'চন্দ্রাবতীর চোখে কাজল রং' আমার প্রথম উপন্যাস
প্রচ্ছদ : নির্ঝর নৈঃশব্দ্য
জাগৃতি প্রকাশনী
উপন্যাসটি প্রথম যখন সামুতে শুরু হয়, সেসময়ের অনকেই বর্তমানে 'আমরা বন্ধুতে' নিয়মিত , যাঁরা নানাভাবে উৎসাহ আর সহযোগিতা যুগিয়েছিলেন । টুটুল ভাই সবসময়ই খোঁজ -খবর রেখেছেন, উপন্যাসটি কবে আসছে । আমাদের জনদরদী প্রিয় মেসবাহ ভাইও উপন্যাস প্রকাশে সহযোগিতা করেছেন যথাসাধ্য । 'কৃতজ্ঞ' শব্দটাতে সবটুকু কৃতজ্ঞতা প্রকাশ হয়না আসলে সবসময় । তবু, আন্তিরকভাবেই বলছি, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ ।
২০১১ এর বইমেলাতে মলাটবদ্ধ হয়ে নতুন রূপে, নতুন সাজে আসছে 'চন্দ্রাবতী । মাঝের বছরগুলোতে অনেক পরিবর্তিত, পরিবর্ধিত আর পরিণত হয়েই সে আসছে ।
মোড়ক উন্মোচন এর নিমন্ত্রণ বন্ধুরা পাবেন, তখন নিমন্ত্রণ গ্রহণ করে, বই কিনে আমাকে আরো বেশী ঋণী (ঋণ খেলাপী) করবেন আশা রাখি !
প্রচ্ছদটি আপলোড করেছি, কিন্তু পোস্টে যোগ করতে পারছিনা ! মডু ভাই , সাহায্য করেন !
যাক, পারা গেছে !
মডু ভাইয়ের দৃষ্টি আকর্ষন করছি বইমেলায় বের হওয়া বইগুলো নিয়ে আলাদা একটা ক্যাটাগরী করার জন্য(ব্যানারলোচনার মতো)।তাহলে সবার জন্য সুবিধা হবে একনজরে দেখতে কোন বইগুলো বের হলো।
শিপন ভাইকে অভিনন্দন।
আমরাবন্ধুতে প্রথম অভিনন্দদাতা হবার জন্য, আপনাকেও অভিনন্দন রাসেল আশরাফ !
আইডিয়া দারুণ পছন্দ হয়েছে ।
মডু ভাই এর দৃষ্টি আকর্ষণ করছি ।
চেষ্টার কমতি ছিল না। পারিনি। আপনি পেরেছেন। অভিনন্দন...
তবে আপনার উপন্যাস প্রকাশ হবার আগেই পড়েছি, কী মজা !
আগে পড়ার মজাতো আছেই মেসবাহ ভাই !
তবে, বই কই কপি খরিদ কর্লেন জানায়েন !
হে হে হে !
অভিনন্দন শিপন ভাই। আপনাকে ঋণ খেলাপি বানানোর চেষ্টা তো চালাবোই। প্রচ্ছদটা খুব পছন্দ হলো। আমি সিরিজ আগে পড়ি নি। সুতরাং আগ্রহ নিয়ে অপেক্ষায় বসলাম।
বই খরিদ করবেন, লগে পাঠপ্রতিক্রিয়া দিয়া ডবল ঋণখেলাপী কর্তে যেন মর্জি হয় !
অভিনন্দন আর অনেক অনেক শুভকামনা জানবেন।
আরশি ভাই "রঙ" হবে না?
'রঙ' নামের একটি ফ্যাশন হাউজ এবং তাদের প্রোডাক্ট বাংলাদেশে জনপ্রিয় বলে জানি ! আপনি কি সেই 'রঙ' এর কথা বলছেন !
হা হা হা !
