাই সবসময়ই খোঁজ -খবর রেখেছেন, উপন্যাসটি কবে আসছে । আমাদের জনদরদী প্রিয় মেসবাহ ভাইও উপন্যাস প্রকাশে সহযোগিতা করেছেন যথাসাধ্য । 'কৃতজ্ঞ' শব্দটাতে সবটুকু কৃতজ্ঞতা প্রকাশ হয়না আসলে সবসময় । তবু, আন্তিরকভাবেই বলছি, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ ।

২০১১ এর বইমেলাতে মলাটবদ্ধ হয়ে নতুন রূপে, নতুন সাজে আসছে 'চন্দ্রাবতী । মাঝের বছরগুলোতে অনেক পরিবর্তিত, পরিবর্ধিত আর পরিণত হয়েই সে আসছে ।

মোড়ক উন্মোচন এর নিমন্ত্রণ বন্ধুরা পাবেন, তখন নিমন্ত্রণ গ্রহণ করে, বই কিনে আমাকে আরো বেশী ঋণী (ঋণ খেলাপী) করবেন আশা রাখি !

পোস্টটি ১৮ জন ব্লগার পছন্দ করেছেন

আবদুর রাজ্জাক শিপন's picture


প্রচ্ছদটি আপলোড করেছি, কিন্তু পোস্টে যোগ করতে পারছিনা ! মডু ভাই , সাহায্য করেন !

আবদুর রাজ্জাক শিপন's picture


 

যাক, পারা গেছে !

রাসেল আশরাফ's picture


মডু ভাইয়ের দৃষ্টি আকর্ষন করছি বইমেলায় বের হওয়া বইগুলো নিয়ে আলাদা একটা ক্যাটাগরী করার জন্য(ব্যানারলোচনার মতো)।তাহলে সবার জন্য সুবিধা হবে একনজরে দেখতে কোন বইগুলো বের হলো।

শিপন ভাইকে অভিনন্দন।

আবদুর রাজ্জাক শিপন's picture


আমরাবন্ধুতে প্রথম অভিনন্দদাতা হবার জন্য, আপনাকেও অভিনন্দন রাসেল আশরাফ ! Smile

আইডিয়া দারুণ পছন্দ হয়েছে ।

মডু ভাই এর দৃষ্টি আকর্ষণ করছি ।

মেসবাহ য়াযাদ's picture


চেষ্টার কমতি ছিল না। পারিনি। আপনি পেরেছেন। অভিনন্দন...
তবে আপনার উপন্যাস প্রকাশ হবার আগেই পড়েছি, কী মজা ! Wink

আবদুর রাজ্জাক শিপন's picture


আগে পড়ার মজাতো আছেই মেসবাহ ভাই !

তবে, বই কই কপি খরিদ কর্লেন জানায়েন !

হে হে হে !

মীর's picture


অভিনন্দন শিপন ভাই। আপনাকে ঋণ খেলাপি বানানোর চেষ্টা তো চালাবোই। প্রচ্ছদটা খুব পছন্দ হলো। আমি সিরিজ আগে পড়ি নি। সুতরাং আগ্রহ নিয়ে অপেক্ষায় বসলাম। Smile

আবদুর রাজ্জাক শিপন's picture


বই খরিদ করবেন, লগে পাঠপ্রতিক্রিয়া দিয়া ডবল ঋণখেলাপী কর্তে যেন মর্জি হয় ! Smile Smile

তানবীরা's picture


অভিনন্দন আর অনেক অনেক শুভকামনা জানবেন।

আরশি ভাই "রঙ" হবে না?

১০

আবদুর রাজ্জাক শিপন's picture


'রঙ' নামের একটি ফ্যাশন হাউজ এবং তাদের প্রোডাক্ট বাংলাদেশে জনপ্রিয় বলে জানি ! আপনি কি সেই 'রঙ' এর কথা বলছেন !

হা হা হা !

