জীবনের পথে প্রান্তরে
অনেক দিন পরে এলাম। সবাই ভাল আছেন নিশ্চয়। সময় সুযোগ অনেক বেশী থাকা সত্বেও নেট ঘাটা ঘাটিতে বসতে মন চাইতো না। বই মেলাই প্রায় দিনেই যাওয়া পড়ে। কিন্তু এখনো পর্যন্ত তেমন কোন বই কেনা হয়নি। লিটিল ম্যাগ চত্বরে গিয়ে মুরালটা দেখলাম গত পরশু। ভাবছি আজ অথবা কাল কিনে ফেলবো। কি লিখবো ভেবে পাচ্ছিনা। ও দাড়ান, সবাইকে একটা কবিতা শোনাই-
জীবন উল্লাসে মাতি নবযৌবনে,
অতুষ্ট থাকে মন অচেতন্যে।
যৌবনে জয়গান গেয়ে উঠে চিত্ত্ব,
অজীর্ন অজুহাত দুর হয় নিত্য।
মনের ময়ূর তখন পেখম মেলে,
বর্ষার আগমনের প্রহর গোনে।
অতৃপ্ত হ্রদয়ের বাসনা যত,
হতে চাই অচিরে অঙ্কুরিত।
আবেগের আবডালে উঠে আসে মন,
শোনেনা সদায় সে নিষেধ বারণ।
দূর থেকে বহুদুরে চেনা অবেশে,
পথ যেন খুজে ফেরে পথের শেষে।
প্রজাপতির রঙিন পাঁখায় রংধনুর ছাঁয়া,
যেন সে খুজে ফেরে কোন এক মাঁয়া।
মায়াবী সে মাঁয়ায় জড়াতে জীবন,
আবেগী হয়ে উঠে উতলা যৌবন।
আবেগের মহে তখন বলে সে বাস্তবতা -
হয়ে গেছি আমি আজ বড় সস্তা !!
তাই নাকি? বেশ বেশ
তা ভাইজান আছেন-টাছেন কিরাম? নেট ঘাটতে মন না চাইলে হবে? তথ্য-প্রযুক্তির যুগ। তায় আবার প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিছেন। আর আপনার কিনা নেটা ঘাটতেই মন চায় না। এটা হইলো কিছু?
যাক্ ভালো থাইকেন। শুভেচ্ছা থাকলো।
এত্ত কম কম আসা ঠিক না
মন্তব্য করুন