আরশি ভাই, আমার জ্ঞান খুব সামান্য কিন্তু যতোদূর জানি, "রং" রঙ্গ - তামাশা অর্থে ব্যবহার হয় আর "রঙ" কালার অর্থে ব্যবহার হয়।
সেরেছে------- বুঝতাছি না কি থেকে কি হলো । তানবীরাপু আপনি ভুল হলে খুব খুশি হবো ।
আপু , রঙ এবং রং দুইটাই কালার এর বাংলা । আর রঙ , রং - তামাশাও হয় ।রঙ বা রং এর আর একটা ব্যবহার আছে । রাং , টিন বা সাদা রঙের নরম ধাতুবিশেষের নাম হিসেবে । ( উৎস - বাংলা একাডেমী অভিধান থেকে )
বাঁচালেন লিজা। যদি ভুল হতো মানেটা তবে মনটা খুব অশান্ত হয়ে যেতো । অভিধান দেখে একটা শান্তি বাড়িয়ে দিলেন ।
আপনার মন অশান্ত হবার কাহিনীটা ভিন্ন বইলা মনে হইতেছে !
ঘটনা কি ? খুইলা বলেন
বোনডি ! আমার জ্ঞান আরো সিমীত ! আমি মজাক করছি !
'রঙ' 'রঙ্গ' বা খানিকটা রং-তামাশাতো হওয়াই দরকার । আমরা যখন বেঁচে আছি, হবে !
অভিনন্দন শিপন!
প্রচ্ছদ দেখেই ভাল লাগছে।
বইটি চট্টগ্রামে কোথায় পাবো জানাবেন মনে করে।
ধন্যবাদ নুশেরাবু !
মনে করে জানাবো ।
অভিনন্দন শিপন। পড়ব।
ধন্যবাদ, সিরাজী ভাই
অভিনন্দন শিপন ভাই। কেনার ইচ্ছা আছে।
ধন্যবাদ ।
ঋণ খেলাপী হইয়া যামু
অভিনন্দন । কালই লোক লাগাবো কেনার জন্য খোঁজ খবর নিবে কিন্তু আসলে কোন তারিখে আসছে ?
৭ তারিখের মধ্যে চলে আসার কথা ।
বই মেলাতে এলে জানতে পাবেন । পোস্ট আরো আসবে ।
আপনার আগ্রহ ভালো লাগলো ।
বই মেলা যেতে পারবনা। আমার খুব মনে পড়ে , আমি বই মেলা ঘুরে ক্যাটালগ নিতাম , পরে বাসায় বসে বই এর তালিকা দেখতাম । আর হবে না এগুলো। তবে আমার এক বন্ধুর বুক শপ আছে, ওকে বলে রেখেছি , মে-তে সংগ্রহ করবো ।
অনলাইন সংস্করণ থাকলে জানাবেন । প্রিন্ট নিয়ে পড়ব ।
না ভাই, অনলাইন সংস্করণ নেই আপাতত ।
আর , আগ্রহটা জমিয়ে রাখলে মলাটবদ্ধ বই পড়তে বেশী আরাম পাবেন ।
আপনি দেশের বাইরে বোধহয় ।
এই বেদনাটা ঈশ্বর আমাকে নিয়ত বুঝাচ্ছেন ।
নিজের বই আসছে, অথচ আমি বইমেলাতে নেই, দেশে নেই !
অভিনন্দন শিপন।
ধন্যবাদ, রায়হান ভাই ।
আমারে ঋণ খেলাপী বানানোর বিষয়ে কিছু কইলেন না !
অভিনন্দন।
ধন্যবাদ, ভাই ।
শুভ কামনা থাকলো....এগিয়ে চলুক পথ চলা
ধন্যবাদ সামী । বই সংগ্রহ করবেন এবং পাঠপ্রতিক্রিয়া দেবেশ আশা করছি ।
অভিনন্দন শিপু ........
