ইউজার লগইন

স্টিভেন পল জবস- জীবন জুড়ে তিনি।

স্টিভ জবসের জন্ম ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিস্কো শহরে। পুরো নাম স্টিভেন পল জবস। বাবা-মা ছিলেন অবিবাহিত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জুটি। এর মধ্যে মা জনা চিবলে আমেরিকান ও বাবা আবদুল ফাত্তাহ জান্দালি ছিলেন সিরিয়ান বংশোদ্ভূত।

অবিবাহিত বাবা-মায়ের সন্তান হওয়ায় শৈশবে জবসের ঠাঁই হয় ক্যালিফোর্নিয়ার এক শ্রমিক দম্পতির ঘরে। সেখানেই তিনি বেড়ে উঠতে থাকেন। মাস খানেক অতিবাহিত হওয়ার পর তার বাবা-মা প্রচলতি আইন মেনে বিয়ে করেন। সেখানে মোনা নামে তার একটি বোনের জন্ম হয়। যদিও মোনা তার ভাই জবসের কথা জানতে পেরেছিলেন যখন সে পরিপূর্ণ যুবতী। এরপর একদিন সে তার ভাইয়ের খোঁজে সিলিকন ভ্যালির সেই পালিত বাবা-মায়ের সংসারেও এসেছিলেন। তরুণ বয়সে জবস স্থানীয় স্কুলের ছাত্র থাকা অবস্থায় তার বন্ধু স্টিভ ওজনিয়াক সহ একটি গ্রীষ্মকালীন এক মেলায় কাজ করার সুযোগ পান। এরপর কলেজ জীবনে এসে তার পড়ালেখা থেমে যায়। এ সময় জবস ভিডিও গেমসের দোকানে কাজ নেন। ভেবেছিলেন এর মাধ্যমে তিনি প্রচুর অর্থ উপার্জনের পাশাপাশি ভারত ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন। এখানেই বিপ্লবের শুরু। ভারতীয় উপমহাদেশ ভ্রমণ শেষে জবস যখন দেশে ফিরলনে, তখন তিনি নিরামিষ ভোজি পুরোদস্তুর একজন বৌদ্ধ। ন্যাড়া মাথা আর ভারতীয় পোশাকের আড়ালে সাংঘাতিক বিজ্ঞান মনস্ক জবসের মাথায় তখন আবিষ্কারের নেশা। নানান অভিজ্ঞতায় ঋদ্ধ জবস তখন এলএসডি প্রযুক্তি দ্বারা খুব বেশি আলোড়িত। এ সময় তিনি আতারিতে আবার ফিরে যান এবং বন্ধু স্টিভ ওজানিয়াকের সাথে স্থানীয় একটি কম্পিউটার ক্লাবে ভর্তি হন। ওজানিয়াক তখন নিজের কম্পিউটার নিজেই তৈরি করা শিখেছিলেন। শিখেছিলেন ডিজাইন করাও।

গ্যারেজ থেকে শুরু স্টিভ জবসের
পিতামাতার গ্যারেজ থেকে তিনি বন্ধু স্টিভ ওজনিয়াককে সঙ্গে নিয়ে প্রটোটাইপ (নমুনা) কম্পিউটার নিয়ে শুরু করেছিলেন।তারই ধারাবাহিকতায় বিশ্বসভায় নিজেকে প্রতিষ্ঠা করেছেন স্টিভ জবস। প্রতিষ্ঠা করেন কম্পিউটার নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাপল। ম্যাক, আইফোন ও আইপড-এরমতো বিভিন্ন প্রযুক্তিগত বিস্ময়কর আবিষ্কার দিয়ে তিনি মানুষের জীবনযাত্রাকে পাল্টে দিয়েছেন। ১৯৭৬ বন্ধু স্টিভ ওজনিয়াককে নিয়ে জবস প্রতিষ্ঠা করেন অ্যাপল। তারপর নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে খুব অল্প সময়েই অ্যাপল সুনাম অর্জন করে।সেই সাথে প্রচুর আর্থিক প্রাপ্তিও ঘটে তার।

