বিরক্তিকর বিজ্ঞাপন বিরতি
দিন দিন বাংলা নাটকের মান কমলেও প্রচুর নাটক প্রচার হচ্ছে বাংলাদেশের চ্যানেলগুলোতে। এর মধ্যে কিছু ভাল মানের নাটক হয়। সেগুলো ইচ্ছা থাকা সত্তেও দেখা হয়না। শুধুমাত্র বিজ্ঞাপন বিরতির কারণে। একবার বিজ্ঞাপন শুরু হলে তা যেন শেষ হতে চায়না। অথচ আমাদের নাটকের তুলনায় প্রতিবেশী দেশের নাটক খুব ভাল না হলেও দর্শক ঠিকই দেখছে শুধু বিজ্ঞাপন বিরতি কম হওয়ায়। আমরা যে বলি পাশের দেশে আমাদের চ্যানেল চলেনা। তা চালু করার ব্যাপারে আমরা তাদের কাছে আবেদন করি। যদি চালু করে আমাদের চ্যানেলগুলো পাশের দেশে তাহলে কি সেখানকার দর্শকরা আমাদের বিজ্ঞাপন বিরতির কারণে অনুষ্ঠানগুলো দেখবে বলে মনে হয়না। বরং উল্টা গালাগালি করবে। একবার দেখলে দ্বিতীয়বার আমাদের চ্যানেলে তারা ঢুকবেনা। কারণ আমরই তো সংবাদ ছাড়া কোনো অনুষ্ঠান দেখিনা। কতরকম যে বাজে মন্তব্য বেরোতে চায় তা প্রকাশ নাই বা করলাম। আমাদের চ্যানেলগুলোর বিরতিহীন বিজ্ঞাপন প্রচার দেখে মনে হয় তারা যেন অনুষ্ঠান প্রচারের থেকে বিজ্ঞাপন প্রচারে প্রতিযোগিতায় নেমেছে। আমরা তো পাশের দেশের অনেক কিছুই তো দেখে নকল করি সিনেমা থেকে গান সুর। এমন কি কপিরাইট করি। অনুষ্ঠানে বিজ্ঞাপনপ্ রচারের ব্যাপারে তাদেরকে নকল বা কপিরাইট করলেও চ্যানেলগুলোর কিছু উন্নতি বাড়তো। পাশাপাশি দর্শক সংখ্যাও বাড়তো। এ বাপারে কর্তৃপক্ষ কি নজর দেবে কি? মনে হয় দেবে না। কারণ তারা তো আর আমাদের মতো সংবাদ ছাড়া অন্য অনুষ্ঠান দেখে বলে মনে হয় না। যদি দেখতো তাহলে এ বিষয়ে একটা ব্যবস্থা নিতো।





ধন্যবাদ

চিপস্ এর প্যাকেটের সাথে মিল আছে ... এক প্যাকেট চিপস্ কিনলে অনেকটুকু বাতাসের সাথে ২-৪টা চিপস্ ও পাওয়া যায়!
~
মন্তব্য করার জন্য ধন্যবাদ। আপনি একদম ঠিক বলেছেন। চিপস তাও এক সময় শেষ হয়। কিন্তু আমাদের চ্যানেলগুলোর বিজ্ঞাপন যেন শেষই হতে চায়না।
কোন দেশে যেন শুঞ্ছিলাম, আইন করছে যে বিজ্ঞাপন বিরতি সুনির্দিষ্ট সময়ের বেশি দেখানো যাবে না। আমাদের অমন চিন্তা যে কবে করবে। আর পাশের দেশের কথা বলছেন, তারাও কিন্তু অনেক অনেক বিজ্ঞাপন দেখায়। সেটাও বিরক্তিকর
মন্তব্য করার জন্য ধন্যবাদ। পাশের দেশে কোনো চ্যানেলে বিজ্ঞাপন বেশি প্রচার করে কিন্তু বাংলাদেশের চ্যানেলের মত না।
মন্তব্য করুন