কিছু সুপ্ত ভালোবাসা আর নির্লিপ্ত প্রকৃতি
সুপ্ত সামাজিকতার এই যুগে ভুল করে জন্ম নেয়া একটি ছেলে। অসামাজিক হলেও সামাজিক সাইটে তার একটি একাউন্ট আছে। সকলের অলক্ষ্যে থেকে সবার লেখা পড়ে বেড়ায়। ভালো লাগলে লাইক দিয়ে সহমত জানায়। এছাড়া ওই নিভৃতচারীই থেকে যায় সকলের অগোচরে।
তার ইনবক্সে কতশত জিজ্ঞাসু মানুষের ভীড়। সবাই পরিচিত হতে চায়। কিন্তু সে ভেবে পায় না, কোথা থেকে শুরুকরে কি বলবে। সবাই তার এই চুপচাপ থাকাকে তার দেমাগ মনে করে। বিরক্ত হয়ে সাথ ছেড়ে যায়।
কিন্তু এই ছেলেটিই এক কথায় দুই কথায় পরিচিত হয় প্রকৃতির সাথে। ওদের দুজনের খুব জমে। কিসের একটা অজানা টানে যে এরা ভালো সংগীতে পরিনত হয় তা কেউ জানেনা। প্রকৃতির নীরবতা সুপ্তকে বিমুগ্ধ করে। প্রবল বেগে কাছে টানে। এই টানকেই হয়তো সবাই ভালোবাসা বলে।
সাধারনের কাছে সুপ্ত একজন আহাম্মকই রয়ে যায়। যে তার আবেগ প্রকাশে ব্যার্থ। কিন্তু সুপ্ত তার হৃদয়ের কোথায় যেনো একটি দুর্বলতা অনুভব করে প্রকৃতির জন্য। হয়তো প্রকৃতি সেটা বোঝে, হয়তোবা বোঝেনা। তাতে কি ই বা যায় আসে?
সবার কাছে ভালোবাসার প্রথম চাহিদাই হলো, প্রিয়জনকে কাছে পাবার আকাংখা। এই আকাংখা সুপ্তর ও আছে। শুধু আছে বললে ভুল হবে, তীব্রভাবে আছে।সে মাঝেমাঝে সেটা প্রকাশও করে ফেলে। কিন্তু কেন যেনো প্রকৃতির নিজস্বতা ভান্গার সাহসটুকু সে করে উঠতে পারেনা। কিভাবে পারবে? প্রকৃতির এই ইচ্ছেমত চলাটাই যে সুপ্তর বেশি পছন্দ!!! এতে যে সুপ্তর কষ্ট হয় না, তা বললে মিথ্যা বলা হবে। তবুও মানিয়ে নেয়। প্রকৃতিকে বুঝে চলে। আশায় থাকে হয়তো কোনো একদিন প্রকৃতি তার নিয়ম বদলাবে নিজ থেকেই। শুধুই সুপ্তর টানে।
সুপ্তর এই যে প্রতিক্ষা প্রকৃতির জন্য। তার কোনো সময়সীমা নেই। হয়তো সেটা ছয়মাস, হয়তো আরো বেশি হয়তোবা অনন্তকাল। কিন্তু আফসোস অপেক্ষার প্রহর খুবই কষ্টের। আর স্বাভাবিক ভাবেই কষ্টের প্রহরটা তুলনামূলক দীর্ঘ। দীর্ঘ থেকে দীর্ঘতর।
সবুরে নাকি মেওয়া ফলে? তবে সবুর করার সময় অনতিদীর্ঘ হলেই ভালো। প্রকৃতির রূপ পরিবর্তনের এই সময়কাল যত ছোটো হবে ততদ্রুতই দুটি মুখে হাসির ফোয়ারা হবে। হাসির ফোয়ারা দিয়ে সুপ্ত ভালোবাসা ছড়িয়ে পরুক প্রকৃতিতে। সকল দুঃখ যন্ত্রণা ভেসে যাক সেই উপচে পরা ভালোবাসায়। সুপ্তরা বেঁচে থাক। প্রাণভরে ভালোবাসুক প্রকৃতিকে। তাদের হৃদয়ে একটিই গান বেজে চলুক,
"ভালোবাসি ভালোবাসি....." ।
#সুপ্ত_প্রকৃতি
সুপ্তরা বেঁচে থাক। প্রাণভরে ভালোবাসুক প্রকৃতিকে। তাদের হৃদয়ে একটিই গান বেজে চলুক,
"ভালোবাসি ভালোবাসি....." । চমৎকার।
ভালোবাসা বিনে কি বাঁচা যায়?
ভাল লাগল। অনেক কঠিন লেখা!
সুপ্ত-প্রকৃতির মিলন ঘটে যাক শ্রীঘ্র।
প্রকৃতি চাইলেই তো হয়!!! কিন্তু চায় কি না, সেটা তো সুপ্ত জানেনা
মন্তব্য করুন