স্টিভ জবস, ১৯৭৪ সালে তিনি আতারি নামের এক ভিডিও গেমস কোম্পানিতে চাকরি নেন। কিন্তু ভারত সফর করার জন্য কয়েক মাসের মাথায়ই তিনি সেখান থেকে পদত্যাগ করেন। ১৯৭৫ সাল থেকেই মূলত প্রযুক্তিবিদ স্টিভ জবসের যাত্রা শুরু হয়। এ বছর তিনি তার বন্ধু স্টিভ ওজনিয়াককে সঙ্গে নিয়ে তার পিতা-মাতার গ্যারেজে একটি প্রটোটাইপ কম্পিউটার নিয়ে কাজ শুরু করেন। সে কাজটি যে তাকে এতদূর পৌঁছে দেবে তা হয়তো তিনি নিজেও ওই সময় ভাবেননি। ১৯৭৬ সালেই ওজনিয়াককে নিয়ে প্রতিষ্ঠা করেন অ্যাপল কম্পিউটার। এর পরই শুরু করেন তাদের উদ্ভাবিত মেশিন বিক্রি করা। তারা শুরু করেন অ্যাপল-১ দিয়ে। এরপর ১৯৭৭ সালে বাজারে ছাড়েন অ্যাপল-২। এ কম্পিউটারটি ব্যাপক বাজার পায়। ফলে পরের ১৬ বছর তিনি এ কম্পিউটারটির উৎপাদন অব্যাহত রাখেন। ১৯৮০ সালে অ্যাপল-৩ বাজারে ছাড়েন। কিন্তু তা ব্যবসা সফল হতে ব্যর্থ হয়। এখানেই তারা থেমে যাননি। তারা ১৯৮৩ সালে ফের বাজারে ফিরে আসেন। এবার তারা প্রথমবারের জন্য ব্যক্তিগত পর্যায়ে ব্যবহার উপযোগী এক স্ক্রিনের কম্পিউটার নিয়ে আসেন। এর নাম দেন লিসা। এটি একটি মাত্র মাউস দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। কিন্তু এ কম্পিউটারটিও ব্যবসা সফল হয়নি।১৯৮৪ সালে অ্যাপল চালু করে ম্যাকিন্টোশ কম্পিউটার। ১৯৮৫ সালে অ্যাপল তার ৬টির মধ্যে ৩টি কারখানা বন্ধ করে দেয়। বাদ দেয় ১২০০ কর্মচারীকে। এ সময়ই বছরের প্রথম দিকে তারা লোকসানের ঘোষণা দেন। এ সময় জন সালির সঙ্গে দ্বন্দ্ব ঘটলে তাকে কোম্পানি থেকে জোর করে বের করে দেয়া হয়। ১৯৮৬ সালে স্টিভ জবস কিনে নেন লুকাস ফিল্ম লিমিটেড কোম্পানির গ্রাফিক্স ডিভিশন কোম্পানি। এ কোম্পানির মালিক ছিলেন স্টার ওয়ারস-এর প্রযোজক-পরিচালক জর্জলুকাস। ১৯৮৭ সালে ম্যাকিন্টোশ-২ বাজারে ছাড়া হয়। ১৯৮৮ সালে স্টিভ জবস প্রতিষ্ঠা করেন নেক্সট কম্পিউটার। কিন্তু এ প্রতিষ্ঠানও ভাল ব্যবসা করেনি। মাত্র ৫০ হাজার কম্পিউটার বিক্রি করেছিল ওই প্রতিষ্ঠান। ১৯৯৫ সালে পিক্সার এনিমেশন স্টুডিওর প্রধান নির্বাহী হিসেবে স্টিভ জবস প্রকাশ করেন টয় স্টোরি। এটিই প্রথম পূর্ণ দৈর্ঘ্যের এনিমেটেড কম্পিউটার ছবি। এটি সারা বিশ্বে বক্স অফিস হিট করে। ১৯৯৬ সালে অ্যাপল ৪২ কোটি ৯০ লাখ ডলারে কিনে নেয় নেক্সট ও জবসের প্রযুক্তি। তা ব্যবহার করে তারা পরবর্তী প্রজন্মের জন্য সফটওয়্যার বানাতে থাকে। ১৯৯৭ সালে স্টিভ জবসকে অ্যাপলের অন্তর্বর্তী প্রধান নির্বাহী করা হয়। ১৯৯৮ সালে চালু করা হয় আইম্যাক। ২০০১ সালে প্রথম আইপডবিক্রি শুরু হয়। এতে ব্যাপক সফলতা আসে। ২০০৩ সালে চালু করা হয় আইটিউনস। ২০০৭ সালে প্রথম আইফোন চালু করা হয়। ২০১০ সালে বাজারে ছাড়া হয় আইপ্যাড। ৮০ দিনে এর ৩০ লাখ বিক্রি হয়ে যায়।বছরের শেষ নাগাদ বিশ্বজুড়ে তা বিক্রি হয় ১ কোটি ৫০ লাখ। এ বছরে তারা নতুন পণ্য হিসেবে বাজারে ছাড়ে আইপ্যাড-২ ও আইফোন-৪।