১১

তানবীরা's picture


আরশি ভাই, আমার জ্ঞান খুব সামান্য কিন্তু যতোদূর জানি, "রং" রঙ্গ - তামাশা অর্থে ব্যবহার হয় আর "রঙ" কালার অর্থে ব্যবহার হয়।

১২

আহমেদ মারজুক's picture


সেরেছে------- বুঝতাছি না কি থেকে কি হলো । তানবীরাপু আপনি ভুল হলে খুব খুশি হবো ।

১৩

লিজা's picture


আপু , রঙ এবং রং দুইটাই কালার এর বাংলা । আর রঙ , রং - তামাশাও হয় ।রঙ বা রং এর আর একটা ব্যবহার আছে । রাং , টিন বা সাদা রঙের নরম ধাতুবিশেষের নাম হিসেবে । ( উৎস - বাংলা একাডেমী অভিধান থেকে )

১৪

আহমেদ মারজুক's picture


বাঁচালেন লিজা। যদি ভুল হতো মানেটা তবে মনটা খুব অশান্ত হয়ে যেতো । অভিধান দেখে একটা শান্তি বাড়িয়ে দিলেন ।

১৫

আবদুর রাজ্জাক শিপন's picture


আপনার মন অশান্ত হবার কাহিনীটা ভিন্ন বইলা মনে হইতেছে !

ঘটনা কি ? খুইলা বলেন Smile

১৬

আবদুর রাজ্জাক শিপন's picture


বোনডি ! আমার জ্ঞান আরো সিমীত ! আমি মজাক করছি !

'রঙ' 'রঙ্গ' বা খানিকটা রং-তামাশাতো হওয়াই দরকার । আমরা যখন বেঁচে আছি, হবে !

১৭

নুশেরা's picture


অভিনন্দন শিপন!
প্রচ্ছদ দেখেই ভাল লাগছে।

বইটি চট্টগ্রামে কোথায় পাবো জানাবেন মনে করে।

১৮

আবদুর রাজ্জাক শিপন's picture


ধন্যবাদ নুশেরাবু !

মনে করে জানাবো ।

১৯

মাইনুল এইচ সিরাজী's picture


অভিনন্দন শিপন। পড়ব।

২০

আবদুর রাজ্জাক শিপন's picture


ধন্যবাদ, সিরাজী ভাই

২১

রনি পারভেজ's picture


অভিনন্দন শিপন ভাই। কেনার ইচ্ছা আছে। Smile

২২

আবদুর রাজ্জাক শিপন's picture


ধন্যবাদ ।

ঋণ খেলাপী হইয়া যামু Smile

২৩

আহমেদ মারজুক's picture


অভিনন্দন । কালই লোক লাগাবো কেনার জন্য খোঁজ খবর নিবে কিন্তু আসলে কোন তারিখে আসছে ?

২৪

আবদুর রাজ্জাক শিপন's picture


৭ তারিখের মধ্যে চলে আসার কথা ।

বই মেলাতে এলে জানতে পাবেন । পোস্ট আরো আসবে ।

আপনার আগ্রহ ভালো লাগলো ।

২৫

আহমেদ মারজুক's picture


বই মেলা যেতে পারবনা। আমার খুব মনে পড়ে , আমি বই মেলা ঘুরে ক্যাটালগ নিতাম , পরে বাসায় বসে বই এর তালিকা দেখতাম । আর হবে না এগুলো। তবে আমার এক বন্ধুর বুক শপ আছে, ওকে বলে রেখেছি , মে-তে সংগ্রহ করবো ।

২৬

আহমেদ মারজুক's picture


অনলাইন সংস্করণ থাকলে জানাবেন । প্রিন্ট নিয়ে পড়ব ।

২৭

আবদুর রাজ্জাক শিপন's picture


না ভাই, অনলাইন সংস্করণ নেই আপাতত ।

আর , আগ্রহটা জমিয়ে রাখলে মলাটবদ্ধ বই পড়তে বেশী আরাম পাবেন ।

২৮

আবদুর রাজ্জাক শিপন's picture


আপনি দেশের বাইরে বোধহয় ।

এই বেদনাটা ঈশ্বর আমাকে নিয়ত বুঝাচ্ছেন ।
নিজের বই আসছে, অথচ আমি বইমেলাতে নেই, দেশে নেই !

