লিখতে হলে..... কিনতে হবে....
"লিখতে হলে পড়তে হবে, পড়তে হলে কিনতে হবে
বইমেলায় যান, বই কিনুন !"
কথাগুলো খুব পছন্দ হয়েছে । দেশের বাইরে থেকে এই মেলাকে খুব মিস করি । যারা দেশে আছেন, একদিনের জন্য হলেও মেলায় 'ঘুরান্তি' দিয়েন । ঘুরান্তির সঙ্গে বইও কিনেন পছন্দসই ।
এই প্রসঙ্গে আরো একটা কথা মনে পড়লো, - "যে যতো ভালো পাঠক, সে ততো ভালো লেখকও !"
বা অন্যভাবে বলা যায়,- " ভালো লেখক হবার পূর্বশর্ত, ভালো পাঠক হওয়া ।"
ভালো কথা। থাম্বস আপ।
ধন্যবাদ, তানবীরা ।
আরে আরশি যে... স্বাগতম জানাইয়া গেলাম পয়লা পোস্টে
... কিরম আছেন? হাত খুইলা লেইখা যান... আম্রা অপেক্ষায়... অপরবাস্তব কবে আইবো জানেন কিছু?
গতকাল বইমেলায় গেছিলাম... একটু মায়াই লাগলো... কিরম পুওর পুওর একটা ভাব
... দর্শনার্থীদের বড় একটা অংশের আবার বই বের হইছে এই বই মেলায়
ভাল থাইকেন
ধন্যবাদ টুটুল ভাই ।
আশা করছি, আগামি ১২ তারিখ শুক্রবার "অপরবাস্তব" মেলায় ধরানো যাবে ।
প্রেসে কাজ শুরু হয়েছে ।
ইয়ে...হাত খুইলা রাখলে লেখতে সমস্যা হইবো, হাত সঙ্গে রাইখাই লেখুমনে
আম্মো একটা বই কিনছি, নাম 'সুখ-সমৃদ্ধি'! জীবনে সুখ সমৃদ্ধির বিকল্প নাই।
আপনিই সেই আরাশি নাকি? পুরা নাম দেখে চিনি নাই। অনেকদিন পর, কেমন আছেন?
জ্বি বস, আমিই সে হতভাগা
ভালো আছি, আপনি ভালোতো ?
স্বাগতম! সময়োপযোগী পোস্ট লাইক্কর্লাম
শিপনের ছোটগল্প আমরাবন্ধুতে নিয়মিত পড়তে চাই। আগামী বইমেলা থেকে আরাশির গল্প সংকলন কিনতে চাই।
লাইক্করারলাইগা ধইঞ্চা , বুজি !
দুইটা চাওয়া-ই পূর্ণতা পাক, দোয়া করি
কথাটি আসলেই খুব সুন্দর।
জ্বি, ধন্যবাদ রুমানা বৈশাখী
আজকেই গেলাম। অনেক খুঁজছি শস্যপর্ব, পাই নাই...কনফুসিয়াসের বই কেনার ইচ্ছা ছিল। শিবরামের কিশোর গল্পসমগ্রের একটা হাতিমার্কা পার্ট, আরিফ জেবতিকের আমারে নিয়া লেখা বই
সেবা থেকে আনা ফ্রাংকের ডায়রি আর শহিদুল জহিরের একটা বই কিন্যা আপাতত বাসায় ফিরছি।
সেবাতেতো ঢুকতেই পারি নাই... এই একটা স্টলে সব বইমেলায় ভির থাকে
সেবাতে ঢুইকা কি কাম! ক্যাটালগটা নিবেন। বাইছা নেয়া শ্যাষ হইলো টিক মাইরা ভিতরে পাস কইরা দিবেন, ব্যাস...ওরাই ধরায় দিব বই আপনার হাতে। এই একটা স্টলে আরামসে বই কেনা যায়...কখনো কোনো বই পছন্দ কইরা না কিন্যা ফেরত আসি নাই। সব বই যদি এরাম সস্তা হইত
অনেক কিনছেন বস ! সেইরম মিস করি মেলার প্রাণের উৎসব ।
এক এগারোর রাতে একুশ নাম্বার আঙ্গুল ?