গত আগস্টে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জবস। তার স্থলাভিষিক্ত হন জবসের দীর্ঘদিনের সহকর্মী টিম কুক। শারীরিক অসুস্থতার কারণেই অ্যাপলের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচিত জবস পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। অ্যাপলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়- স্টিভের মেধা, ভালবাসা এবং উদ্যমই ছিল অসংখ্য উদ্ভাবনের নেপথ্যে, যা আমাদের সবার জীবনযাত্রার মান উন্নয়নে বিশাল ভূমিকা রেখেছে। স্টিভের জন্যই বিশ্ব আজ অনেক উন্নত। অ্যাপল এ স্বপ্নদ্রষ্টার সম্মানে তাদের ওয়েবসাইটে স্টিভের সাদাকালো একটি বড় ছবি জুড়ে দিয়েছে। সেখানে লেখা, স্টিভ জবস: ১৯৫৫-২০১১।

তথ্য- ইন্টারনেট

পোস্টটি ৬ জন ব্লগার পছন্দ করেছেন

গৌতম's picture


লেখাটির জন্য অনেক ধন্যবাদ। জবস এমন একজন মানুষ ছিলেন যিনি তাঁর আইডিয়াগুলো যখন প্রকৌশলীদের বলতেন, তখন প্রকৌশলীরা একবাক্যে সেগুলো নাকচ করে দিতেন- কারণ সেগুলো প্রকৌশলীদের তাৎক্ষণিক জ্ঞানে সেগুলো ছিল অসম্ভব। কিন্তু জবসের নাছোড়বান্দা অবস্থানের কারণে আপাত-অসম্ভব অনেক কিছুই প্রকৌশলীরা পরবর্তী সময়ে উদ্ভাবন করতেন। এই জায়গাটাতেই জবসকে গুরু মনে করা হয়। যে বিষয় অন্যেরা ভাবতেও পারতেন না, জবস সেই বিষয়গুলো বাস্তবায়ন করতে কাজে লেগে যেতেন।

প্রিয়'s picture


স্টিভ জবসকে শ্রদ্ধাঞ্জলি।

তানবীরা's picture


শ্রদ্ধাঞ্জলি

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

ফিরোজ শাহরিয়ার's picture

নিজের সম্পর্কে

ভালবাসি দেশকে, যারা এনে দিয়েছে আমার স্বাধীণতাকে, ভালবাসি সকলকে