ইউজার লগইন

শুভ জন্মদিন ময়না পাখি!!!

আমরা বন্ধু ব্লগের সব বন্ধুদের চোখের সামনে পুচকু থেকে একটু একটু করে বড় হলো ঋহান, সমুদ্দুর, এশা, আয়লা, মাধুর্য। এই ব্লগের প্রত্যেকে এই পুচকুগুলার বেড়ে উঠার, হাসি-কান্নার ক্ষণগুলোর সাথে জড়িয়ে থেকেছে। শুধু এই কজন ই না ... মেঘ, রাইয়ান, রিমঝিম, শ্রেয়া, পিয়ন্তী, ছোট মামদো ভূত, রোদ্দুর, নিধি, ২ রাজকন্যা (পিয়াল ভাই, মানিক ভাই এর মেয়ে) সহ প্রত্যেকটা বাচ্চা আমাদের সবার জীবনের একটা অংশ হয়ে গেছে। এরা সবাই আমাদের বুকের ভেতর গভীর মমতার একটা জায়গা তৈরী করেছে। স্বর্গের এই দেবশিশুদের হাসি আমাদের মন জুড়িয়ে দেয়। সৃষ্টিকর্তাকে সবসময় বলি এই হাসি যেনো অমলিন থাকে। ঋহান সোনা , চাঁদের কণা, গুলুগুলু ময়না পাখিটার কাল প্রথম শুভ জন্মদিন। সেই ছোট্র পোটলা ঋহান এখন হাঁটতে শিখেছে, দাঁত বের করে কি সুন্দর করে হাসে! আহারে কি মায়া! ঋহানের প্রথম জন্মদিনে সবার পক্ষ থেকে অনেক অনেক অনেক আদর আর দোয়া। অনেক বড় হও বাবা!
255979_10150628097995151_757265150_19340937_3252286_o.jpg

পোস্টটি ১৬ জন ব্লগার পছন্দ করেছেন

আপন_আধার's picture


শুভ জন্মদিন ভাইগ্না

পার্টি পার্টি পার্টি

ফিরোজ শাহরিয়ার's picture


ভাইগ্নারে অনেক দোয়া, সাখে শুভ জন্মদিন।

কামরুল হাসান রাজন's picture


শুভ জন্মদিন ঋহান Smile অনেক অনেক বড় হও Party

কামরুল হাসান রাজন's picture


জন্মদিনের পার্টির অপেক্ষায় থাকলাম Big smile

টুটুল's picture


হ্যালো বাবা...
তুমি কি জানো যে, তোমার শুভাগমনই আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার?

অনেক বড় হও... অনেক দুর যাওয়ার দর্কার নাই Smile ... আমাদের মাঝেই আমাদের মত থাকো... একজন মানুষ হও... তোমার জন্য আজকে এটাই কামনা...

জীবনের সবটুকু ভালবাসা তোমার জন্য...

রুমিয়া's picture


জীবনের সবটুকু ভালবাসা তোমার জন্য..ময়না পাখি Love পার্টি
লাভ ইউ ঋহান....

তানজিম's picture


শুভ জন্মদিন ভাতিজা। কাল দেখা হবে।

আরাফাত শান্ত's picture


ময়না পাখি গুলো অনেক ভাল থাকুক!~

লীনা দিলরুবা's picture


শুভ জন্মদিন ময়না পাখি Smile
বাচ্চা-কাচ্চায় কিচির মিচির করুক এবি ভুবন Smile

১০

একজন মায়াবতী's picture


ঋহানের জন্য অনেক অনেক অনেক শুভ কামনা Love

১১

মীর's picture


শুভ জন্মদিন ময়না পাখি!!!
আর জয়িতা'পুরে ধইন্যা পাতা

১২

জুলিয়ান সিদ্দিকী's picture


এরে দেখলেই আমার ইচ্ছা করে রুহান-রুহান বইল্যা চিল্লাই!
অনেক আদর!

১৩

শর্মি's picture


শুভ জন্মদিন, ঋহান!

