কার কদর বেশি?
আমরা কেউ আসল গুণীর কদর করিনা। যার যা প্রাপ্য তাকে না দিয়ে অন্যকে দিয়ে দিই। যেমন আমরা ফুলের কদর করে তাকে নিয়ে কবিতা লিখি প্রিয় মানুষটিকে উপহার দিই। যে গাছে ফুলটি ফুটে তাকে নিয়ে কবিতা লিখিনা উপহার দিইনা প্রিয় মানুষকে। অথচ গাছ না থাকলে ফুল কি আমরা জানতাম না। আর ফুল না ফুটলে আমরা ফল পেতাম না। আবার আমরা রাতের আকাশে পুর্ণিমার চাঁদকে নিয়ে কবিতা লিখি এবং গান গাই তুলনা করি প্রিয় মানুষের মুখের সঙ্গে। কিন্তু যে সুর্যের আলোয় চাঁদ এমন সুন্দর হয় সে সূর্যকে নিয়ে কি আমরা তেমন করে কবিতা লিখি বা গান গাই? উত্তর একটাই তা হলো না। অথচ চাঁদের সৌন্দর্যের জন্য সূর্য়ের অবদান বেশি।
তেমনি আমরা আকাশ নিয়ে কত কবিতা লিখি ও গান গাই তার সৌন্দর্য নিয়ে। অথচ আমরা মাটির পৃথিবীতে বাস করেও মাটিকে নিয়ে সেভাবে কবিতা লিখিনা এবং গানও গাইনা। আমাদের জীবনে কিন্তু আকাশের চেয়ে মাটির প্রয়োজন। আকাশের সোন্দর্যও কিন্তু মাটির পৃথিবীর কারণে।
আবার একজন শিল্পির ভাল গান শুনে তার কদর তার ছবিটি যত্ন করে সংগ্রহ করি। তার ভক্ত হয়ে যাই। অথচ যে গীতিকার গানটি লিখেছে আর সুরকার সুর দিয়েছে তাদের কদর কি আমরা করি। উচিত ছিল শিল্পির আগে গীতিকার ও সুরকারের কদর করা। কিন্ত আমরা তা করিনা।





আমরা আর মানুষ হইলাম না
আপনই "আমরা" বলতে কারে কারে বুঝাইতেসেন? এই দ্যাখেন কয়েকটা উদাহরন আপনার যুক্তির বিপক্ষে,
গাছ নিয়া কবিতা
অন্ধ ভুমিগর্ভ হতে শুনেছিলে সূর্যের আহবান
প্রাণের প্রথম জাগরণে, তুমি বৃক্ষ, আদিপ্রাণ,
ঊর্ধ্বশীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা
ছন্দোহীন পাষাণের বক্ষ-'পরে; আনিলে বেদনা
নিঃসাড় নিষ্ঠুর মরুস্থলে।
সূর্য নিয়া গানঃ
আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ,
তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান,
বিস্ময়ে তাই জাগে আমার গান॥
মাটি নিয়া গানঃ
মাটি তোদের ডাক দিয়েছে
আয় রে চলে,আয় আয় আয়।
ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে--
মরি হায় হায় হায়।
সুর নিয়া গান
সুরের গুরু, দাও গো সুরের দীক্ষা--
মোরা সুরের কাঙাল, এই আমাদের ভিক্ষা ॥
এগলা সবই রবীন্দ্রনাথের অতি পরিচিত গান/ কবিতা। নেটে খুজতে ২ মিনিট লাগে। এরপরে এটা নাই সেটা নাই বইলা ঘ্যানঘ্যান না করে ইন্টারনেটে একটু খোজ দ্যা সার্চ করে নিয়েন।
সত্যের পরিমাণ কম। আপনি ঘেটে দেখুন ৮০% মিথ্যা পাবেন।
দিক্কার আমাগোরে দিক্কার...
আগের লেখায় না বললেন, কবি ও গীতিকাররা ডাহা মিথ্যাবাদি। তাইলে গাছ, সূর্য, মাটি নিয়া কবিতা/গান লেখনের মাজেজা কি ভাইডি?
আপনি আমার লেখা মনোযোগ দিয়ে পড়ে গভীরভাবে চিন্তা করে এর অর্থ বুঝার চেষ্ট করুন।
ভাই আপনি মনোযোগ কম দিয়ে, মনের দরজা জানালাগুলো যেগুলো পেরেক ঠুকে বন্ধ করে দিয়েছেন, যা চোখে দেখেন তার বাইরে যে কিছু কল্পনা করেন না, সেটার দিকে মন দিলে হয় না?
আচ্ছা, আমি এই গানটার মানে বুঝতেছি না। আপনি একটু মনোযোগ দিয়ে শুনে গভীরভাবে চিন্তা করে এর অর্থ বুঝিয়ে দিবেন
http://www.youtube.com/watch?v=YR12Z8f1Dh8
ভাই.... আপ্নার সব লেখাই দেখি কঠিন লেখা ........ মনোযোগ দিয়া পইড়া তারপর গভীরভাবে চিন্তা কইরা এর অর্থ উপলব্ধি করতে হয় ......... একটু সহজ কইরা লেখা যায়না ????
কিন্তু আপনার লেখা পইড়া বোঝা যায় আপ্নে বিরাট গাতক থুক্কু গবেষক ........
তাহলে, কোন গান, ছবি, কবিতা ভালো লাগ্লে তার ইনপিরেশন, আর সারবস্তুটাকেই বাহবা দিতে হবে? আর আকাশ আর মাটির মাঝে দরকারী কি সেই তুলনা কেম্নে জানবো? আলোচনা কইরেন প্লিজ।
লেখার গভীরতা এখন বুঝতে পারি নাই যদিও
আপনার চিন্তাগুলো না কেমন যেন! ইয়ে মানে একটু ছাগল টাইপ।
ছি: লীনা ছি:
তানবীরা, শর্মি... স্যরি আপু
আয়হায় লীনাআপা! আপনি এইটা কি বললেন? আপনিও গুনীর কদর বুঝতে ব্যর্থ হইলেন। কষ্টে আমার হৃদয় ভাইঙ্গা চুরমার হয়ে যাইতেসে।
মন্তব্য করুন