৮০% কবি ও গীতিকার ডাহা মিথ্যাবাদি
৮০% কবি ও গীতিকার ডাহা মিথ্যাবাদি। কারণ তাদের কবিতা ও গানে সত্যের চেয়ে মিথ্যা কথাই বেশি থাকে। যেমন তারা বলে চাইলে আমি তোমার জন্য আকাশের চাঁদ এনে দিতে পারি। আরো পারি তোমাকে আমার হৃদয়টা বের করে দিতে। শীল্পীর কণ্ঠে শুনি আঙ্গুল কাটিয়া কলম বানাইয়া নয়নের জলে কইরা কালি, কলিজা চিড়িয়া লিখন লিখিয়া পাঠাতাম শ্যাম বন্ধুর বাড়ি। আজ পর্যন্ত কি কেউ কাউকে চাঁদ এনে দিতে পেড়েছে? আপনারাই বলুন আঙ্গুল কেটে ফেলে সে কিভাবে লিখবে? নয়নের জলে চিঠি লিখলে কি সে লেখা পড়া যাবে? আর কলিজা চিড়লে তো তার বেঁচে থাকার কথাইনা তাহলে লিখন লিখিয়া কিভাবে প্রাণ বন্ধুর বাড়ি পাঠাবে? মরা মানুষ কি কোনো কিছু করতে পারে? স্বাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউ কাউকে কখনো বৈরাগী বানিয়েছে কেউ দেখেছেন?
আমি একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে পরাণ আমার রয়না পরাণে। পরান না থাকলে কিভাবে এ কথা বলছে। কেউ কাউকে একদিন না দেখে মরে যায় আমি দেখিনি। কবি ও গীতিকারদের এমনও আরো অনেক মিথ্যা কথা আছে তাদের কবিতা ও গানে। তার বর্ণনা একদিনে দেওয়া সম্ভব না। আপনারা একটু মনোযোগ দিয়ে সেগুলো শুনলে পড়লে বুঝতে পারবেন।





হ
ধন্যবাদ
ভাইজান কি কোন কারণে ক্ষেপে আছেন ?
ক্ষেপার কারণ নাই। আমি কি মিথ্যা বলেছি?
বাই এনি চান্স ভাইয়া কি কখনো কবি ছিলেন?
আপনাকেইতো খুঁজছিলাম আমরা .।.।.।.। আপনি এখন সত্যি কথার ব্লগ লিখছেন। এরপর গান-কবিতা-সিনেমা সব লিখবেন। মিথ্যে কথাকে গোড়া থেকে উপড়ে ফেলবেন। শাবাস
আগে খেয়াল করি নাই তো ভাইয়া।
খুব ভালো লেগেছে আপনার এই লেখা।
এইসব কবি-গীতিকাইরগো দেশ্ছাড়া করা দর্কার।
আপনি এক কাম করেন, এক্ষনই একটা সইত্য গান লিখা দেখায় দ্যান বিয়াকুবগুলারে গান কেমনে লিখতে হয়। তাইলে হয়তো এগো একটা শিক্ষা হইত্যে পারে।
আগে খেয়াল করি নাই তো ভাইয়া।

খুব ভালো লেগেছে আপনার এই লেখা।
হাসুম না কান্দুম বুঝতে পারতেছিনা
মন্তব্য করুন