১৪

রাসেল আশরাফ's picture


আমার পোটলা দোস্তরে শুভেচ্ছা। নৃত্য নৃত্য

১৫

জেবীন's picture


এবি'র আমরা করলাম ২টা পিকনিক বছর না পার হইতেই! সেই পিকনিকে সবচেয়ে ছোট্ট সদস্য ছিলো দু'বারই একজনই! একবার সে ছবিতে দৃশ্যমান ছিলো অন্যবার ছবিতে নাই কিন্তু বর্তমান ছিলো আমাদের সাথেই! জন্মাবার আগেই যার নাম ঠিক করে রেখেছিলো এত্তো এত্তোজনা মিলে। মা-বাবাকে জিজ্ঞেস করেই মারছিলো সবাই - "আমাদের "নাটুল" আসবে কবে?" সেই নাটুল, আমাদের সেই আদরের রাজার নামই হচ্ছে ঋহান! আজ তার জন্মদিন! Party
হবার পর দেখতে গেলাম যখন এইটুকুন পোটলা, লাল কাথায়ঁ সাজ দেয়া। নাজকে তখনও রুমে আনা হয়নি। দাদু-বাপ-চাচারাই ঘিরে আছে ঋহানকে, নানু কিছু আগেই দেখে গেছেন শুনলাম। লীনা'পুর পরীক্ষা তাও ঢূ মেরে গেলেন, রায়হানভাই অফিস করেই হাজির, মাসুমভাই মিটিং রেখেও এসে গেছেন, মেসবাহভাই জরুরী কি কাজ তাও চলে আসছেন হলুদবাইক বাগিয়ে, আর জয়িতাতো অফিস শেষ না করেই বসে আছে অনেক্কখন যাবত! অল্পক্ষন পর দেখা গেলো, ঋহানের কাছে বসে আছি কেবল ফুপুদু'জন! বেবীটাকে আমাদের দায়িত্বে দেয়ার এই যে আপন করে নেয়াটুকু কেন জানি প্রচন্ড মনে দাগ কাটছে! এই ছেলেটার জন্যে মায়ার বাধঁন যেন তখনই জুড়ে গেছে, দিন দিন সে বাধঁন আরো আরো মজবুত হয়েই চলছে!
বেড়ে উঠো বাবাই সোনা অনেক অনেক আদরমায়া নিয়ে! যাই হও, মা-বাবা'র মতো বড়ো মনের মানুষ হও, যারা বন্ধু বলতে কেবল মুখের বুলিই কপচায় না, কাজেও করে দেখায়!

১৬

নাজ's picture


জয়িতা আপু আর জেবীন আপু'র কথা গুলো পড়ে যে স্মৃতি গুলো মনে পরে গেলো সেগুলো একজন মা হিসেবে আমি কখনই মনে করতে চাইনা, আবার সেই স্মৃতিগুলো ভুলে যাবার মতও কিছু নয়। জন্মের সাথে সাথে "মিউকনিয়াম এস্পিরেসন" আর জন্মের ২১ দিনের মাথায় "নিউমনিয়া" তে আক্রান্ত হয়ে কি ভয়াবহ ১৪টি দিন কাটিয়েছে আমার ঋহান, সেই সাথে ঔষধের প্রতিক্রিয়ায় টানা ৩টি মাস রাত-দিন মিলে মাত্র ৪-৫ ঘন্টাও ঘুমাতে পারতো না আমার বাবামনিটা। কি দু:র্বিসহ দিন পার করেছে আমার ঋহান, আজ থেকে ঠিক এক বছর আগে। আজ এত খুশি'র দিনেও যখন ঐসব স্মৃতি গুলো চোখে ভাসছে তখন কেবল-ই মনে হচ্ছে- "আল্লাহ'র অশেষ রহমতে আমার বুড়ো বাবা - ঋহান ও আমি যে আজ কত্ত ভালো আছি, তা কেবল আমরা দুজন-ই জানি।"

আল্লাহ আমার ঋহান'কে এইটুকুন ভালো রাখলেই তার মায়ের মন আজীবন প্রশান্তি'তে ভরে থাকবে।

No amount of gold could ever compare, to the gift of love that my son shares.

He gives reason to get through another day.
Maybe it's how he loves me in his special little way.

And when it gets hard for me to sleep at night..
He wraps his little arms around me and says God will make things right!

From sweet gentle touches to his bear hugs and a kiss..
He makes this hell on earth seem more like a peaceful bliss.

That great big kool-aid smile and the twinkle in his eyes..
Every time I look at him it makes me want to cry.
But they're not tears of sorrow; they're tears of pride and joy..
To know that all the love in heaven is wrapped around my little boy.