২৯

হাসান রায়হান's picture


অভিনন্দন শিপন।

৩০

আবদুর রাজ্জাক শিপন's picture


ধন্যবাদ, রায়হান ভাই ।

আমারে ঋণ খেলাপী বানানোর বিষয়ে কিছু কইলেন না !

Laughing out loud Laughing out loud Laughing out loud

৩১

উলটচন্ডাল's picture


অভিনন্দন। Big smile

৩২

আবদুর রাজ্জাক শিপন's picture


 

ধন্যবাদ, ভাই ।

 

৩৩

সামী মিয়াদাদ's picture


শুভ কামনা থাকলো....এগিয়ে চলুক পথ চলা

৩৪

আবদুর রাজ্জাক শিপন's picture


ধন্যবাদ সামী । বই সংগ্রহ করবেন এবং পাঠপ্রতিক্রিয়া দেবেশ আশা করছি ।

৩৫

রুবেল শাহ's picture


অভিনন্দন শিপু ........

৩৬

আবদুর রাজ্জাক শিপন's picture


এইখানে একটা কথা উল্লেখ জরুরী হবে, দেশের বাইরে থেকেও বই প্রকাশের দুরূহ কাজটি সহজ হয়েছে যার জন্য , সে বন্ধু রুবেল ।

রুবেল পান্ডুলিপি নিয়ে প্রকাশকদের কাছে দৌঁড়েছে । আরো নানা ঝক্কি-ঝামেলাতো পোহায়েছে-ই !

রুবেলের কাছে আমি আজীবনের জন্য ঋণ খেলাপী হইয়া গেলাম ।

৩৭

রুবেল শাহ's picture


ঋণ খেলাপীর কিচ্ছু নাই।
বন্ধু আর বন্ধুত্বের জন্য কিছু করতে পারাটা যে অনেক আনন্দের।
শুভ কামনা সব সময় .........

৩৮

নাজমুল হুদা's picture


বন্ধু আর বন্ধুত্বের জন্য কিছু করতে পারাটা যে অনেক আনন্দের।

বন্ধুত্ব চিরজীবি হোক । দেশের সবাই সকলের বন্ধু হয়ে উঠুক ।

৩৯

লীনা দিলরুবা's picture


আমি তো আরাশির কাছ থেকে এমন বই এর জন্য প্রত্যাশায় ছিলাম --
-'ভালো লাগা প্রিয় কবিতারা' Wink

মজাক করলাম।
অভিনন্দন, শুভকামনা।।

৪০

আবদুর রাজ্জাক শিপন's picture


আপনার মতো কবিতা লেখতে পারলে , আমিও কবিতার বই বের করতাম গো ! Smile

ধন্যবাদ !

৪১

শাপলা's picture


অনেক অনেক অভিনন্দন প্রথমে।

অঃ টঃ আচ্ছা একটা কথা বিনয়ের সাথে জানতে চাই। দেশ থেকে জেনে আসার কথা মনে ছিল না। দয়া করে কেউ অন্যভাবে নেবেন না।

আচ্ছা বই কি বেয়ারিং পাঠানো যায়। মানে লেখককে অনুরোধ করলাম, যে পাঠিয়ে দিন এবং আমি সেটা টাকা দিয়ে তুলে নেব।
এরকম আর কি! এটা কি সম্ভব?

