টুনির কাছে টোনার চিঠি
ওহে আমার টুনটনি বউ,
আমায় কথায় কথায় এত বকিও না। তোমার সুমধুর কন্ঠ হইতে রোজ যে ভৈরবী রাগ আমার প্রতি ঝরিয়া পড়ে তাহা আমার হার্টের জন্য বেশি সুখকর নহে। ডাক্তার টিয়া ভাই বলিয়াছেন আমায় শব্দ হইতে দূরে থাকিতে। টিয়া ভাইয়ের বউটা কি চুপচাপ! খুবই ভালো লাগলো। মেয়েরা এত চুপচাপ হয় ভাবাই যায় না।
বউ আমার, তোমার খোটা খাইতে খাইতে আমার স্নায়ুগুলি দূর্বল হইয়া গিয়াছে। বিশ্বাস না হইলে টিয়া ভাইয়ের বউকে জিজ্ঞাস করিয়া দেখ।
কথায় কথায় তুমি বলিয়া ওঠ আমায় বিয়া করিয়া নাকি তোমার কপাল পুড়িয়াছে। তাহলে টিয়া ভাইয়ের বউয়ের কথা শুনিয়া তুমি এত জ্বলিয়া উঠিয়াছো কেন? তোমার অকর্মণ্য বরকে কেউ কাড়িয়া লইলে তো তোমার বাঁচিয়া যাইবার কথা।
পরিশেষে বলিতে চাই, তোমায় ভালোবাসি। মিলমিশ করিয়া চল আগের খুনসুটি দিনগুলিতে ফিরিয়া যাই। ছানাগুলি কাহার দোষে পড়িয়া যাইতে যাইতে বাঁচিয়াছে এই লইয়া ঝগড়া না করিয়া চল দুইজনই সাবধান হইয়া তাহাদের উড়াইতে শিখাই। পাতার ছায়ায় বসিয়া গান গাওয়া, বালুতে রোদ পোহানোর মত কত সুন্দর স্মৃতিই না আমাদের রহিয়াছে।
বউ, তুমি কি আমার সাথে সেই দিন গুলিতে ফিরিয়া যাইবে?
ইতি
তোমার টোনা বর
আপনি তো চিঠি লেখায় সিদ্ধহস্ত দেখা যায়। আমাদের ননসেন্স ভাইও কিন্তু ভালো চিঠি লিখেন
মজ়া পাইলাম!
মুখপোড়া মিনসে বলে কি?
আগের দিন বাঘে খাইসে
এইটা আরো রসালো হতে পারতো, রসের ঘাটতি আছে
তারপর ফলাফল কি হইলো?
টোনা দুঃখ পাইয়া টিয়া পাখির বউয়ের সহিত বন হইতে শহরবাসী হইলো।
ইয়াল্লা!!! টুনির তাইলে কি হপে?
বনবাসিনী তো হয়েই আছে। এখন দেবদাসীনিও হয়ে যাবে। কোন টোনা আর এই বজ্রহৃদয়ের সাথে থাকতে চাইবে?
বাহ! সুন্দর তো!
টিয়া ভাইয়ের বউ, টুনি-টোনার গল্প বেশ পেলাম।
ইয়ে মানে, টিয়া ভাইয়ের বউকে নিয়ে আরো কিছু লেখেন।
মন্তব্য করুন