বদলে যাওয়া মানে কি?
বদলে যাওয়া মানে নিজেকে বদলে ফেলা। আমরা দৈনিক প্রথম আলোর স্লোগানে এ লেখা যেখানে সেখানে দেখতে পাই। সবাই নিজেকে বদলে ফেললে কি ঠিক হয়ে যাবে? তাহলে তো যে ভালো ছিল সে খারাপ হয়ে যাবে আর মন্দলোক ভালো হয়ে যাবে। আসলে বলা উচিত নিজের বদ অভ্যাসগুলো বদলে ফেলুন। আমি কি কোনো ভুল বললাম?





য়ু আর আ্যাবস্যুলুটলি রাইট।
ধন্যবাদ

না অাপনি েকান ভূল বলেননি। Panama lawyer.
মন্তব্য করার জন্য ধন্যবাদ
ভুল বলেন নাই। যাই হোক
টু এবি
আপনি ভুল বলেননি।
নিয়মিত লিখবেন আশা করি।
আপনি ভুল বলেন নাই।
ধন্যবাদ
এতো সারাংশ মার্কা পোষ্ট কেন?
নীতিমালার কারনে আপনার এই পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে নিজের পাতায় রেখে দেয়া হলো। আশা করি ভবিষ্যতে সাবধানতা অবলম্বন করবেন।
মন্তব্য করুন