কেউ জানলে, মানে আরাশিকেই অনুরোধ করছি, জানলে-জানাবেন। তাহলে আপনাকে ঋণ খেলাপি বানানোর চেষ্টা করতাম।

৪২

আবদুর রাজ্জাক শিপন's picture


ডাকযোগে বই পাঠানো যেতেই পারে ।

একটু ঝামেলা আছে বটে ।

বইমেলা.কম অনলাইন ভিত্তিক বই বিক্রির দোকান । তারাও মূলত ডাকযোগেই বই পাঠায় ।

আগ্রহের জন্য ধন্যবাদ ।

৪৩

জেবীন's picture


অভিনন্দন আরাশি...  :)
প্রচ্ছদটা ভালো লাগছে দেখে...  শুভকামনা রইল

সিরিজটা শুরু করেছিলাম পড়া শেষ করি নাই...  

৪৪

আবদুর রাজ্জাক শিপন's picture


জ্বি !

সেজন্যই আশা যে বই কিনতে 'কিপ্টামী' করবেন না ! Smile

ধন্যবাদ ।

৪৫

লিজা's picture


অভিনন্দন Smile

৪৬

আবদুর রাজ্জাক শিপন's picture


জাতীয় ফুল শাপলা সমেত অভিনন্দন গৃহীত হইলো ।:)

৪৭

মুকুল's picture


অভিনন্দন শিপন ভাই! Smile
প্রচ্ছদ দারুণ হৈছে।
বইমেলায় গেলে সংগ্রহ করবো ইনশাল্লাহ।

৪৮

আবদুর রাজ্জাক শিপন's picture


দেশে থাইকা বই মেলায় আসবেন না , এইটা কোন কথা হইতে পারেনা, একদিনের লাইগা হইলেও আইসেন , মুকুল ভাই ।

৪৯

সাহাদাত উদরাজী's picture


পড়ব। বইটার (এক বন্ধু পড়ে বলেছে) প্রশংসা আগে শুনেছি।

৫০

আবদুর রাজ্জাক শিপন's picture


আপনারে ব্লগীয় কবিতার সমালোচনা কর্তে দেখা যায় !
আপনি একটা সমালোচনা লেইখেনতো !

Laughing out loud Laughing out loud Laughing out loud

৫১

সাহাদাত উদরাজী's picture


নারে ভাই, আলোচনা/সমালোচনা আর করব না! এটা সইবার মত ক্ষমতা আমাদের অনেকের নেই। তবে আপনার বইটা পড়ার ইচ্ছা আছে, যদি পারি লিখব।

৫২

আবদুর রাজ্জাক শিপন's picture


নারে ভাই, আলোচনা/সমালোচনা আর করব না! এটা সইবার মত ক্ষমতা আমাদের অনেকের নেই।

সমালোচনা সইবার ক্ষমতা অনেকেরই নেই , খুব সত্য কথা ।

তবে, বই এর সমালোচনা করলে আমি খুশীই হবো । নিজের দুর্বলতাগুলো জানি । সমালোচকের চোখে সেটা দেখতে চাই ।

৫৩

নীড় সন্ধানী's picture


অভিনন্দন আরাশি ভাই।
প্রথম বই প্রথম সন্তানের মতোই, সবসময়ের প্রিয়। Smile

৫৪

আবদুর রাজ্জাক শিপন's picture


প্রথম বই প্রথম সন্তানের মতোই, সবসময়ের প্রিয়।

ভীষণরকম দুঃখ লাগতেছে, দেশে আয়তে পারলাম না !

ধন্যবাদ ভাইডি ।

৫৫

মেসবাহ য়াযাদ's picture


প্রথম বই প্রথম সন্তানের মতোই, সবসময়ের প্রিয়।

বদ্দা, ইঁয়ান এক্কান দামী কতা কৈছেন Wink

৫৬

আবদুর রাজ্জাক শিপন's picture


মেসবাহ ভাই, চট্টগ্রামের ভাষা কোর্স ভালো হয় নাই Smile

৫৭

আরাফাত শান্ত's picture


কিনমু না কারন টেকা নাই!
শুকনা শুভকামনা!

৫৮

আবদুর রাজ্জাক শিপন's picture


হা হা হা !

আশা করি, টেকা বাচায়া শান্ত বই কিনবে !

