২০১৪
২০১৩ চলে যাচ্ছে জীবন থেকে। প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব কষবো না। আমি তো আর একাউন্টেন্ট নই, যে লেজার মেলাবো! তবুও কিছু কথা না বললেই নয়।
শুরু করেছিলাম এক নতুন উদ্দীপনা নিয়ে। চেয়েছিলাম নিজেকে প্রমান করতে। হয়তো পেরেছি হয়তোবা পারিনি। সেসব নিয়ে ভাবা এখন অরণ্যে রোদন বই কিছু নয়। আমার তো আর টাইম ম্যাশিন নেই, যে ফিরে গিয়ে পূর্ণতা নিয়ে আসবো!!!!
একজনকে ধন্যবাদ জীবনের সবথেকে দুঃসময়ে পাশে থাকার জন্য। কিন্তু মানুষ স্বার্থপর প্রাণী তাই হয়তো সুখের অসুখে ভোগে!!!
অনেকগুলা আপনজন পেয়েছি। যারা হাজারো পাগলামী সহ্য করে পাশে বসে থাকে। কষ্ট পেতে দেয় না। হয়তো ভালোবাসে বলেই শত -সহস্র স্বেচ্ছাচারীতা সহ্য করে। এদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করার সামর্থ্য আমার নেই।
মিস করি খুবই কাছের একজন মানুষকে যে সর্বদা থাকতো ছায়া হয়ে আমার পাশে। বেদনার তুমুল আঘাত যে কক্ষনো আসতে দেয়নি কাছে। হয়তো সে আজ অনেক দূরে। তার সাথে আমার দিন রাতের সময়ের ব্যাবধান। তার জন্যই আসলে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল কথাটাকে সত্য মনেহয়।
ভালোবাসি তাদেরকে যারা অশেষ ভালোবাসায় আগলিয়ে রেখেছে আমায়। যারা স্বার্থহীন কন্ঠে বুক চিতিয়ে বলে, "বন্ধু আমি থাকতে তোর কোনো ভরসা নেই!" ভালোবাসি তাঁদেরকে।
ভালোবাসি সেই স্পেশাল ওয়ান কে। যার দেয়া অগণিত খামছির দাগ আমি বয়ে বেড়াই। যার পাশে নিজেকে রেসপন্সিবল মনেহয়।
হারিয়ে খুজছিলাম নিজেকে হাজারো অজানা মানুষের ভীড়ে। খুঁজে পেয়েছি অপ্রত্যাশিত কোনো এক গুট্টুসের হৃদমাজারে। আজ যদি তাকে ভালোবাসি না বলি তবে যে বড় অন্যায় হয়!!! "ভালোবাসি তোমায় গুট্টুস, নিজের মতো করে। আপন আত্মাদিয়ে। বেসেও যাবো।" শুধু পাশে থেকো।
জীবনে পূর্ণতাই আসল। আর অপূর্ণতা গৌণ। আজ মূখ্যের দিন। গৌণ তোলা থাক।
বিদায় ২০১৩। তুমি জান্নাতবাসি হও।
স্বাগতম ২০১৪। তুমি চিৎকার করে কেঁদে ওঠো। জানান দাও নিজের আগমনের।
হ্যাপি নিউ ইয়ার
হেপ্পি নিউ ইয়ার
চমৎকার সালতামামী।
ভালো কাটুক আপ্নার দিন রাত্রি, সারা বছর জুড়েই। ভালো থাকুন।
অনেক ধন্যবাদ, আপনাকেও হেপ্পি নিউ ইয়ার ভালো থাকবেন
খুবই কিউট লাইনটা
হতেই হবে এ যে আবেগ দিয়ে লেখা
মন্তব্য করুন