খালেদা, পর্ণো, মদ এবং বিটিভির খবর !
রাজনীতিবিদগো এইসব অপরাজনীতি দেইখা , আমরা যারা তথাকথিত রাজনীতিরে ঘৃণা করি, তাগো বিয়াপক আমোদ হয় ! আমোদ হয় কারণ, রাজনৈতিক দলগুলার অন্ধ অনুরক্ত ভক্তগো লাইগা,- রাজনীতিবিদরা নিত্য নতুন সবক রাখেন, এইসব দেইখা ভক্ত অনুরক্তরা অশেষ এলেম হাসিল করতে সমর্থ হয় !
সেইসব ভক্ত অনুরক্তরা , যারা মাঠে-ময়দানে, পথে -প্রান্তে এমনকি অন্তঃর্জালে অন্তরজ্বালায়, বাকযুদ্ধ ছাপিয়ে কখনও সখনও 'বাঘযুদ্ধে' ঝাপিয়ে পড়েন ! কে কার চে' বড় বাঘ তা প্রমাণের জন্যই সে মল্লযুদ্ধ !
খালেদার বাড়ি তল্লাশি করতে গিয়া, কেচু খুঁড়তে পর্ণো ম্যাগাজিন আর মদের বোতল বাইরইয়া আসছে-- খবর বিটিভির !
বিটিভি আওয়ামীলীগারদের চে' বড় আওয়ামীলীগ-- কথাটা আওয়ামী নেতা ওবায়দুল কাদেরের , মাত্র ক'দিন আগেই যিনি কথাখানি ফরমাইছেন ।
তো বিটিভির এই খবর থেইকা রাজনৈতিক দলগুলার অন্ধ ভক্ত অনুরক্তরা এই এলেম হাসিল করলো যে, 'প্রতিহিংসার রাজনীতি , বাপ-বেটা, পোলাপাইন মিইলা এক সঙ্গে পর্ণো দেখার মতনই নোংরা ! তয়, সে নোংরা রাজনীতিও তাগোরে করতে অয় !
শিপন ভাই আমি সাধারন মানুষ। বিটিভির খবর পাগলেও বিশ্বাস করেনা। আর কার বাসায় পর্ন পাওয়া গেল এইটা তার ব্যাপার। আমরা এসব বিষয় নিয়ে কেন ঈদের সময় নষ্ট করি বুঝিনা।
আওয়ামীঅলাদের অতি-উৎসাহ যে এদেরকে কত নীচে নামিয়ে দিচ্ছে ভাবতেই ঘেন্না লাগে। থু থু দিতেও ঘেন্না লাগে।
আমি ভীষণ শঙ্কিত একটা কথা ভেবেই, অপরাজনীতির এই ধারাবাহিকতা আর কতোকাল দেশ নামের বোবা নারীটিকে নীরবে সইতে হবে !
না বুঝার কি আছে, আশফাকুর ! এই পৃথিবী নামক গ্রহের প্রাণী যখন আমরা, বাংলাদেশ নামক দেশের মানুষ যখন আমরা, এর নোংরা কিম্বা পবিত্র রাজনীতি নিয়া, আমগো মাথা যখন আছে, মাথায় একটু ব্যথা থাকাটাও কি স্বাভাবিক না ?
এই দল দুইটা (যতদিন বাংলাদেশে থাকবে) একবার এ তারে লুঙ্গি ধইরা টান মারবে আরেকবার সে এর লুঙ্গি ধইরা টান মারবে। কাঁচাগাবপাকাগাব,পাকাগাবকাঁচাগাব চলতেই থাকবে।
কাঁচাগাবপাকাগাব,পাকাগাবকাঁচাগাব --- খুবই ভালো বলছেন ।
লুঙ্গি টানাটানির শেষ দেখতে চাই।
মুশকিলতো হইছে সেইটা । এইসব ফাতরামীর শেষ কবে, তাও কেউ জানেনা ।
লুঙ্গি টানাটানি তাগো লাইগা মজার খেলা হয়তে পারে, দেশতো 'বিবস্ত্র' হয়া গেল !
দেশ ক্যান বিবস্ত্র হইবো শিপন ভাই? কাপড় খুইলা গেছে দুই বেটির। ঐ দুই বেটি বাংলাদেশের নেত্রী হইতে পারে, কিন্তুক বাংলাদেশ মানেই ঐ দুইজন না। সো দেশ বিবস্ত্র হইছে, এইটা মানতে পারলাম না। আমি, আপনে আমরা কি তাইলে এই দেশের বাইরে? আমাদের মন কিংবা মানসিকতা কোনকিছুই এখনো অতো উলঙ্গ হয় নাই। আমাদের মতো অনেক মানুষ এই দেশে আছে, তারা এখনো অতো উলঙ্গ হয় নাই।
দুই রাজনীতিবিদ মল্লযুদ্ধে অবতীর্ণ হয়ে একে অপরের কাপড় ধরে টানাটানি করছেন। এতে দু'জনই ক্রমাগত উলঙ্গ হয়ে চলেছেন। আমরা সভ্য মানুষ এসব দেখে পীড়া বোধ করছি। এটা ঐ দুইজন যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাদের জন্যই ভালো। নাহলে আমরা ম্যাংগোপিপল বড়জোর কি আর করতে পারি। নিতান্ত মেজাজ খারাপ করে তুললে ওদেরকে লাথি দিয়ে গদিচ্যূত করা ছাড়া?