৫৯

জুলিয়ান সিদ্দিকী's picture


আমি কামনা করি বেচাকিনি ভালো হউক! কোনো বন্ধু যেন ফ্রি না চায়!

৬০

আবদুর রাজ্জাক শিপন's picture


আমিও এই কামনা করি ! Smile

ধন্যবাদ, জুলিয়ান ভাই।

৬১

জ্যোতি's picture


অভিনন্দন শিপন ভাই। সাফল্য কামনা করি।
লেখকের অটোগ্রাফ সহ বই চাই।

৬২

আবদুর রাজ্জাক শিপন's picture


নগদে বই সংগ্রহ করেন
বাকীতে অটোগ্রাফ দেয়া হবে !

হে হে হে ! Smile Smile

৬৩

মাহবুব সুমন's picture


দেশে থাকলে অবশ্যই কেনা হতো, বিদেশে থাকাতে কেনাও হবে না পড়াও হবে না। হয়তো পড়া হবে, তবে সেটা কতদিন/বছর পর সেটা জানি না Puzzled । দেশ থেকে বই কিনে সেটা নিয়ে আসার মানুষ পাওয়া যায় না, কেউ আনতে চায় না ( যদিও নিজে গেলে দেবার লোকের অভাব হয় না )। তাই দূর থেকেই শুভকামনা জানাই অতিতের মতোই।

৬৪

আবদুর রাজ্জাক শিপন's picture


শুভ কামনা, ভালোবাসা হয়ে সঙ্গে থাকলো ।

কৃতজ্ঞতা ।

৬৫

নুশেরা's picture


মেলায় গিয়েছিলাম। মোড়ক উন্মোচনের আগের দিন আরাশিবদ্দার বইটি সংগ্রহ করেছি, নীড়দার জন্যও এনেছি।

আর হ্যাঁ, ঢাকার দীর্ঘ জ্যামে বসে পড়েও ফেলেছি। তাই 'দিনের শেষে' পত্রিকায় রশীদার রিপোর্টের জন্য ব্রিফ করে দিতে পেরেছি Smile

রুবেলের কাণ্ড শোনেন, সে আপনার বইতে আমার অটোগ্রাফ চেয়েছে Laughing out loud

৬৬

আবদুর রাজ্জাক শিপন's picture


হা হা হা ! সমস্যা কি ! অটোগ্রাফ দিয়া দিতেন !

আপনার রিভিউ চাই নুশেরাবু ! কঠিন কইরা সমালোচনা কইরেন ।

৬৭

আবদুর রাজ্জাক শিপন's picture


আর হ্যা, আমি আপনার বদ্দা হইলাম কবে ?

তওবা !

৬৮

নুশেরা's picture


চাটগাঁর লোক বাই ডিফল্ট বদ্দা Smile

কঠিন সমালোচনা:- বইতে কিছু টাইপো আছে ভ্রাত, আঢ়জেদের মতো র/ড় Wink

৬৯

রাফি's picture


অভিনন্দন আরশি বদ্দা। পার্টি

৭০

আবদুর রাজ্জাক শিপন's picture


ধন্যবাদ, রাফি ।

৭১

নরাধম's picture


অভিনন্দন দিছি, আবার দিলাম। তোমার এই লেখাটা ব্লগে খুবই উপভোগ করেছিলাম, আমি প্রায়ই বইয়ের নায়িকাদের প্রেমে পড়ে যাই, চন্দ্রাবতীর প্রেমেও পড়েছিলাম! Smile

৭২

আবদুর রাজ্জাক শিপন's picture


বাস্তবের নায়িকার প্রেম কবে পড়তেছো, সেইটা কও !

৭৩

চাঙ্কু's picture


অভিনন্দন শিপন ভাই।
চন্দ্রাবতীর চোখে কাজল রং না হয়ে রেখা রং হইল না । আফসুস

৭৪

আবদুর রাজ্জাক শিপন's picture


রেখা রং--ওয়ান অব চাঙ্কু প্রোডাক্ট ।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

সাম্প্রতিক মন্তব্য