আপনিই তাসনিম খলিল জেনে ভালো লাগছে ।
ভাঙা জেবতিকের তাসনিম খলিল না ওনার লিখার তাসনিম খলিল তো সম্ভবত আমাদের নাজনীন খলিল এর ছেলে; তবে ভাঙার নাম সম্ভবত সামহাউ তাসনিম
ভাঙ্গার নাম তানিম
আরাশি "ধরা"
@নুশেরাবু,
ভালোরকমের ধরা খাইলাম
নায়কের নাম তানিম দেইখাই তো কিনলাম
জ্বি , জনাব, ভালোই ধরা খাওয়াইলেন আমারে
তাসনিম খলিল , আমাদের নাজনিন খলিলের সন্তান সেটুক জানতাম,
তবে এইখানে ভুল কর্ছি !
প্রস্তুত হইতাছি। আসিতেছি। আরাশিরে স্বাগতম।
ধন্যবাদ, মাসুম ভাই ।
শুক্রবার ১২ তারিখ, অপরবাস্তব - ৪ মেলাতে আসার সম্ভাবনা আছে ।
ব্লগে ভালো লেকহকরা বেশীরভাগই ভ্যাবহ খারাপ পাঠক। তারা নিজের ব্লগ ছাড়া আর কারো ব্লগে যাননা। আফসুস।
তবে বইমেলা মিস করি। ১০ বছর হয়ে গেলো যাইনা ।
আপনার সঙ্গে পুরোপুরি একমত না ।
সবাই অন্যের ব্লগে যাননা, এটা বোধহয় ঠিকনা ।
তবে, বেশীরভাগেরই এই দোষটা আছে, এটা সত্য ।
তারচে' বড়ো সত্য, সহব্লগারের লেখা পড়লেও মন্তব্য এবং মতামত দেবার উদারতাটুকু তারা প্রায়শই দেখাতে পারেন না ।
এবার বইমেলা যাওয়া হবে না
...
কেন ভাই ?
স্বাগতম
আমিতো আরো আগে আসছি কাক্না !
পোস্ট এই প্রথম
না গত বছর ও গেছিলাম বই মেলায়...ভাইগ্না ভাতিজি মিলা অনেক বই কিঞ্ছে।। মাগার কিনার পর হজ্ঞলতে বই নিয়া পলান্তিস দিয়া ভাগ্নিরা র ভাতিজি রা এই অধম রে দোকান দার গো সামনে দারা করাই দিয়া গেছে...এই যে গৌরিসেন রেখে গেলাম উনি। টাকা পে করবেন...আমি তো গৌরিসেন কে খুজছিলাম মাগার পরে বুঝলাম আমি সেই হত ভাগা...এক কিপটা বন্ধুর সাথে গেছিলাম ও বই নেয়ার পর বল্ল যে মানি বেগ ভুল করে বাসায় ...রেখে এসেছে...তো কি আর করা ...দাও গৌরিসেন...এর ।।পর থেকে কানে ধরছি বই মেলাতে জাও তো একা একা যাও...আর আমি যে বই কিনলাম দুই দিন পড়ে দিয়ে দেয়ার কথা কিন্তু আজও তা ফেরত পাই নি...আসলে বই পড়তে হলে কেনার কোনো বিকল্প নেই...আসুন আমরা সবাই বই মেলায় যাই।।বই কিনি নিজে পড়ি ও অন্যকে উপহার দেই...
আপনার কাহিনী কিঞ্চিত করুণ হইলেও বিয়াপক মজাক পাইলাম !
হে হে হে ! তয়, বস, আশা করি এইবারও এইরাম...বই কিনবেন
স্বাগতম।
ধন্যবাদ আশরাফ ।
অতি অবশ্যই বই মেলা...
অতি অবশ্যই বই মেলাতে...যাওয়া বাঞ্চনীয়
দোয়া করুন ...যেন দেশে যাইবার পারি।।ফেব্রুয়ারি তে ...তাহইলে সম্ভাবনা আছে...না হইলে...না হবে মেলা দেখা না হইবে বই কিনা...খুব মিসাইতাছি...।না পারলাম বানিজ্য মেলাতে যাইতে...না পারলাম বই মেলাতে...
মন্তব্য করুন