মীর, দেশ বিবস্ত্র এইখানে এই অর্থে যে, এরা যদি দেশের নেতৃত্বে না থাকতো, দেশের উন্নয়নের ধারা আরো বেগবান থাকতো, বিশ্বের কাছে আরেকটু সম্মানীত হতে পারতো দেশ ! আরেকটু ভালো রাজনীতিবিদ যদি নেতৃত্বে আমরা পাইতাম, দেশও আরেকটু ভালো চলতো ।
গু-এর দুই মাথার মতো ঘুইরা ফিইরা এইসবইতো আমগোরে দেখতে হয় । এই দেশের জনসম্পদ জনশক্তিতে রূপান্তরিত হইতে পারতো । সে পথও বন্ধ হইছে, কারণ এরা পরস্পরের শাড়ি টানাটানি কইরা পরস্পররে উলঙ্গ করতে যতোটা ব্যস্ত, অন্য কিছুতে অতো মনোযোগ তাগো নাই ।
দেশের বাইরে প্রবাসী বাংলাদেশীদের অবস্থা প্রায় প্রত্যেক দেশেই অতি শোচনীয় ! এটা নিয়া সরকার কেশ পরিমাণ কাজও করতে ব্যর্থ হইতেছে !
সরকার কি শুধু জনশক্তি নিয়া কাজ কর্তে ব্যর্থ হইসে শিপন ভাই? এছাড়া তারা কি অর্থনীতি নিয়ন্ত্রণ কর্তে ব্যর্থ হয় নাই? খালেদা জিয়ার বাড়ি নিয়ে সৃষ্ট সাম্প্রতিক ন্যাক্কারজনক ঘটনায় একটু ধৈর্য্যশীলতা ও মহত্বের পরিচয় দেখাইতে ব্যর্থ হয় নাই? মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি কৈরা নিজেদের অবস্থানগত অধিকার আদায় কর্তে ব্যর্থ হয় নাই? তিস্তা নদীর পানিবন্টন ইস্যূর সুষ্ঠু সমাধান করে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদে বসবাসকারী প্রান্তিক চাষীদের জন্য কিছু করার চেষ্টায় ব্যর্থ হয় নাই? ছাত্রলীগের মনুষ্যবোধ-বিবর্জিত পাগলা সারমেয়গুলার লাগাম টাইনা ধরতে ব্যর্থ হয় নাই? এরাম শিক্ষা, স্বাস্থ্য, বৈশ্বিক পরিমন্ডলে উপস্থাপন -অসংখ্য খাতে কি সরকার এই এক বছর সাড়ে এগার মাসে ব্যর্থ হয় নাই?
মোটা দাগে না দেইখা যদি এ্যাপ্লিকেশন লেভেলের দিকেও তাকাই তাহলে, বাংলাদেশের পক্ষে আগামী কয়েক দশকে যে কয়েকটি খাত থেকে সবেচেয়ে বেশি অর্থ ও সমৃদ্ধি অর্জন সম্ভব, তার মধ্যে একটি হচ্ছে পর্যটন খাত; বিবেচনায় কক্সবাজার ও সেন্ট মার্টিন নিয়ে সরকার কি ভাবতেসে জানেন? 'নিউ সেভেন ওয়ান্ডার্স' ক্যাম্পেইনেও তো সরকারের তেমন কোন জরুরী উদ্যোগ নেয়ার ইচ্ছা দেখি না। আপ্নে কি আমাকে বলতে পারেন, আমাদের দেশে উন্নতির পরিকল্পনাটা আসলে কোন অবস্থায় পড়ে আছে? আমরা এখন কোন লেভেলের উন্নতি চাই? বিগিনার, মিডিয়াম না অ্যাডভান্স? বিশ্ব এখন কোন লেভেলের উন্নতি নিয়া মাথা ঘামাইতেছে?
যদি বলি, আগামী পঞ্চাশ বছর পর এই দেশের কি হতে পারে সেটা কি কেউ আসলেই চিন্তা কর্সে? এর উত্তর কি কেউ দিতে পারবে? কিন্তু এই চিন্তাটা করা কি উচিত না? ইউরোপীয়ন বা আমেরিকানরা এভাবে ভেবে আসছে তিনশ'-চারশ' বছর আগ থেকে। ভাই, এই কালশূন্যতাটুকু আমরা অতিক্রম করবো কিভাবে?