এইখানে একটা কথা উল্লেখ জরুরী হবে, দেশের বাইরে থেকেও বই প্রকাশের দুরূহ কাজটি সহজ হয়েছে যার জন্য , সে বন্ধু রুবেল ।
রুবেল পান্ডুলিপি নিয়ে প্রকাশকদের কাছে দৌঁড়েছে । আরো নানা ঝক্কি-ঝামেলাতো পোহায়েছে-ই !
রুবেলের কাছে আমি আজীবনের জন্য ঋণ খেলাপী হইয়া গেলাম ।
ঋণ খেলাপীর কিচ্ছু নাই।
বন্ধু আর বন্ধুত্বের জন্য কিছু করতে পারাটা যে অনেক আনন্দের।
শুভ কামনা সব সময় .........
বন্ধুত্ব চিরজীবি হোক । দেশের সবাই সকলের বন্ধু হয়ে উঠুক ।
আমি তো আরাশির কাছ থেকে এমন বই এর জন্য প্রত্যাশায় ছিলাম --
-'ভালো লাগা প্রিয় কবিতারা'
মজাক করলাম।
অভিনন্দন, শুভকামনা।।
আপনার মতো কবিতা লেখতে পারলে , আমিও কবিতার বই বের করতাম গো !
ধন্যবাদ !
অনেক অনেক অভিনন্দন প্রথমে।
অঃ টঃ আচ্ছা একটা কথা বিনয়ের সাথে জানতে চাই। দেশ থেকে জেনে আসার কথা মনে ছিল না। দয়া করে কেউ অন্যভাবে নেবেন না।
আচ্ছা বই কি বেয়ারিং পাঠানো যায়। মানে লেখককে অনুরোধ করলাম, যে পাঠিয়ে দিন এবং আমি সেটা টাকা দিয়ে তুলে নেব।
এরকম আর কি! এটা কি সম্ভব?
কেউ জানলে, মানে আরাশিকেই অনুরোধ করছি, জানলে-জানাবেন। তাহলে আপনাকে ঋণ খেলাপি বানানোর চেষ্টা করতাম।
ডাকযোগে বই পাঠানো যেতেই পারে ।
একটু ঝামেলা আছে বটে ।
বইমেলা.কম অনলাইন ভিত্তিক বই বিক্রির দোকান । তারাও মূলত ডাকযোগেই বই পাঠায় ।
আগ্রহের জন্য ধন্যবাদ ।
অভিনন্দন আরাশি... :)
প্রচ্ছদটা ভালো লাগছে দেখে... শুভকামনা রইল
সিরিজটা শুরু করেছিলাম পড়া শেষ করি নাই...
জ্বি !
সেজন্যই আশা যে বই কিনতে 'কিপ্টামী' করবেন না !
ধন্যবাদ ।
অভিনন্দন
জাতীয় ফুল শাপলা সমেত অভিনন্দন গৃহীত হইলো ।:)
অভিনন্দন শিপন ভাই!
প্রচ্ছদ দারুণ হৈছে।
বইমেলায় গেলে সংগ্রহ করবো ইনশাল্লাহ।
দেশে থাইকা বই মেলায় আসবেন না , এইটা কোন কথা হইতে পারেনা, একদিনের লাইগা হইলেও আইসেন , মুকুল ভাই ।
পড়ব। বইটার (এক বন্ধু পড়ে বলেছে) প্রশংসা আগে শুনেছি।
আপনারে ব্লগীয় কবিতার সমালোচনা কর্তে দেখা যায় !
আপনি একটা সমালোচনা লেইখেনতো !
নারে ভাই, আলোচনা/সমালোচনা আর করব না! এটা সইবার মত ক্ষমতা আমাদের অনেকের নেই। তবে আপনার বইটা পড়ার ইচ্ছা আছে, যদি পারি লিখব।
সমালোচনা সইবার ক্ষমতা অনেকেরই নেই , খুব সত্য কথা ।
তবে, বই এর সমালোচনা করলে আমি খুশীই হবো । নিজের দুর্বলতাগুলো জানি । সমালোচকের চোখে সেটা দেখতে চাই ।
অভিনন্দন আরাশি ভাই।
প্রথম বই প্রথম সন্তানের মতোই, সবসময়ের প্রিয়।
প্রথম বই প্রথম সন্তানের মতোই, সবসময়ের প্রিয়।
ভীষণরকম দুঃখ লাগতেছে, দেশে আয়তে পারলাম না !