♫♪♥♥[̲̅̅H̲̅][̲̅̅A̲̅][̲̅̅P̲̅][̅​̲̅P̲̅][̲̅̅Y̲̅] [̲̅̅B̲̅][̲̅̅I̲̅][̲̅̅R̲̅][̲̅̅T̅​̲][̲̅̅H̲̅][̲̅̅D̲̅][̲̅̅A̲̅][̲̅̅​Y̲̅]♥♥♫♪

সব্বাই-কে অনেক ধন্যবাদ সুখে-দুঃখে আমার ঋহানের সঙ্গী হওয়ার জন্য!

১৭

গৌতম's picture


শুভ জন্মদিন ভাইগ্না! শুভ জন্মদিন ভাইস্তা!

১৮

বোহেমিয়ান 's picture


[অফিস থেকে]
গুল্টু সোনাটাকে অনেক অনেক আদর।

টুটুল ভাই এর কমেন্ট ভালো লাগল। আমাদের মাঝেই থাকো। ভালো একজন মানুষ হয়ে।

১৯

লিজা's picture


শুভ জন্মদিন ঋহান । ভবিষ্যতের কথা কেউ বলতে পারেনা । বলা উচিতও না । কিন্তু মানুষ আশা করে থাকে, আজকের ছোট্ট শিশু যেন একজন যথার্থ মানুষ হয় । ঘুণে ধরা পৃথিবীতে যেন এক টুকরো হীরে হয় । তোমার মা, বাবা আর আপনজনরাও নিশ্চই তাই চাইবে । এর জন্য কত পথ যে মা, বাবা আর তোমার নিজেকে পাড়ি দিতে হবে!! দোয়া করি তোমার পথ যেন মসৃণ হয়, কোমল হয় ।
খুব ভালো থেকো, হাসিখুশী থেকো । Party Party
Mickey-Mouse-Happy-Birthday.gif

২০

হাসান রায়হান's picture


হ্যাপ্পি বার্থডে Party

২১

সামছা আকিদা জাহান's picture


ঋহান মানুষ হও এই কামনা করি। আকাশ ছোঁয়ার স্বপ্ন দিলাম তোমার চোখে।

ভাল থাক, সুন্দর থাক--শুভ জন্মদিন।

২২

রশীদা আফরোজ's picture


শুভ জন্মদিন বাবুটার জন্য।
শুভেচ্ছা, শুভকামনা ওর বাবা-মার জন্য।
ধন্যবাদ জয়িতা।

২৩

মেসবাহ য়াযাদ's picture


মানুষ হ বাবা, একজন প্রকৃত এবং আলোকিত মানুষ...

২৪

মীর's picture


পিচ্চিটারে আবার.. Tuzki Bunny Emoticon
আর কতযুগ এই পোস্টের লেখকের সঙ্গে আমার দেখা হয় না Day Dreaming

২৫

শাপলা's picture


শুভ জন্মদিন বাবা, দেশে গেলে আমি তোকে চুরি করে নিয়ে আসবো। এইটা বেশী গুলটুস।

২৬

~স্বপ্নজয়~'s picture


শুভ জন্মদিন সোনাপাখীটা Party

২৭

রাফি's picture


শুভ জন্মদিন ঋহান বাবু।

সুস্থ্য থাকো, সুন্দর থাকো আর অনেক অনেক বড় হও।

২৮

শাওন৩৫০৪'s picture


এক বস্তা আদর কান্ধে কৈরা আন্তে আন্তে একটু লেট হৈয়া গেলো!
আদর গুলা ঋহানকে বুঝাই দেয়া হোক!
শুভ জন্মদিন ঋহান বাবা'র জন্য।

২৯

চাঙ্কু's picture


শুভ জন্মদিন ঋহান-ময়না পাখি Smile

৩০

শওকত মাসুম's picture


দোয়া করি ঋহানের একাকীত্ব কাটুক। শুভ জন্মদিন বাবা।

৩১

মেসবাহ য়াযাদ's picture


দোয়া করি ঋহানের একাকীত্ব কাটুক।

মন্তব্য দারুনভাবে লাইক কর্লাম Big smile আর রায়হান ভাইয়ের প্রতি সমবেদনা জানাইলাম Wink

৩২

আজম's picture


শুভ জম্মদিন ঋহান...

৩৩

তানবীরা's picture


শুভ জন্মদিন ঋহান। Big smile

জয়িতা যাক, এই বিরাট উপলক্ষ্যেকে কেন্দ্র করে একটা পোষ্টতো দিলা। Tongue

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

জ্যোতি's picture

নিজের সম্পর্কে

.