এখন গু এর দুই মাথার কথা কইতেসেন? আমি আপ্নেরে একটা কথা কৈতে পারি। ভোটের সময় কিন্তু ২৬২ আসন আওয়ামী লীগ ঠিকই পাইসিলো। মনে রাখা দর্কার, যারা এই ভোট দিসে তারা কিন্তু আমার-আপনার মতোই ম্যাংগো। যারা সারা বছর ধৈরা শুধুই পাকবো এবং ফাইনালী বছরের একটা পূর্ব ও সুনির্দিষ্ট সময়ে খেল দেখাইবো। সে সময় কিন্তু আর কারো কথা না, শুধু তাদের কথাই চলে। তাই এই দেশ বিবস্ত্র হৈতে এখনো অনেক বাকি আছে।
যাক, অনেক অ.ট. কথা চলে আসলেও আমি আপনার পোস্টের বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত। প্রতিহিংসার রাজনীতি , বাপ-বেটা, পোলাপাইন মিইলা এক সঙ্গে পর্ণো দেখার মতনই নোংরা !
মীর, একটা কথা প্রায়শই বলি, "বোধকরি আমাদেরই এক আজব দেশ, যার প্রায় সব সেক্টরই অযোগ্যদের দখলে ! যোগ্যরা পরিত্যক্ত এবং পরিত্যাজ্য !"
আপনার দীর্ঘ প্রতি মন্তব্যটির পরে আসলে আর কিছু বলার থাকেনা !
আমাদের একজন মাহাথীর মোহাম্মদ দরকার ! কবে পাবো ! আদৌ কি পাবো !
মীর, একটা কথা প্রায়শই বলি, "বোধকরি আমাদেরই এক আজব দেশ, যার প্রায় সব সেক্টরই অযোগ্যদের দখলে ! যোগ্যরা পরিত্যক্ত এবং পরিত্যাজ্য !"
আপনার দীর্ঘ প্রতি মন্তব্যটির পরে আসলে আর কিছু বলার থাকেনা !
আমাদের একজন মাহাথীর মোহাম্মদ দরকার ! কবে পাবো ! আদৌ কি পাবো !
মীর,আপনার লেখাটা পড়লাম এবং চমকৃত হলাম আপনার দেশচিন্তার গভীরতা দেখে।আমি আপনাকে অনুরোধ করছি লেখাটিকে একটু মডিফাই করে পোস্ট আকারে দিয়ে দিন, বন্ধুরা ভাবনার খোরাক পাবে।ধন্যবাদ আপনাকে।
বাঙাল জাতটা কত নীচ জাতের এইটা নগ্ন (লেংটা কইতে চাইছিলাম, কিন্তু কেউকেউ কইব মার্জিত ভাষায় সমালোচনা করেন) কইরা তুইলা ধরা হইতাছে দিনকে দিন।
এইসব তথাকথিত রাজনীতিবিদরা আসলে নগ্নই সবসময় ! আমরাই ভুল করি, এদের প্রতি আস্থা রাখি !
এদের নিজেদের নগ্নতায় সমস্যা নাই, দেশ যদি মা হয়, সেই মারে নগ্ন করণের খেলাটা দুঃসহ লাগে !
আমারওতো গালি আসে, কিন্তু গিইলা ফালায় !
ইদানীং যথেষ্ট ভদ্র হয়া উঠছি !
কালকে খবরটা শুইনাই মেজাজ গরম হইছে!
রাজনীতি !
চ্রম ফেড আপ এই সব দেইখ্যা ।
এইসব ফাইজলামী দেইখা স্বাভাবিক থাকাটাই অস্বাভাবিক !
যতো মনোযোগ নাম বদলে দেয়া হয়, প্রতিশোধ পরায়নতায় দেয়া হয়, স্বভাব বদলে তার অর্ধেক মনোযোগ দিলেও দেশ জাতি উপকৃত হয়তো
বিটিভির খবরটা একটু পজেটিভলি নেন। অনেক মজা পাইবেন। মিথ্যাবাদী খালেদার শাস্তি।
কিরম পজেটিভলি নিতাম, আরেকটু বিষদ যদি কইতেন ..
.................................................
মানিক ভাই, আপনার মন্তব্যটিতে শূন্য কতোগুলো চতুর্ভুজ দেখতে পাচ্ছি শুধু ! বর্ণহীন ! এরকম হলো কেন !
এর মাধ্যমে খালেদা জিয়ার চেয়ে আওয়ামী লীগেরই ক্ষতি হয়েছে বেশি। দেশে অবশ্য এসব স্টান্ট বিশ্বাস করার মত লোকেরও অভাব নাই
এগো ক্ষতি নিয়া আফসোস নাই ! এই ধারার রাজনীতিরে আসলে দেশের ক্ষতি হিসাবেই দেখি !