ধন্যবাদ ভাইডি ।
বদ্দা, ইঁয়ান এক্কান দামী কতা কৈছেন
মেসবাহ ভাই, চট্টগ্রামের ভাষা কোর্স ভালো হয় নাই
কিনমু না কারন টেকা নাই!
শুকনা শুভকামনা!
হা হা হা !
আশা করি, টেকা বাচায়া শান্ত বই কিনবে !
আমি কামনা করি বেচাকিনি ভালো হউক! কোনো বন্ধু যেন ফ্রি না চায়!
আমিও এই কামনা করি !
ধন্যবাদ, জুলিয়ান ভাই।
অভিনন্দন শিপন ভাই। সাফল্য কামনা করি।
লেখকের অটোগ্রাফ সহ বই চাই।
নগদে বই সংগ্রহ করেন
বাকীতে অটোগ্রাফ দেয়া হবে !
হে হে হে !
দেশে থাকলে অবশ্যই কেনা হতো, বিদেশে থাকাতে কেনাও হবে না পড়াও হবে না। হয়তো পড়া হবে, তবে সেটা কতদিন/বছর পর সেটা জানি না । দেশ থেকে বই কিনে সেটা নিয়ে আসার মানুষ পাওয়া যায় না, কেউ আনতে চায় না ( যদিও নিজে গেলে দেবার লোকের অভাব হয় না )। তাই দূর থেকেই শুভকামনা জানাই অতিতের মতোই।
শুভ কামনা, ভালোবাসা হয়ে সঙ্গে থাকলো ।
কৃতজ্ঞতা ।
মেলায় গিয়েছিলাম। মোড়ক উন্মোচনের আগের দিন আরাশিবদ্দার বইটি সংগ্রহ করেছি, নীড়দার জন্যও এনেছি।
আর হ্যাঁ, ঢাকার দীর্ঘ জ্যামে বসে পড়েও ফেলেছি। তাই 'দিনের শেষে' পত্রিকায় রশীদার রিপোর্টের জন্য ব্রিফ করে দিতে পেরেছি
রুবেলের কাণ্ড শোনেন, সে আপনার বইতে আমার অটোগ্রাফ চেয়েছে
হা হা হা ! সমস্যা কি ! অটোগ্রাফ দিয়া দিতেন !
আপনার রিভিউ চাই নুশেরাবু ! কঠিন কইরা সমালোচনা কইরেন ।
আর হ্যা, আমি আপনার বদ্দা হইলাম কবে ?
তওবা !
চাটগাঁর লোক বাই ডিফল্ট বদ্দা
কঠিন সমালোচনা:- বইতে কিছু টাইপো আছে ভ্রাত, আঢ়জেদের মতো র/ড়
অভিনন্দন আরশি বদ্দা।
ধন্যবাদ, রাফি ।
অভিনন্দন দিছি, আবার দিলাম। তোমার এই লেখাটা ব্লগে খুবই উপভোগ করেছিলাম, আমি প্রায়ই বইয়ের নায়িকাদের প্রেমে পড়ে যাই, চন্দ্রাবতীর প্রেমেও পড়েছিলাম!
বাস্তবের নায়িকার প্রেম কবে পড়তেছো, সেইটা কও !
অভিনন্দন শিপন ভাই।
চন্দ্রাবতীর চোখে কাজল রং না হয়ে রেখা রং হইল না । আফসুস
রেখা রং--ওয়ান অব চাঙ্কু প্রোডাক্ট ।
মন্তব্য করুন