চুপচাপ পড়ে গেলাম।
চুপচাপ থাকতে পারাটাও মন্দ না !
মুখ খুললেই বিপদ !
বিটিভির খবরের ব্যাকগ্রাউন্ড আছে ম্যালা। সামনা সামনি দেখা হলে বলা যাবে। ওপেন ফোরামে বলা সম্ভব না।
যেইটুকু বলা সম্ভব সেইটুকু হইলেও একটু বলেন না শুনি !
হাহাহা
ভাইরে, বড়ো বিরক্তি থেইকা পোস্ট দিছি , হাইসেন না...
দিছেন যখন, ইমো বাকীগুলাও দিয়া দিতেন
আমারে ভেংচি কাইটা শেষ করলেন, খালি ইঙ্গিত , প্রকাশ নাই ক্যান ?
ভেংচিটা মিসটেক।আসলে হাসি-কান্নার ইমো দিকে গিয়া....।
বিটিভি দেখিনা...আর বিটিভি'র খবর নিয়া মন্তব্য করার রুচি হয় নাই।ডোন্ট মাইন্ড ব্রাদার।
ঈশান মাহমুদ , পথ চলতে স্কুলজীবনের কোন বন্ধুকে হঠাৎ পেয়ে যাবার আনন্দটা ঠিক ভাষায় প্রকাশ করা যায়না হয়তো, পুরনো কোন বন্ধুকে নতুন করে পেলেও তেমন হয় ।
আপনাকে আমরাবন্ধুতে পেয়ে খুবই ভালো লাগছে ।
হাসান ভাই, সাঈদ ভাইদের সঙ্গে যোগাযোগ থাকলে, আমার সালাম - শুভেচ্ছা বলবেন । আমরাবন্ধুর একজন ব্লগার হিসাবে আমার পক্ষ থেকে, এবং আপনার পক্ষ থেকেও ওনাদেরকে 'আমরাবন্ধুর' দাওয়াত দেবেন ।
ওনাদেরকে পেলে নিশ্চয়ই আমরাবন্ধু সমৃদ্ধ হবে ।
শিপন, আমার অনুভূতিও আপনার মতোই। হাসান আমার বাল্যবন্ধু। আমরা একই এলাকায়(খিলগাঁও'তে) বড় হয়েছি, ও এখন বিয়ে করে শ্বশুর বাড়ি এলাকায় থাকে,তাই যোগাযোগ কম। সাঈদের সঙ্গে শেয়ার মার্কেটে প্রায়ই দেখা হয, ওদের অবশ্যই আপনার কথা বলবো।
আশাবাদী হয়ে, আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকলাম, একদিন তাঁদেরও আমরাবন্ধুর ব্লগার হিসাবে পাবো । আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
ব্যাপারস না ! আমিও মজা কইরাই বলছি !
দুই পক্ষের ক্রমাগত ছাগলামী দেখে মজাই পাচ্ছিলাম
তবে সরকার পক্ষের শেষ ছাগলামিটা মাত্রা ছাড়াইছে, একমত। পারফেক্ট পারভারশন।
এতদিন সরকারগুলারে আমরা স্বৈরাচারী/অত্যাচারী/দুর্নীতিবাজ/দালাল - এইসব বিলা গালি দিতাম। এখন নতুন আরেকটা শব্দ চালু হবে, "পারভার্ট"।
পাবলিক স্লোগান দিবে, "পারভার্ট অমুক/তমুক, গদি ছাড়ো ছাড়তে হবে।"
খারাপ কি? এরা মারামারি কইরা নিজেরাি নিজেদের চেহারা দেখাচ্ছে। খালি আমপাবলিক বুঝলেই হইতো।
পাবলিক স্লোগান দিবে, "পারভার্ট অমুক/তমুক, গদি ছাড়ো ছাড়তে হবে।"
আপনার এই পর্যবেক্ষণটা দারুন হইছে । যদি সত্যিই পাবলিক এরকম স্লোগান তুলতো তথাকথিত রাজনীতিবিদদের মুখে সঠিক অর্ধচন্দ্র পড়তো !
ছেষট্রি বছরের দাদী আম্মারে লেসবিয়ান বানাইয়া হাসিনা নানীর কি উপকার হবে বুঝলাম না।
লেসবিয়ান... আমি কি হাসুম !
আওয়ামীলীগ এর এই যে নীচে নামার প্রতিযোগিতা.।।বিএনপিও কম যাবে না! আর আমরা.।!
আর আমরা আম জনতা ক্রমবর্ধমান তিতা নিয়াই , তেতো জীবনে বাইচা থাকমু কিম্বা মইরা যামু !
মন্তব্য করুন